অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলার ইতিহাস ১৭৬৫-১৯০৫ সাজেশন। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—বাংলার ইতিহাস (১৭৬৫-১৯০৫) এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫০১। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
বাংলার ইতিহাস ১৭৬৫-১৯০৫ সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।
২. লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাধ্যক্ষ।
৩. কোন সম্রাটের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে?
অথবা, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে।
৪. দেওয়ানি শব্দের অর্থ কী?
উত্তর: দেওয়ানি শব্দের অর্থ রাজস্ব আদায়।
৫. কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে।
৬. দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
অথবা, বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন কে?
উত্তর: দ্বৈতশাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ প্রবর্তন করেন।
৭. বাংলা কত সালে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়?
উত্তর: বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়।
৮. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
৯ . ওয়ারেন হেস্টিংস কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গর্ভনর জেনারেল।
১০. চিরস্থায়ী বন্দোবস্তু আইন কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তু আইন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
১১. ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি কে প্রবর্তন করেন?
অথবা, ‘অধীনতামূলক মিত্রতা’ নীতির প্রবর্তক কে?
উত্তর : ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন।
১২. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: স্বত্ববিলোপ নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন।
১৩. ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর: ছিলেন ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন ফকির মজনু শাহ।
১৪. বলাকি শাহ কে ছিলেন?
উত্তর: বলাকি শাহ ছিলেন মাদারি সম্প্রদায়ের একজন ফকির এবং বাখেরগঞ্জের বলাকি শাহ বিদ্রোহের নেতা।
১৫. বাংলার কোন অঞ্চলে পাগলপন্থি আন্দোলন শুরু হয়?
উত্তর: বাংলার শেরপুর ও জামালপুর অঞ্চলে পাগলপন্থি আন্দোলন শুরু হয়।
১৬. বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল?
উত্তর: বাংলার পশ্চিমাঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল।
১৭. তিতুমীর কে ছিলেন?
উত্তর: তিতুমীর ছিলেন একজন সমাজসংস্কারক ও বাংলায় ওহাবি আন্দোনের নেতা।
১৮. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উত্তর: তিতুমীরের বাঁশের কেল্লা কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় অবস্থিত ছিল।
১৯. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালের ৩১ মার্চ নীল কমিশন গঠিত হয়।
২০. হাজি শরিয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর: হাজি শরিয়তুল্লাহ ছিলেন ফরায়েজি আন্দোলনের প্রবক্তা।
২১. পাশ্চাত্য শিক্ষা বলতে কী বুঝ?
উত্তর: পাশ্চাত্য শিক্ষা বলতে লর্ড বেন্টিক প্রবর্তিত ইংরেজি ভাষার শিক্ষাব্যবস্থাকে বুঝায়।
২২. পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
উত্তর: পাশ্চাত্য শিক্ষা লর্ড উইলিয়াম বেন্টিংক প্রবর্তন করেন।
২৩. মেকলে কে ছিলেন?
উত্তর: মেকলে ছিলেন লর্ড বেন্টিংকের আইন পরিষদের সদস্য।
২৪. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক ছিলেন শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ।
২৫. ‘কোন সমিতি প্রজাস্বত্ব আইন, ১৮৫৯ এর বিরোধিতা করে?
উত্তর: ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সমিতি প্রজাস্বত্ব আইন, ১৮৫৯ এর বিরোধিতা করে।
২৬. কত সালে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৬ সালে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
২৭. কাকে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে অভিহিত করা হয়ে থাকে?
উত্তর: রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে অভিহিত করা হয়ে থাকে।
২৮. রাজা রামমোহন রায় কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবাবের এক ব্রাহ্মণ কর্মচারীর পুত্র।
২৯. কত সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮২৮ সালের ২০ আগস্ট ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
৩০. ডিরোজিও কে ছিলেন?
উত্তর: ডিরোজিও ছিলেন উনিশ শতকের অ্যাংলো-ইন্ডিয়ান কবি, শিক্ষাব্রতী ও সাংবাদিক।
৩১. বেঙ্গল স্পেকটেটর কী ছিল?
উত্তর: বেঙ্গল স্পেকটেটর ছিল হিন্দু কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত একটি সাপ্তাহিক পত্রিকা।
৩২. কার প্রচেষ্টায় বিধবাবিবাহ আইন চালু হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবাবিবাহ আইন চালু হয়।
৩৩. নবাব আব্দুল লতিফ কে ছিলেন?
