জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। বাংলা উপন্যাস ৩ সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: বিষয়: বাংলা উপন্যাস-৩। বিষয় কোড: ২৪১০০৩।
বাংলা উপন্যাস ৩ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘খালি তামুক খাইলে পেট ভরব?’ -কার উক্তি?
উত্তর: “খালি তামুক খাইলে পেট ভরব?” উক্তিটি গৌরাঙ্গ সুন্দরের।
২. মাঘ মাসের কোন তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে?
উত্তর : মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে।
৩. বাসন্তীর বাবার নাম কী?
উত্তর : বাসন্তীর বাবার নাম দীননাথ মালো।
৪. বাসন্তীর চৌয়ারি নিয়ে কে দৌড় দেয়?
উত্তর : বাসন্তীর চৌয়ারি নিয়ে সুবল দৌড় দেয়।
৫. কিশোর এবং সুবল কোথায় মাছ ধরতে যায়?
উত্তর : কিশোর এবং সুবল শুকদেবপুর গ্রামে বাঁশিরাম মোড়লের উজানিনগর খলায় মাছ ধরতে যায়।
৬. ‘পিরিতের নাও শুকনায় চলে।’ -কার উক্তি?
উত্তর : ‘পিরিতের নাও শুকনায় চলে।’ –রাধার মনের উক্তি।
৭. অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ প্রথম ‘মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
৮. ‘তোর হাতে দিয়া দিলাম।’ -কাকে, কে হাতে তুলে দিল?
উত্তর : ‘তোর হাতে দিয়া দিলাম।’ -উক্তিটিতে বাসন্তীকে কিশোর সুবলের হাতে তুলে দিল।
৯. মাঘ মাসের কোন তারিখে মালো পাড়াতে উৎসবের ধূম পড়ে যায়?
অথবা, মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়ায় কোন উৎসবের ধুম পড়ে?
উত্তর : মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়ায় মাঘ-মণ্ডল উৎসবের ধুম পড়ে।
১০. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মসাল কত ?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ ১৫ আগস্ট ১৯২২ সালে জন্মগ্রহণ করেন।
১১. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির প্রকাশকাল কত?
উত্তর : ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির প্রকাশকাল ১৯৬৪ সাল।
১২. কাদের যে ‘দরবেশ’ – একথাটি সবসময় কে বিশ্বাস করতেন না?
উত্তর : কাদের যে ‘দরবেশ’ -একথাটি সবসময় আরেফ আলী বিশ্বাস করতেন না।
১৩. মৃত যুবতী নারীর মায়ের মতে, যুবতী নারী কীভাবে মারা গিয়েছিল?
উত্তর : মৃত যুবতী নারীর মায়ের মতে, যুবতী নারী জীন পরির আছর পড়ে মারা গিয়েছিল।
১৪. আরেফ আলীর গ্রামের নাম কী?
উত্তর : আরেফ আলীর গ্রামের নাম চাঁদপারা।
১৫. “মানুষের জীবনটা অতি ভঙ্গুর, একটুকুতেই মটকে যায়।” -কার উক্তি?
উত্তর : “মানুষের জীবনটা অতি ভঙ্গুর, একটুকুতেই মটকে যায়।”- উক্তিটি কাদেরের।
১৬. “তোসতারী কিংখাব” কী?
উত্তর : “তোসতারী কিংখাব” পুরাতন আমলের জিনিস যা সিন্দুকে তালাবদ্ধ থাকে।
১৭. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭)।
১৮. আবু তালেব নিহত হলে কোন স্লোগান উচ্চারিত হয়?
উত্তর : আবু তালেব নিহত হলে ‘শহীদের রক্ত -বৃথা যেতে দেবো না’ স্লোগান উচ্চারিত হয়।
১৯. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের হাড্ডি খিজির কোন শ্রেণির মানুষের প্রতিনিধি?
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের হাড্ডি খিজির ছিন্নমূল শ্রমজীবী মানুষের প্রতিনিধি।
২০. আইয়ুব খানের ছবি পোড়ানোর সময় কী স্লোগান দেওয়া হয়?
উত্তর : আইয়ুব খানের ছবি পোড়ানোর সময় “দিকে দিকে আগুন জ্বালো আগুন জ্বালো; জাগো জাগো- বাঙালি জাগো।” স্লোগান দেওয়া হয়।
২১. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের সেপাই কে?
উত্তর: ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের সেপাই হলো ওসমান।
২২. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের প্রথম বাক্যটি কী?
