অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলা প্রবন্ধ ১ সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, অনার্স ৩য় বর্ষ বাংলা সাজেশন গুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে– বাংলা প্রবন্ধ ১ এবং বিষয় কোড হচ্ছে– ২৩১০১। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
বাংলা প্রবন্ধ ১ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. বঙ্কিমচন্দ্রের মতে, রচনার প্রধান গুণ কী?
উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে, রচনার প্রধান গুণ বা বৈশিষ্ট্য হলো- সরলতা, স্পষ্টতা ও প্রাঞ্জলতা।
২. বাংলার স্কট বলা হয় কাকে?
উত্তর: বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
৩. ‘গর্দভ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গর্দভ’ প্রবন্ধটি ‘লোকরহস্য’ গ্রন্থের অন্তর্গত।
৪. ‘গীতিকাব্য’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গীতিকাব্য’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ডের অন্তর্গত।
৫. গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটতা গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য।
৬. ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধটি ‘বিবিধ প্রবন্ধ ১ম খণ্ড’ গ্রন্থের অন্তর্গত।
৭. অনুমিতি জ্ঞান কী?
উত্তর: পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে অনুমান নিশ্চিত করার যে জ্ঞান তাই অনুমিতি জ্ঞান।
৮. মনুষ্যত্ব কি? প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মতে মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে?
উত্তর: মনুষ্যত্ব কি? প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মতে মানুষের দুই ধরনের বৃত্তি রয়েছে। যথা: কার্যবৃত্তি ও জ্ঞানবৃত্তি।
৯. কোন গ্রন্থ রচনা প্রসঙ্গে বঙ্গিমচন্দ্র বলেছেন, “সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি”?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থ রচনা প্রসঙ্গে বঙ্গিমচন্দ্র বলেছেন, “সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি।”
১০. ব্রহ্মস্বরূপের রূপ কয়টি?
উত্তর: ব্রহ্মস্বরূপের রূপ তিনটি।
১১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর।
১২. পুণ্যাহ কী?
উত্তর: জমিদারি বছরের আরম্ভের দিন পুণ্যাহ।
১৩. ‘কেকাধ্বনি’ প্রবন্ধে কোন ঋতুর কথা বলা হয়েছে?
অথবা, ‘কেকাধ্বনি’ প্রবন্ধে মূলত কোন ঋতুর উল্লেখ আছে?
উত্তর: ‘কেকাধ্বনি’ প্রবন্ধে মূলত বর্ষাঋতুর উল্লেখ আছে।
১৪. রবীন্দ্রনাথের মতে যথার্থ সাহিত্য বিচারক কে?
উত্তর: রবীন্দ্রনাথের মতে যিনি কাব্যের ভিতরে সমগ্র রূপটি দেখতে পান, তিনিই যথার্থ সাহিত্য বিচারক।
১৫. ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধটি কখন লিখিত হয়?
উত্তর: বাংলাদেশের জলকষ্ট নিবারণ সম্বন্দ্বে মন্তব্য প্রকাশিত হলে ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধটি লিখিত হয়।
১৬. বৈজ্ঞানিক বিশ্বাস কী?
উত্তর: বৈজ্ঞানিক বিশ্বাস বিশ্বব্রহ্মন্ডের নিয়মে কোথাও কোনো ত্রুটি থাকতে পারে না।
১৭. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: ‘সভ্যতার সংকট’ প্রবন্ধটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি ২৭ জানুয়ারি, ১৯২৩ সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়।
১৯. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে রাজার পেছনে কে আছেন?
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে রাজার পেছনে আছেন ক্ষুদ্র।
২০. ‘ধুমকেতু’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।
২১. “ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়।”- এ উক্তি কোন প্রবন্ধের?
উত্তর: “ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়।”- এ উক্তি ‘ধূমকেতু’র পথ প্রবন্ধের।
২২. ‘ধূমকেতু’র পথ প্রবন্ধে কাকে ঋষি হিসেবে অভিহিত করা হয়েছে?
