টপিক: অনার্স বাংলা ২য় বর্ষ বাংলা কবিতা – ২ সাজেশন
অনার্স বাংলা ২য় বর্ষ: বাংলা কবিতা – ২ (PDF) সাজেশন
বিষয় কোড: ২২১০০৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মেঘনাদবধ কাব্যের ৫ম সর্গের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্যের ৫ম সর্গের নাম ‘উদ্যোগ’।
২. মেঘনাদবধ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে কাকে বুঝানো হয়েছে?
উত্তর: মেঘনাদবধ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে বীরবাহুকে বুঝানো হয়েছে।
৩.‘শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি’- উক্তিটি কার?
উত্তর: ‘শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি’- উক্তিটি রাবণের।
৪. মেঘনাদবধ কাব্যের ৮ম সর্গের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্যের ৮ম সর্গের নাম প্রেতপুরী।
৫. প্রমীলার শখীর নাম কী?
উত্তর: প্রমীলার শখীর নাম বাসন্তি।
৬. বীরবাহুর মায়ের নাম কী?
উত্তর: বীরবাহুর মায়ের নাম চিত্রাঙ্গনা।
৭. বিভীষণ কে?
উত্তর: বিভীষণ রাবণের ভাই।
৮. মৈথিলী কে?
উত্তর: সীতার অন্য নাম মৈথিলী।
৯. ‘এ কাল সমরে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার।’- উক্তিটি কার?
উত্তর: ‘এ কাল সমরে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার।’- উক্তিটি স্বর্ণ লঙ্কাপতি মেঘনাদের পিতা রাবণের।
১০. ‘রাহুগ্রাসে হেরি সূর্য্যে কার নাম বিদরে হৃদয়?’- কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উত্তর: ‘রাহুগ্রাসে হেরি সূর্য্যে কার নাম বিদরে হৃদয়?’- উক্তিটি শোকতপ্ত রাবণকে সমবেদনা জানানো প্রসঙ্গে করা হয়েছে।
১১. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১২. ‘সোনার তরী’ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: ‘সোনার তরী’ কাব্যটি কবি ভ্রাতা শ্রীদেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করা হয়েছে।
১৩. ‘সোনার তরী’ কবিতায় ‘ধান’ কীসের প্রতীক?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় ‘ধান’ মানুষের কর্ম ও কাজের প্রতীক।
১৪. ‘বর্ষাযাপন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বর্ষাযাপন’ কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত?
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোটগল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যের ‘বর্ষাযাপন’ কবিতায় ছোটগল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়।
১৬. ‘যেতে নাহি দিব’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যেগ্রন্থের কবিতা?
উত্তর: ‘যেতে নাহি দিব’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যেগ্রন্থের কবিতা।
১৭. ‘কী আছে হোথায়- চলেছি কিসের অন্বেষণে?’-পংক্তিটি কোন কবিতার?
উত্তর: পংক্তিটি নিরুদ্দেশ যাত্রা কবিতার।
১৮. কল্পনা কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: কল্পনা কাব্যের প্রথম কবিতা দুঃসময়।
১৯. ‘ভ্রষ্ট লগ্ন’ কবিতায় প্রিয়া কোন সময় সোনার টিপ পরছিল?
উত্তর: ‘ভ্রষ্ট লগ্ন’ কবিতায় প্রিয়া গোধূলিবেলায় সোনার টিপ পরছিল।
২০. চৌরপঞ্চাশিকা কী?
উত্তর: বিদ্যাসুন্দর উপাখ্যানে বর্ণিত স্তুতিমূলক পঞ্চাশটি শ্লোক।
২১. উজ্জয়িনীপুরে কবি কাকে খুঁজতে গিয়েছেন?
উত্তর: উজ্জয়িনীপুরে কবি তার পূর্বজনমের প্রতমা প্যিয়াকে খুঁজতে গিয়েছেন।
২২. প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভস্মীভূত হয়?
উত্তর: প্রেমের দেবতা মদন শিবের রোষাগ্নিতে ভস্মীভূত হয়।
২৩. ক্ষণিকা কোব্যে কান ঋতু প্রাধান্য পেয়েছে?
উত্তর: ক্ষণিকা কোব্যে শরৎ ঋতু প্রাধান্য পেয়েছে।
২৪. ‘সেকাল’ কবিতায় কবি কী হতে চান?
