বাক্যের বর্গ mcq : বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। উপরের উদাহরণে “মালা ও মায়া’ ও “ছ্কুল-বাসে* হলো বিশেষ্যবর্গ; “বাড়ির সামনে থাকা’ হলো বিশেষণবর্গ, “খুব সকালে’ ক্রিয়াবিশেষণ-বর্গ এবং “উঠে পড়লো” হলো ক্রিয়াবর্গ।
বাক্যের বর্গ mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
ক. উদ্দেশ্য
● বর্গ
গ. বাক্যাংশ
ঘ. বিধেয়
২. ‘বর্গ’ আসলে-
ক. বাক্যের বিন্যাস
খ. ধ্বনিগুচ্ছ
গ. বর্ণের সমষ্টি
● শব্দের গুচ্ছ
৩. বর্গের নাম হয়-
● পদ অনুযায়ী
খ. ধ্বনি অনুযায়ী
গ. বাক্য অনুযায়ী
ঘ. বর্ণ অনুযায়ী
৪. বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?
● বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
৫. বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে-
ক. বিশেষ্যবর্গ
● বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
৬. বিধের অংশের ক্রিয়া সাধারণত-
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
● ক্রিয়াবর্গ
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৭. বর্গকে কিসের একক বলা যায়?
● বাক্যের
খ. শব্দের
গ. অর্থের
ঘ. ভাষার
৮. কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ বসিয়ে প্রায়ই কী বসায়?
ক. উদ্দেশ্য
● বর্গ
গ. বাক্যাংশ
ঘ. বিধেয়
৯. পাঠ্যবইয়ে কত প্রকার বর্গের আলোচনা করা হয়েছে?
ক. দুই
● চার
গ. পাঁচ
ঘ. সাত
১০. ‘আমটা দেখতে ভারী সুন্দর।’ — এখানে ‘ভারী সুন্দর’ শব্দগুচ্ছ কোন ধরনের বর্ণ?
ক. বিশেষ্যবর্গ
● বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
১১. নিচের কোন বাক্যে বিশেষ্যবর্গ রয়েছে?
● আমার ভাই পড়তে বসেছে
খ. ভদ্রলোক সত্যিকারের নির্লোভ
গ. সে লিখছে আর হাসছে
ঘ. আমি সকাল থেকে বসে আছি
১২. যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে কী বলে?
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
● ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
১৩. নিচের কোনটিতে ক্রিয়াবর্গ ব্যবহৃত হয়েছে?
ক. সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে
● অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে
গ. রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে
ঘ. আমি সকাল থেকে বসে আছি
১৪. ‘বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।’- ‘বেঁচে থাকার মতো’ শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ?
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
● ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
১৫. কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, সেই পদের নাম অনুযায়ী হয়-
ক. ধ্বনির নাম
● বর্গের নাম
গ. শব্দের নাম
ঘ. পদের নাম
১৬. ‘অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।’- বাক্যে কোন অংশ বিশেষ্যবর্গ?
ক. আজ স্কুলে
● অসুস্থ ছেলেটি
গ. ছেলেটা আজ
ঘ. স্কুলে আসেনি
১৭. ‘আমার ভাই এখন খেলছে।’ -বাক্যের ‘আমার ভাই’ হচ্ছে-
● বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
১৮. বিশেষণবর্গ আছে নিচের যে বাক্যে—
ক. সকাল আটটার সময়ে সে রওনা হলো।
খ. রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।
● পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।
ঘ. আমার ভাই পড়তে বসেছে।
১৯. ‘আমি সকাল থেকে বসে আছি।’- বাক্যটিতে কোন ধরনের বর্গ বিদ্যমান?
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
● ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবর্গ
২০. নিচের কোনটি ক্রিয়াবিশেষণ-বর্গের উদাহরণ?
ক. সে লিখছে আর হাসছে।
খ. আমার ভাই পড়তে বসেছে।
● সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে।
ঘ. অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।
২১. ‘অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।’ বাক্যটিতে কোন বর্গ বিদ্যমান?
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
● ক্রিয়াবর্গ
২২. নিচের কোন বাক্যে ক্রিয়াবৰ্গ আছে?
ক. সে খেয়ে ঘুমিয়ে কাটাচ্ছে।
● সে লিখছে আর হাসছে।
গ. আমি সকাল থেকে বসে আছি।
ঘ. আমটা দেখতে ভারি সুন্দর।
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post