কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে লোকপ্রশাসন সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– বাংলাদেশে লোকপ্রশাসন। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯১১। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
বাংলাদেশে লোকপ্রশাসন সাজেশন ২০২৫
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. প্রশাসন কী?
উত্তর: প্রশাসন বলতে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য একাধিক ব্যক্তিকে পরিচালনা, নিয়ন্ত্রণ এবং তাদের কাজের সমন্বয় সাধন করাকে বুঝায়।
২. বেসরকারি প্রশাসন কী?
উত্তর: যে প্রশাসন ব্যবস্থায় সকল কার্যাবলি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে বেসরকারি প্রশাসন বলে।
৩. লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর: লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য জনসেবা করা।
৪. লোকপ্রশাসন কী?
উত্তর: জনগণের সেবা করার উদ্দেশ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক কার্যকলাপ পরিচালনাই হলো লোকপ্রশাসন।
৫. লোকপ্রশাসনের জনক বলা হয় কাকে?
অথবা, লোকপ্রশাসনের জনক কে?
উত্তর: লোকপ্রশাসনের জনক উড্রো উইলসনকে বলা হয়।
৬. ‘The Study of Administration’ প্রবন্ধটি কার?
উত্তর: ‘The Study of Administration’ প্রবন্ধটি উড্রো উইলসনের।
৭. POSDCORB এর পূর্ণরূপ কী?
উত্তর: POSDCORB এর বিস্তারিত রূপ Planning, O = Organization, S হলো P = Staffing, D = Directing, C0 = Co-ordinating, R = Reporting, B = Budgeting.
৮. ‘Principles of Public Administration’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Principles of Public Administration’ প্রশ্নটির লেখক ডব্লিউ, এফ, উইলোবী (W.F. Willoughby).
৯. CPA এর পূর্ণরূপ কী?
উত্তর: CPA এর পূর্ণরূপ ‘Comparative Public Administration.’
১০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ. ডব্লিউ, টেইলর।
১১. সংগঠন কী?
উত্তর: যে ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট লক্ষ্যার্জনের জন্য সমষ্টিগত এবং সহযোগিতাপূর্ণ কর্মপ্রচেষ্টার মাধ্যমে অধিকসংখ্যক লোক বিভিন্ন কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে।
১২. আদেশগত ঐক্য কী?
উত্তর: কোনো অধস্তন কর্মকর্তা তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রশাসনিক আদেশ বা নির্দেশ লাভ এবং তা পালন করাই আদেশগত ঐক্য।
১৩. পদসোপান কী?
উত্তর: পদসোপান হলো কতকগুলো পর্যায়ক্রমিক স্তরবিশিষ্ট কোনো সংগঠন।
১৪. নিয়ন্ত্রণ পরিধি কী?
উত্তর: একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ‘ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।
১৫. কর্তৃত্ব কী?
উত্তর: আইনসম্মত আদেশ প্রদান এবং উক্ত আদেশ ক্ষমতাই হলো কর্তৃত্ব।
১৬. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ।
১৭. বাংলাদেশের সিভিল সার্ভিসে কতটি ক্যাডার রয়েছে?
উত্তর: বাংলাদেশের সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে।
১৮. বিপিএসসি (BPSC) কী?
উত্তর: বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান। যার প্রধান কাজ হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত দায়িত্ব পালন করা।
১৯. প্রশিক্ষণ কী?
উত্তর: যে পদ্ধতির দ্বারা ব্যক্তিবর্গ একটি উদ্দেশ্যে জ্ঞানলাভ করে এবং দক্ষতা অর্জন করে তাকে প্রশিক্ষণ বলে।
২০. সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তর: সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম জনপ্রশাসন মন্ত্রণালয়।
২১. সচিবালয় কী?
উত্তর: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে।
২২. মন্ত্রণালয় কী?
উত্তর: মন্ত্রণালয়ের হলো নীতি প্রণয়নকারী সংস্থা যা সচিবালয়ের একটি সাংগঠনিক ও প্রশাসনিক শাখা।
২৩. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব।
২৪. ‘Rules of Business’ কী?
উত্তর: ‘Rules of Business’ হলো সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলি বণ্টন বিধিমালা।
২৫. মাঠ প্রশাসনের প্রধান কাজ কী?
উত্তর: মাঠ প্রশাসনের প্রধান কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা।
২৬. ডি সি এর পূর্ণরূপ কী?
উত্তর: ডি সি (DC) এর পূর্ণরূপ District Commissioner.
২৭. বিকেন্দ্রীকরণ কী?
উত্তর: বিকেন্দ্রীকরণ হলো ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তরের একটি প্রক্রিয়া, যেখানে ক্ষমতা বা কর্তৃত্ব উচ্চ থেকে নিম্ন সংস্থায় হস্তান্তর করা হয়।
২৮. উপজেলার প্রশাসনিক প্রধান কে?
