কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ও অধিক কমনের উদ্দেশ্য অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগের সাজেশন গুলো তৈরি করা হয়েছে। কোর্সটিকায় আজকে প্রকাশিত বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন ২০২৪ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। বিধায়, এগুলো অনুশীলন করলে থাকছে পরীক্ষায় শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে প্রকাশিত বিষয়ের নাম হচ্ছে বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ। মুসলিম দার্শনিকবৃন্দ বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩১৭০৯। এখানে, ক-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ হতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বইয়ে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. বাঙালি দর্শন কী?
উত্তর: বাঙালির চিন্তাচেতনা ও মননে জগৎ, জীবন, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিকে কেন্দ্র করে যে দার্শনিক মতবাদ গড়ে উঠেছে তাই বাঙালির দর্শন।
২. বাঙালি দর্শন চর্চার সূচনা করেন কারা?
উত্তর: বাঙালি দর্শন সূচনা করেন শ্রীধর দাশ, জীতেন্দ্রবধি ও গোবর্ধন।
৩. বাংলা ভাষার দর্শন চর্চার সূচনা করেন কারা?
উত্তর: বাংলা ভাষার দর্শন চর্চার সূচনা করেন আর্যরা।
৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কে রচনা করেন?
উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন’ রচনা করেন চন্ডীদাস।
৫. চার্বাক শব্দটির উৎপত্তিগত অর্থ কী?
উত্তর: চার্বাক শব্দটির উৎপত্তিগত অর্থ চর্বণ করা
৬. চার্বাক শব্দটির অর্থ কী?
উত্তর: চার্বাক শব্দটির অর্থ মধুর কথা।
৭. উপনিষদ বলতে কী বুঝ?
উত্তর: বেদের সর্বশেষ পর্যায়ই হলো উপনিষদ। উপনিষদ ভারতীয় ঋষিমুনি, সাধুসন্ন্যাসী ও যোগ তপস্বী তথা ত্রান্তদর্শী মনীষীদের এক বিস্ময়কর সৃষ্টি।
৮. বৈদিক দর্শন কী?
উত্তর: বেদকে কেন্দ্র করে যে দর্শন গড়ে উঠেছে তাই বৈদিক দর্শন।
৯. বৈদিক দর্শনের উৎস কী??
উত্তর: বৈদিক দর্শনের উৎস হলো বেদ ও উপনিষদ।
১০. বেদ কত প্রকার ও কী কী?
উত্তর: বেদ চার প্রকার। যথা : ১. ঋগবেদ ২. সামবেদ ৩. যজুর্বেদ ও ৪. অথর্ববেদ।
১১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
উত্তর: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ।
১২. বাঙালি দর্শনের দুটি অবৈদিক উপাদান লেখ।
উত্তর: বাঙালি দর্শনের দুটি অবৈদিক উপাদান হলো- ১. শৈব মতবাদ ও ২. শাক্ত মতবাদ।
১৩. শান্তরক্ষিত কে ছিলেন?
উত্তর: শান্তরক্ষিত ছিলেন বজ্রযানি বৌদ্ধ আচার্যগণের মধ্যে অন্যতম। তিনি ৭০৫-৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। শান্তরক্ষিত তিব্বতের রাজা ঠিস্রোং এর সমসাময়িক ছিলেন। তিনি স্বীয় মেধা, অসাধারণ পাণ্ডিত্য ও নিষ্ঠার গুণে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেন।
১৪. তিব্বতে শান্তরক্ষিত কী নামে ডাকত?
উত্তর: তিব্বতে শান্তরক্ষিত শিবাছো বা শান্তিজীব নামে ডাকত।
১৫. বৌদ্ধধর্মের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: বৌদ্ধধর্মের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো- ১. হীনযান এবং ২. মহাযান।
১৬. ‘বৌদ্ধ’ ধর্মগ্রন্থের নাম এবং প্রকারভেদ লেখ।
উত্তর: ‘বৌদ্ধ’ ধর্মগ্রন্থের নাম ‘ত্রিপিটক’। ‘বৌদ্ধ’ ধর্মগ্রন্থ তিন প্রকার। যথা: ১. বিনয় পিটক, ২. সূত্র পিটক ও ৩. অভিধর্ম পিটক।
১৭. প্রজ্ঞা পারমিতা কী?
