কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া শুরু হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এই সাজেশন অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাবে বলে আমরা আশাবাদী।
কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন। বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২২০৫। এখানে, ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমার পেয়ে যাবে।
বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. GNP অবমূল্যায়ক এর সংজ্ঞা দাও।
অথবা, GNP Deflator বলতে কী বুঝ?
উত্তর: আর্থিক GNP এবং প্রকৃত GNP -এর অনুপাতকে GNP Deflator বলে।
২. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর: একটি দেশে কোন নির্দিষ্ট সময়ে প্রচলিত উৎপাদন ব্যবস্থার অধীনে মোট জাতীয় আয় ও মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পাওয়াই অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৩. আর্থিক GNP কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করে তার আর্থিক মূল্যকে আর্থিক GNP বলে।
৪. প্রেক্ষিত পরিকল্পনা কাকে বলে?
উত্তর: কোনো দেশের NEC বোর্ড দীর্ঘমেয়াদে যেমন ১০ থেকে ২৫ বছর সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে।
৫. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর: আর্থসামাজিক অবকাঠামোর কোনা রকম পরিবর্তন ছাড়াই শুধুমাত্র মাথাপিছু আয় বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
৬. মাথাপিছু প্রকৃত আয় কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর: মাথাপিছু প্রকৃত আয় = প্রকৃত জাতীয় আয় / মোট জনসংখ্যা
৭. মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝ?
উত্তর: কোনো দেশের শ্রমশক্তিকে কারিগরি ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে দেশের অর্থনৈতিক তথা জাতীয় উন্নয়ন সাধন করাকে বুঝায়।
৮. HDI এর পূর্ণনাম কী?
উত্তর: HDI = Human Development Index
৯. মেধাপাচার বলতে কী বুঝ?
উত্তর: সাধারণত অনুন্নত দেশের দক্ষ, শিক্ষিত ও উন্নত জ্ঞানসম্পন্ন ব্যক্তিগণ যখন উন্নত জীবনযাপন, কর্ম ও শিক্ষালাভের আশায় উন্নত দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য Migration করে তাকে মেধাপাচার বলে।
১০. জনসংখ্যার ঘনত্বের সূত্রটি লেখ।
উত্তর: জনসংখ্যার ঘনত্ব = দেশের মোট জনসংখ্যা / দেশের মোট আয়তন
১১. শূন্য জনসংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো দেশের জনসংখ্যার জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বলে।
১২. গণশিক্ষা বলতে কি বুঝ?
উত্তর: সকলের জন্য উন্মুক্ত শিক্ষাকে গণশিক্ষা বলে।
১৩. গ্রামীণ অর্থনীতি বলতে কী বোঝ?
উত্তর: অর্থনীতির যে শাখায় পল্লি অঞ্চলের মানুষের ও সমাজের অর্থনৈতিক কার্যাবলির আলোচনা করা হয় তাকে গ্রামীণ অর্থনীতি বলে।
১৪. পল্লীপূর্ত কর্মসূচি কী?
উত্তর: যাটের দশকে পল্লীর উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপই হলো পল্লীপূর্ত কর্মসূচি।
১৫. প্রান্তিক কৃষক কী?
উত্তর: যে সমস্ত কৃষকের নিজস্ব সামান্য জমি-জমা আছে, তবে উক্ত জমি তার পরিবারের ভরণ-পোষণের জন্য যথেষ্ট নয় এবং কোনো বিপদে পড়লে জমি বিক্রয় ছাড়া আর কোনো উপায় থাকে না তাদেরকে প্রান্তিক কৃষক বলে।
১৬. “সবুজ বিপ্লব” বলতে কী বুঝ?
উত্তর: উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের ফলে বর্তমানে কৃষি ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি দেখা দিয়েছে তাকে অর্থনীতিবিদগণ সবুজ বিপ্লব নামে অভিহিত করেছেন।
১৭. অর্থকরী ফসল বলতে কী বুঝ?
উত্তর: যে সকল ফসল খাদ্য উৎপাদনের জন্য নয় বরং অর্থ উপার্জনের উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
১৮. বর্গা প্রথা কাকে বলে?
