অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমাজকর্ম বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম, বিষয় কোড: ২৪২১০৯।
বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম সাজেশন
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সমাজসেবা কী?
উত্তর : সমাজসেবা বলতে সাধারণত সমাজভুক্ত মানুষের সামগ্রিক কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে বুঝায়।
২. MDG এর পূর্ণরূপ কী ?
উত্তর: MDG এর পূর্ণরূপ হলো Millenniumn Development Goals.
৩. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা কত?
উত্তর : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১৫ জন।
৪. শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্ট ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
৫. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা কী কী?
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থাসমূহ হলো— যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্ট।
৬. হাসপাতাল সমাজসেবার পূর্বনাম কী?
অথবা, হাসপাতাল সমাজসেবার নাম কী?
উত্তর : হাসপাতাল সমাজসেবার পূর্বনাম হলো চিকিৎসা সমাজকর্ম।
৭. হাসপাতাল সমাজসেবা কার্যালয় যে সমিতির মাধ্যমে রোগীদের সহায়তা করে তার নাম কী?
উত্তর : হাসপাতাল সমাজসেবা কার্যালয় যে সমিতির মাধ্যমে রোগীদের সহায়তা করে তার নাম রোগী কল্যাণ সমিতি বা Patients Welfare Association.
৮. ‘Probation’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : ‘Probation’ শব্দটি ল্যাটিন ‘Probare’ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে।
৯. প্রবেশন কী?
উত্তর : আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ব্যক্তির চূড়ান্ত রায় বা কারাদণ্ড স্থগিত রেখে কতকগুলো শর্তসাপেক্ষে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলা হয়।
১০. আফটার কেয়ার সেবা কী?
উত্তর : শাস্তিভোগের পর জেল থেকে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের।আর্থসামাজিক ও মানসিক পুনর্বাসনের লক্ষ্যে পরিকল্পিত কার্যক্রম হচ্ছে আফটার কেয়ার সেবা।
১১. Probation of Offenders Act কত সালে প্রণীত হয়?
উত্তর : Probation of Offenders Act ১৯৬৪ সালে প্রণীত হয়।
১২. আন্তর্জাতিক প্রবীণ দিবস কোনটি?
উত্তর : আন্তর্জাতিক প্রবীণ দিবস ১ অক্টোবর।
১৩. প্রবীণদের বয়সসীমা কত?
উত্তর : প্রবীণদের বয়স সীমা ৬০ বছর থেকে মৃত্যু পর্যন্ত।
১৪. গ্রামীণ সমাজসেবা কত সালে চালু হয়?
উত্তর : গ্রামীণ সমাজসেবা ১৯৭৪ সালে চালু হয়েছিল।
১৫. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা ডা. এ. কে. এম. আব্দুল ওয়াহেদ।
১৬. PHTC এর পূর্ণরূপ লেখ।
উত্তর : PHTC এর পূর্ণরূপ হলো Physically Handicapped Training Center.
১৭. অন্ধদের শিক্ষা পদ্ধতির নাম লেখ।
উত্তর : অন্ধদের শিক্ষা পদ্ধতির নাম হলো রেইল।
১৮. বোরস্টাল স্কুল কী?
উত্তর : কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো বোরস্টাল স্কুল।
১৯. BNCSW এর পূর্ণরূপ কী?
উত্তর : BNCSW এর পূর্ণরূপ হলো Bangladesh National Council of Soical Welfare.
২০. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ১৯৭২ সালের ৪ মে গঠিত হয়।
২১. জাতীয় সমাজকল্যাণ পরিষদের সভাপতি কে?
উত্তর : জাতীয় সমাজকল্যাণ পরিষদের সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদর।
২২. উল্লম্ব সমন্বয় কী?
উত্তর : যখন প্রশাসনিক ক্ষমতা কাঠামোর ভিন্ন ভিন্ন মর্যাদাসম্পন্ন ব্যক্তির তথা প্রশাসন ও প্রতিষ্ঠানের পৃথক পৃথক দপ্তরের মাঝে সমন্বয় সাধিত হয় তখন তাকে উল্লম্ব সমন্বয় বলে।
২৩. ICA এর পূর্ণরূপ লেখ।
উত্তর : ICA এর পূর্ণরূপ হলো International Co-operation Administration.
২৪. সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমষ্টি উন্নয়ন কর্মসূচির নাম লেখ।
উত্তর : সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমষ্টি উন্নয়ন কর্মসূচির নাম শহর সমষ্টি উন্নয়ন।
২৫. জাতীয় যুব নীতি ২০০৩ অনুসারে বাংলাদেশে যুবদের বয়সসীমা কত?
উত্তর : জাতীয় যুব নীতি অনুসারে বাংলাদেশে যুবদের বয়সসীমা ১৮-৩০ বছর।
২৬. যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য লেখ।
উত্তর : যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য হলো যুবকদেরকে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য সহায়তার মাধ্যমে যুবকদের আত্মান্নয়ন ও লাভজনক কর্মসংস্থানে উৎসাহিত করা।
২৭. সার্ক ইয়ুথ অ্যাওয়ার্ড কবে থেকে চালু হয়?