উত্তর: অনুশীলন বা চর্চা দ্বারা জগতের সব রহস্য ও অজানা বিষয় সম্পর্কে সাধকের জ্ঞান লাভ করাই হলো প্রজ্ঞা পারমিতা।
১৮. শীলভদ্র কে ছিলেন?
অথবা, শীলভদ্র কে?
উত্তর: শীলভদ্র প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক ছিলেন। তিনি তৎকালীন ভারতে শ্রেষ্ঠ পণ্ডিত বলে খ্যাত।
১৯. শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
উত্তর: শীলভদ্র মহাবিহারের আচার্য ছিলেন।
২০. বৌদ্ধধর্মের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কী কী?
উত্তর: বৌদ্ধধর্মের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো- ১. হীনযান সম্প্রদায় এবং ২. মহাযান সম্প্রদায়।
২১. মহাযান কারা?
উত্তর: যারা নিজের মুক্তি কামনা না করে সর্বজীবের মুক্তি কামনা করে তারাই মহাযান।
২২. অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়?
উত্তর: অতীশ দীপঙ্করের জন্মস্থান ঢাকা জেলার বিক্রমপুর পরগনার অন্তর্গত বজ্রযোগিনী গ্রামে।
২৩. চর্যাপদ কী?
উত্তর: বাংলা সাহিত্যের যে আদি নিদর্শনে ভাষা ও সংস্কৃতি পরিচয়, প্রাচীনকালের বাঙালির জীবন ও সমাজ সমীক্ষা, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক শ্রেণিসংগ্রাম এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি বর্ণিত হয়েছে তাই চর্যাপদ।
২৪. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?
অথবা, চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তর: চর্যাপদ নেপাল রাজদরবারের পুথিশালা থেকে আবিষ্কৃত হয়েছিল।
২৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?
অথবা, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
উত্তর: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।
২৬. চর্যাপদী পদকর্তা কয়জন?
উত্তর: চর্যাপদী পদকর্তা চব্বিশ জন।
২৭. জয়দেব কোন ভাষার কবি ছিলেন?
উত্তর: জয়দেব মূলত সংস্কৃতি ভাষার কবি ছিলেন। .
২৮ ‘গীতগোবিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘গীতগোবিন্দ’ গ্রন্থের রচয়িতা হলেন জয়দেব। শয়তান
২৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে?
অথবা, ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কে রচনা করেন?
উত্তর: ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা চণ্ডীদাস।
৩০. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?
উত্তর: গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্য দেব।
৩১. অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব কী?
উত্তর: সৃষ্টি ও স্রষ্টার যে সম্বন্দ্ব তা কি ভেদ-বিভেদের সম্বন্ধ, না অভেদ অভিন্নতার সম্বন্ধ এ সম্পর্কে বৈষ্ণব দর্শনে যে ব্যাখ্যা পাওয়া যায় তাই অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব নামে পরিচিত।
৩২. ‘সুফি’ শব্দের উৎস কীভাবে?
অথবা, ‘সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে কোনো শব্দ থেকে?
উত্তর: সুফি শব্দটি ‘আসহাবে সুফফা’ থেকে উদ্ভুত আবার কেউ কেউ ‘সাফ’ শব্দকে সুফি শব্দের উৎস বলে মনে করেন।
৩৩. ‘সুফি’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ধৃত?
অথবা, ‘সুফি’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ‘সুফি’ শব্দটি আরবি ‘সুফ’ (পশম) শব্দ থেকে উদ্ভূত।
৩৪. ‘বাকা’ কী?
উত্তর: আল্লাহর স্বজাকে উপলব্ধি করাই হলো বাকা।
৩৫. ‘ফানা’ ও ‘বাকা’ কী?