উত্তর: ‘ধূমকেতু’র পথ প্রবন্ধে অরবিন্দকে ঋষি হিসেবে অভিহিত করা হয়েছে।
২৩. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির অভিশপ্ত জীবনের কারণ কোনটি?
উত্তর: ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির অভিশপ্ত জীবনের কারণ হলো ক্ষাত্র শক্তিকে অবহেলা করা।
২৪. ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে লেখক কাকে আহ্বান জানিয়েছেন?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে লেখক আঘাতের ও রুদ্রের দেবতাকে আহ্বান জানিয়েছেন।
২৫. ‘বুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক কোন শক্তিকে আহ্বান করেছেন?
উত্তর: ‘বুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক জন শক্তিকে আহ্বান করেছেন।
২৬. নজরুল ইসলামের নবযুগ প্রবন্ধটি তার কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: নজরুল ইসলামের নবযুগ প্রবন্ধটি তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
২৭. কাজী আবদুল ওদুদ কত সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর সাথে যুক্ত হন?
উত্তর: কাজী আবদুল ওদুদ ১৯২৬ সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর সাথে যুক্ত হন।
২৮. শাশ্বত বঙ্গ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
অথবা, ‘শাশ্বত বঙ্গ’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: শাশ্বত বঙ্গ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ সালে।
২৯. ‘শিখা’ পত্রিকাটি কোন গোষ্ঠীর মুখপত্র?
উত্তর: ‘শিখা’ পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র।
৩০. কালিদাস কোন ভাষার কবি?
উত্তর: কালিদাস সংস্কৃত ভাষার কবি।
৩১. দুইকালের মহাভাবুক এবং মহ্যশিল্পী কে, কে?
উত্তর: দুইকালের মহাভাবুক এবং মহাশিল্পী কালিদাস ও রবীন্দ্রনাথ।
৩২. ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয় সম্পর্কে সচেতন?
উত্তর: ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পী জীবনের এক বিশেষ আদর্শ এবং মানবচিত্তের বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন।
৩৩. কোন শতাব্দীতে সংস্কৃতি কথাটি ইউরোপে প্রবল হয়?
অথবা, ‘সংস্কৃতি’ শব্দটি ইউরোপে প্রবল হয় কোন শতাব্দীতে?
উত্তর: ঊনবিংশ শতাব্দীতে সংস্কৃতি কথাটি ইউরোপে প্রবল হয়।
৩৪. ‘নজরুল ইসলাম’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের কয়টি স্তর নির্দেশ করা হয়েছে?
উত্তর: ‘নজরুল ইসলাম’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের চারটি স্তর নির্দেশ করা হয়েছে।
৩৫. ‘গ্যেটে’ প্রবন্ধে গ্যেটে নিজেকে কী বলে পরিচয় দিয়েছেন?
উত্তর: ‘গ্যেটে’ প্রবন্ধে গ্যেটে নিজেকে পেগ্যান-প্রকৃতি পূজারি অর্থাৎ কাফের বলে নিজেকে পরিচয় দিয়েছেন।
৩৬. বাংলার নবজাগরণের ‘প্রভাত’ নক্ষত্র কে?
অথবা, বাংলার নবযুগের প্রভাত নক্ষত্র কে?
উত্তর: বাংলার নবজাগরণের ‘প্রভাত’ নক্ষত্র রাজা রামমোহন রায়।
৩৭. ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?
উত্তর: ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন।
৩৮. ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?
উত্তর: ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রাবন্ধিক কাদেরকে বাবু বলেছেন, সে সম্পর্কে সংক্ষেপে লেখ।
২. কাব্যের শ্রেণিবিভাগ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত ব্যক্ত কর।
৩. ‘জ্ঞান’ প্রবন্ধের আলোকে ভারতীয় ও ইউরোপীয় দর্শন ভাবনার মৌলিক পার্থক্য বিচার কর।
৪. “যখন আমার আত্মা এই বিশ্বব্যাপী বিশ্বময় হইবে, তখনই চিত্তশুদ্ধি হইবে”- এ উক্তির তাৎপর্য কী?