উত্তর: অন্যের জমি চাষ করে উৎপন্ন ফসলের একটি অংশ জমির মালিককে প্রদান করার প্রথাকে বর্গা প্রথা বলে।
১৯. বৃহৎ শিল্প বলতে কী বুঝ?
উত্তর: যে শিল্পে ১০০ জন থেকে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক কাজ করে এমন উৎপাদন প্রতিষ্ঠানকে বৃহৎ শিল্প বলে।
২০. পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে?
উত্তর: জাতীয় শিল্প প্রতিষ্ঠান বিজাতীয় করে অর্থাৎ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দিয়ে সরকারের পুঁজি পুনারুদ্ধার করাকে পুঁজি প্রত্যাহার নীতি বলে।
২১. Tax Holiday কাকে বলে?
উত্তর: দেশের সম্ভাবনাময় উঠতি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু সময়ের জন্য কর মওকুফ করা হয়। একে Tax Holiday বা কর বিরতি বলে।
২২. নগরায়ণ বলতে কী বুঝায়?
উত্তর: নগরায়ণ বলতে গ্রামীণ অবস্থা থেকে ক্রমান্বয়ে সুপরিকল্পিত নগরীর পরিকল্পিত উন্নয়ন ও উন্নত জীবনযাত্রায় পদার্পণ কে বুঝায়।
২৩. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কী?
উত্তর: প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হচ্ছে একটি দেশের বিদেশে বিনিয়োগ কার্যক্রম এবং এ ধরণের বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী দেশের ফার্ম বা কোম্পানীর নিজস্ব নিয়ন্ত্রণ বজায় থাকে।
২৪. ওয়েজ আর্নার্স স্কীম কী?
উত্তর: যে কর্ম সূচীর আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত অর্থ দ্বারা বৈদেশিক মুদ্রায় সরাসরি কতিপয় নির্ধারিত পণা মূল্য পরিশোধ করে আমদানির সুযোগ দেওয়া হয় তাকে ওয়েজ আর্নাস স্কীম বলে।
২৫. আমদানি বিকল্পন নীতি কী?
উত্তর: যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্যের শিল্পের বিশেষ সুবিধার আওতায় এনে শিল্পেকে প্রণোদনা বা উৎসাহ প্রদান করাকেই বলা হয় আমদানি বিকল্পন শিল্পায়ন কৌশল।
২৬. লেনদেন ভারসাম্য কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণ এক বছরে) কোন দেশের সকল প্রকার দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় প্রকার দ্রব্যের আমদানি ও রপ্তানি ব্যয়ের হিসাবকে লেনদেন ভারসাম্য বলা হয়।
২৭. বিশ্বায়ন কী?
উত্তর: মানব সম্পদ, তথ্যপ্রযুক্তি ও মূলধন সেবাসহ পণ্যসামগ্রীর অবাধ প্রতিযোগিতা ও সঞ্চালন দ্বারা অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে ‘পৌছার জন্য পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
২৮. ঢাকা বিশ্বের কততম মেগাসিটি?
উত্তর: ঢাকা বিশ্বের ২০তম মেগাসিটি।
২৯. SDG কী?
উত্তর: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত কর্মসূচিকে SDG বলে।
৩০. দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন অবস্থা যখন অনুন্নত দেশের কিছু প্রতিকূল উপাদান একে অপরের ওপর ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করে একটি দেশকে দারিদ্র্যের ফাঁদে আবদ্ধ করে।
৩১. MPI-এর পূর্ণরূপ কী?
উত্তর: MPI-এর পূর্ণরূপ হচ্ছে Multi Dimentional Poverty Index.
৩২. নারী ক্ষমতায়ন কী?
উত্তর: নারী ক্ষমতায়ন হলো বস্তুগত, মানবিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সমবাদের উপর নারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া বা উপায়।
৩৩. জেন্ডার ইস্যুর ধারণা দাও?
উত্তর: নারী-পুরুষ পৃথক নয় বরং একজন অন্যজনের সম্পূরক ও পরিপূরক। কাউকে বাদ দিয়ে প্রকৃত সমস্যা সমাধান সম্ভব নয়। ফলে নারী-পুরুষভেদে কোনো বৈষম্য থাকবে না। এটাই হলো জেন্ডার ইস্যু।
৩৪. কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয়?
