টপিক: রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি
রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি
বিষয় কোড: ২২২১১৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তর: মাগধী প্রকৃত ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি।
২. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ভাগ করা হয়।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ।
৪. Dynamics of Bangladesh Society গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Dynamics of Bangladesh Society গ্রন্থের রচয়িতা রেডক্লিফ ব্রাউন।
৫. সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার।
৬. The History of Human Marriege গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: The History of Human Marriege গ্রন্থের রচয়িতা নৃবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টার মার্ক।
৭. লেভিরেট কী?
উত্তর: মৃত স্বামীর কোন ভাইয়ের সাথে বিধবা নারীর বিয়ে হওয়ার প্রথাকে লেভিরেট বলে।
৮. Kinship প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: Kinship প্রত্যয়টি সর্বপ্রথম ইয়ন মর্গান ব্যবহার করেন।
৯. BRDB এর পূর্ণরূপ কী?
উত্তর: BRDB এর পূর্ণরূপ Bangladesh Rural Development Board.
১০. ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উত্তর: যে বিধিবিধান ও রীতিনীতি দ্বারা ভূমি নিয়ন্ত্রণ, অধিকার, ভূমিতে জনসাধারণ ও রাষ্ট্রের মালিকানা, ভোগদখল সংক্রান্ত বিভিন্ন স্বত্ব নির্ধারিত হয়, সেগুলোর সমষ্টিকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।
১১. জীবননির্বাহী খামার কাকে বলে?
উত্তর: জীবননির্বাহী খামার বলতে স্বল্পনিম্ন আয়তনের ভারসাম্যপূর্ণ খামারকে বোঝায় এবং উক্ত খামারে উৎপাদিত পণ্যের পরিমাণ এত কম যে এর দ্বারা পরিবারের ভরণপোষণ কোনভাবে সম্ভব হয়।
১২. রায়ত প্রথা কী?
উত্তর: কোন জমির মালিক তার জমির মালিকানা অন্যকে স্থায়ীভাবে দিয়ে দেওয়ার প্রথাকে রায়ত প্রথা বলে।
১৩. Class, Status and Power গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Class, Status and Power গ্রন্থের রচয়িতা ম্যাক্স ওয়েবার।
১৪. গ্রামীণ এলিট কী?
উত্তর: গ্রামীণ এলিট হলো গ্রামীণ বণিক শ্রেণি।
১৫. জন্মসূত্রে প্রাপ্ত মর্যাদা কোন ধরনের?
উত্তর: জন্মসূত্রে প্রাপ্ত মর্যাদা আরোপিত মর্যাদা।
১৬. লিঙ্গ এবং জেন্ডারের মধ্যে মৌলিক পার্থক্য কী?
উত্তর: লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট, পক্ষান্তরে জেন্ডার মানবসৃষ্ট।
১৭. সামাজিক স্তরবিন্যাসের ঐতিহাসিক ধরনসমূহ উল্লেখ কর।
উত্তর: সামাজিক স্তরবিন্যাসের ঐতিহাসিক ধরনসমূহ হল- ১. দাসপ্রথা, ২. স্টেট প্রথা, ৩. জাতিবর্ণ প্রথা ও ৪. সামাজিক শ্রেণি ও পদমর্যাদা।
১৮. চাকমাদের প্রধান উৎসব কোনটি?
উত্তর: বিজু চাকমাদের প্রধান উৎসব।
১৯. গারোদের ভাষার নাম কী?
উত্তর: গারোদের ভাষার নাম ‘মান্দি’।
২০. মার্মাদের নববর্ষ উৎসবের নাম লিখ।
উত্তর: মার্মাদের নববর্ষ উৎসবের নাম সাংগ্রাই।
২১. নগরায়রন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জীবনধারা পরিবর্তিত হয়ে নগর জীবনধারায় উত্তোরিত হয় তাকে নগরায়ন বলে।
২২. মেগাসিটি কী?
উত্তর: যে শহরে এককোটি লোক বসবাস করে সে শহরকে মেগাসিটি বলে।
২৩. কুমিল্লা মডেল কে এবং কত সালে চালু করেন?