৫ . “সেইদিন হইতে বাঙ্গালাভাষার শ্রীবৃদ্ধি। সেইদিন হইতে শুদ্ধ তরুর মূলে জীবন বারি নিষিক্ত হইল।”- কীভাবে? বুঝিয়ে লেখ।
অথবা, “সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি পেল।” -কীভাবে?
৬. শব্দ কর্জ করার বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত কী?
৭. ‘মনুষ্যত্ব কী?’ প্রবন্ধে পুণ্য সম্পর্কে কী বলা হয়েছে?
৮. “বাহিরের বাজে মিন্টতায় আসল জিনিসের মূল্য নামাইয়া দেয়।” -‘কেকাধ্বনি’ প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা কর।
৯. শ্রাবণসন্ধ্যার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কর।
১০. ‘মেঘদূত’ প্রবন্ধ অবলম্বনে বৈষ্ণব কবিদের বিরহবোধের পরিচয় দাও।
১১. “প্রত্যেক মানুষের মধ্যে অতলস্পর্শ বিরহ।”- ‘মেঘদূত’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
১২. রবীন্দ্রনাথ ঠাকুর ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে আমাদের আত্মরক্ষার জন্য কী তাগিদ দিয়েছেন? বুঝিয়ে লেখ।
অথবা, স্বদেশী সমাজ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝাতে চেয়েছেন?
১৩. স্বদেশী সমাজ’ প্রবন্ধে গ্রাম্য জীবনের যে কল্যাণময় রূপ প্রকাশ পেয়েছে তা উল্লেখ কর।
১৪. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকটিকে গুরুত্ব দিয়েছেন? কেন?
১৫. “আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।” -এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
১৬. “আত্মার তৃপ্তিই স্বর্গসুখ, আর আত্মপ্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা।” -‘ধূমকেতুর পথ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা কর।
অথবা, “আত্মার তৃপ্তিই স্বর্গসুখ, আর আত্মবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা।” -‘ধূমকেতুর পৃথ’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
১৭. “আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে” -‘মসজিদ ও মন্দির’ প্রবন্ধ অবলম্বনে আলোচনা কর।
১৮. বাঙালির স্বাধীনতার জন্য প্রাবন্ধিক বাঙালিকে কী করতে বলেছেন?
১৯. “যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয়, কিন্তু যা বিশ্বাস্য তাই শাস্ত্র।” -মন্তব্যটি যাচাই কর।
অথবা, “যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয়, যা বিশ্বাস্য তাই শাস্ত্র।” -ব্যাখ্যা কর।
২০. কাজী আবদুল ওদুদের মতে মহৎ শিল্পীর বৈশিষ্ট্য কী কী?
