জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ অর্থনীতি বিভাগ বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন pdf সাজেশন
বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন pdf
বিষয় কোড : ২৩২২০৫
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল কীভাবে?
উত্তর : বাংলাদেশ থেকে কাঁচামাল নিয়ে ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল।
২. কবে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়।
৩. দ্বৈত শাসন কী?
উত্তর : দ্বৈত শাসন হচ্ছে কোম্পানির হাতে দেওয়ানি আর নবারের হাতে রাজ্য শাসন ভার।
৪. কবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
৫. ১৯৫০-৫১ থেকে ১৯৬৮-৬৯ সাল পর্যন্ত কত ভাগ কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়?
উত্তর : ১৯৫০-৫১ থেকে ১৯৬৮-৬৯ সাল পর্যন্ত ৫৬% কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়।
৬. ১৯৪৭ সালে পাকিস্তানের অর্থ সচিব কে ছিলেন?
উত্তর : ১৯৪৭ সালে পাকিস্তানের অর্থ সচিব ছিলেন গোলাম মোহাম্মদ।
৭. পাকিস্তান আমলে কৃষি জমির কত ভাগ?
উত্তর : পাকিস্তান আমলে কৃষি জমির ১.৫৮ ভাগ সেচ সুবিধার আওতায় ছিল।
৮. পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ ছিল কত ভাগ?
উত্তর : পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ ছিল ৭৫%।
৯. পূর্ব পাকিস্তানে কত ভাগ বিনিয়োগ হয়েছিল?
উত্তর : পূর্ব পাকিস্তানে ২৫% ভাগ বিনিয়োগ হয়েছিল।
১০. ১৯৫১-১৯৬১ সময়ে শিক্ষাখাতে পূর্ব পাকিস্তানের বরাদ্দ ছিল কত?
উত্তর : ১৯৫১-১৯৬১ সময়ে শিক্ষাখাতে পূর্ব পাকিস্তানের বরাদ্দ ছিল মাথাপিছু ৫.৬৩ টাকা।
১১. পাকিস্তানের মধ্যে কোন অঞ্চল সমৃদ্ধ ছিল?
উত্তর : ১৯৪৭ সালের মধ্যে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান অধিক সমৃদ্ধ ছিল।
১২. পাকিস্তান আমলে সম্পদ বণ্টনে কোন ধরনের নীতি অবলম্বন করা হয়?
উত্তর : পাকিস্তান আমলে সম্পদ বণ্টনে বৈষম্যমূলক নীতি অবলম্বন করা হয়।
১৩. পাকিস্তান আমলে কতটি পরিবারের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত ছিল?
উত্তর : পাকিস্তান আমলে ২২ পরিবারের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত ছিল; যারা সবাই ছিল পশ্চিম পাকিস্তানের লোক।
১৪. কত সালে পূর্ব বাংলার জমিদারি প্রথার বিলোপ সাধিত হয়?
উত্তর : ১৯৫০ সালে পূর্ব বাংলার জমিদারি প্রথার বিলোপ সাধিত হয়।
১৫. কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে বাঙালিদের সংখ্যা ছিল কত শতাংশ?
উত্তর : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে বাঙালিদের সংখ্যা ছিল ২৪ শতাংশ।
১৬. ১৯৫৫ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়?
উত্তর : ১৯৫৫ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়।
১৭. ১৯৪৬-৬৫ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ের বৈষম্য ছিল কত?
উত্তর : ১৯৪৬-৬৫ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ের বৈষম্য ছিল ৪৬%।
১৮. কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে করেন?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০. বাংলাদেশের অর্থনীতিকে মূলত কে পঙ্গু করেন?
উত্তর : বাংলাদেশের অর্থনীতিকে মূলত আইয়ুব খান পঙ্গু করেন।
২১. GDP কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত: এক বছরে) কোন দেশের ভৌগোলিক সীমার ভিতরে দেশের যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার চলতি বাজার মূল্যকে GDP বলে।
২২. প্রেক্ষিত পরিকল্পনা কাকে বলে?
উত্তর : কোনো দেশের NEC বোর্ড দীর্ঘমেয়াদে যেমন ১০ থেকে ২৫ বছর সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে।
২৩. অর্থনৈতিক উন্নয়ন কী?
উত্তর : আর্থসামাজিক অবকাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জাতীয় আয়ের অব্যাহত বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
২৪. অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য কয়েকটি পূর্ব শর্ত লেখ।
উত্তর : ক. উৎপাদন সংগঠন, খ. জনসংখ্যা বৃদ্ধি, গ. প্রাকৃতিক সম্পদ, ঘ. মূলধন সংগ্রহ ও ঙ. উপকরণ ব্যবহারে দক্ষতা।
২৫. অর্থনৈতিক উন্নয়নের মান/স্তর নির্ধারণে কয় ধরনের সূচক রয়েছে?
