টপিক: অনার্স বাংলা ২য় বর্ষ বাংলা নাটক ১ সাজেশন
অনার্স বাংলা ২য় বর্ষ বাংলা নাটক ১ সাজেশন
বিষয় কোড: ২২১০০৭
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘কৃষ্ণকুমারী’ নাটক মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেন?
উত্তর: ‘কৃষ্ণকুমারী’ নাটক মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র গঙ্গোপধ্যায়কে উৎসর্গ করেন।
২. ‘কৃষ্ণকুমারী’ নাটকটি ইতিহাসের কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
উত্তর: ‘কৃষ্ণকুমারী’ নাটকটি ইতিহাসের উইলিয়াম টডের ‘রাজস্থান’ নামক গ্রন্থ অবলম্বনে রচিত।
৩. ‘কৃষ্ণকুমারী’ নাটকের ঘটনা কত দিনের মধ্যে সম্পন্ন হয়েছে?
উত্তর: ‘কৃষ্ণকুমারী’ নাটকের ঘটনা চারদিনের মধ্যে সম্পন্ন হয়েছে।
৪. জয়পুরের রাজার নাম কী?
উত্তর: জয়পুরের রাজার নাম জগৎসিহ।
৫. ধনদাস জগৎসিংহকে কার চিত্রপট দেখায়?
উত্তর: ধনদাস জগৎসিংহকে উদয়পুরের রাজদুহিতা বা রাজকন্যা অনন্য সুন্দরী কৃষ্ণকুমারীর চিত্রপট দেখায়।
৬. ধনকূল সিংহ কী?
উত্তর: ধনকূল সিংহ মরুদেশের মৃত রাজা ভীমসিংহের পুত্র।
৭. মদনিকা পুরুষবেশে কী নাম ধারণ করে?
উত্তর: মদনিকা পুরুষবেশে মদনমোহন নাম ধারণ করে।
৮. ‘‘এ সুধা চন্দ্রালোকে থাকে’’- কার কথা বলা হয়েছে?
উত্তর: ‘‘এ সুধা চন্দ্রালোকে থাকে’’- কৃষ্ণকুমারীর কথা বলা হয়েছে।
৯. ‘‘যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলই দেন।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলই দেন।’’- উক্তিটি ধনদাসের।
১০. দীনবন্ধুর মিত্রের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: দীনবন্ধুর মিত্রের পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ।
১১. ‘নীলদর্পণ’ নাটকে ‘শ্যামচাঁদ’ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকে ‘শ্যামচাঁদ’ বলতে নীলকর কর্তৃক বাংলার কৃষককে নীল চাষে বাধ্য করতে ব্যবহৃত চাবুক জাতীয় এক ধরনের অস্ত্রকে বুঝানো হয়েছে।
১২. ক্ষেত্রমণি কে?
উত্তর: ক্ষেত্রমণি কৃষক সাধুচরণের কন্যা।
১৩. ‘নীলদর্পণ’ নাটকে কত জনের মৃত্যু সংঘটিত হয়?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটকে ছয় জনের মৃত্যু সংঘটিত হয়।
১৪. গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছে কে?
উত্তর: গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছে উড সাহেব।
১৫. পণ্ডিত মহাশয় কাকে ‘নরকের দ্বারপাল’ বলে আখ্যায়িত করে?
উত্তর: পণ্ডিত মহাশয় জেলদারোগাকে ‘নরকের দ্বারপাল’ বলে আখ্যায়িত করে।
১৬. বিসর্জন নাটক কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বিসর্জন নাটক ১৮৯১ সালে প্রকাশিত হয়।
১৭. ‘ বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছেন?
উত্তর: ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ শাহাজাদপুরে বসে লিখেছেন।
১৮. গুণবতী মন্দিরে কীসের কামনায় প্রার্থনা করে?
উত্তর: গুণবতী মন্দিরে সন্তান কামনায় প্রার্থনা করে।
১৯. রঘুপতি রাজরক্ত কখন চায়?
উত্তর: রঘুপতি রাজরক্ত চায় শ্রাবণের শেষ রাত্রে।
২০. বিসর্জন নাটকে কীসের জয় হয়?
উত্তর: বিসর্জন নাটকে মানবধর্মের জয় হয়।
২১. জয়সিংহ নাটকের কোন অংশে আত্মবিসর্জন দেয়?
উত্তর: জয়সিংহ নাটকের পঞ্চমাঙ্কের প্রথম দৃশ্যে আত্মবিসর্জন দেয়।
২২. রঘুপতি দেবী প্রতিমাকে কোথায় বিসর্জন দিয়েছিল?
উত্তর: রঘুপতি দেবী প্রতিমাকে গোমতী নদীর জলে বিসর্জন দিয়েছিল।
২৩. ‘‘দেবতার নামে মনুষ্যত¦ হারায় মানুষ’’- সংলাপটি কার?
উত্তর: ‘‘দেবতার নামে মনুষ্যত¦ হারায় মানুষ’’- সংলাপটি গোবিন্দমাণিক্যের।
২৪. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেছিল?