উত্তর: ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয়।
৩৫. PRSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: PRSP-এর পূর্ণরূপ Poverty Reduction Strategy Paper.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মোট দেশজ উৎপাদন কী?
২. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী?
অথবা, বাংলাদেশের অর্থনীতির চারটি মৌলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর।
৩. মোট জাতীয় উৎপাদন এবং নীট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কী?
৪. বাংলাদেশে উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
৫. মানব সম্পদ উন্নয়নের সূচকসমূহ কী?
৬. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা কর।
৭. কৃষির আধুনিকায়ন বলতে কী বুঝায়?
৮. বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী?
৯. শিল্পনীতির সংজ্ঞা দাও।
১০. ক্ষুদ্র ও কুটিরশিল্পের পার্থক্য কী কী?
১১. নগর প্রবৃদ্ধির উপাদানসমূহ কী কী?
১২. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বর্তমান গতিধারা ও বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১৩. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৪. বিশ্বায়ন কী?
১৫. দারিদ্র্য বিমোচন কৌশল বলতে কী বুঝ?
১৬. নারী উন্নয়ন কী?
১৭. নারী ক্ষমতায়ন কী?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি ও উত্তর সংকেত
১. প্রাক-ঔপনিবেশক সময়ে বাংলাদেশের অর্থনীতির একটি সংক্ষিপ্ত এত বিবরণ দাও।
২. পাকিস্তান শাসনামলে বাংলার অর্থনৈতিক জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, পাকিস্তান শাসনামলে বাংলাদেশের অর্থনীতির জীবন ধারা বর্ণনা কর।
৩. মোট দেশজ উৎপাদনে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতসমূহের অবদান বর্ণনা কর।
৪. বাংলাদেশের জনগণের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন কেন?
৫. বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
৬. বাংলাদেশের জনসংখ্যার গঠন ও বৈশিষ্ট্য বর্ণনা কর।
৭. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে কী ধরনের আর্থসামাজিক পরিবর্তন দরকার বলে তুমি মনে কর?
৮. অতিয়িত জনসংখ্যা কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে?
৯. বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের গুরুত্ব আলোচনা কর।
১০. ফসল বহুমুখীকরণ বলতে কী বুঝায়? বাংলাদেশের কৃষিতে ফসল বহুমুখীকরণের সমস্যা বর্ণনা কর?
১১. বাংলাদেশে দ্রুত শিল্পায়নে সরকারি ও বেসরকারি খাতের গুরুত্ব বর্ণনা কর।
১২. বাংলাদেশের শিল্পে অনগ্রসরতার কারণসমূহ কী? বাংলাদেশে শিল্পায়নের উপায়গুলো নির্দেশ কর।
১৩. বাংলাদেশে বস্ত্র শিল্পের গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশে পোশাক শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৪. বাংলাদেশের জাতীয় শিল্পনীতি, ২০১৬ এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
১৫. বাংলাদেশে নগরায়ণের কারণ ও সমস্যাবলি আলোচনা কর।
অথবা, বাংলাদেশে নগরায়ণের চারটি কারণ লেখ।
১৬. নগরায়ণের Pull এবং Push উপাদান ব্যাখ্যা কর।
১৭. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলতে কি বুঝায়? বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি বিবরণ দাও।
১৮. ‘বৈদেশিক বাণিজ্য অথবা বৈদেশিক সাহায্য’- কেদনটির ওপর বাংলাদেশের নির্ভর করা উচিত? -ব্যাখ্যা কর।
১৯. FDI কী? বাংলাদেশের জন্য FDI কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
অথবা, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কী? বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
২০. বিশ্বায়নের উদ্ভবের কারণসমূহ কী?
২১. দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বুঝ?
অথবা, দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি ব্যাখ্যা কর।
২২. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচির মূল্যায়ণ কর।
২৩. বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের প্রকৃতি ও মাত্রা নির্দেশ কর।
২৪. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলো কতটুকু সফল হয়েছে বলে তুমি মনে কর।
২৫. জেন্ডার বৈষম্যের বৈশিষ্ট্য আলোচনা কর।
২৬. জাতীয় নারী নীতির আলোকে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে করণীয়সমূহ বর্ণনা কর।
উপরে ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন সাজেশন নিয়ে আলোচনা করা হলো। সাজেশনটিতে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post