আজকের বিষয়: অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন
বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন
বিষয় কোড : ২২২০০৯
ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১ সালে।
২. ঔপনিবেশিকতা বলতে কী বোঝ?
উত্তর : ঔপনিবেশিকতা হলো কোন বিদেশি জনসাধারণের উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা বজায় রাখার ব্যবস্থা।
৩. ১৯৭১ সালের কোন রাত্রিকে ‘কালরাত্রি’ বলা হয়?
উত্তর : ২৫ শে মার্চ।
৪. অপারেশন সার্চ-লাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলে।
৫. ছয়দফা দাবী কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে পেশ করা হয়।
৬. ছয় দফাকে বাঙালির কিসের সনদ বলা হয়?
উত্তর : মুক্তির সনদ বলা হয়।
৭. মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
৮. কোন সালে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৯৯ সালে।
৯. কোন তারিখকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করা হয়?
উত্তর : ২১শে ফেব্রুয়ারি।
১০. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।
১১. আন্তর্জাতিক স্থানাস্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : আন্তর্জাতিক স্থানান্তরগমন দুই প্রকার।
১২. অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার।
১৩. স্থানান্তরগমন প্রধানত কয় প্রকার?
উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন ও ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।
১৪. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
অথবা, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান কত অংশ?
উত্তর : ১৪.১০%।
১৫. FBCCI এর পূর্ণরূপ কি?
উত্তর : FBCCI-এর পূর্ণরূপ হলো- Federation of Bangladesh Chambers of Commerce and Industry.
১৬. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কি?
উত্তর : ১. দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ; ২. স্থানীয় জনসাধারণের সাথে যোগসূত্র স্থাপন; ৩. নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করা ও ৪. উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।
১৭. জিডিপি বলতে কী বোঝায়?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।
১৮. VGF-এর পূর্ণরূপ কি?
উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.
১৯. PRSP এর পূর্ণরূপ কি?
উত্তর : PRSP এর পূর্ণরূপ হলো- Poverty Reduction Strategy Paper.
২০. ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘Urbanism’ শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।
২১. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
২২. বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান কত?
উত্তর : বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান ৩২ শতাংশ।
২৩. রেমিট্যান্স কি?
উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিট্যান্স।
২৪. সামাজিক অসমতা কাকে বলে?
উত্তর : সমাজে পদমর্যাদা, সম্পদ, সুযোগ ইত্যাদির ক্ষেত্রে অশোভন অন্যান্য পার্থক্যকেই সামাজিক অসমতা বলে।
২৫. মর্গানের মতানুযায়ী জাতিসম্পর্কের ধরনগুলো কী?
উত্তর : মর্গান প্রদও জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো হলো- ১. রক্ত সম্পর্কীয়, ২. বৈবাহিক সম্পর্কীয়, ৩. পাতানো ও ৪, কৃত্রিম জ্ঞাতি সম্পর্ক।
২৬. লিঙ্গ অসমতার উদাহরণ দাও।
অথবা, লিঙ্গ বৈষম্য কি?
উত্তর : লিঙ্গ বৈষম্য বলতে বিদ্যমান সমাজব্যবস্থায় নারী ও পুরুষের মাঝে যে বৈষম্যমূলক আচরণ প্রকাশ পায় তাকে লিঙ্গ বৈষম্য বলে।
২৭. বাংলাদেশ প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ড. কুদরত-ই-খুদা।
২৮. দারিদ্র্য সীমা কি?
উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে।
২৯. চরম দারিদ্র্য বলতে কি বুঝ?
উত্তর : দৈনিক ১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ কারীদের “চরম দারিদ্র্য” বলে।
৩০. সুশীল সমাজ বলতে কি বুঝ?
উত্তর : সুশীল সমাজ হচ্ছে গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সমাজ।
৩১. ‘সুশীল সমাজ’ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : জ্যা জ্যাক রুশো।
৩২. রাষ্ট্রের উপদানগুলো কি কি?
উত্তর : স্থায়ী জনগোষ্ঠি, নির্দিষ্ট ভূ-খণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
৩৩. আমলাতন্ত্র কি?
উত্তর : আমলাতন্ত্র হলো এমন এক ধরনের আনুষ্ঠানিক সংগঠন যেখানে দক্ষতা অর্জনের জন্য একটি সুশৃংখল নিয়ম নীতি এবং ক্ষমতার ক্রমোচ্চ ব্যবস্থা বিদ্যামান থাকা বোঝায়।
৩৪. আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : লাল ফিতার দৌরাত্ম্য।
৩৫. The Civic Culture গ্রন্থটি কার?
উত্তর : অ্যালমন্ড ও ভার্বা-এর।
৩৬. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তর : জেলা পরিষদ।
৩৭. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ।
৩৮. বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কি?
অথবা, বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উত্তর : গ্রামাঞ্চলে— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ।
নগরাঞ্চলে- পৌরসভা ও সিটি কর্পোরেশন।
৩৯. সালে ভূমি সংস্কার আইনে কত বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হয়?
উত্তর : ২৫ বিঘা।
৪০. নগরায়ন কি?
উত্তর : নগরায়ন হচ্ছে শহুরে হবার পদ্ধতি যা কৃষি পেশা থেকে অন্য পেশায় রূপান্তরের এবং সাথে সাথে তাদের ব্যবহারিক রীতিনীতির পরিবর্তন।
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলাদেশের যৌতুক প্রথার কারণ কি?
২. জ্ঞাতি সম্পর্ক কি?
৩. জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে?
৪. বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা বর্ণনা কর।
৫. গ্রামীণ অর্থনীতি কি?
৬. ভূমিস্বত্ত্ব ব্যবস্থার সংজ্ঞা দাও।
৭. রেমিট্যান্স অর্থনীতি বলতে কী বোঝ?