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের প্রথম বাক্যটি ‘তোমার রঞ্জু পড়ি রইলো কোন বিদেশ বিভুঁয়ে, একবার চোখের দেখাটাও দেখতি পাল্লে না গো!’
২৩. মালিকের লগে পাল্লা দেওন ভালো নয়, বুঝলি? –কে, কাকে, কোন প্রসঙ্গে বলেছে?
উত্তর : মালিকের লগে পাল্লা দেওন ভালো নয়, বুঝলি?— কথাটি কামরুদ্দিন তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেওয়া প্রসঙ্গে বলেছে।
২৪. খয়বার গাজী কে?
উত্তর : খয়বার গাজী ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান ২ নং ওয়ার্ডের মেম্বার।
২৫. সেলিনা হোসেনের জন্ম কত সালে?
উত্তর : সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালের ১৪ জুন।
২৬. রামচন্দ্রপুর হাটের জমিদার কে?
উত্তর : রামচন্দ্রপুর হাটের জমিদার রমেন মিত্র।
২৭. শান্তির প্রিয় ফুল কী ছিল?
উত্তর : শান্তির প্রিয় ফুল ছিল সাদা করবী।
২৮. কৃষক আন্দোলনে কারা বেশি প্রাণ দিয়েছে?
উত্তর : কৃষক আন্দোলনে সাঁওতালরা বেশি প্রাণ দিয়েছে।
২৯. দীপচাদের বৌ-এর নাম কী?
উত্তর : দীপচাদের বৌ-এর নাম মুনিয়া।
৩০. পুলিশ শিকারি কুকুরের মতো কাকে খোঁজে?
উত্তর : পুলিশ শিকারি কুকুরের মতো ইলা মিত্রকে খোঁজে।
৩১. ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসটি লেখক কাকে উৎসর্গ করেন?
উত্তর : ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসটি লেখক অধ্যাপক সৌমিত্র শেখরকে উৎসর্গ করেন।
৩২. বিদ্রোহের পর সাঁওতালরা নাচোল ছেড়ে কোথায় চলে যায়?
অথবা, বিদ্রোহের পরে সাঁওতালরা নাচোল ছাড়া আর কোথায় চলে যায়?
উত্তর : বিদ্রোহের পরে সাঁওতালরা নাচোল ছাড়া সীমান্তের ওপারে যেতে চায়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. নদীর একটি দার্শনিক রূপ আছে-কথাটার তাৎপর্য বিশ্লেষণ কর।
২. বিজয় নদীর তীরের মালোদের পরিচয় লেখ।
৩. শুকদেবপুরের বর্ণনা দাও।
অথবা, ‘এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে।’ —কোন স্থান সম্পর্কে এবং কেন এমন বলা হয়েছে?
৪. অনন্ত আবার কীভাবে মালোপাড়ায় ফিরে এসেছিল?
৫. ‘রাতের ঝড়ে পাখির সেই যে ডানা ভাঙ্গিল, সে ডানা আর জোড়া লাগিল না।’ কেন, কীভাবে?
৬. চাঁদের অমাবস্যা উপন্যাসের আলোকে আরেফ আলীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৭. আরেফ আলী কীভাবে কর্তব্য সচেতন হয়ে ওঠে?
৮. চাকরি শেষ করে দাদাসাহেব বাড়িতে এসে কী কাজে ব্রতী হন? সংক্ষেপে লেখ।
অথবা, ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির আলোকে দাদাসাহেবের পরিচয় দাও।
৯. কাদের মিঞা শান্তির হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করে?
১০. ‘জীবন কি সত্যিই মৃত্যুর চেয়ে অধিকতর মূল্যবান?’ যুবক শিক্ষকের মনে এমন প্রশ্নের উদয় হয়েছিল কেন?
১১. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে পরাবাস্তবতা সংক্ষেপে লেখ।
১২. সংক্ষেপে খিজির চরিত্র বিশ্লেষণ কর।
১৩. খয়বার গাজী কে?
১৪. ওসমান যে বাড়ির চিলেকোঠায় থাকে সে বাড়ির চালচিত্র তুলে ধর।
১৫. পাকিস্তান মাঠে লতিফ সর্দার উপস্থিত হলে লোকজন চটে যায় কেন?
