অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন ২০২৫। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে বাংলাদেশের সমাজ কাঠামো বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০১১। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।
২. “প্রধান প্রধান গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় হলো সমাজ কাঠামো।”-উক্তিটি কার?
উত্তর: “প্রধান প্রধান গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়’ হলো সমাজ কাঠামো।”-উক্তিটি মরিস জিন্সবার্গের।
৩. “সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।” উক্তিটি কার?
অথবা, “সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।”- কে বলেছেন?
উত্তর: “সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।” -উক্তিটি টি. বি. বটোমরের।
৪. “সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয়।” -উক্তিটি কার?
উত্তর: “সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয়” -উক্তিটি রেডক্লিফ ব্রাউনের।
৫. উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শনসংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
৬. ‘On The Social Structure’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘On The Social Structure’ গ্রন্থটির রচয়িতা হলেন নৃবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন।
৭. ‘The Agrarian System of Mughal India’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Agrarian System of Mughal India’ গ্রন্থের রচয়িতা মার্কসবাদী তাত্ত্বিক ইরফান হাবিব।
৮. ‘Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থের রচয়িতা ড. এ. কে. নাজমুল করিম।
৯. ‘Discovery of Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Discovery of Bangladesh’ গ্রন্থটির রচয়িতা ড. আকবর আলি খান।
১০. Fief কী?
উত্তর: হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীন জমি দানকে Fief বলে।
১১. কর্তি কী?
উত্তর: জমিদারদের জমিতে কৃষকদের বিনা মজুরিতে শ্রম প্রদান করাকে কর্তি ব্যবস্থা বলা হয়।
১২. ‘প্রিবেন্ডালাইজেশন’ ধারণাটি কার?
উত্তর: ‘প্রিবেন্ডালাইজেশন’ ধারণাটি ম্যাক্স ওয়েবারের।
১৩. ‘Oriental Despotism’ গ্রন্থটির লেখক কে?
অথবা, ‘Oriental Despotism’ গ্রন্থটি কার রচিত?
উত্তর: ‘Oriental Despotism’ গ্রন্থটির লেখক কার্ল উইটফোগেল।
১৪. খালিসা জমি কী?
উত্তর: খালিসা জমি বা খাস জমি হলো সরাসরি রাজার নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমি।
১৫. ময়টি বলতে কী বুঝায়?
উত্তর: ময়টি ফরাসি শব্দ। এর অর্থ হচ্ছে অর্ধেক। ময়টি হলো উপজাতিদের এমন দুটি শাখা, যারা সর্বদা পাশাপাশি বসবাস করে ও প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে।
১৬. কমিউনিটি ইকোলজি কী?
উত্তর: সাধারণত বাস্তুবিদ্যার যে শাখায় সম্প্রদায় গঠনকারী উপাদানসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা হয় তাকে কমিউনিটি ইকোলজি বলে।
১৭. সিনইকোলজি কী?
উত্তর: সিনইকোলজি হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক অনুসন্ধান ও মিথষ্ক্রিয়া সংকান্ত বাস্তুবিদ্যা অধ্যয়নের শাখা বিশেষ।
১৮. “গ্রাম সম্প্রদায়গুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।” উক্তিটি কার?
অথবা, “গ্রাম সম্প্রদায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।” উক্তিটি কার?
উত্তর: “গ্রাম সম্প্রদায়গুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।” উক্তিটি ইংরেজ পণ্ডিত Sir Chartes Metcalfe এর।
১৯. জমিদারি প্রথা কখন বিলোপ হয়?
উত্তর: জমিদারি প্রথা ১৯৫০ সালে বিলোপ করা হয়।
২০. ‘জমিদারি প্রথা’ কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: ‘জমিদারি প্রথা’ ১৭৭২ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়।
২১. ‘এশীয় উৎপাদন পদ্ধতি’ বলতে কোন উৎপাদন ব্যবস্থার কথা বলা হয়েছে?
উত্তর: ‘এশীয় উৎপাদন পদ্ধতি’ বলতে মার্কস বর্ণিত প্রাচ্যের সেচনির্ভর উৎপাদন ব্যবস্থার কথা বলা হয়েছে।
২২. ম্যানর কী
উত্তর: কিছু খাস জমির সমন্বয়ে যে স্বনির্ভর আর্থসামাজিক কাঠামো সামন্ত কৃষি ব্যবস্থায় বিকশিত হয়েছিল তাকেই ম্যানর বলে।
২৩. পাইকান্ত রায়ত কী?
অথবা, পাইকান্ত রায়ত কারা?
