কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৯৭১ থেকে বর্তমান)। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯০১। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিলেন?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন।
২. কত সালের কত তারিখে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়?
অথবা, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কখন?
উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়।
৩. অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানের সামরিকবাহিনী পূর্ব পাকিস্তানে যে সশস্ত্র অভিযান চালায়, তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট।
৪. কবে স্বাধীনতা ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়।
৫. বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কখন?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ১০ এপ্রিল ১৯৭১।
৬. মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করেন?
উত্তর: মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ গ্রহণ করেন।
৭. বাংলাদেশের গণপরিষদ কাকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে?
উত্তর: বাংলাদেশের গণপরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯. অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
উত্তর: অপারেশন জ্যাকপট ১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালনা করা হয়।
১০. ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ভারত বাংংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়।
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বদেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
১৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৪. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
১৫. বাংলাদেশের আইনসভা কয়কক্ষ বিশিষ্ট?
উত্তর: বাংলাদেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট।
১৬. বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে?
উত্তর: বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে।
১৭. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
উত্তর: বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা।
১৮. ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেন কে?
উত্তর: ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ।
১৯. কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে?
উত্তর: পঞ্চদশ সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে।
২০. সংসদীয় নিয়ন্ত্রণ কী?
উত্তর: জাতীয় সংসদ কর্তৃক নিয়ন্ত্রণ ব্যবস্থাই হলো সংসদীয় নিয়ন্ত্রণ।
২১. BPSC এর পূর্ণরূপ কী?
উত্তর: BPSC এর পূর্ণরূপ- Bangladesh Public Service Commission.
২২. ন্যায়পাল কী?
উত্তর: ন্যায়পাল হলো জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান। ন্যায়পালে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যিনি জনগণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করে থাকেন।
২৩. ন্যায়পালের বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?
উত্তর: ন্যায়পালের বিধান সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে আছে।
২৪. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।
২৫. ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন?
উত্তর: ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন।
২৬. কত তারিখে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ হয়?
উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ হয়।
২৭. বাংলাদেশে ই-ভোটিং কবে চালু হয়?
উত্তর: বাংলাদেশে ই-ভোটিং ২০১৭ সালে চালু হয়।
২৮. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কী?
উত্তর: বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম ড. শিরীন শারমীন চৌধুরী।
২৯. SDG এর পূর্ণরূপ কী?
উত্তর: SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goal.
৩০. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ Millennium Development Goal.
৩১. BGB এর পূর্ণরূপ কী?
উত্তর: BGB এর পূর্ণরূপ Border Guard Bangladesh.
৩২. বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
৩৩. বাংলাদেশের দলীয় ব্যবস্থার প্রকৃতি কী?
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলব্যবস্থা কোন ধরনের?
উত্তর: বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
৩৪. বামপন্থি দলগুলো কোন আদর্শে বিশ্বাসী?
উত্তর: বামপন্থি দলগুলো সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আগরতলা ষড়যন্ত্র মামলা কী?
২. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কী?
৩. অপারেশন সার্চলাইট কী?
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে মূল্যায়ন কর।
৫. অস্থায়ী সংবিধান আদেশ কী?
৬. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
অথবা, বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
৭. বাংলাদেশের সংবিধান সংশোধনী প্রক্রিয়া লেখ।
অথবা, বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা কর।
অথবা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি লেখ।
৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর।
৯. বাকশাল বলতে কী বুঝ?
১০. ইনডেমনিটি অধ্যাদেশ বলতে কী বুঝ?
১১. বেসামরিকীকরণ প্রক্রিয়া কী?
অথবা, বেসামরিকীকরণ বলতে কী বুঝ?
১২. জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১৩. সংসদীয় সরকার বলতে কী বুঝ?
১৪. এসডিজি কী?
১৫. বাংলাদেশের দল ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. বাংলাদেশে অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণ কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর।
২. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কীভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে?
৩. ১৯৭২ সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা আলোচনা কর।
অথবা, ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অথবা, ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৪. ১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারগুলো অলোচনা কর।
৫. বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৭. বাংলাদেশের রাজনীতিতে সামরিকবাহিনীর হস্তক্ষেপের কারণসমূহ চিহ্নিত কর।
৮. বাংলাদেশের রাজনীতিতে সামরিকবাহিনীর হস্তক্ষেপের ফলাফল / প্রভাব বর্ণনা কর।
৯. বাংলাদেশের রাজনীতিতে সামরিকবাহিনীর হস্তক্ষেপ হ্রাসের কারণ লেখ।
১০. ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে ১৯৯০ সনের গণআন্দোলনের কারণসমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর।
১২. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সাফল্যের জন্য সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সাফল্যের জন্য সরকারি ও বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা কর।
১৩. ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণসমূহ আলোচনা কর।
১৪. ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
১৫. আওয়ামী লীগের আদর্শ, নেতৃত্ব এবং সমর্থনের ভিত্তিসমূহ আলোচনা কর।
১৬. শেখ হাসিনার শাসনামল পর্যালোচনা কর।
অথবা, শেখ হাসিনার সরকারের কার্যক্রম মূল্যায়ন কর।
১৭. বাংলাদেশে অধিকসংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ লেখ।
অথবা, বাংলাদেশে অধিকসংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ আলোচনা কর।
১৮. বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা কর।
কোর্সটিকায় আজকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post