২১. সংস্কৃতি বিশ্বজনীন কেন সংক্ষেপে লেখ।
২২. গ্যেটের পরিচয় দাও।
২৩. ‘সন্মোহিত মুসলমান’ প্রবন্ধে মুসলমানের সম্মোহিত সত্তার স্বরূপ বিচার কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের বিষয়-বৈচিত্র্য আলোচনা কর।
অথবা, বঙ্কিমচন্দ্রের সাহিত্য বিষয়ক প্রবন্ধে তাঁর সাহিত্য ভাবনার যে স্বকীয়তা প্রকাশ পেয়েছে, তা মূল্যায়ন কর।
অথবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যবিষয়ক প্রবন্ধে তার সাহিত্য-ভাবনার যে মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা কর।
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বাবু’ প্রবন্ধের আলোকে বাবু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বাবু’ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন কর।
৩. ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র উভয়ের কবি প্রতিভার যে তুলনামূলক মূল্যায়ন করেছেন তার পরিচয় দাও।
৪. “রচনার প্রধান গুণ এবং প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা।” -‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অনুসারে আলোচনা কর।
অথবা, ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে বাংলা ভাষার আদর্শ রূপ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতামত বিশ্লেষণ কর।
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কেকাধ্বনি’ প্রবন্ধের শিল্প সৌন্দর্যের পরিচয়’ দাও।
৬. রবীন্দ্রনাথের ‘সাহিত্য’ প্রবন্ধ অনুসরণে সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাহিত্য’ প্রবন্ধ অবলম্বনে সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ কর।
৭. ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে ভারতবর্ষের জন্য কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থার যে রূপরেখা তুলে ধরা হয়েছে তার পরিচয় দাও।
৮. ‘শিক্ষার মিলন’ প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও।
৯. ‘শিক্ষার মিলন’ প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষার মিলন’ প্রবন্ধ অবলম্বনে শিক্ষা সম্পর্কে তার ভাবনার স্বরূপ তুলে ধর।
১০. ‘কালান্তর’ গ্রন্থ অবলম্বনে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার স্বরূপ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত পর্যালোচনা কর।
১১. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেম ও বিদ্রোহচেতনার যে প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও।
১২. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ বস্তুত একজন দেশপ্রেমিক রাজদ্রোহীর আত্মোপলব্ধির দলিল।’ মন্তব্যটি বিশ্লেষণ কর।
১৩. ‘ধূমকেতু’র পথ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
১৪. ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধের ভাববস্তু আলোচনা কর।
অথবা, ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধের আলোকে হিন্দু-মুসলমানের সমস্যার স্বরূপ ও সমাধান নির্দেশ কর।
১৫. কাজী নজরুল ইসলামের ‘বর্তমান বিশ্ব-সাহিত্য’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ।
অথবা, ‘বর্তমান বিশ্ব-সাহিত্য’ প্রবন্ধ অবলম্বনে কাজী নজরুল ইসলামের বিচারে সমকালীন বিশ্বসাহিত্যের গতিপ্রকৃতি আলোচনা কর।
১৬. ‘কালিদাস ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধের আলোকে কালিদাস ও রবীন্দ্রনাথের কাব্যানুভবের তুলনামূলক আলোচনা কর।
অথবা, কাজী আবদুল ওদুদ রচিত ‘কালিদাস ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধ অবলম্বনে কালিদাস ও রবীন্দ্রনাথের সাহিত্যাদর্শের ভিন্নতা বর্ণনা কর।
১৭. কাজী আবদুল ওদুদের ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধের আলোকে রস ও ব্যক্তিত্বের স্বরূপ নির্ণয়পূর্বক প্রবন্ধটির মূল বক্তব্য তুলে ধর।
অথবা, ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধের আলোকে রস ও ব্যক্তিত্বের স্বরূপ নির্ণয় পূর্বক প্রবন্ধটির মূল বক্তব্য তুলে ধর।
১৮. ‘শাশ্বতবঙ্গ’ গ্রন্থের ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধের আলোকে সংস্কৃতির স্বরূপ বিচার কর এবং লেখকের চিন্তার স্বাতন্ত্র্য মূল্যায়ন কর।
অথবা, “সংস্কৃতি বিশ্বসামাজিক ও রাষ্ট্রিক”-এ বক্তব্যের আলোকে ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধে উপস্থাপিত সংস্কৃতির স্বরূপ বিচার কর।
১৯. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অবলম্বনে রাজা রামমোহন রায়ের কর্মপরিধি আলোচনা কর।
২০. কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অনুসরণে ধর্মচিন্তা বিষয়ে একটি নিবন্ধ রচনা কর।
২১. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের উপজীব্য বিষয় ব্যাখ্যা কর।
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের বাংলা প্রবন্ধ ১ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post