উত্তর: ‘সেকাল’ কবিতায় কবি বিক্রমাদিত্যের সভায় নবরতেœর মালিকায় দশম রত্ন হতে চান।
২৫. ‘মনেরে তাই কহ যে, ভালোমন্দ যাহাই আসুক সত্যের লও সহজে।’- কোন কবিতায় উল্লেখিত?
উত্তর: কবিতায় উল্লেখিত বোঝাপাড়া।
২৬. ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লেখিত নদীর নাম কী?
উত্তর: ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লেখিত নদীর নাম অঞ্জনা।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রমীলা’র পরিচয় দাও।
২. সীতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩. লঙ্কাপুরির সৌন্দর্য বর্ণনা কর।
৪. ‘কী সুন্দর মালা আজ পড়িয়াছ গলে।’ কে, কার সম্পর্কে, কেন এ উক্তিটি করেছিল।
৫. লক্ষ্মণ কীভাবে মেঘনাদকে হত্যা করেছিল?
৬. সোনার তরী কাব্যের বর্ষাযাপন কবিতায় ছোটগল্পের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে বা বর্ণনা কর।
৭. ‘যাহা ছিল নিয়ে গেল সোনার তরী’ – বলতে কী বোঝানো হয়েছে?
৮. ‘দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা’ – কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৯. ‘দুই পাখি’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
১০. ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটির মূল বিষয় সংক্ষেপে তুলে ধর।
১১. দুঃসময় কবিতায় কবি বিহঙ্গকে কী করতে নিষেধ করছেন? আলোচনা কর।
১২. ‘মদনভস্মের পূর্বে’ কবিতার মূলভাব লেখ।
১৩. ‘স্পর্ধা’ কবিতায় বর্ণিত প্রেমিক-প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা কর।
১৪. ‘উদ্বোধন’ কবিতায় কবির ভাবনা সম্পর্কে আলোচনা কর।
১৫. কবিতা তার বয়স সম্পর্কে কী অভিমত ব্যক্ত করেছেন? আলোচনা কর।
১৬. ‘আবির্ভাব’ কবিতায় দেবীর কাছে কবির প্রার্থনা কী?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ট্রাজেডি হিসেবে ‘মেঘনাদবদ’ কাব্যের সার্থকতা আলোচনা কর।
২. ‘মেঘনাদবদ’ কাব্যের প্রধান অবলম্বন কোন রস-বিররস না করুণ রস? পর্যালোচনা কর।
৩. ‘চতুর্থ স্বর্গে কবি তার লিরিক ক্ষমতার অপূর্ব প্রদর্শন করেছেন।’ মন্তব্যটি বিচার কর।
৪. ‘মেঘনাদবদ’ কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্র বিশ্লেষণ কর।
৫. ‘সোনার তরী’ কাব্যে কবির কালচেতনা ও মর্ত্যপ্রীতির পরিচয় দাও।
৬. ‘সোনার তরী’ কাব্যে ‘সোনার তরী’ অথবা ‘যেতে নাহি দিব’ কবিতার মূলভাব ব্যাখ্যা কর।
৭. ‘সোনার তরী’ কাব্যের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতার কাব্য সৌন্দর্য্য বিচার কর।
৮. ‘স্বপ্ন’ কবিতার সার্থকতা বিচার কর।
৯. ‘‘‘কল্পনা’ কাব্যে প্রধানভাবে কবির প্রকৃতি ভাবনা ও ঐতিহ্য চেতনার প্রতিফলন ঘটেছে।’’ মন্তব্যটি বিশ্লেষণ কর।
১০. ‘কল্পনা’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য আলোচনা কর।
১১. ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা বিচার কর।
১২. ‘ক্ষণিকা’ কাব্যের ভাব-সৌন্দর্য্য বিশ্লেষণ কর।
১৩. ‘‘‘ক্ষণিকা’ কাব্যে কবি ভোগের জীবন থেকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন।’’ – উক্তিটি বিশ্লেষণ কর।
এখানে ক্লিক করে অনার্স বাংলা ২য় বর্ষ বাংলা নাটক ১ সাজেশন (PDF) ডাউনলোড করে নাও। অনার্স বাংলা ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post