অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, অনার্স ৩য় বর্ষ বাংলা সাজেশন গুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে– বাংলা সাহিত্যের ইতিহাস ২ এবং বিষয় কোড হচ্ছে– ২৩১০০১। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরামপুর মিশন ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
২. শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান।
৩. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি।
৪. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরী।
৫. ‘কথোপকথন’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘কথোপকথন’ গ্রন্থটির লেখক উইলিয়াম কেরী।
৬. ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘ইতিহাসমালা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘ইতিহাসমালা’ গ্রন্থের রচয়িতা উইলিয়াম কেরি।
৭ . ‘হিতোপদেশ’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘হিতোপদেশ’ গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা।
৮. ব্রাহ্মধর্মের প্রবর্তক কে?
উত্তর: ব্রাহ্মধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।
৯. রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
উত্তর: রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম ‘ব্যাকরণ কৌমুদী’।
১০. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটি ১৮:৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?
উত্তর: প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
১২. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী?
উত্তর: কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম।
১৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়।
১৪. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র ‘দিগ্দর্শন’।
১৫. ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি কখন প্রথম প্রকাশিত হয়?
অথবা, ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকা ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়।
১৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive ladie’ (১৮৪৯)।
১৭. মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ নাটকের কাহিনি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ নাটকের কাহিনি মহাভারতের আদিপর্ব থেকে নেওয়া হয়েছে।
১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী।
১৯. বলাকা কাব্য কোন ছন্দে রচিত?
উত্তর: বলাকা কাব্য মুক্তক ছন্দে রচিত।
২০. ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম কী?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম Song Offerings.
২১. ‘ল্যাবরেটরি’ ছোট গল্পটির রচয়িতা কে?
উত্তর: ‘ল্যাবরেটরি’ ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
২২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ উপন্যাস ব্রিটিশ শাস আমলে বাজেয়াপ্ত হয়েছিল।
২৩. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।
২৪. ‘অবরোধবাসিনী’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থ রচনা।
২৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
২৬. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
২৭. ‘কল্লোল’ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উত্তর: ‘কল্লোল’ পত্রিকাটি দীনেশ রঞ্জন দাস সম্পাদনায় প্রকাশিত হয়।
২৮. যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
২৯. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?
অথবা, আধুনিক বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ কে?
উত্তর: বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ বলা হয়।
৩০. “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি কার?
উত্তর: “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়” -উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
৩১. আধুনিক বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে?
উত্তর: আধুনিক বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
৩২. শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল?
অথবা, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: শিখা পত্রিকা ‘মুসলিম সাহিত্য সমাজ’ সংগঠনের মুখপত্র ছিল।
৩৩. ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধগ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধগ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচনা করেন।
৩৪. ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা কে?
অথবা, হেরাসিম লেবেডেফ কে?
উত্তর: ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা হেরোসিম লেবেডেফ।
৩৫. ‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
উত্তর: কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।
৩৬. দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখ।
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক ‘শাহজাহান’।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কী?
২. ইয়ং বেঙ্গল’ কারা? তাদের আদর্শ কী ছিল?
অথবা, ‘ইয়ং বেঙ্গল’ কারা? তাদের পরিচয় দাও।
৩. উইলিয়াম কেরীর পরিচয় দাও।
৪. অনুবাদ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা কর।
৫. বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে সাময়িকপত্রের অবদান আলোচনা কর।
৬. আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ‘কল্লোল’ পত্রিকার অবদান সম্পর্কে সংক্ষেপে লেখ।
৭. ‘কল্লোল যুগ’ বলতে কী বুঝ? এ যুগের প্রধান বৈশিষ্ট্য কী?
অথবা, ‘কল্লোল’ যুগ বলতে কী বুঝ?
৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকার পরিচয় দাও।
৯. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও।
১০. প্রেমেন্দ্র মিত্রের ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১১. ‘মেঘনাদবধ’ কোন ধরনের রচনা? সংক্ষেপে আলোচনা কর।
১২. বিহারীলালকে ‘ভোরের পাখি’ বলা হয় কেন?
১৩. প্রহসন কী? সংক্ষেপে আলোচনা কর।
১৪. গীতিনাট্য বলতে কী বুঝ?
