আজকের বিষয়: বাংলাদেশের সমাজ কাঠামো pdf
বাংলাদেশের সমাজ কাঠামো pdf
বিষয় কোড: ২৩২০১১
ক বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সমাজবিজ্ঞানে কে সর্বপ্রথম Structure বা শব্দটি ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানী হার্বাট স্পেন্সার সমাজবিজ্ঞানে সর্বপ্রথম Structure শব্দটি ব্যবহার করেন।
২. “সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয়।”- উক্তিটি কার?
৩. ‘The Agrarain system of Mughal India ‘গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Agrarain system of Mughal India ‘ গ্রন্থের রচয়িতা মার্কসবাদী তাত্ত্বিক ইরফান হাবিব।
৪. ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:’Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা ড. আকবর আলি খান।
৫. সামন্তবাদ কি?
উত্তর: ইউরোপে ভূমিনির্ভর যে বিশেষ ধরনের আর্থ-সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটেছিল ইতিহাস তাকেই সামন্তবাদ বলে।
৬. পরিবেশ কত প্রকার?
উত্তর: প্রতিবেশ দুই প্রকার। যথা- ১. সামাজিক বা সিনইকোলজি এবং২. প্রাকৃতিক বা অটোইকোলজি।
৭. প্রিবেন্ডালাইজেশন ধারণাটি কার?
উত্তর: প্রিবেন্ডালাইজেশন ধারণাটি ম্যাক্স ওয়েবারের।
৮. খালিসা জমি কি?
উত্তর: খালিসা জমি খাস জমি হলো সরাসরি রাজা নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমি।
৯. ‘গ্রাম সম্প্রদায়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মত।’- উক্তিটি কার ?
উত্তর: ‘গ্রাম সম্প্রদায়গুলোর ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মত।’- উক্তিটি ইংরেজ ইংরেজ পন্ডিত Sir Chartes Metcalfe এর।
১০. জমিদারি প্রথা কখন বিলোপ হয় জমিদারি প্রথা সর্বপ্রথম শুরু হয় ১৯৫০ সালে বিলোপ হয়।
১১. গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় কোথায়?
উত্তর: গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় ইংল্যান্ডে/ ইউরোপে। ১২. ১২. পাইকাস্ত রায়ত কারা?
উত্তর: সাধারণত জমির ওপর স্বত্বহীন চাষীকে পাইকাস্তা রয়ত বলে।
১৩. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
১৪. নীল বিদ্রোহ কী?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীলচাষীদের স্বার্থরক্ষার আন্দোলনকে নীল বিদ্রোহ বলে।
১৫. বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
উত্তর: বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ।
১৬. তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কী ছিল?
উত্তর: তেভাগা আন্দোলনের মৌলিক দাবি ছিল জমিদারদের থেকে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জন।
১৭. ১৯৫৪ সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করেন?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি ঘোষণা করে।
১৮. ছয় দফা আন্দোলন কে উত্থাপন করেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলন উত্থাপন করেন।
১৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উত্তর: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ আসুন এবং প্রাদেশিক পরিষদের ৩০০আসনের মধ্যে ২৮৮ আসন লাভ করে।
২০. সামাজিক অসমতার নির্ধারকগুলো কী?
উত্তর: সামাজিক অসমতা নির্ধারকগুলি হল ক্ষমতা, মর্যাদা, সামাজিক, শ্রেণী, অর্থ, ভূমিকা পালন ইত্যাদি।
২১. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশ গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস হল- ১. ক্ষমতাবানদের সম্পদ, বংশ ২. পারিবারিক ঐতিহ্য।
২২. জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর কয়টি?
উত্তর: জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর পাঁচটি।
২৩. HDI এর পূর্ণরূপ কি?
উত্তর: HDI এর পূর্ণরূপ হল- Human Development Index.
২৪. নগরায়ন কী?
উত্তর: নগরায়ন হল এমন এক ধরনের সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে নগর বসতি স্থাপনকে বুঝায়?
২৫. বাংলাদেশের শিল্প নীতি প্রথম কখন ঘোষণা করা হয়?
