জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিষয় কোড: ২৪১৯০৩।
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি কাজ উল্লেখ কর।
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি কাজ হলো- ১. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ২. পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা।
২. ‘The Process of Government’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Process of Government’ গ্রন্থের লেখক আর্থার এফ. বেন্টলি (Arthur F. Bentley)।
৩. ‘Little Republic’ কাকে বলা হতো?
উত্তর : প্রাচীন ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলোকে Little Republic বলা হতো।
৪. জমিদারি ব্যবস্থার বিকল্প নাম কী?
উত্তর : জমিদারি ব্যবস্থার বিকল্প নাম চিরস্থায়ী বন্দোবস্ত।
৫. প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর : প্রশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ।
৬. উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়?
উত্তর : উপজেলা ব্যবস্থা ৭ নভেম্বর ১৯৮২ সালে প্রবর্তন করা হয়।
৭. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উত্তর : জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক।
৮. প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
অথবা, লোকপ্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর : প্রশাসনের সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন।
৯. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর : সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয়।
১০. ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর : ECNEC এর পূর্ণরূপ Executive Committee of National Economic Council.
১১. অর্থনৈতিক পরিকল্পনা কী?
উত্তর : কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।
১২. ADP এর পূর্ণরূপ কী?
উত্তর : ADP এর পূর্ণরূপ Annual Development Programme.
১৩. ‘Community Power Structure’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Community Power Structure’ গ্রন্থের রচয়িতা Floyd Hunter (ফ্লয়েড হান্টার)।
১৪. সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর : কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে বিশেষভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হয়, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।
১৫. গ্রাম্য আদালত কী?
অথবা, গ্রাম আদালত কী?
উত্তর : গ্রামাঞ্চলে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয়, তাই গ্রাম আদালত।
১৬. সালিশ কী?
অথবা, সালিশ বলতে কী বুঝ?
উত্তর : সালিশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বাদী-বিবাদী পক্ষের বিরোধ মীমাংসায় তৃতীয় পক্ষকে এনে বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিচার করা হয়।
১৭. মৌজা কী?
উত্তর : মৌজা হচ্ছে একখণ্ড বা বহুখণ্ড জমি, যা রাজস্ব নথিপত্রে একটি স্বতন্ত্র নামে চিহ্নিত।
১৮. মাঠ প্রশাসন কী?
উত্তর : বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়াই হলো মাঠ প্রশাসন।
১৯. ‘Cultural Change’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Cultural Change’ গ্রন্থটির রচয়িতা টয়েনবি চ্যাপিন।
২০. BRDB এর পূর্ণরূপ কী?
উত্তর : BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board.
২১. বাংলাদেশে পল্লি উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম লেখ।
উত্তর : বাংলাদেশে পল্লি উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম হলো আশা ও ব্র্যাক।
২২. V-AID এর পূর্ণরূপ কী?
উত্তর : V-AID এর পূর্ণরূপ হলো Village Agricultural and Industrial Development.
২৩. BRAC এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BRAC এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee.
২৪. VGF এর পূর্ণরূপ লেখ।
উত্তর : VGF এর পূর্ণরূপ হলো Vulnerable Group Feeding.
২৫. CARE এর পূর্ণরূপ কী?
উত্তর : CARE এর পূর্ণরূপ হলো Co-operative for American Relief Everywhere.
২৬. NICAR এর পূর্ণরূপ কী?
উত্তর: NICAR এর পূর্ণরূপ হলো National Implementation Committee for Administrative Reorganization Refrom.
২৭. কুমিল্লা মডেল কে, কত সালে প্রতিষ্ঠিত করেন?
উত্তর : কুমিল্লা মডেল আখতার হামিদ খান ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত করেন।
২৮. BARD এর পূর্ণরূপ কী?
উত্তর : BARD এর পূর্ণরূপ হলো Bangladesh Academy for Rural Development.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লেখ।
২. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী?
৩. মৌলিক গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা কর।
৪. ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা কর।
৫. উপজেলা পরিষদের কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, উপজেলা পরিষদের চারটি কাজ উল্লেখ কর।
৬. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝায়?
৭. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য লেখ।
৮. গ্রামীণ রাজনীতি কী?
৯. গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
১০. পোষক ও পোষা সম্পর্ক কী?
১১. মাঠ প্রশাসন বলতে কী বুঝ?
১২. গ্রামীণ সমাজ কাঠামোর পরিবর্তন বলতে কী বুঝ?
১৩. ক্ষুদ্রঋণের সংজ্ঞা দাও।
১৪. সবুজ বিপ্লব বলতে কী বুঝ?
১৫. রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কীভাবে?
অথবা, রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত হয়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
২. বাংলাদেশে স্থানীয় সরকারের সমস্যা চিহ্নিত কর এবং সমাধানের পরামর্শ দাও।
৩. গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
৪. বাংলাদেশে স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর।
অথবা, স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর।
৫. স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর।
৬. উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
৭. স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
৮. বাংলাদেশের স্থানীয় সরকারের পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ আলোচনা কর।
৯. গ্রামীণ নেতৃত্বের মূল উপাদানসমূহ আলোচনা কর।
১০. বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর।
১২. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কী? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহ ও অসুবিধা আলোচনা কর।
অথবা, বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১৩. গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্রঋণের গুরুত্ব আলোচনা কর।
১৪. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রাহণের সমস্যাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ তুলে ধর।
আরো দেখো : রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post