এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq মডেল টেস্ট : এবছর এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী অংশে ৩০ মার্কের প্রশ্নের করা হবে। প্রশ্নপত্রে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমাদের মোট ৩০টিরই উত্তর করতে হবে। কোর্সটিকায় প্রকাশিত এ মডেল টেস্ট তোমাদের সাহায্য করবে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়তে। পাশাপাশি পরীক্ষায় সর্বাধিক কমন পড়ার নিশ্চয়তা তো থাকবেই।
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq মডেল টেস্ট
১. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কোনটি ঐক্যবদ্ধ করে?
ক. ভাষা আন্দোলন
খ. একুশ দফা
গ. গণঅভ্যুত্থান
ঘ. ১৯৭০-এর নির্বাচন
২. কয়টি সংগঠন নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৮টি
৩. ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে শিক্ষাখাতে কত শতাংশ বাঙালির নিযুক্ত ছিল?
ক. ২৩%
খ. ২৭.৩%
গ. ৩৫%
ঘ. ২০.১%
৪. ৬ দফা ও ১১ দফার মূল লক্ষ্য কী ছিল?
i. গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন
ii. স্বায়ত্তশাসন
iii. পাকিস্তানের দু’অংশের বৈষম্য দূর করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ১৯৭১ সালের ১০ এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়?
ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ. ১১
৬. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে কারা ভূমিকা পালন করে?
ক. ছাত্র
খ. পেশাজীবী
গ. রাজনীতিবিদ
ঘ. প্রবাসী
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল।
৭. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
৮. দেশটির সহযোগিতার ফল হলো—
i. স্বাধীনতা অর্জন
ii. নিজেদের স্বার্থলাভ
iii. পাক-বাহিনীর উচ্ছেদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৯. সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে?
ক. ১২ অক্টোবর ১৯৭২
খ. ৪ নভেম্বর ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ. ২৫ মার্চ ১৯৭২
১০. ২০১০ সালের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে—
i. সৃজনশীল ব্যবস্থা
ii. শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার
iii. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. খুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয়—
ক. প্লাবন সমভূমি
খ. স্রোতজ সমভূমি
গ. ব-দ্বীপ সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
১২. শীতকালে বাংলাদেশে কোন মৌসুমি বায়ুর প্রভাবে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. দক্ষিণ-পশ্চিম
১৩. ভূমিকম্পের কারণ নয় কোনগুলো?
i. বায়ুর তাপমাত্রা বৃদ্ধি
ii. অগ্ন্যুৎপাত
iii. সুনামি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪. ভবন নির্মাণের সময় কী মেনে চলা বাধ্যতামূলক?
ক. বিল্ডিং কোড
খ. বিল্ডিং অ্যাক্ট
গ. ভবন অনুনিয়ম
ঘ. ভবনরীতি
১৫. বি আই ডব্লিউ টি এ কখন গঠন করা হয়?
ক. ১৯৫৮
খ. ১৯৬৩
গ. ১৯৬৫
ঘ. ১৯৬৯
১৬. বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে কোন নদীর অবস্থান?
ক. মাতামুহুরী
খ. ফেনী
গ. সাঙ্গু
ঘ. নাফ
১৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. বরিশাল
গ. ঢাকা
ঘ. চট্টগ্রাম
১৮. স্রোতজ বা গরান বন প্রধানত কোথায় বেশি জন্ম নেয়?
ক. পার্বত্য চট্টগ্রামে
খ. রাজশাহীতে
গ. সুন্দরবনে
ঘ. সিলেটে
১৯. জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. ঐচ্ছিক
খ. কল্যাণমূলক
গ. মুখ্য
ঘ. সাধারণ
২০. নাগরিকের সঙ্গে কিসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. জনগণের
খ. সরকারের
গ. নির্বাচনের
ঘ. রাষ্ট্রের
২১. তথ্য অধিকার আইন পাস হয়—
ক. ১০ এপ্রিল, ২০১০
খ. ১৫ এপ্রিল, ২০০৯
গ. ৫ এপ্রিল, ২০০৯
ঘ. ২৫ এপ্রিল, ২০০৯
২২. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লন্ডন
খ. বেইজিং
গ. নাইরোবি
ঘ. দিল্লি
২৩. কোনটি অর্থনৈতিক অবকাঠামো?
ক. শিক্ষা
খ. স্বাস্থ্য
গ. বিনোদন
ঘ. পরিবহণ
২৪. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো-
i. সোনা
ii. চীনামাটি
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. ‘সার্বভৌমত্ব’-এর অর্থ কী?
ক. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
খ. সরকারের ক্ষমতা
গ. রাষ্ট্রের আইন
ঘ. বিচার বিভাগের ক্ষমতা
২৬. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
২৭. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা-
ক. রাষ্ট্রের
খ. সমাজের
গ. সকলের
ঘ. ব্যক্তির
২৮. কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা?
ক. মিশ্র
খ. ধনতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. সামন্ততান্ত্রিক
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মর্নিং ওয়ার্কে বেড়িয়ে জনাব কবির লক্ষ করেন প্রতিদিন তার সাথে ছোটবড় বিভিন্ন পরিচিত জনের সাথে দেখা হলেও একে অন্যকে শ্রদ্ধা বা স্নেহ প্রদর্শন করে না।
২৯. জনাব কবির কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছেন?
ক. সামাজিক অসমতা
খ. নারীর প্রতি সহিংসতা
গ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
ঘ. কিশোর অপরাধ
৩০. উক্ত সামাজিক সমস্যার প্রভাবে—
i. মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়
ii. দুর্নীতি বৃদ্ধি পায়
iii. অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post