উত্তর: আল্লাহ গুণাবলী প্রতিষ্ঠা করে আত্মবোধকে ভুলে যাওয়া হলো ‘ফানা’। আর আল্লাহর সত্তায় বা আল্লাহর চেতনায় স্থায়িত্ব লাভ করা হলো ‘বাকা’।
৩৬. সুফি সাধনার স্তর কয়টি ও কী কী?
অথবা, সুফি পথের স্তর কয়টি ও কী কী?
উত্তর: সুফি সাধনার স্তর চারটি। যথা: ১. শরিয়ত, ২. মারফত, ৩. তরিকত এবং ৪. হকিকত।
৩৭. বাউল শব্দের অর্থ কী?
উত্তর: বাউল শব্দের অর্থ হলো ভাবের পাগল বা প্রেমের পাগল।
৩৮. প্রেম দর্শনের মূল কথা কী?
উত্তর: প্রেম দর্শনের মূল কথা হলো জাতি, শ্রেণি ও কূল নয়, ভক্তি ও প্রেমই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। প্রেমই মানুষের শ্রেষ্ঠ সম্পদ।
৩৯. বাউল দর্শনে চারচন্দ্রভেদ সাধনা কী?
উত্তর: চারচন্দ্রভেদ বলতে রজঃ, শুক্র, মল ও মূত্র এ চার বস্তু গ্রহণ করাকে বুঝায়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাঙালির দর্শন কী?
অথবা, বাঙালির দর্শন কাকে বলে?
২. বাঙালির দার্শনিক ঐতিহ্য সম্পর্কে ধারণা দাও।
অথবা, বাঙালির দার্শনিক ঐতিহ্য সম্পর্কে লেখ।
৩. বাঙালির দর্শনে লোকায়ত বা চার্বাক দর্শনের গুরুত্ব লেখ।
অথবা, চার্বাক দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪. নির্বাণ বলতে বৃদ্ধ কী বুঝিয়েছেন?
৫. যোগাচার বা বিজ্ঞানবাদ সম্পর্কে শান্তরক্ষিতের বক্তব্য ব্যাখ্যা কর।
অথবা, যোগাচার ও বিজ্ঞানবাদ সম্পর্কে শান্তরক্ষিত কী বক্তব্য প্রদান করেন? আলোচনা কর।
৬. প্রজ্ঞা পারমিতা ব্যাখ্যা কর।
অথবা, প্রজ্ঞা পারমিতা বর্ণনা কর।
৭. শান্তিদেবের মানবভাবাদী মতের ব্যাখ্যা দাও।
অথবা, শান্তিদেবের দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৮. শান্তিদেব ষট পারমিতা বলতে কী বুঝিয়েছেন?
অথবা, ষট পারমিতা সম্পর্কে সংক্ষেপে লেখ।
৯. শীলভদ্র কে ছিলেন?
অথবা, শীলভদ্রের পরিচয় দাও।
১০. শীলভদ্রের দার্শনিক চিন্তাভাবনা আলোচনা কর।
অথবা, শীলভদ্রের দর্শনতত্ত্ব সংক্ষেপে লেখ।
১১. যোগাচার সম্পর্কে শীলভদ্রের মত সংক্ষেপে লেখ।
অথবা, বিজ্ঞানবাদ সম্পর্কে শীলভদ্রের মত সংক্ষেপে আলোচনা কর।
১২. অতীশ দীপঙ্করের দার্শনিক চিন্তাভাবনা ব্যাখ্যা কর।
অথবা, অতীশ দীপঙ্করের দর্শন আলোচনা কর।
অথবা, অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে কী জান? সংক্ষেপে লেখ।
১৩. চর্যাপদের দর্শনতত্ত্ব ব্যাখ্যা কর।
অথবা, চর্যাপদের দর্শনতত্ত্বের বর্ণনা দাও।
১৪. চর্যাপদের মর্মার্থ লেখ।
অথবা, চর্যাপদের মর্মার্থ ব্যাখ্যা কর।
১৫. চর্যাপদের সহজিয়া দর্শন কী?