১৬. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের আলোকে ওসমান চরিত্র সংক্ষেপে লেখ ।
১৭. এই এলাকার সবাই জানে, কী জানে? সংক্ষেপে লেখ।
১৮. ‘খিজিররা কুত্তার বাচ্চা। মানুষ হলো অফিসাররা।’ —কীভাবে? ব্যাখ্যা কর।
১৯. ইলা মিত্র কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২০. ইয়াসিন বসনি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২১. ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসে যে দাঙ্গার চিত্র বর্ণিত হয়েছে তা তুলে ধর।
২২. ‘এই মাটি আমাদের চাইতে ওদের বেশি আপনার।’ -ব্যাখ্যা কর।
২৩. তেভাগা আন্দোলন কী? সংক্ষেপে লেখ।
২৪. ‘সংসারে থেকেও তিনি আশ্চর্য রকমের সন্ন্যাসী।’ -ব্যাখ্যা কর।
২৫. সুসং দুর্গাপুরের ঘটনা সংক্ষেপে বর্ণনা কর।
২৬. ইলা মিত্র এবং রমেন মিত্রের আত্মগোপনে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের বিষয় ভাবনার পরিচয় দাও।
২. অদ্বৈত মল্লবর্মণ রচিত ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের ভাষা বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে জেলেদের জীবনযাত্রার পরিচয় দাও।
৪. “তিতাস ও তীরবর্তী মালো ও কৃষিজীবী মানুষের জীবনচিত্রই ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের প্রধান ভিত্তি।” -আলোচনা কর।
অথবা, “নদীর কলতান, তার গতি ও পরিবর্তনের সমান্তরাল করে বিচিত্র মানুষের অখণ্ড জীবনরূপ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে শিল্পরূপ লাভ করেছে।” -বিশ্লেষণ কর।
৫. “কিশোর ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের এক অনন্য চরিত্র।” —উক্তিটি আলোচনা সাপেক্ষে চরিত্রটি বিশ্লেষণ কর।
৬. চেতনা-প্রবাহরীতি কী? সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে চেতনা-প্রবাহরীতি কতটুকু সার্থক আলোচনা কর।
অথবা, চেতনাপ্রবাহ রীতি কী? সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবশ্যা’ উপন্যাসে চেতনাপ্রবাহ রীতি কতটুকু ক্রিয়াশীল তা আলোচনা কর?
৭. ‘সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস আন্তর্জাতিক হয়েও স্বাদেশিক।’ -মন্তব্যটির তাৎপর্য স্পষ্ট কর।
৮. চাঁদের অমাবস্যা উপন্যাসের আলোকে আরেফ আলীর চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, চাঁদের অমাবস্যা উপন্যাসের আরেফ আলীর চরিত্রের স্বরূপ আলোচনা কর।
৯. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
১০. চাঁদের অমাবস্যা উপন্যাসে ভাষাশৈলীর ব্যবহার বিশ্লেষণ কর।
১১. আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের বিষয়ভাবনা উপস্থাপন কর।
অথবা, ‘আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের বিষয়কল্পনার মূলে মধ্যবিত্তের আত্মবিশ্লেষণ ও আত্মরূপান্তরের স্বরূপ অন্বেষণের প্রেরণাই মুখ্য।’ -উক্তিটির যথার্থতা বিচার কর।
১২. আখতাবজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই’ উপন্যাসে যে রাজনৈতিক চিত্র অঙ্কিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. ‘চিলেকোঠার সেপাই’ একটি বস্তুনিষ্ঠ উপন্যাস। -আলোচনা কর।
১৪. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস অবলম্বনে আনোয়ার চরিত্র চিত্রণ কর।
১৫. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস, অবলম্বনে ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের চরিত্র চিত্রণের দক্ষতা তুলে ধর।
১৬. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের আলোকে ঔপন্যাসিকের শ্রেণি রাজনীতির প্রতি পক্ষপাত বিশ্লেষণ কর।
১৭. তেভাগা আন্দোলনের প্রভাব সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে বর্ণনা কর।
১৮. সেলিনা হোসেনের ‘কাঁটাতারের প্রজাপতি’ উপন্যাস অবলম্বনে ইলামিত্রের ওপর পুলিশের অমানসিক নির্যাতনের বিবরণ দাও।
১৯. সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
২০. ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসের আলোকে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বর্ণনা কর।
২১. ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসে পাকিস্তানি পুলিশ বাহিনীর যে বর্বরতার চিত্র উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ কর।
আরো দেখো : বাংলা ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে বাংলা উপন্যাস ৩ সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post