উত্তর: সিরাজউদ্দৌলা ২৩ বছর বয়সে সিংহাসনে বসেছিল।
২৫. মিরজাফর কার হাত ধরে সিংহাসনে বসেছিল?
উত্তর: মিরজাফর কর্নেল রবার্ট ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেছিল।
২৬. মিরজাফরের গুপ্তচর কে?
উত্তর: মিরজাফরের গুপ্তচর কমর বেগ।
২৭. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কী হন?
উত্তর: ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার বড় খালা হন।
২৮. ‘‘বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।’’- কথাটি কার?
উত্তর: ‘‘বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।’’- কথাটি উমিচাঁদের।
২৯. মিরজাফর কার হাত ধরে বাংলার মসনদে বসেছিল?
উত্তর: মিরজাফর কর্নেল ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে বসেছিল?
৩০. ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন?
উত্তর: ঘসেটি বেগম মতিঝিল প্রাসাদে বাস করতেন।
৩১. ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সিরাজ কাকে বন্দি করেন?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সিরাজ হলওয়েলকে বা ১৪৬ ইংরেজকে বন্দি করেন।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে জগৎসিংহের পরিচয় দাও?
২. ‘‘এ জন্মে কাকেও মেয়ে মানুষ বলে অবহেলা করো না।’’- কে, কাকে, কেন বলেছে?
৩. ‘‘মানবজীবন চিরস্থায়ী নয়’ কিন্তু অপযশঃ চিরস্থায়ী।’’- ব্যাখ্যা কর।
৪. ‘কৃষ্ণকুমারী’ নাটকের বিয়োগান্ত পরিণতির জন্য মদনিকা দায়ী কেন?
৫. ‘‘দেড়খানা লাঙলে নয় বিঘা জমিতে নীল দিতে হলে, হাঁড়ি শিকেয় উঠবে।’’ – উক্তিটি কার?
৬. ‘ধর্ম কি ব্যাচার জিনিস?’ কে, কাকে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে?
৭. জয়সিংহের অন্তর্দ্বন্দ্বের কারণ নির্দেশ কর।
৮. গোবিন্দমাণিক্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯. ‘বিসর্জন’ নাটকে কে, কী বিসর্জন দেয়, তা ব্যাখ্যা কর।
১০. ‘মানবের বুদ্ধি দীপসম, যত আলো করে দান তত রেখে দেয় সংশয়ের ছায়া।’’- উক্তিটি কার।
১১. ‘বিসর্জন’ নাটকে অপর্ণার বক্তব্য রাজা গোবিন্দমাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল?
১২. ‘সিরাজউদ্দৌলা’ নাটক অবলম্বনে লুৎফুন্নেসার পরিচয় দাও।
১৩. উমিচাঁদের পরিচয় দায়?
১৪. ‘‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন- এ বড় লজ্জার কথা।’’ সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
১৫. সিরাজউদ্দৌলা নাটকের কয়েকজন দেশপ্রেমিকের পরিচয় দাও।
১৬. ‘আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।’’ – কে, কোন ইতিহাসের কথা বলেছে?
১৭. ‘সিরাজ আমার কেউ নয়।’ ঘসেটি বেগমের এহেন ক্ষোভের কারণ ব্যাখ্যা কর।
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক নাটক হিসেবে ‘কৃষ্ণমুমারীর’ নাটকের সার্থকতা বিচার কর।
২. কৃষ্ণকুমারীর নাটক সৃষ্টিতে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব কীরূপ ভূমিকা রেখেছে তা বর্ণনা কর।
৩. ‘‘‘কৃষ্ণকুমারীর’ নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয়’’ – আলোচনা কর।
৪. ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি রচিত তার স্বরূপ ব্যাখ্যা কর।
৫. ‘‘‘নীলদর্পণ’ নাটকটি বাংলা নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী চেতনা সমৃদ্ধ মৃত্তিকা সংলগ্ন গণনাটক।’’- আলোচনা কর।
৬. কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জন’ এর সার্থকতা বিচার কর।
৭. ‘নীলদর্পণ’ নাটক অবলম্বনে তোরাপ চরিত্রটি আলোচনা কর।
৮. ‘বিসর্জন’ নাটক অবলম্বনে গোবিন্দমানিক্য চরিত্র বিশ্লেষণ কর।
৯. ‘বিসর্জন’ নাটকের শিল্পমূল্য আলোচনা কর।
১০. ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডি নাটক হিসেবে ‘সিরাজউদ্দেীলা’ নাটকের সার্থকতা নিরূপণ কর।
১১. সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রটি বিশ্লেষণ কর।
১২. ‘সিরাজউদ্দৌলা’ নাটক অবলম্বনে মিরজাফর চরিত্র বিশ্লেষণ কর।
এখানে ক্লিক করে অনার্স বাংলা ২য় বর্ষ বাংলা নাটক ১ সাজেশন (PDF) ডাউনলোড করে নাও। অনার্স বাংলা ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post