অথবা, চর্যাপদের সহজিয়া দর্শন বলতে কী বুঝ?
১৬. বাঙালি দর্শনে চর্যাপদ এর গুরুত্বপূর্ণ কেন?
অথবা, বাঙালি দর্শনে চর্যাপদের গুরুত্ব লেখ।
অথবা, বাঙালি দর্শনে চর্যাপদের গুরুত্ব বর্ণনা কর।
১৭. জয়দেবের সমাজদর্শন সংক্ষেপে আলোচনা কর।
অথবা, জয়দেবের সমাজদর্শন সম্পর্কে সংক্ষেপে যা জান লেখ।
১৮. সংক্ষেপে বৈষ্ণব দর্শনের উৎসসমূহ আলোচনা কর।
অথবা, বৈষ্ণব দর্শনের উৎস সম্পর্কে লেখ।
১৯. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
অথবা, বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব ব্যাখ্যা কর।
২০. মরমিবাদ বলতে কী বুঝ?
অথবা, মরমিবাদ কাকে বলে?
২১. লালন শাহের দর্শনকে মরমি দর্শন বলা হয় কেন?
অথবা, লালন শাহের দর্শনকে কি মরমি দর্শন বলা হয়? সংক্ষেপে আলোচনা কর।
২২. সুফিবাদের উৎসসমূহ লেখ।
অথবা, সুফিবাদের উৎস, সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
২৩. সুফি দর্শনের ‘আত্মাতত্ত্ব’ কী?
অথবা, সুফি দর্শনে আত্মাতত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
২৪. বাউল দর্শন কী?
অথবা, বাউল দর্শনের সংজ্ঞা দাও।
২৫. “এই মানুষে সেই মানুষ আছে।”- কে বলেছেন? ব্যাখ্যা কর।
অথবা, “এই মানুষে সেই মানুষ আছে।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাঙলায় দার্শনিক বিকাশের পটভূমি ব্যাখ্যা কর।
অথবা, বাঙালির দর্শনের বিভিন্ন যুগধারা বা যুগবিভাগ সম্পর্কে। বিস্তারিত আলোচনা কর।
২. বাঙালি দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, বাঙালি দর্শনের বৈশিষ্ট্যগুলো কী কী? ব্যাখ্যা কর।
৩. বাঙালির দর্শন কাকে বলে? এ দর্শনকে সমন্বয়বাদী বলা যায় কি না?
অথবা, বাঙালির দর্শন বলতে কী বুঝ? এ দর্শন কীভাবে সমন্বয়বাদী?
৪. বৌদ্ধদর্শনে প্রভাবশালী ধারা কয়টি ও কী কী? বাঙালির দর্শনে বৌদ্ধদর্শনের প্রভাব আলোচনা কর।
অথবা, বাঙালির দর্শনে বৌদ্ধ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা কর।
৫. প্রাচীন বাঙালির জড়বাদী দর্শন সম্পর্কে আলোচনা কর।
অথবা, প্রাচীন যুগের জড়বাদী দর্শনের বিস্তারিত বিবরণ দাও।
৬. বাঙালির দর্শনে শান্তরক্ষিতের অবদান আলোচনা কর।
অথবা, বাঙালির দর্শনে শান্তরক্ষিতের ভূমিকা বর্ণনা কর।
৭. বৌদ্ধদর্শন প্রচারে শান্তরক্ষিতের অবদান আলোচনা কর।
অথবা, বৌদ্ধদর্শন প্রচারে শান্তরক্ষিতের ভূমিকা ব্যাখ্যা কর।
৮. শান্তিদেবের দর্শন আলোচনা কর।
অথবা, শান্তিদেবের দর্শন সম্পর্কে যা জান লেখ।
৯. শান্তিদেবের ‘বোধিচর্যাবতার’- এ বিধৃত মানবতাবাদী দর্শন আলোচনা কর।
অথবা, শান্তিদেব ‘বোধিচর্যাবতার’- এ বিধৃত মানবতাবাদী দর্শন বর্ণনা কর।
১০. শান্তিদেবের ষট পারমিতা আলোচনা কর।
অথবা, শান্তিদেবের মতানুসারে ষট পারমিতা ব্যাখ্যা কর।
১১. বৌদ্ধধর্মের নবজাগরণে অতীশ দীপঙ্করের অবদান মূল্যায়ন কর।