উত্তর: নবাব আব্দুল লতিফ ছিলেন মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা।
৩৪. ‘Mohammedan Literary Society’ প্রতিষ্ঠাতা কে?
অথবা, ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘Mohammedan Literary Society’ প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ।
৩৫. ‘দ্যা স্পিরিট অব ইসলাম’ এর রচয়িতা কে?
অথবা, ‘The Spirit of Islam’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর: ‘দ্যা স্পিরিট অব ইসলাম’ এর রচয়িতা স্যার সৈয়দ আমির আলি।
৩৬. চিরস্থায়ী বন্দোবস্তু আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত আইন ১৭৯৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়।
৩৭. বঙ্গভঙ্গের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রবর্তক ছিলেন।
৩৮. বঙ্গভঙ্গের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
অথবা, বঙ্গভঙ্গের (১৯০৫) সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: বঙ্গভঙ্গের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন।
৩৯. পূর্ববাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় স্থাপিত হয়?
উত্তর: পূর্ববাংলা আসাম প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
৪০. নবগঠিত বাংলা প্রদেশের রাজধানী কোথায় স্থাপন করা হয়?
উত্তর: নবগঠিত বাংলা প্রদেশের রাজধানী কলকাতায় স্থাপন করা হয়।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১.ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রেক্ষাপট লেখ।
অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর।
২. দ্বৈতশাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, দ্বৈতশাসন বলতে কী বুঝ?
অথবা, দ্বৈতশাসন ব্যাখ্যা কর।
৩. পাঁচসালা বন্দোবস্ত ব্যাখ্যা কর।
অথবা, পঞ্চসালা বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে লেখ।
৪. সূর্যাস্ত আইন সম্পর্কে যা জান লেখ।
অথবা, সূর্যাস্ত আইন কী?
৫. অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর।
অথবা, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
৬. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে লেখ।
অথবা, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী?
অথবা, ফকির-সন্ন্যাসী আন্দোলনের বিবরণ দাও।
৭. সাঁওতাল বিদ্রোহ কী?
অথবা, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখ।
৮. তিতুমীর কে ছিলেন? তার আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
অথবা, তিতুমীর কে ছিলেন? তার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯. ফরায়েজি আন্দোলনের পটভূমি আলোচনা কর।
অথবা, ফরায়েজি আন্দোলনের পটভূমি ব্যাখ্যা কর।
১০. ফরায়েজি আন্দোলনে দুদু মিয়ার অবদান উল্লেখ কর।
অথবা, ফরায়েজি আন্দোলনের দুদু মিয়ার ভূমিকা লেখ।
১১. ওহাবি আন্দোলনের পটভূমি আলোচনা কর।
অথবা, ওহাবি আন্দোলনের পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা কর।
১২. চার্লস উডের ডেসপ্যাচের গুরুত্ব সংক্ষেপে লেখ।
অথবা, বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে উডের ডেচপ্যাচের গুরুত্ব বর্ণনা কর।
১৩. বাংলায় শিক্ষাবিস্তারে মিশনারিদের ভূমিকা সংক্ষেপে লেখ।
অথবা, বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল?
১৪. জমিদার সমিতি কী?
অথবা, জমিদার সমিতি সম্পর্কে একটি টীকা লেখ।
১৫. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কী?
১৬. রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্ষেপে আলোচনা কর।
অথবা, রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্ষেপে বর্ণনা কর।
১৭. লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কারসমূহ লেখ।
অথবা, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কারসমূহ উল্লেখ কর।
১৮. বাংলার ইতিহাসে লর্ড উইলিয়াম বেন্টিষ্কের অবদান সংক্ষেপে আলোচনা কর।
অথবা, বাংলার ইতিহাসে লর্ড উইলিয়াম বেন্টিকের অবদান সংক্ষেপে লেখ।
১৯. নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলার কারণ উল্লেখ কর।
অথবা, নবাব আব্দুল লতিফ বিখ্যাত কেন?
২০. বাংলার মুসলমানদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফের ভূমিকা কী ছিল?
অথবা, বাংলায় মুসলিম পুনজাগরণে নবাব আব্দুল লতিফের ভূমিকা আলোচনা কর।
২১. সৈয়দ আমির আলির পরিচয় দাও।
অথবা, সৈয়দ আমির আলি কে ছিলেন?
২২. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কী?
