বিষয়: বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪-১৭৫৭
বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪-১৭৫৭
বিষয় কোড: ২২১৬০৭
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কোন শতকে?
উত্তর: বাংলায় মুসলিম শাসনের সূচনা হওয়ায় ১৩ শতকের শুরুতে।
২.’তবকাত ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাত ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা মিনহাজ-ই মিরাজ।
৩. ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম।
৪. ইবনে বতুতা কোন শাসকের সময় বাংলায় আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এর সময় বাংলায় আগমন করেন।
৫. বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল?
উত্তর: ঢাকা ময়মনসিংহ অঞ্চলে সাধারণত ভাটি নামে পরিচিত ছিল।
৬. ‘গোলাভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’ এটি বাংলার কোন যুগের চিত্র ছিল?
উত্তর: এটি বাংলার মধ্যযুগের চিত্র ছিল।
৭. বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি কে?
উত্তর: বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী।
৮. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন।
৯. আলী মর্দান খলজি কে ছিলেন?
উত্তর: আলী মর্দান মসজিদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সহচর এবং বরসৌলের শাসনকর্তা ছিলেন।
১০. সুলতানি আমলে বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গড়ে তোলেন?
উত্তর: সুলতানি আমলে বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন।
১১. বাংলার বলবনি বংশের প্রথম শাসক কে ছিলেন?
উত্তর: সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র বুঘরা খান।
১২. ঐতিহাসিক বারানির মধ্যে বিখ্যাত নারকীল্লা দুর্গ কে নির্মাণ করেন?
উত্তর: বিখ্যাত নারকিল্লা দুর্গ বাংলার শাসক মহিউদ্দিন খান নির্মাণ করেন।
১৩. সোনারগাঁওয়ের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন?
উত্তর: সোনারগাঁওয়ের প্রথম স্বাধীন শাসক ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ।
১৪. ইবনে বতুতা কখন বাংলায় আসেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৪৫ খ্রিস্টাব্দে বাংলায় আসেন।
১৫. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
১৬. বাংলায় প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দীন ইলিয়াস শাহ।
১৭. রাজা গণেশ কি উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর: রাজা গণেশ ‘দনুজমর্দনদেব ও চণ্ডীচরণ পরায়ন’ উপাধি গ্রহণ করেছিলেন।
১৮. বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ।
১৯. ‘নৃপতি তিলক’ ও ‘জগৎভূষণ’ বাংলার কোন শাসকের উপাধি ছিল?
উত্তর: ‘নৃপতি তিলক’ ও ‘জগৎভূষণ’ আলাউদ্দিন হোসেন শাহের উপাধি ছিল।
২০. দাম কি?
উত্তর: দাম শেরশাহ কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা।
২১. দাঊদ খান কে ছিলেন?
উত্তর: দাঊদ খান ছিলেন কোরআনে বংশের শেষ শাসক।
২২. দাঊদ খান বাংলার কোন বংশের শাসক ছিলেন?
উত্তর: দিঊদ বাংলার কররানী বংশের শাসক ছিলেন।
২৩. রাজমহলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: রাজমহলের যুদ্ধ ১৭৭৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২৪. ঈশা খান কে ছিলেন?
উত্তর: ইশা খান ছিলেন বারো বারোভূঁইয়াদের প্রধান নেতা ও সোনারগাঁওয়ের জমিদার।
২৫. ঢাকার প্রাচীন নাম কি?
উত্তর: ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর।
২৬. পরিবিবির পিতার নাম কি?
উত্তর: পরিবিবির পিতার নাম শায়েস্তা খান।
২৭. পরীবিবি কে ছিলেন?
উত্তর: পরিবিবির ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা।
২৮. লালবাগ দুর্গ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লালবাগ দুর্গ সুবাদার শায়েস্তা খান প্রতিষ্ঠা করেন।
২৯. মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: মালজামিনী প্রথা প্রবর্তন করেন নবাব মুর্শিদকুলি খান।
৩০. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়
উত্তর: পলাশীর যুদ্ধ ২৩ জুন ১৭৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. নুর কুতুবুল আলমের পরিচয় দাও।
২. সংক্ষেপে সাতগাঁওয়ের বিবরণ দাও।
৩. বখতিয়ার খলজি সম্পর্কে সংক্ষেপে লেখ।
৪. বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণগুলো লেখ।
৫. লক্ষণ সেনের পরিচয় দাও।
৬. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা কর।
৭. ফখরুদ্দিন মোবারক শাহ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৮. রাজা গণেশ সম্পর্কে বর্ণনা দাও।
৯. শাসক হিসেবে রাজা গণেশের চরিত্র নিরূপণ কর।
১০. গিয়াসউদ্দিন আজম শাহের শহীত কবি হাফিজের সম্পর্ক উল্লেখ করো
১১. সুলতান নসরত শাহ সম্পর্কে যা জানো লেখ।
১২. শ্রীচৈতন্যের ধর্মমত লেখ।
১৩. হোসেন শাহী বংশের অবদান গুলো লেখ
১৪. কবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝো
১৫. সোলায়মান কোরবানি সম্পর্কে একটি টীকা লেখ।
১৬. রাজমহলের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
১৭. ভূঁইয়াদের পরিচয় দাও।
১৮. ঈশা খান সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৯. সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
২০ অন্ধকূপ হত্যা সম্বন্ধে ধারণা দাও।
গ: বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বাংলার মধ্যযুগের ইতিহাসের উৎস সমূহ পর্যালোচনা কর।
২. সুবাদার মীর জুমলা কর্তিক আসাম ও কুচবিহার বিজয়ের বিবরণ দাও।
৩. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৪. মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
৫. বাংলার মুসলিম রাজ্য সুদৃঢ়ীকরণে গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির গৃহীত পদক্ষেপ আলোচনা কর।
৫. ইবনে বতুতার বর্ণনার আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
৬. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৭. বাংলার একটি স্বাধীন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দীন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
৮. গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বিবরণ দাও।
৯. শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বাংলায় হোসেন শাহী সুলতানদের অবদান মূল্যায়ন কর।
১০. বাংলার ইতিহাসে কররানি আফগানদের ভূমিকা আলোচনা কর।
১১. সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে আলোচনা কর।
১২. ইসলাম খান কে ছিলেন? তার কৃতিত্ব বর্ণনা কর।
১৩. মুর্শিদকুলি খানের রাজস্ব সংস্কার বিশ্লেষণ কর।
১৪. মারাঠাদের বিরুদ্ধে আলীবর্দী খানের সংগ্রামের বর্ণনা দাও।
১৫. বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ কর।
এখানে ক্লিক করে অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪-১৭৫৭ pdf ডাউনলোড করে নাও। অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post