উত্তর: বাংলাদেশের শিল্প নীতি প্রথম ১৯৭৩ সালে ঘোষণা করা হয়।
২৬. IPCC এর পূর্ণরূপ কী?
উত্তর: এর পূর্ণরূপ হল painter Governmental Panel on climate Change.
২৭. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: এর পূর্ণরূপ হল Non-Government Organization.
২৮. Pool factor কী?
উত্তর: শহরের সুযোগ-সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকৃষ্ট হয়ে শহরের দিকে ধাবিত হয় তখন তাকে Pool factor বলে।
২৯. Push factors কী?
উত্তর: গ্রামীণ দরিদ্র, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহরের দিকে ধাবিত করেছে যাকে Push factors বলে।
৩০. ‘City guild’ কী?
উত্তর: ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে guild গড়ে ওঠে তাই ‘City guild’ বলে।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজ কাঠামো কী?
২. মৌল কাঠামো ও উপরি কাঠামো ব্যাখ্যা কর।
৩. ভারতীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো কী?
৪. ভারতীয় সমাজে পুঁজিবাদ বিকাশের অন্তরায়গুলো সংক্ষেপে উল্লেখ কর।
৫. ভূমিসংস্কারের উদ্দেশ্য সমূহ লেখ।
৬. উপনিবেশবাদ কাকে বলে?
৭. জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ?
৮. ভূমিসংস্কারের উদ্দেশ্যসমূহ লেখ।
৯. ভূমিস্বত্ব ব্যবস্থাকী?
১০. গিল্ডের প্রকরণ আলোচনা কর।
১১. জাতিবর্ণ প্রথা ও গিল্ড এর মধ্যে পার্থক্য দেখাও।
১২. চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝ?
১৩. মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।
১৪. কৃষি কাঠামো কি?
১৫. সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৬. নীল বিদ্রোহের কারণগুলি লেখ।
১৭. ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি সংক্ষেপে লেখ।
১৮. ৬ দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
১৯. নারীর ক্ষমতায়ন কি?
২০. নারীর ক্ষমতায়নের পদক্ষেপসমূহ সংক্ষেপে লেখ।
২১. সামাজিক পরিবর্তন কি?
২২. সুশীল সমাজ বলতে কি বুঝ?
গ-বিভাগ রচনামূলক প্রশ্ন
১. প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয় সমাজকাঠামো উক্তিটি ব্যাখ্যা করো।
২. সমাজ কাঠামো বলতে কি বোঝো সমাজ কাঠামোর মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো।
৩. প্রাচ্য ও পাশ্চাত্যের সামন্ততন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
৪. ইউরোপে পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৫. বাংলাদেশের সমাজ জীবনের উপর ভৌগলিক উপাদান এর প্রভাব আলোচনা করো।
৬. মুঘল ভারতের ভূমি ব্যবস্থা আলোচনা করো
৭. প্রাক-ব্রিটিশ ভারতের নগর বিকাশের উপাদানসমূহ আলোচনা করো।
৮. বাংলার সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো।
৯. ব্রিটিশ আমলে বাংলায় ইংরেজি শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ প্রলম্বিত হওয়ার জন্য দায়ী
১০. উপাদান সমূহ আলোচনা করো।
১১. বাংলাদেশের তেভাগা আন্দোলনের নেতৃত্ব স্বরূপ ও ফলাফল আলোচনা করো।
১২. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এর সামাজিক পটভূমি আলোচনা করো।
১৩. বাংলাদেশ মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করো।
১৪. গ্রামীণ ক্ষমতা কাঠামো কি বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা করো।
১৫. বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা আলোচনা করো।
১৬. বাংলাদেশের গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা আলোচনা করো।
১৭. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তন এই আধুনিকায়নের প্রভাব আলোচনা করো।
১৮. স্থানান্তর গমন কি বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব আলোচনা করো।
১৯. বাংলাদেশের গণতন্ত্র এবং সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো।
এখানে ক্লিক করে সমাজবিজ্ঞান ৩য় বর্ষ বাংলাদেশের সমাজ কাঠামো pdf ডাউনলোড করে নাও। অনার্স সমাজবিজ্ঞান ৩য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post