উত্তর : সার্ক ইয়ুথ অ্যাওয়ার্ড ১৯৯৬ সাল থেকে চালু হয়।
২৮. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি প্রতিষ্ঠানের নাম হলো- ১. মহিলা বিষয়ক অধিদপ্তর, ২. জাতীয় মহিলা সংস্থা ও ৩. বাংলাদেশ শিশু একাডেমি।
২৯. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ।
৩০. বাংলাদেশ শিশু একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন।
৩১. শিশু জাদুঘর কোথায়?
উত্তর : শিশু জাদুঘর বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকায় অবস্থিত।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সমাজসেবার সংজ্ঞা দাও।
২. বাংলাদেশে সমাজকল্যাণ সেবার বৈশিষ্ট্য লেখ।
৩. গ্রামীণ সমাজসেবা কী?
৪. গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্য লেখ।
৫. চিকিৎসা সমাজকর্ম বলতে কী বুঝ?
অথবা, হাসপাতাল সমাজসেবা কাকে বলে?
৬. চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৭. জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
৮. প্রবেশনের শর্তাবলি কী?
৯. ভবঘুরে কারা?
অথবা, ভবঘুরের সংজ্ঞা দাও।
১০. শিশুকল্যাণ কী?
১১. অনুদান কর্মসূচি কী?
১২. স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের জন্য সরকারের অনুদান কর্মসূচি সম্পর্কে কী জান?
১৩. বাংলাদেশ সমাজসেবা একাডেমির সমস্যাগুলো লেখ।
১৪. সমাজকল্যাণ প্রশাসন বলতে কী বুঝায়?
অথবা, সমাজকল্যাণ প্রশাসন কী?
১৫. সমন্বয় কী?
অথবা, সমন্বয় বলতে কী বুঝায়?
১৬. সমন্বয়ের প্রকারভেদ লেখ।
১৭. যুবকল্যাণের লক্ষ্যসমূহ লেখ।
অথবা, যুবকল্যাণের উদ্দেশ্যগুলো কী কী?
১৮. বাংলাদেশে যুবদের চাহিদাসমূহ কী?
অথবা, বাংলাদেশে যুবদের চাহিদাসমূহ বর্ণনা কর।
১৯. নারী নির্যাতন প্রতিরোধসেলের বর্তমানে পরিচালিত কর্মসূচিসমূহ কী?
২০. শিশুকল্যাণ বলতে কী বুঝায়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশে বিরাজমান সমাজসেবামূলক কর্মসূচিগুলো আলোচনা কর।
২. সমাজকল্যাণ সেবা কী? বাংলাদেশে সমাজকল্যাণ সেবার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৩. সমাজসেবা কী? সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আলোচনা কর।
অথবা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিসমূহ বর্ণনা কর।
৪. সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আলোচনা কর।
৫. শহর সমাজসেবা কী? শহর সমাজসেবার কার্যক্রম আলোচনা কর।
অথবা, শহর সমাজসেবার কার্যক্রমসমূহ পর্যালোচনা কর।
৬. গ্রামীণ সমাজসেবা কী? গ্রামীণ সমাজসেবা কার্যক্রম আলোচনা কর।
অথবা, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম আলোচনা কর।
৭. সংশোধন কী? বাংলাদেশে বিদ্যমান সংশোধনমূলক কার্যক্রমসমূহ সংক্ষেপে আলোচনা কর।
৮. কিশোর অপরাধ সংশোধনের ক্ষেত্রে কিশোর/ কিশোরী উন্নয়ন কেন্দ্রের ভূমিকা মূল্যায়ন কর।
৯. ভবঘুরে সংজ্ঞা দাও। বাংলাদেশে ভবঘুরে নিয়ন্ত্রণের জন্য গৃহীত কর্মসূচীর বর্ণনা দাও।
অথবা, বাংলাদেশে ভবঘুরে নিয়ন্ত্রণের জন্য কী ধরনের কর্মসূচি রয়েছে? পর্যালোচনা কর।
১০. বাংলাদেশে দুস্থ শিশুদের কল্যাণে গৃহীত সরকারি কর্মসূচির বিবরণ দাও।
১১. বাংলাদেশে প্রবীণদের অবস্থা এবং তাদের জন্য গৃহীত কর্মসূচিসহ লেখ।
১২. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রম বর্ণনা কর।
১৩. বাংলাদেশে সমাজকল্যাণ পরিষদের সীমাবদ্ধতা আলোচনা কর।
১৪. জাতীয় সমাজসেবা একাডেমি কী? জাতীয় সমাজসেবা একাডেমির কার্যক্রম আলোচনা কর।
অথবা, জাতীয় সমাজসেবা একাডেমির ভূমিকা মূল্যায়ন কর।
১৫. বাংলাদেশ সমাজসেবা একাডেমির সমস্যা ও সম্ভাবনা আলোকপাত কর।
১৬. সমাজকল্যাণ প্রশাসন কী? সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলি বর্ণনা কর।
১৭. বাংলাদেশে সমাজকল্যাণ প্রশাসনের সমন্বয় ব্যবস্থা সংক্ষেপে আলোচনা কর।
১৮. বাংলাদেশের সমাজকল্যাণ কার্যাবলির সমন্বয়ের গুরুত্ব আলোচনা কর।
১৯. সমন্বয় কী? বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলির সমন্বয় ক্ষেত্রে সমস্যাসমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের যুবদের উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিগুলো সংক্ষেপে বর্ণনা কর।
আরো দেখো : সমাজকর্ম ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post