অথবা, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সম্পর্কে সংক্ষেপে লেখ।
২৩. বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর।
অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পটভূমি বিশ্লেষণ কর।
২৪. ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে লেখ।
অথবা, মুসলীম লীগ কেন গঠিত হয়েছিল?
২৫. বঙ্গভঙ্গ কেন রদ করা হয়?
অথবা, বঙ্গভঙ্গ রদের কী কী কারণ ছিল? সংক্ষেপে লেখ।
গ বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. যে পরিস্থিতিতে ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি হস্তান্তর করা হয় তা আলোচনা কর।
অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর।
২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর। এর গুরুত্ব কী ছিল?
অথবা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।
অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি লাভের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।
৩. দ্বৈতশাসন কী? বাংলার আর্থসামাজিক জীবনে এর প্রভাব আলোচনা কর।
অথবা, বাংলার আর্থসামাজিক জীবনে দ্বৈতশাসনের প্রভাব আলোচনা কর।
৪. চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর দোষগুণ আলোচনা কর।
অথবা, চিরস্থায়ী বন্দোবন্তের দোষগুণ আলোচনা কর।
৫. বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমীরের ভূমিকা আলোচনা কর।
অথবা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমীরের অবদান মূল্যায়ন কর।
৬. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, নীল বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর। বাংলার ইতিহাসে এর তাৎপর্য কী ছিল?
৭. হাজি শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন সম্পর্কে বিশদ আলোচনা কর।
অথবা, ফরায়েজি আন্দোলনে হাজি শরিয়তুল্লাহর অবদান মূল্যায়ন কর।
৮. ওহাবি আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখ।
অথবা, ওহাবি আন্দোলনের ওপর একটি প্রবন্ধ রচনা কর।
৯. বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকার বিবরণ দাও।
অথবা, বাংলায় শিক্ষাবিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা কর।
১০. বাঙালি সমাজে পাশ্চাত্য শিক্ষার প্রভাব নিরূপণ কর।
অথবা, বাঙালি সমাজে পাশ্চাত্য শিক্ষার প্রভাব আলোচনা কর।
১১. উনবিংশ শতাব্দীতে বাংলায় যেসব রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সেগুলোর বিবরণ দাও।
অথবা, ১৮৮৫ সাল পর্যন্ত বাংলার রাজনৈতিক সভাসমিতিগুলোর বিবরণ দাও।
১২. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
১৩. শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
অথবা, শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর।
১৪. ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
অথবা, ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ গুরুত্ব বর্ণনা কর।
১৫. সমাজসংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পর্যালোচনা কর।
অথবা, সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
১৬. ‘হিন্দু বিধবাবিবাহ’ আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।
অথবা, ‘হিন্দু বিধবাবিবাহ’ আইনের পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা কর।
১৭. মোহামেডান লিটারারি সোসাইটির সমাজসংস্কারমূলক কর্মসূচি আলোচনা কর।
অথবা, মোহামেডান লিটারারি সোসাইটির সমাজসংস্কারমূলক কার্যক্রম বর্ণনা কর।
১৮. বাংলার মুসলিম পুনর্জাগরণে সৈয়দ আমির আলির ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, বাংলার মুসলমানদের পুনর্জাগরণে সৈয়দ আমির আলির অবদান মূল্যায়ন কর।
১৯. ১৮৫৯ সালের রাজস্ব আইনের পটভূমি বর্ণনা কর।
অথবা, ১৮৫৯ সালের প্রজাস্বত্ব আইনের প্রেক্ষাপট আলোচনা কর।
২০. ১৮৫৯ সালের রাজস্ব আইনের পটভূমি ও প্রধান ধারাগুলো বর্ণনা কর।
অথবা, ১৮৫৯ সালের প্রজাস্বত্ব আইনের পটভূমি ও বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২১. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
২২. বঙ্গভঙ্গের কারণ বর্ণনা কর। বঙ্গভঙ্গের ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মনোভাব ব্যাখ্যা কর।
অথবা, বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর। এর ফলে হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হয়েছিল?
২৩. বঙ্গভঙ্গ কীভাবে বাঙালি জাতীয়তাবাদীদের বিভক্ত করে?
অথবা, জাতীয়তাবাদীদের বিভক্তিকরণে বঙ্গভঙ্গের ভূমিকা আলোচনা কর।
২৪ . বঙ্গভঙ্গ রদের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ রদের ফলাফল ব্যাখ্যা কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তেমাদের বাংলার ইতিহাস ১৭৬৫-১৯০৫ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post