জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশের অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন এবং প্রশ্নের উত্তর। বিষয় : বাংলাদেশের অর্থনীতি, বিষয় কোড : ২২২২০৯।
বাংলাদেশের অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. রেমিট্যান্স কী?
উত্তর : বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা তাদের আয়ের যে অংশ বৈদেশিক মুদ্রা আকারে দেশে পাঠায় তাকে রেমিট্যান্স বলে।
২. জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে কোন তিনটি বৃহৎ খাত অবদান রাখছে?
উত্তর : জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে সেবাখাত, কৃষিখাত ও শিল্পখাত বৃহৎ অবদান রাখছে ।
৩. বাজার অর্থনীতিতে দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত হয়?
উত্তর : বাজার অর্থনীতিতে দ্রব্যের দাম চাহিদা ও যোগানের সমতা দ্বারা নির্ধারিত হয়।
৪. আয়কর কী?
উত্তর : জনগণের কোনো নির্দিষ্ট সময়ের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
৫. প্রবাসী কল্যাণ ব্যাংক কী?
উত্তর : প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে তাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বলে।
৬. অর্থকরী ফসল কাকে বলে?
উত্তর : যে ফসল বিক্রয় করে জনগণ প্রচুর অর্থ অর্জন করতে পারে তাকে অর্থকরী ফসল বলে।
৭. বিসিআইসি কী?
উত্তর : বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনকে বিসিআইসি বলে।
৮. SME এর পূর্ণরূপ লিখ।
উত্তর : SME এর পূর্ণরূপ হলো— Small and Medium Enterprise.
৯. শক্তিসম্পদ কী?
উত্তর : যেসব সম্পদ ব্যবহার করে শক্তি উৎপাদন করা হয় তাকে শক্তি সম্পদ বলে।
১০. যোগাযোগের দু’টি মাধ্যম লিখ।
উত্তর : যোগাযোগের দু’টি মাধ্যম হচ্ছে— সড়কপথ ও রেলপথ।
১১. আত্মকর্মসংস্থান কাকে বলে?
উত্তর : নিজের কাজ নিজে ব্যবস্থা করে নেওয়াকে আত্মকর্মসংস্থান বলে।
১২. বাংলাদেশের অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : বাংলাদেশের অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হলো- ১। কৃষি ভিত্তিক, ২। জিডিপিতে শিল্পখাতের অবদান বৃদ্ধি পাচ্ছে, ৩। মিশ্র অর্থনীতি।
১৩. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর : কোনো দেশের কাঠামোগত পরিবর্তন ছাড়াই মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে ।
১৪. ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তর : রাজস্ব আয়ের তুলনায় রাজস্ব ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে ।
১৫. PPP কী?
উত্তর : PPP এর পূর্ণরূপ Public Private Partnership.
১৬. GDP কী?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রি উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।
১৭. সবুজ বিপ্লব কী?
উত্তর : উন্নত বীজ, সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি করাকে সবুজ বিপ্লব বলে ।
১৮. বেসরকারিকরণ কাকে বলে?
উত্তর : শিল্পপ্রতিষ্ঠান সরকারি মালিকানা থেকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়াকে বেসরকারিকরণ বলে।
১৯. তদারকি ঋণ কী?
উত্তর : যে ঋণ ব্যাংক গ্রাহকের কাছ থেকে তদারকির মাধ্যমে আদায় করে তাকে তদারকি ঋণ বলে।
২০. স্ব-নির্ভর আন্দোলন বলতে কী বুঝ?
উত্তর : উৎপাদনক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের নীতিকে স্বনির্ভর আন্দোলন বলে।
২১. মূল্য সংযোজন কর কী?
উত্তর : উৎপাদিত দ্রব্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর (VAT) বলে ।
২২. BEPZA – এর পূর্ণরূপ কী?
উত্তর : BEPZA – এর পূর্ণরূপ Bangladesh Export Processing Zone Authority.
২৩. মাথাপিছু আয় কি?
উত্তর : কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
২৪. মূলধন বাজার কাকে বলে?
উত্তর : যে বাজারে দীর্ঘমেয়াদি অর্থের কারবার হয় তাকে মূলধন বাজার বলে।
২৫. মুদ্রা বাজারের দু’টি হাতিয়ারের নাম লিখ।
উত্তর : মুদ্রা বাজারের দু’টি হাতিয়ারের নাম হলো- ব্যাংক হার, খোলা বাজার নীতি।
২৬. Value Added Tax (VAT) কি?
উত্তর : উৎপাদিত দ্রব্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর (VAT) বলে।
২৭. মানবসম্পদ কি?
উত্তর : শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের মাধ্যমে একটি দেশের জনশক্তির দক্ষতার উন্নয়ন ঘটানোকে মানব সম্পদ বলে।
২৮. কুটিরশিল্প কি?
উত্তর : কুটিরশিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বুঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ৫ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ এর অধিক নহে।
২৯. টেকসই উন্নয়ন কি?
উত্তর : পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন চলতে থাকলে তাকে টেকসই উন্নয়ন বলে।
৩০. সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর : অর্থনীতির যে শাখায় সকল প্রতিষ্ঠানের উৎপাদন, জাতীয় আয়, মোট বিনিয়োগ, সামগ্রিক ভোগ, ইত্যাদি আলোচিত হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
৩১. “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র”-উক্তিটি কার?