উত্তর: সাধারণত জমির ওপর স্বত্বহীন চাষিকে পাইকান্ত রায়ত বলে।
২৪. সূর্যাস্ত আইন কী?
উত্তর: যে আইন অনুযায়ী জমিদারকে নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদারি হারাতে হতো সেই আইনকেই বলা হয় সূর্যাস্ত আইন।
২৫. ‘Bengal Indigo Concern’ কী?
উত্তর: বাংলার সবচেয়ে বড় নীলের কোম্পানি ‘Bengal Indigo Concern’ নামে পরিচিত ছিল।
২৬. বাংলার প্রথম কৃষকবিদ্রোহ কোনটি?
উত্তর: বাংলার প্রথম কৃষকবিদ্রোহ হচ্ছে ফকিরসন্ন্যাসী বিদ্রোহ।
২৭. নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব হলো কোনো দল বা গোষ্ঠীকে পরিচালনা করার জন্য নেতার গুণাবলি বা আচরণ।
২৮. দাদন কী?
উত্তর: দাদন হলো কৃষি লোন বা মহাজনি লোন, যা চড়া সুদে দেওয়া হতো।
২৯. তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: তেভাগা আন্দোলনের নেতা ছিলেন ইলা মিত্র।
৩০. তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কী ছিল?
উত্তর: তেভাগা আন্দোলনের মৌলিক দাবি ছিল জমিদারদের থেকে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জন।
৩১. তমুদ্দুন মজলিশ গঠিত হয় কখন?
উত্তর: তমুদ্দুন মজলিশ গঠিত হয় ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর।
৩২. ১৯৫৪ সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট কয় দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচি ঘোষণা করে।
৩৩. ছয়দফা আন্দোলন কে উত্থাপন করেন?
অথবা, ছয়দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
অথবা, ছয়দফা কর্মসূচি কে কখন উত্থাপন করেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলন উত্থাপন করেন।
৩৪. বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি উৎস উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি উৎস হলো- ১. বংশ ও ২. ভূমি মালিকানা।
৩৫. শিল্পায়ন কী?
উত্তর: শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।
৩৬. ‘গ্লোবাল’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় কখন?
উত্তর: ‘গ্লোবাল’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৮৯৭ সালে।
৩৭. এলিট কারা?
উত্তর: রাষ্ট্র পরিচালনাকারী বা শাসক শ্রেণিই এলিট।
৩৮. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO এর পূর্ণরূপ Non-Government Organization.
৩৯. কুমিল্লা মডেলের প্রবক্তা কে?
উত্তর: কুমিল্লা মডেলের প্রবক্তা অধ্যক্ষ আখতার হামিদ খান।
৪০. BARD এর পূর্ণরূপ কী?
উত্তর: BARD এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural Development.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সমাজ কাঠামো কী?
অথবা, সমাজ কাঠামোর সংজ্ঞা দাও।
২. সমাজ কাঠামোর কার্যনির্বাহী পূর্বশর্তগুলো উল্লেখ কর।
অথবা, সমাজ কাঠামোর কার্যনির্বাহী পূর্বশর্তগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩. মৌল কাঠামো ও উপরি কাঠামো ব্যাখ্যা কর।
অথবা, উপরি কাঠামো বলতে কী বুঝ?
৪. এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
৫. ম্যানর প্রথা কী?
অথবা, ম্যানর প্রথা বলতে কী বুঝ?
৬. ভারতীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো কী?
৭. প্রাচ্যের স্বৈরতন্ত্র কী?
৮. জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
৯. গ্রামীণ সম্প্রদায় বলতে কী বুঝায়?
১০. গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১১. ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
অথবা, ভূমিস্বত্ব ব্যবস্থা কাকে বলে?
১২. ১৯৫০ সনের ভূমিসংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৩. গিল্ডের প্রকরণ আলোচনা কর।
১৪. জাতিবর্ণ প্রথা ও গিল্ড এর মধ্যে পার্থক্য দেখাও।
১৫. চিরস্থায়ী বন্দোবস্ত কী?
অথবা, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বুঝ?
১৬. মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, মধ্যবিত্ত শ্রেণির প্রকৃতি বর্ণনা কর।
১৭. কৃষি কাঠামো কী?
১৮. সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৯. ‘দারুল হারব’ বলতে কী বুঝ?
২০. নীলবিদ্রোহের কারণগুলো লেখ।
অথবা, নীলবিদ্রোহের কারণগুলো কী?
২১. ৬ দফার কী কী দফা ছিল?
অথবা, ৬ দফা আন্দোলনের দাবিগুলো লেখ।
২২. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনা কর।
অথবা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণগুলো কী?
২৩. সামাজিক অসমতা কাকে বলে?