উত্তর: উপজেলার প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী অফিসার (UNO)।
২৯. UNO এর পূর্ণরূপ কী?
উত্তর: UNO এর পূর্ণরূপ Upazila Nirbahi Officer.
৩০. প্রশাসনিক সংস্কার কী?
উত্তর: বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসনিক ব্যবস্থার সৃষ্টিই প্রশাসনিক সংস্কার।
৩১. সংসদীয় নিয়ন্ত্রণ কী?
উত্তর: জাতীয় সংসদ কর্তৃক লোকপ্রশাসনের যাবতীয় কার্যাবলির নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, সুপারিশ, বাস্তবায়নের পথনির্দেশ প্রদান করার ব্যবস্থাই হলো সংসদীয় নিয়ন্ত্রণ।
৩২. ACR কী?
উত্তর: ACR বা Annual Confidential Report হচ্ছে এক পঞ্জিকাবর্ষে একজন সরকারি কর্মচারীর আচরণ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদনে লিপিবদ্ধ করার ব্যবস্থা।
৩৩. ACR এর পূর্ণরূপ কী?
উত্তর: ACR এর পূর্ণরূপ- Annual Confidential Report.
৩৪. আমলাতন্ত্রের রাজনীতিকরণ কী?
অথবা, আমলাতন্ত্রের রাজনীতিকরণ কাকে বলে?
উত্তর: আমলাতান্ত্রিক ব্যবস্থা যখন ব্যাপকভাবে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়ে তখন তাকে আমলাতন্ত্রের রাজনীতিকরণ বলে।
৩৫. রাজনৈতিক নিরপেক্ষতা কী?
উত্তর: রাজনৈতিক নিরপেক্ষতা হলো প্রশাসনের বিভিন্ন শাখায় রাজনৈতিক হস্তক্ষেপ না থাকা। অর্থাৎ সরকারের প্রতিটি বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে পরিচালিত হওয়াকে রাজনৈতিক নিরপেক্ষতা বলে।
৩৬. বাংলাদেশে আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ কোনটি?
উত্তর: বাংলাদেশে আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ সচিব।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. POSDCORB এর ব্যাখ্যা দাও।
অথবা, ‘POSDCORB’ ব্যাখ্যা কর।
২. সংগঠনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, সংগঠনের বৈশিষ্ট্যগুলো কী?
৩. নেতৃত্ব কাকে বলে?
৪. সম্মোহনী নেতৃত্ব কী?
৫. সরকারি কর্মকমিশন কী?
অথবা, সিভিল সার্ভিস কী?
৬. বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন লেখ।
অথবা, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন উল্লেখ কর।
৭. কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে?
৮. মন্ত্রী ও সচিবের সম্পর্ক লেখ।
৯. বাংলাদেশ সচিবালয়ের পদবিন্যাস আলোচনা কর।
১০. সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লেখ।
১১. উন্নয়ন প্রশাসন বলতে কী বুঝ?
অথবা, উন্নয়ন প্রশাসন কী?
১২. স্থানীয় সরকার কী?
১৩. প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো লেখ।
১৪. বাংলাদেশে লোকপ্রশাসনের ওপর আইন বিভাগীয় নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ কী কী?
১৫. প্রশাসনিক স্বচ্ছতা বলতে কী বুঝ?
১৬. রাজনৈতিক নিরপেক্ষতা কী?
১৭. আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
১৮. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ কী কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. লোকপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২. লোকপ্রশাসনের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা কর।
৩. সংগঠনের সনাতন ও আধুনিক মতবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
অথবা, পদসোপান নীতি কী? পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৫. লোকপ্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের সমস্যাগুলো আলোচনা কর।
অথবা, লোকপ্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা কর।
অথবা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা কর।
৬. বাংলাদেশের জনপ্রশাসনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের জনপ্রশাসনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অথবা, প্রশিক্ষণের সংজ্ঞা দাও। প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা কর।
৭. বাংলাদেশে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা কর।
৮. উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, উন্নয়নমুখী প্রশাসন কী? উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা কর।
৯. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১০. জেলা প্রশাসনের উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা কর।
১১. জেলাপরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১২. উপজেলা প্রশাসনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
১৩. উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, সংক্ষেপে উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
১৪. বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ বর্ণনা কর।
১৫. বাংলাদেশে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আইনসভার ভূমিকা আলোচনা কর।
১৬. আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১৭. বাংলাদেশে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
১৮. গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়গুলো ব্যাখ্যা কর।
১৯. বাংলাদেশে রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
কোর্সটিকায় আজকে বাংলাদেশে লোকপ্রশাসন সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post