বাংলা নববর্ষ সৃজনশীল প্রশ্ন ও উত্তর | বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল তারা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদ্যাপনের ইতিকথা মিশে আছে। আজও নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নববর্ষের উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে
বাংলা নববর্ষ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মতিনের বন্ধুরা বাংলা নববর্ষে বেড়াতে যাবে শুনে সেও যেতে চাইল। কিন্তু মতিনের বাবা তাকে যেতে বাধা দিয়ে বললেন, ‘‘এটা আমাদের উৎসব নয়।” অবশেষে মায়ের হস্তক্ষেপে মতিন বন্ধদের সাথে বেড়াতে গেল। গিয়ে দেখে, স্কুলের বিশাল মাঠে যেন রঙের মেলা। এক পাশে আছে নাগরদোলা, চরকি আর সাপের খেলা। পুরো মাঠ জুড়ে নানা পণ্যের বাহারি দোকান। নারী-পুরুষ-শিশু সবাই নতুন রঙিন পোশাকে সেজেছে। ধনী-দরিদ্র সবার চোখে-মুখে আনন্দের ঝিলিক।
ক. বৈসাবি কোন এলাকার উৎসব?
খ. বৈশাখী মেলাকে ‘বাৎসারিক বিনোদনের জায়গা’ বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকের মতিনের বাবার মানসিকতা ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে উল্লিখিত কাদের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. ‘মতিনের দেখা উৎসবটি বাংলা নববর্ষের একমাত্র উৎসব নয়- উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ :
নিশি অবসান ঐ পুরাতন বর্ষ হও গত
বন্ধু হও শত্রু হও যেখানে রহ
ক্ষমা করিও আজিকার মতো
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত।
ক. বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কী?
খ. ‘বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব’-কেন?
গ. উদ্দীপকের ভাবার্থ ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করে না।- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবময়। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদ্যাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।
ক. আধুনিককালের নব আঙ্গিকের বর্ষবরণ উৎসবের সূচনা হয় কাদের উদ্যোগে?
খ. নববর্ষের উৎসব কীভাবে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে?
গ. ‘‘সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উদ্দীপকের এই লাইনের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে সাদৃশ্যের জায়গাগুলো কোথায়? উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ প্রবন্ধের সমগ্র চেতনাকে ধারণ করতে পেরেছে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ :
নিশি অবসান ঐ পুরাতন বর্ষ হও গত
বন্ধু হও শত্রু হও যেখানে সে রহ
ক্ষমা করিও আজিকার মতো
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত।
ক. আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি?
খ. পূর্ব বাংলার বাঙালিরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল কেন?
গ. উদ্দীপকের সাথে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের বৈসাদৃশ্য চিহ্নিত করে ব্যাখ্যা কর।
ঘ. ‘পুরাতনকে ভুল নতুনকে গ্রহনের মধ্যেই রয়েছে নববর্ষের সার্থকতা- উদ্দীপক ও ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতিকেই নববর্ষ উদ্যাপনের প্রথা প্রচলিত আছে। এর মাধ্যমে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। তা হলো নবজন্ম বা পুনর্জন্ম, পুরনো জীর্ণতাকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। গ্রাম-নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিষ্টান হোক, পয়লা বৈশ্খ অনুষ্ঠানে যোগ দেয়। এ সময় বৈলাখী মেলা, হালখাতা, পুণ্যাহ, বৈসাবি উৎসবসহ নানা উৎসবের আয়োজন করা হয়।
ক. ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী ?
খ. ‘আমানি’ অনুষ্ঠানকে মাঙ্গলিক অনুষ্ঠান বলাহয় কেন?
গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ গল্পের সম্পূর্ণ ভাব ওঠেনি- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : রহমত তার দশ বছরের সন্তান তূর্যকে নিয়ে বেড়াতে যান। সেদিন ছিল পহেলা বৈশাখ। একটা কাড়ের দোকানে ঢুকতেই তূর্য দেখতে দোকানটা ঝালরকাটা বিভিন্ন কাগজ দিয়ে সাজানো। রহমত বেশ কিছু টাকা দোকানিকে দিলেন, আর দোকানি তার সাধ্যমতো তাদেরকে মিষ্টিমুখ করালেন। তারপর তূর্যকে নিয়ে রহমত স্থানীয় এক স্কুল মাঠে গেলেন। তূর্য দেখল সেখানে অনেক লোকের সমাগম, আর বিভিন্ন রকমের ছোট ছোট দোকান। সেখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। সে পুতুলনাচ, নাগরদোলাসহ আরও নানা আনন্দ আয়োজন দেখতে পেল।
ক. ‘পুণ্যাহ কী?
খ. ‘কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি।’- কেন?
গ. উদ্দীপকে দোকানির মিষ্টিমুখ করানোর দিকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের স্কুল মাঠের অনুষ্ঠানটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সব প্রধান অনুষ্ঠানের বাস্তব রূপায়ণ। মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : সুমী তার দাদার সাথে মথুরাপুর গ্রামে মেলা দেখতে যায়। সে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে, বায়স্কোপ দেখে। মেলায় আছে গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র। মুড়ি, মুড়কি, জিলাপি, বাতাসা, শাপলা-শালুক দোকানিরা থরে থরে সাজিয়ে নিয়ে বসে আছে।
ক. কত হিজরিতে বাংলা সন চালু হয়?
খ. ‘পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি কেন?
গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকের মেলা ও ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের রমনার মেলা এক নয়।’- উক্তিটি মূল্যায়র কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : নদীর কোল ঘেঁষা বটতলায় হাজার হাজার মানুষ জমেছে। ছোট ছোট ছেলে-মেয়েরা যেমন এটা-ওটা খেলনা কিনছে তেমনি তাদের বাবারাও কাঠের আসবাব, মসলা-পাতি কিংবা তৈজসপত্র কিনছেন। আর একটু দূরে শোনা যাচ্ছে নাগরদোলাে ক্যাচর ম্যাচর শব্দ। এদিনটির জন্য আশে-পাশের গাঁয়ের মানুষেরা প্রায় বছর জুড়ে অপেক্ষায় থাকে।
ক. বাংলা সন চালু করেন কোন শাসক?
খ. আমানিকে আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান বলা হয় কেন?
গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ রচনায় উল্লেখিত কোন সর্বজনীন উৎসবের পরিচয় রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লেখিত উৎসব ব্যতীত বাঙালির আরও উৎসবের পরিচয় পঠিত রচনায় রয়েছে- বক্তব্যের তাৎপর্য বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : প্রতিবছর পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠনমালার আয়োজন করা হয়। এদের মধ্যে ১২ই এপ্রিল ফুলবিজু, ১৩ই এপ্রিল মূলবিজু, ১৪ই এপ্রিল গোজ্জ্যাপেজ্জ্যা এবং ১৫ই এপ্রিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব।
ক. পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান কোনটি?
খ. আমানি কী? আমানিকে মাঙ্গলিক অনুষ্ঠান বলা হয় কেন?
গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন দিকটি তুলে ধরা হয়েছে? জাতীয় জীবনে এর তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকে উল্লিখিত বিষয়টি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের একমাত্র বিষয় নয়”- যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : রনি পহেলা বৈশাখে তাদের স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় যায়। মেলায় গিয়ে নাগরদোলায় ওঠে। বাউল গান শুনে সে মুগ্ধ হয়। নানা রকম মিষ্টি দ্রব্য কেনে মেলা থেকে। ছোট বোনের জন্য অনেক রকম খেলনা নিয়ে বাড়ি ফেরে রনি। মেলা যেন তার কাছে মিলনমেলা।
ক. ১৯৫৪ সালে কোথায় সাধারণ নির্বাচন হয়?
খ. ফজলুল হক বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান কেন?
গ. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে বর্ণিত বৈশাখী মেলার সাথে রনির দেখা মেলায় সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. ‘মেলা যেন মানুষের মিলনমেলা’, ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের আলোকে বিশে।লষণ কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post