অথবা, সামাজিক অসমতার সংজ্ঞা দাও।
২৪. নারীর ক্ষমতায়নের বাধাগুলো উল্লেখ কর।
অথবা, নারীর ক্ষমতায়নের পাঁচটি প্রতিবন্ধকতা লেখ।
২৫. আধুনিকায়ন কী?
অথবা, ‘আধুনিকীকরন’ বলতে কী বুঝায়?
২৬. বিশ্বায়ন কী?
অথবা, বিশ্বায়ন প্রত্যয়টি ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. “সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়।” – বিশ্লেষণ কর।
অথবা, প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয়ই সমাজ কাঠামো।” (মরিস জিন্সবার্গ) -উক্তিটি ব্যাখ্যা কর।
২. সমাজ কাঠামো বলতে কী বুঝ? সমাজ কাঠামোর মার্কসীয় তত্ত্ব পর্যালোচনা কর।
অথবা, সমাজ কাঠামোর অজৈবিক ধারণা আলোচনা কর।
অথবা, সামাজিক কাঠামো কী? সামাজিক কাঠামোর মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা কর।
৩. ভারতীয় ও ইউরোপীয় সামন্তপ্রথার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, প্রাচ্য ও পাশ্চাত্যের সামন্ততন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. “ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল।” (নাজমুল করিম) -উক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, পুঁজিবাদ বলতে কী বুঝ? ভারতে পুঁজিবাদ বিকাশের প্রতিবন্ধকতা আলোচনা কর।
অথবা, “ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ তা করতে ব্যর্থ হয়েছে।” (নাজমুল করিম) -আলোচনা কর।
৫. বাংলাদেশের সমাজজীবনের ওপর ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা কর।
৬. মুঘল ভারতের ভূমিব্যবস্থা আলোচনা কর।
অথবা, মুঘল ভারতের ভূমিব্যবস্থা বর্ণনা কর।
৭. মধ্যযুগে ভারতীয় নগর সমাজের প্রকৃতি আলোচনা কর।
৮. প্রাকব্রিটিশ ভারতে নগর বিকাশের উপাদানসমূহ আলোচনা কর।
৯. ব্রিটিশ শাসনামলে বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশে ইংরেজি শিক্ষার প্রভাব আলোচনা কর।
অথবা, বাংলায় মধ্যবিত্ত শ্রেণির প্রসারে ইংরেজি শিক্ষার ভূমিকা আলোচনা কর।
১০. ব্রিটিশ আমলে বাংলায় ইংরেজি শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত শ্রেণির বিকাশ প্রলম্বিত হওয়ার জন্য দায়ী উপাদানসমূহ আলোচনা কর।
১১. নীল বিদ্রোহের গুরুত্ব আলোচনা কর।
১২. বাংলাদেশের তেভাগা আন্দোলনের নেতৃত্বের স্বরূপ ও ফলাফল আলোচনা কর।
অথবা, বাংলাদেশের তেভাগা আন্দোলনের নেতৃত্বের স্বরূপ, ও ফলাফল উল্লেখ কর।
অথবা, বাংলাদেশের তেভাগা আন্দোলনের নেতৃত্বের প্রকৃতি বর্ণনা কর।
১৩. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
১৪. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৫. বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা আলোচনা কর।
অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সামাজিক পটভমি আলোচনা কর।
১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক পটভূমি আলোচনা কর।
অথবা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা কর।
অথবা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ কর।
১৭. বাংলাদেশের গ্রামীণ সমাজে সাম্প্রতিককালের লক্ষণীয় পরিবর্তনসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনসমূহ আলোচনা কর।
১৮. গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝ? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।
অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামো কী? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর স্বরূপ আলোচনা কর।
১৯. বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা আলোচনা কর।
২০. বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর।
২১. বাংলাদেশের নারীর ক্ষমতায়নে করণীয় সম্পর্কে বর্ণনা কর।
অথবা, নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
২২. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিক পরিবর্তনে আধুনিকায়নের প্রভাব আলোচনা কর।
২৩. সংস্কৃতি কী? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির পরিবর্তনশীল ধারাসমূহ বিশ্লেষণ কর।
২৪. স্থানান্তর কী? বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল বর্ণনা কর।
অথবা, স্থানান্তর গমন কী? বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব আলোচনা কর।
২৫. বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
২৬. বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে এনজিওগুলোর ভূমিকা আলোচনা কর।
অথবা, গ্রামীণ সমাজের উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা মূল্যায়ন কর।
২৭. “বিশ্বায়ন সমগ্র বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে”। -ব্যাখ্যা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post