উত্তর: কুমিল্লা মডেল ড. আখতার হামিদ খান ১৯৬০ সালে চালু করেন।
২৪. BRAC এর পূর্ণরূপ কী?
উত্তর: BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.
২৫. BRAC এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: BRAC এর প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।
২৬. ‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়।’ উক্তিটি কার?
উত্তর: ‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়।’ উক্তিটি সিমোন দ্য বোভোয়ার এর।
২৭. WAD এর পূর্ণরূপ কী?
উত্তর: WAD এর পূর্ণরূপ Woman and Development.
২৮. CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW এর পূর্ণরূপ Convention on the Elimination of all forms of Discrimination against Women.
২৯. ধর্ম কী?
উত্তর: ধর্ম হল এমন অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস যা ব্যক্তি এবং জাতীয় জীবনে যথার্ত সংহতি আনে এবং মানবাচরণ নিয়ন্ত্রণ করে।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সংস্কৃতি বলতে কী বোঝ?
২. নগর সম্প্রদায় বলতে কী বোঝ?
৩. সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?
৪. বিবাহের তাৎপর্য উল্লেখ কর।
৫. শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্ক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?
৬. বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো কী?
৭. বাংলাদেশে ভূমি সংস্কারের উদ্দেশ্য কী?
৮. গ্রামীণ দক্ষতা কাঠামো বলতে কী বোঝ?
৯. গ্রামীণ সমাজ কী?
১০. কৃষি কাঠামো বলতে কী বোঝায়?
১১. সামাজিক মর্যাদা কী?
১২. বুদ্ধিজীবী কাদের বলা হয়?
১৩. এথনিক সম্প্রদায় বলতে কী বোঝ?
১৪. নৃগোষ্ঠী ও আধিবাসীর মধ্যে পার্থক্য চিহ্নিত কর।
১৫. বাংলাদেশের শিল্পায়ানের প্রতিবন্ধকতাসমূহ লেখ।
১৬. নগরায়ন কী?
১৭. নগর দারিদ্রের সংজ্ঞা দাও।
১৮. পল্লি উন্নয়ন কাকে বলে?
১৯. ইসলামী সংস্কৃতি কী?
২০. ব্র্যাকের নারী উন্নয়ন কর্মসূচীসমূহ উল্লেখ কর।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. জাতীয়তাবাদ কী? বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা আলোচনা কর।
২. বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর।
৩. আধুনিক পরিবারের কার্যাবলী বর্ণনা কর।
৪. বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা ব্যাখ্যা কর।
৫. বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর পল্লি বিদ্যুতায়ন বোর্ডের প্রভাব আলোচনা কর।
৭. নেতৃত্বের সংজ্ঞা দাও। বাংলাদেশের স্থানীয় গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনের ধারা আলোচনা কর।
৮. বাংলাদেশের ক্ষমতা কাঠামো ও নেতৃত্বের ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
৯. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের আলোচনা কর।
১০. জাতিবর্ণ প্রথার সংজ্ঞা দাও। জাতিবর্ণ ও শ্রেণির মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
১১. উন্নয়নশীল দেশের গণতান্ত্রয়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
১২. সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারা আলোচনা কর।
১৩. চাকমা উপজাতির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।
১৪. উপজাতি কী? বাংলাদেশের উপজাতি সমূহের জীবনধারা পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর।
১৫. আর্থ-সামাজিক জীবনে শহরয়নের প্রভাবসমূহ আলোচনা কর।
১৬. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিও’র ভূমিকা আলোচনা কর।
১৭. বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধান প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৮. নারী উন্নয়নের জন্য বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর।
১৯. বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সরকারের নীতি ও কর্মসূচির বর্ণনা দাও।
২০. বাংলাদেশের বর্তমান সমাজব্যবস্থায় ইসলামিক মূল্যবোধের প্রভাব আলোচনা কর।
এখানে ক্লিক করে রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (PDF) ডাউনলোড করে নাও। অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post