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের মান নির্ধারণে দুই ধরনের সূচক রয়েছে। যথা : ক. সাধারণ সূচক এবং খ. বিশেষ সূচক।
২৬. অর্থনৈতিক উন্নয়নে রুয়েকটি সাধারণ সূচকের নাম লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি সাধারণ সূচকের নাম হলো ক. প্রকৃত জাতীয় আয়, খ. মাথাপিছু প্রকৃত আয়, গ. জীবনযাত্রার মান উন্নয়ন, ঘ. জীবনের উৎকর্ষতা ও ঙ. অর্থনৈতিক কল্যাণ।
২৭. অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি বিশেষ সূচকের নাম লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি বিশেষ সূচকের নাম ক. মানবীয় মূলধন, খ. শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ গ. স্বাস্থ্য এবং পুষ্টি, ঘ. মৌলিক চাহিদা পূরণ, ঙ. দারিদ্র্য, বেকারত্ব এবং আয় বৈষম্য হ্রাস।
২৮. অর্থনৈতিক উন্নয়নের জন্য কী কী বিষয় প্রয়োজনীয়?
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয় হলো ক. মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে উপনীত হওয়া, খ. জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয় উল্লেখযোগ্য বৃদ্ধি ও গ. অর্থনীতি স্বধারায় পুষ্ট হতে হবে।
২৯. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কোন বিষয়টি প্রয়োজন?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া।
৩০. অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে মৌলিক পার্থক্য কি?
উত্তর : অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে মৌলিক পার্থক্য হলো অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই প্রবৃদ্ধি নির্দেশ করে, কিন্তু প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন নাও নির্দেশ করতে পারে।
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলাদেশে উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
২. মানব সম্পদ উন্নয়নের সূচকসমূহ কী?
৩. মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝ?
৪. বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ বর্ণনা কর।
৫. বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হবার কারণ কী?
৬. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা কর।
৭. বাংলাদেশে দারিদ্র্যের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর।
৮. বৃহৎ, ক্ষুদ্র ও কুটিরশিল্পের ধারণা দাও।
৯. বাংলাদেশে কোন ধরনের শিল্প স্থাপনে অগ্রাধিকার দেওয়া উচিত?
১০. গ্রামীণ শিল্পায়নের ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত কিনা তার ব্যাখ্যা দাও।
১১. আমদানি বিকল্পন শিল্পায়ন কৌশল কী?
১২. ক্ষুদ্র ও কুটিরশিল্পের পার্থক্য কী কী?
১৩. ছদ্মবেশি বেকারত্ব কী?
১৪. পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়ন বলতে কী বুঝ?
১৫. বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী?
১৬. বাংলাদেশের কৃষির সমস্যা আলোচনা কর।
১৭. পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ।
১৮. কৃষির আধুনিকায়ন বলতে কী বুঝায়?
১৯. বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ কী?
২০. বাংলাদেশের মৌলিক পরিচয় দাও।
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের আপেক্ষিক দক্ষতা বর্ণনা কর।
২. বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটিরশিল্পের গুরুত্ব আলোচনা কর।
৩. জাতীয় আয় বলতে কী বুঝ?
৪. অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী?
৫. মোট জাতীয় উৎপাদন এবং নীট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কী?
৬. জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কী?
৭. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী?
৮. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন কেন?
৯. জীবনযাত্রার মান পরিমাপের সূচকসমূহ লেখ।
১০. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ কী কী?
১১. অর্থনৈতিক উন্নয়নের মান/ স্তর নির্ধারণের সূচকসমূহ কী কী?
১২. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি বর্ণনা কর।
১৩. বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের সমস্যাবলি আলোচনা কর।
১৪. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন কেন?
১৫. বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
১৬. বাংলাদেশে কৃষিঋণের বিভিন্ন উৎসগুলো বর্ণনা কর।
১৭. বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি বিবরণ দাও।
১৮. বাংলাদেশে কৃষি ঋণের সমস্যাগুলো বর্ণনা কর।
১৯. বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের অর্থনৈতিক নির্গমনের ঐতিহাসিক দৃশ্যপট বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন pdf সাজেশন download করে নাও। কোর্সটিকায় আমরা অর্থনীতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post