অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, বিষয় কোড: ২৪১৫১৫।
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
অথবা, ‘Culture’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?
উত্তর : ‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে ‘Colere’ শব্দ থেকে।
২. ঐতিহ্য কী?
অথবা, ঐতিহ্য শব্দের অর্থ কী?
উত্তর : ঐতিহ্য হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রথা, স্মৃতিস্তম্ভ, বিষয় ও সংস্কৃতির সমন্বয়।
৩. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর : সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
৪. বাংলার প্রাচীন নদী বন্দরটির নাম কী?
উত্তর : বাংলার প্রাচীন নদী বন্দরটির নাম তাম্রলিপ্তি।
৫. ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর : ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।
৬. ‘টেরাকোটা’ কী?
উত্তর : ‘টেরাকোটা’ হলো পোড়ামাটির ফলক।
৭. আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম কী?
উত্তর : আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম বেদ।
৮. বেদ কী ধরনের গ্রন্থ?
উত্তর : বেদ আর্যদের ধর্মীয় গ্রন্থ।
৯. জৈনধর্মের প্রবর্তক কে?
উত্তর : জৈনধর্মের প্রবর্তক হলেন মহাবীর।
১০. বৌদ্ধধর্মের আর্যসত্য কয়টি?
উত্তর : বৌদ্ধধর্মের আর্যসত্য হলো চারটি।
১১. নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন?
অথবা, কোন বাঙালি ব্যক্তিত্ব নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন?
উত্তর : নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন শীলভদ্র।
১২. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর : বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।
১৩. চর্যাপদ কী?
উত্তর : চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন।
১৪. মিনহাজ উদ্দিন সিরাজ রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : মিনহাজ উদ্দিন সিরাজ রচিত গ্রন্থের নাম ‘তবকাত ই নাসেরি’।
১৫. ‘ইউসুফ-জুলেখা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘ইউসুফ-জুলেখা’ গ্রন্থের লেখক শাহ মুহাম্মদ সগীর।
১৬. বাংলার কয়েকজন উল্লেখযোগ্য সুফি সাধকের নাম লেখ।
অথবা, বাংলার দুজন সুফি সাধকের নাম লেখ।
উত্তর : বাংলার কয়েকজন উল্লেখযোগ্য সুফি সাধকের নাম হলো নূর কুতুবুল আলম, শায়খ মুজাফ্ফর শামস বলখি, শেখ বদরুল আলম, খান জাহান আলি, হযরত শাহজালাল (রহ.) প্রমুখ।
১৭. মধ্যযুগের সুফি দরবেশ পরিচালিত প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : মধ্যযুগের সুফি দরবেশ পরিচালিত প্রতিষ্ঠানের নাম খানকা।
১৮. বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন?
উত্তর : বাংলা নববর্ষ সম্রাট আকবর প্রবর্তন করেন।
১৯. কে বাংলাকে দোজখপুর আয নিয়ামত বলেছিলেন?
অথবা, বাংলার নাম দোজখপুর আয নিয়ামত রাখেন কে?
উত্তর : ইবনে বতুতা বাংলাকে দোজখপুর আয নিয়ামত বলেছিলেন।
২০. সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর : সেন রাজারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।
২১. প্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম কী?
উত্তর : প্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম দিগদর্শন।
২২. Central National Mohamedan Association এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : Central National Mohamedan Association এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আমির আলি।
২৩. লক্ষ্ণৌ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি ১৯১৬ সালের ৩০ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
২৪. ‘What Bengal Said today, the rest of India would say tomorrow.’ এটি কার উক্তি?
উত্তর : ‘What Bengal Said today, the rest of India would say tomorrow.’ এটি গোখলের উক্তি।
২৫. সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর : সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।
২৬. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
উত্তর : শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।
২৭. ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর : ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়।
২৮. আধুনিক চিন্তাধারা বিস্তারে কোন কলেজের অবদান বেশি ছিল?
উত্তর : আধুনিক চিন্তাধারা বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বেশি ছিল।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. Culture বলতে কী বুঝ?
২. প্রাচীন বাংলার গ্রামীণ জীবনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৩. বাংলাদেশের সংস্কৃতির মূল বৈশিষ্ট্যসমূহ লেখ।
৪. ঐতিহ্য বলতে কী বুঝায়?
৫. পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে একটি টিকা লেখ।
৬. মাৎস্যন্যায় কী?
৭. হিন্দুধর্মের পৃষ্ঠপোষক হিসেবে সেন রাজাদের মূল্যায়ন কর।
৮. প্রাচীন বাংলার সমাজজীবনে হিন্দুধর্মের প্রভাব সংক্ষেপে লেখ।
৯. সুফিবাদ বলতে কী বুঝ?
অথবা, সুফিবাদ কী?
১০. বাঙালি সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব সংক্ষেপে লেখ।
১১. আধুনিক যুগে বাংলাদেশের সামাজিক উৎসব ও ধর্মীয় উৎসবের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১২. সামাজিক উৎসব বলতে কী বুঝ?
১৩. শ্রীচৈতন্যের পরিচয় দাও
১৪. বাউল দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, বাংলায় বাউলদের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
১৫. আধুনিক বাংলা সাহিত্য বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন কর।
১৬. বাঙালি সংস্কৃতিতে খ্রিস্টধর্মের প্রভাব সংক্ষেপে লেখ।
১৭. আমির আলী কে ছিলেন?
১৮. স্বদেশি আন্দোলনের বিবরণ দাও।
অথবা, স্বদেশি আন্দোলনের ওপর একটি টীকা লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ওয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের বর্ণনা দাও।
২. সোমপুর বিহারের স্থাপত্য বৈশিষ্ট্যগুলো লেখ।
৩. প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা কর।
অথবা, প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা কর।
৪. প্রাচীন বাংলার বৌদ্ধধর্ম সম্পর্কে আলোচনা কর।
৫. প্রাচীন বাংলার জ্ঞানবিজ্ঞান চর্চার বিবরণ দাও।
৬. প্রাচীন বাংলার শিক্ষাব্যবস্থার বিবরণ দাও।
অথবা, প্রাচীন বাংলার শিক্ষাব্যবস্থা আলোচনা কর।
৭. প্রাচীন বাংলা সাহিত্য সম্পর্কে একটি বিবরণ দাও।
৮. মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৯. বাংলার মুসলিম সমাজে সুফিবাদের প্রভাব আলোচনা কর।
১০. বাঙালি সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব বিশ্লেষণ কর।
১১. বাঙালি সংস্কৃতির ওপর খ্রিস্টধর্মের প্রভাব আলোচনা কর।
১২. বাঙালির নবজাগরণের ঔপনিবেশিক যুগের গুরুত্ব মূল্যায়ন কর।
১৩. বাংলায় সংবাদপত্রের উন্মেষ ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
১৪. ঊনবিংশ শতাব্দীতে গঠিত সভা-সমিতিসমূহের বিবরণ দাও এবং রাজনৈতিক দল গঠনে এদের ভূমিকা মূল্যায়ন কর।
১৫. বাংলায় মুসলিম মধ্যবিত্ত সমাজের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
১৬. বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
১৭. বাঙালি জাতীয়তাবাদের পটভূমি ব্যাখ্যা কর।
আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post