জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের মৌখিক পরীক্ষা সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ২৪১০১৮।
অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের মৌখিক পরীক্ষা
১. ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর : ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ১৪ মে, ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
২. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ – কবিতাটি কে লিখেছেন?
উত্তর : ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি লিখেছেন মাহবুব উল আলম চৌধুরী।
৪. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘পাগড়ি’ গল্পের বিষয় কী?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহর ‘পাগড়ি’ গল্পের বিষয় বহুবিবাহ।
৫. শওকত ওসমানের জীবনকাল কত?
উত্তর : শওকত ওসমানের জীবনকাল ১৯১৭-১৯৯৮ সাল।
৬. ‘পথ জানা নাই’ গল্পে বর্ণিত গ্রামের নাম কী?
উত্তর : ‘পথ জানা নাই’ গল্পে বর্ণিত গ্রামের নাম ‘মাউলতলা’।
৭. আবু ইসহাকের জীবনকাল কত?
উত্তর : আবু ইসহাকের জীবনকাল ১৯২৬-২০০১ সাল।
৮. ‘অগ্নিস্বাক্ষর’ (১৯৬৭) গল্পগ্রন্থের লেখক কে?
উত্তর : ‘অগ্নিস্বাক্ষর’ (১৯৬৭) গল্পগ্রন্থের লেখক রিজিয়া রহমান।
৯. মুসলিম রেনেসাঁর কবি কে?
উত্তর : মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ।
১০. ‘বাংলা ছাড়ো’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘বাংলা ছাড়ো’ কাব্যগ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর।
১১. ‘নববসন্ত’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর : ‘নববসন্ত’ কাব্যগ্রন্থের লেখক আবুল হোসেন।
১২. ইমদাদুল হকের বহুলখ্যাত উপন্যাসের নাম কী?
উত্তর : ইমদাদুল হকের বহুলখ্যাত উপন্যাসের নাম ‘আবদুল্লাহ’।
১৩. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের লেখক কে?
উত্তর : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের লেখক শওকত ওসমান।
১৪. শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ উপন্যাসটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
১৫. ‘সংশপ্তক’ উপন্যাসের কাহিনির কেন্দ্রবিন্দু কোন পরিবার?
উত্তর : ‘সংশপ্তক’ উপন্যাসের কাহিনির কেন্দ্রবিন্দু সৈয়দ পরিবার।
১৬. ‘অনুর পাঠশালা’ উপন্যাসটি রচয়িতা কে?
উত্তর : ‘অনুর পাঠশালা’ উপন্যাসটি রচয়িতা মাহমুদুল হক।
১৭. কাজী আফসার উদ্দীনের জীবনকাল কত?
উত্তর : কাজী আফসার উদ্দীনের জীবনকাল ১৯২১-১৯৭৫ সাল।
১৮. ‘সারেং বউ’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর : ‘সারেং বউ’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘নবিতুন’।
১৯. ভৈরবের মালোরা কী কাণ্ড করে?
উত্তর : ভৈরবের মালোরা জামা-জুতা ভাড়া করে রেল কোম্পানির বাবুদের বাসার কাছ নিয়ে বেড়ায়।
২০. তিলকচাঁদের কানে গুরু কোন মন্ত্র দিয়েছিল?
উত্তর : তিলকটাদের কানে গুরু কৃষ্ণমন্ত্র দিয়েছিল।
২১. অনন্তবালার মাসী-পিসির সংখ্যা কত?
উত্তর : অনন্তবালার মাসী চারজন এবং পিসি দুই জন।
২২. নৌকা দৌড়ানোর প্রতিযোগিতা কখন শুরু হওয়ার কথা ছিল?
উত্তর : নৌকা দৌড়ানোর প্রতিযোগিতা শেষবেলায় শুরু হওয়ার কথা ছিল।
২৩. মালোদের দুঃসময় শুরু হয়েছিল কখন থেকে?
উত্তর : মালোদের একতায় যেদিন ভাঙন ধরেছিল তখন থেকে মালোদের দুঃসময় শুরু হয়েছিল।
২৪. মাঘ মাসের কোন তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে?
উত্তর : মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে।
২৫. বাসন্তীর বাবার নাম কী?
উত্তর : বাসন্তীর বাবার নাম দীননাথ মালো।
২৬. ‘পিরিতের নাও শুকনায় চলে’ -কার উক্তি?
উত্তর : ‘পিরিতের নাও শুকনায় চলে’ রাধার মনের উক্তি ।
২৭. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মসাল কত?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ ১৫ আগস্ট ১৯২২ সালে জন্মগ্রহণ করেন।
২৮. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে?