অথবা, রেমিটেন্স অর্থনীতি কি?
৮. জনসংখ্যা কাঠামো কি?
৯. জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
অথবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ কি?
১০. মরণশীলতা কী?
১১. মরণশীলতা বলতে কি বোঝায়?
১২. প্রজননশীলতা কি?
অথবা, প্রজননশীলতা বলতে কি বুঝ?
১৩. স্থানান্তর গমন কী?
অথবা, স্থানান্তর গমন কাকে বলে?
১৪. বিবাহ বলতে কি বুঝ?
১৫. বিবাহের সংজ্ঞা দাও।
১৬. সামাজিক জীবনে বিবাহের গুরুত্ব বর্ণনা কর।
১৭. পরিবারের সংজ্ঞা দাও।
১৮. পরিবার সম্পর্কে মর্গানের তত্ত্বটি লেখ।
১৯. সামাজিকীকরণ বলতে কি বোঝ?
অথবা, সামাজিকীকরণ কি?
২০. জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও।
অথবা, জ্ঞাতি সম্পর্ক কী?
২১. শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর।
অথবা, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর।
২২. ‘উপনিবেশবাদ’ কি?
২৩. বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের বর্ণনা দাও।
অথবা, বাংলাদেশের ধর্মীয় বিশ্বাস ও রীতি পরিবর্তনের ধরন আলোচনা কর।
২৪. এথনিক গোষ্ঠী কি?
২৫. বয়স ও লিঙ্গ কাঠামো কী?
২৬. মৃত্যু সংখ্যা কী?
২৭. টোটেম ও ট্যাবু’র সংজ্ঞা দাও।
২৮. বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো লিখ।
২৯. ভাষা আন্দোলন বলতে কী বোঝ?
৩০. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি?
অথবা, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখ।
৩১. গ্রামীণ সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
অথবা, গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
৩২. ছয়-দফা কর্মসূচি বলতে কী বোঝায়?
অথবা, ছয় দফা আন্দোলনের দাবীগুলো লিখ।
৩৩. গারো সমাজের অর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
অথবা, গারো এথনিক গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনধারা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গারো এথনিক সম্প্রদায়ের আর্থ-সামাজিক জীবন আলোচনা কর।
৩৪. গ্রামীণ ক্ষমতা কাঠামো কী?
অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামোর সংজ্ঞা দাও।
৩৫. বাংলাদেশের রাখাইন এথনিক গোষ্ঠির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
অথবা, বাংলাদেশের যে-কোনো একটি এথনিক গোষ্ঠির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
৩৬. সাঁওতাল এথনিক সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর।
অথবা, চাকমা অথবা সাঁওতাল এথনিক গোষ্ঠির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
৩৭. বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি?
অথবা, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩৮. চাকমা এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের চাকমা সমাজের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দাও।
৩৯. বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, বাংলাদেশে গ্রাম হতে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৪০. দারিদ্র্যতা কি?
অথবা, দারিদ্র্যতা বলতে কি বোঝ?
গ বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যাবলি আলোচনা কর।
২. বাংলাদেশে কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রম আলোচনা কর।
৪. বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের পথে বাধাসমূহ আলোচনা কর।
৫. বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের শিল্পে বিপ্লবের প্রতিবন্ধকতাসমূহ বর্ণনা কর।
৬. বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রকৃতি ব্যাখ্যা কর।
৭. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর।
অথবা, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির আর্থ-সামাজিক কারণগুলো আলোচনা কর।
৮. বাংলাদেশে বিবাহ ও বিবাহ-বিচ্ছেদের পরিবর্তনশীল রূপ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণসমূহ চিহ্নিত কর। সামাজিকীকরণ কি?
৯. সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা কর।
অথবা, সামাজিকীকরণ বলতে কি বুঝ?
১০. সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো কী?
১১. সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
১২. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তারপর্য ব্যাখ্যা কর।
১৩. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ভূমিকা আলোচনা কর।
১৪. বাংলার সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা কর।
১৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা কর।
১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে আলোচনা কর।
১৭. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব বর্ণনা কর।
১৮. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর।
১৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর।
অথবা, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে অভ্যূদয়ের পটভূমি আলোচনা কর।
২০. রাজনৈতিক দল কি?
অথবা, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
২১. গ্রামীণ সমাজ কি?
২২. ভূমি সংস্কার কি?
২৩. কৃষি কাঠামো কি?
অথবা, কৃষি কাঠামো বলতে কি বুঝ?
২৪. পল্লী উন্নয়ন কি?
২৫. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক ধরনগুলো আলোচনা কর।
২৬. স্বাধীনতা উত্তর বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সম্পর্কে আলোচনা কর।
২৭. বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি বা স্বরূপ-ব্যাখ্যা কর।
২৮. গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ কি?
২৯. গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর।
অথবা, গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্বব্যবস্থা ও শ্রেণিকাঠামো আলোচনা কর।
৩০. সামাজিক অসমতা বলতে কি বোবা?
অথবা, সামাজিক অসমতার সংজ্ঞা দাও।
৩১. সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি বিশ্লেষণ কর।
৩২. জেন্ডার অসমতা বলতে কি বোঝায়?
৩৩. জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৩৪. রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কী?
৩৫. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
৩৬. স্থানীয় সরকার বলতে কী বোঝায়?
৩৭. বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর।
অথবা, বাংলাদেশের রাজনীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
৩৮. কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও। কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর।
অথবা, কল্যাণমূলক রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলি আলোকে বাংলাদেশে কল্যাণমূলক রাষ্ট্র কিনা ব্যাখ্যা কর।
৩৯. উন্নয়নশীল দেশে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
৪০. মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে অর্থনীতি বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন pdf download করে নাও। কোর্সটিকায় আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post