অথবা, বৌদ্ধধর্মে অতীশ দীপঙ্করের ভূমিকা আলোচনা কর।
১২. অতীশ দীপঙ্করের ধর্মীয় মতবাদ মূল্যায়ন কর।
অথবা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বৌদ্ধধর্ম প্রচার বা বৌদ্ধধর্মের সংস্কার সাধন সম্পর্কে আলোচনা কর।
১৩. চর্যাপদের দর্শনতত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা কর।
অথবা, চর্যাপদে যে দার্শনিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর।
১৪. চর্যাপদের তাত্ত্বিক দর্শন সম্পর্কে আলোচনা কর।
অথবা, চর্যাপদের তাত্ত্বিক দর্শন ব্যাখ্যা কর।
১৫. চর্যাপদ কী? বাঙালি দর্শনের উৎপত্তি ও বিকাশে চর্যাপদের গুরুত্ব ব্যাখ্যা কর।
অথবা, বাঙালির দর্শনে চর্যাপদের গুরুত্ব আলোচনা কর।
১৬. জয়দেব কে ছিলেন? তার ‘গীতগোবিন্দ’ কাব্যের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, জয়দেবের ‘গীতগোবিন্দ’ কাব্যের বিষয়বস্তু কী ছিল? ব্যাখ্যা কর।
১৭. জয়দেবের ‘গীতগোবিন্দ’ কাব্যের দার্শনিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
অথবা, ‘গীতগোবিন্দ’ কাব্যের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
১৮. বিদ্যাপতি ও চন্ডীদাসের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা কর।
অথবা, বিদ্যাপতি ও চন্ডীদাসের তুলনামূলক আলোচনা কর।
১৯. বিদ্যাপতির সমাজ চেতনা সম্পর্কে আলোচনা কর।
অথবা, বিদ্যাপতির সমাজ চেতনা ব্যাখ্যা কর।
২০. বিদ্যাপতি অনুসরণে শ্রীরাধার ক্রমবিকাশ তত্ত্ব আলোচনা কর।
অথবা, শ্রীরাধার ক্রমবিকাশ তত্ত্ব ব্যাখ্যা কর।
২১. বৈষ্ণব দর্শনের উৎস কী? এ দর্শনে শ্রীচৈতন্যদেবের অবদান আলোচনা কর।
অথবা, বৈষ্ণব দর্শনের উৎস কী কী? এ দর্শনে শ্রীচৈতন্যদেবের ভূমিকা আলোচনা কর।
২২. মরমি দর্শন কী? লালন শাহের মরমি দর্শন ব্যাখ্যা কর।
অথবা, লালন শাহের মরমি দর্শন ব্যাখ্যা কর।
২৩. সুফিবাদের মূলনীতিসমূহ আলোচনা কর।
অথবা, সুফিবাদের মূলনীতিসমূহ ব্যাখ্যা কর।
২৪. ফানা ও বাকা বলতে কী বুঝ? ফানা ও বাকার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, ফানা ও বাকা কী? ফানা ও বাকার মধ্যকার পার্থক্যগুলো আলোচনা কর।
২৫. নব্য সুফিবাদ কী? নব্য সুফিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, নব্য সুফিবাদ বলতে কী বুঝ? নব্য সুফিবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো লেখ।
২৬. বাউল কারা? বাউল দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, বাউল বলতে আমরা কাদের বুঝি? বাউল দর্শনের বৈশিষ্ট্যগুলো লেখ।
অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন ২০২৪ আলোচনা করা হয়েছে। এখান হতে তোমরা ক-বিভাগ এর প্রশ্ন ও উত্তরগুলো পেয়ে যাবে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলোর জন্য তোমাদের বইয়ের সহায়তা নিতে হবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post