উত্তর : “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র”-উক্তিটি অধ্যাপক রাগনার নার্কসের ।
৩২. বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
উত্তর : বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম ‘বাংলাদেশ ব্যাংক’ ।
৩৩. শেয়ার বাজার কী?
উত্তর : যে বাজারে কোম্পানি বা শিল্পপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শেয়ার মূলধন লট আকারে ক্রয়-বিক্রয় হয় তাকে শেয়ার বাজার বলে।
৩৪. মুদ্রাস্ফীতি কী?
উত্তর : অর্থের মূল্য হ্রাস এবং দ্রব্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে।
৩৫. বাংলাদেশের শক্তি সম্পদের প্রধান দুটি উপাদানের নাম লিখ।
উত্তর : বাংলাদেশের শক্তি সম্পদের প্রধান দুটি উপাদানের নাম হলো— বিদ্যুৎ, গ্যাস।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মুদ্রাস্ফীতি কাকে বলে?
২. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী?
৩. মূল্য সংযোজন কর কী?
৪. মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কী?
৫. কৃষি যান্ত্রিকীকরণ কী?
৬. ওয়েজ আর্নারস স্কীম কাকে বলে?
৭. বাংলাদেশের শক্তিসম্পদের উৎসগুলো কী কী?
৮. টেকসই উন্নয়ন কী?
৯. বাংলাদেশের অর্থনীতি মৌলিক সমস্যা কী কি?
১০. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কী কি?
১১. বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির কারণগুলো কি?
১২. বাংলাদেশের অর্থনীতিতে মানবসম্পদের গুরুত্ব লিখ।
১৩. বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাসমূহ কী কি?
১৪. মোট দেশজ উৎপাদনে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের অবদান আলোচনা কর।
১৫. বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এন জি ও’র ভূমিকা মূল্যায়ন কর।
১৬. বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিরাজমান সমস্যাসমূহ কিভাবে সমাধান করা যায়?
১৭. ওয়েজ আর্নারস্ স্ক্রীম বলতে কী বুঝ?
১৮. লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যিক ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখ।
১৯. বাংলাদেশের শ্রমশক্তির অদক্ষতার কারণগুলো লিখ।
২০. উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?
২১. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লিখ?
২২. অর্থনৈতিক উন্নয়নে রাজস্বনীতির ভূমিকা লিখ।
২৩. বাংলাদেশের স্বল্প মজুরির কারণগুলো আলোচনা কর।
২৪. বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো লিখ।
২৫. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য কী কী?
২৬. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ।
২৭. ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কী বোঝায়?
২৮. বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির কারণসমূহ সংক্ষেপে লিখ।
২৯. লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখ।
৩০. বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর ।
৩১. বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
২. বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩. বাংলাদেশে স্বল্প মজুরির হারের কারণসমূহ বর্ণনা কর।
৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির ভূমিকা আলোচনা কর ।
৫. বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতার কারণসমূহ কী কী?
৭. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৮. বাংলাদেশের মানবসম্পদের উন্নয়নের উপায়সমূহ বর্ণনা কর।
৯. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর ।
১০. বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব আলোচনা কর।
১২. বাংলাদেশের পরিবহন ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১৩. মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝ? অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বর্ণনা কর।
১৪. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গৃহীত সরকারি কর্মসূচিগুলো বর্ণনা কর।
১৫. বাংলাদেশের লেনদেন উদ্বৃত্তের প্রতিকূলতার কারণ কী? লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দূর করার উপায়সমূহ বর্ণনা কর।
১৬. গ্রামীণ ব্যাংকের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন কর।
১৭. বাংলাদেশের শ্রম শক্তির দক্ষতা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
১৮. রেমিট্যান্স কি? বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিট্যান্সেরে গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৯. বাংলাদেশের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধির উপায় আলোচনা কর।
২০. বাংলাদেশে স্বল্প মজুরির কারণ কি?
২১. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থিক নীতির ভূমিকা আলোচনা কর।
২২. শিল্প নীতি- ২০১০ এর লক্ষ্যমাত্রা ও গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর ।
২৩. বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গৃহীত সরকারি পদক্ষেপগুলো আলোচনা কর।
২৪. বাংলাদেশের অসম আয় বন্টনের প্রভাব আলোচনা কর। আয় বৈষম্য কমানোর উপায়গুলো লিখ।
২৫. রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য লিখ। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য কোনো ধরণের বাজেট নীতি তুমি সমর্থন কর।
২৬. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
২৭. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ ও ফলাফল আলোচনা কর।
২৮. বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাগুলি চিহ্নিত কর।
২৯. কেন্দ্ৰীয় ব্যাংক কাকে বলে?
৩০. সরকারি ব্যয় কী?
৩১. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর।
৩২. পুঁজি বাজার কী? বাংলাদেশের পুঁজি বাজারের দুর্বলতাগুলো চিহ্নিত কর।
৩৩. রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
আরো দেখো: অনার্স ইতিহাস ২য় বর্ষের সকল বিষয়ের সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীরা উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে বাংলাদেশের অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post