উত্তর : ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আরেফ আলী।
২৯. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে আমজাদ দাদাসাহেবের কী হয়?
উত্তর: আমজাদ দাদাসাহেবের মেয়েপক্ষের নাতি হয়।
৩০. ‘আমাদের মাজহাবে জাতবিচার বর্ণবিচার নাই।’ – কার উক্তি?
উত্তর : উক্তিটি দাদাসাহেব আলফাজ উদ্দীনের।
৩১. গরিব হলেও কীসের দাম পড়ে না?
উত্তর : গরিব হলেও খানদানি বংশের দাম পড়ে না।
৩২. দাদাসাহেবের জ্যেষ্ঠপুত্রের নাম কী?
উত্তর : দাদাসাহেবের জ্যেষ্ঠপুত্রের নাম হামিদ।
৩৩. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে আরেফ আলী কোথায় জন্মেছিল?
উত্তর : আরেফ আলী চাঁদপাড়া গ্রামে জন্মেছিল।
৩৪. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে বড়বাড়িতে আরেফ আলী পড়ায় এমন তিনজনের নাম বল।
উত্তর : বড়বাড়িতে আরেফ আলী পড়ায় এমন তিনজন হলো আনিশা, আমজাদ, কুদ্দুস।
৩৫. ‘যান ছুটি নিয়ে নেন আজ।’ আরেফ আলীকে কথাটি কে বলেছিল?
উত্তর : কথাটি বলেছিল- মৌলবি শিক্ষক।
৩৬. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে যুবতি নারীর সাথে কাদের মিঞার প্রথম কোন মাসে দেখা হয়েছিল?
উত্তর : যুবতি নারীর সাথে কাদের মিঞার প্রথম আশ্বিন মাসে দেখা হয়েছিল।
৩৭. কাদেরের মনে বাঁশবাগান ভীতির সখ্যার হয়েছিল কেন?
উত্তর : পরিবারের নামযশে কালিমা লেপনের ভয়ে ভীতির সঞ্চার হয়েছিল।
৩৮. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির প্রকাশকাল কত?
উত্তর : চাঁদের অমাবসা’ উপন্যাসটির প্রকাশকাল ১৯৬৪।
৩৯. কাদের যে ‘দরবেশ’ –এ কথাটি সব সময় কে বিশ্বাস করতেন না?
উত্তর : কাদের যে ‘দরবেশ’ –এ কথাটি সব সময় আরেফ আলী বিশ্বাস করতেন না।
৪০. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওসমান।
৪১. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসে ওসমানের বয়স কত?
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসে ওসমানের বয়স ২৫/২৬ বছর।
৪২. আহসান হাবীবের দুটি কাব্যের নাম বল।
উত্তর : আহসান হাবীবের দুটি কাব্যের নাম হলো— ছায়া হরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪)।
৪৩. মুনীর চৌধুরীর দুটি নাটকের নাম বল।
উত্তর : মুনীর চৌধুরী রচিত দুটি নাটক হলো ‘কবর’ ও ‘রক্তাক্ত প্রান্তর’।
৪৪. সৈয়দ শামসুল হকের জন্ম কত সালে?
উত্তর : সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর।
৪৫. বাংলা নাটকের সাথে রুশ দেশীয় কোন নাট্যব্যক্তিত্বের নাম জড়িত?
উত্তর : হেরেসিম লেভেদেফ।
৪৬. নেমেসিস কে?
উত্তর : নেমেসিস গ্রিক পুরাণে বর্ণিত দেবী, যিনি মানুষের নানা অপকর্মের শাস্তি বিধানে দায়িত্বপ্রাপ্ত।
৪৭. সেলিম আল দীনের জন্মস্থান কোথায়?
উত্তর : সেলিম আল দীনের জন্মস্থান ফেনী জেলার সেনেরখিল।
৪৮. ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা?
উত্তর : ‘নূরলদীনের সারাজীবন’ একটি কাব্যনাট্য।
৪৯. প্রবন্ধ কী লালন করে?
উত্তর : প্রবন্ধ লালন করে জাতির মেধা আর মননের বিবর্তন।
৫০. ‘নারী’ (১৯৯২) গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘নারী’ (১৯৯২) গ্রন্থের রচয়িতা হুমায়ূন আজাদ (১৯৪৭-২০০৪)।
আরো দেখো : বাংলা ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের মৌখিক পরীক্ষা সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post