১৫. বাংলা নাটকের ইতিহাসে ‘নীলদর্পণ’-এর গুরুত্ব বিচার কর।
১৬. মুসলিম সাহিত্য সমাজের মতাদর্শ আলোচনা কর।
অথবা, মুসলিম সাহিত্য সমাজের পরিচয় দাও।
অথবা, মুসলিম সাহিত্য সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, ‘মুসলিম সাহিত্য সমাজ’ সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৭. শিখাগোষ্ঠী সম্পর্কে যা জান লেখ।
১৮. প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও।
১৯. প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও।
২০. বঙ্গীয় সাহিত্য পরিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২১. বাংলা রঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২২. কাব্যনাট্য বলতে কী বুঝ?
২৩. বাংলা নাট্য সাহিত্যে ‘নটগুরু’ বলা হয় কাকে? বাংলা নাটকে তাঁর অবদান উল্লেখ কর।
২৪. বাংলা সমালোচনা সাহিত্যে ‘শনিবারের চিঠি’র ভূমিকা লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘বাংলা গদ্যের উদ্ভব অন্তরের প্রেরণায় হয় নাই, হইয়াছে বাহিরের প্রভাব ও প্রয়োজনে’- উক্তিটি বিচার কর।
২. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিচার কর।
অথবা, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
অথবা, বাংলা গদ্যের জনক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন কর।
৩. বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরী’র অবদান মূল্যায়ন কর।
৪. বাংলার নবজাগরণ উনিশ শতকের সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
৫. পূর্ববাংলার মুসলমানদের নবজাগরণে ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’- এর ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলা সাহিত্যে ‘মুসলিম সাহিত্য সমাজের’ ভূমিকা আলোচনা কর।
৬. ‘ঈশ্বরগুপ্ত দুই যুগের প্রতিভূ’- ব্যাখ্যা কর।
অথবা, “বাংলা সাহিত্যের বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রেই ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের প্রতিভূ।”- ব্যাখ্যা কর।
৭. গদ্যশিল্পী হিসেবে মীর মশাররফ হোসেনের অবদান আলোচন কর।
৮. ঔপন্যাসিক ‘শরৎচন্দ্র’ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
অথবা, শরৎ সাহিত্যের জনপ্রিয়তার মৌল কারণগুলো শনাক্ত কর।
৯. বাংলা নাট্যসাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশের পরিচয় দাও।
১০. উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে রামনারায়ণ তর্করত্ন ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা তুলে ধর।
১১. বাংলা নাট্যসাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় কর।
অথবা, বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা কর।
১২. উনিশ শতকের প্রহসনে সমসাময়িক সমাজ ও জাতীয় চেতনা কীভাবে আত্মপ্রকাশ করেছে তা বর্ণনা কর।
অথবা, বাংলা প্রহসনে উনিশ শতকের সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক-সাংকেতিক নাটকের পরিচয় দাও।
১৪. বাংলা মহাকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয় দাও।
অথবা, বাংলা মহাকাব্যের বিকাশধারা বর্ণনা কর।
১৫. আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে গীতিকবিতার উদ্ভব ও বিকাশের ধারা আলোচনা কর।
অথবা, বাংলা গীতিকবিতার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
১৬. আধুনিক বাংলা গীতিকবিতায় বিহারীলাল এর অবদান আলোচন কর।
অথবা, গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর স্থান নির্ণয় কর।
১৭. পঞ্চপাণ্ডব কারা? এদের মধ্যে যেকোনো দু’জন কবির পরিচয় দাও।
১৮. “বাংলা কবিতার বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রেই তিরিশোত্তর কবিরা আধুনিকতাকে ধারণ করেন”- উক্তিটি বিচার কর।
অথবা, “তিরিশের কবিরা পাশ্চাত্য ভাবধারায় পরিপুষ্ট হয়ে বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত করেন।”- উক্তিটি বিশ্লেষণ কর।
১৯. ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বাংলা উপন্যাস’ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
২০. আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাশের অবদান মূল্যায়ন কর।
২১. বাংলা ছোটগল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিরূপণ কর।
২২. বাংলা ছোটগল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৩. বাংলা গদ্যসাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন কর।
অথবা, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমথ চৌধুরী
অথবা অক্ষয়কুমার দত্তের অবদান মূল্যায়ন কর।
অথবা, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা কর।
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post