বাঙালির বাংলা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর : বিভিন্ন দেশ থেকে বাংলায় লক্ষ লক্ষ যোগি, মুনি, ঋষি এসেছেন এবং তারা সব ভেদাভেদ ভুলে একত্রে বাস করেছেন। এই সোনার বাংলায়ই তাদের সমাধি তৈরি হয়েছে। এখানে রয়েছে সহস্র ফকির-দরবেশ অলি-গাজির পরম পবিত্র দরগা। এখানকার গ্রামে হয় আজানের সাথে সাথে শঙ্খঘণ্টার ধ্বনি। এখানে মূলত সব ধর্মের সহাবস্থানের কথা বলা হয়েছে।
বাঙালির বাংলা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
১. অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে বেশি বাধা-বিঘ্ন আনে?
● সাত্ত্বিক ভাবাপন্নদের
খ ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
গ রজগুণ ভাবাপন্নদের
ঘ ব্রহ্মশক্তি ভাবাপন্নদের
২. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক ধূমকেতু
● নবযুগ
গ লাঙল
ঘ আঙুর
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বলেন, ‘এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। তাদের সবার দায়িত্ব আপনাদের উপর’।
৩. উদ্দীপকে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের প্রতিফলিত ভাব হলো-
র. স্বদেশ চেতনা
রর. অসাম্প্রদায়িক চেতনা
ররর. সংগ্রামী চেতনা
নিচের কোনটি সঠিক?
ক রর
খ র ও রর
গ র ও ররর
● র, রর ও ররর
৪. উক্ত ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান
খ আমাদের বাংলা নিত্য মহিমাময়ী
গ এই পবিত্র দেশ বাঙালির
● বাংলার জয় হোক, বাঙালির জয় হোক
নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক নবযুগ
খ লাঙল
গ ধূমকেতু
● বিজলী
৬. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে নিত্য-প্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ কোনটি?
ক মাটি
খ বায়ু
● জল
ঘ প্রকৃতি
৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আজানের সাথে শঙ্খ ঘণ্টার ধ্বনির উল্লেখ করার প্রকাশ পেয়েছে-
ক ধর্মীয় মূল্যবোধ
খ সামাজিকতা
গ সাম্যবাদ
● অসাম্প্রদায়িকতা
৮. বাঙালি আজন্ম কেমন?
● দিব্যশক্তি সম্পন্ন
খ ক্ষাত্রশক্তি সম্পন
গ ঐশীশক্তি সম্পন্ন
ঘ ব্রহ্মশক্তি সম্পন্ন
৯. বর্তমান যুগের ধর্ম কী?
ক ভেদাভেদ
খ সাম্য
গ বেদনা
● পীড়ন
১০. জড়তা কোন গন্তব্য পথে মানুষকে পরিচালিত করে?
ক বন্ধুর
খ কণ্টকময়
● মৃত্যুময়
ঘ জটিল
১১. ‘ক্লৈব্য’ শব্দের অর্থ কী?
ক মূর্খতা
খ শ্রমবিমুখতা
গ হতাশা
● কাপুরুষতা
১২. কাজী নজরুল ইসলামের চক্রবাক কী ধরনের গ্রন্থ?
● কাব্যগ্রন্থ
খ উপন্যাস
গ গল্পগ্রন্থ
ঘ নাট্যগ্রন্থ
১৩. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?
ক ম্রিয়মাণ থাকার জন্য
খ প্রাণহীন থাকার জন্য
গ হতাশাগ্রস্ত থাকার জন্য
● উজ্জ্বল থাকার জন্য
১৪. জড়তা মানবকে কেন মৃত্যুর পথে নিয়ে যায়?
ক ভবিষ্যৎ না ভাবায়
খ কর্মহীনতার জন্যে
গ কুশিক্ষা পাওয়ায়
● অবিদ্যার কারণে
১৫. কাজী নজরুল ইসলামের মতে, প্রত্যেক মানুষই কয়টি গুণে গুণান্বিত?
ক দুইটি
● তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
১৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক আজাদ
খ ইত্তেফাক
গ সংবাদ
● বিজলী
১৭. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক ১৯৭৩
খ ১৯৭৪
গ ১৯৯৫
● ১৯৭৬
১৮. ‘বাঙালির বাংলা’ রচনায় আমাদের মাতৃভূমিকে কী বলা হয়েছে?
ক স্রষ্টার দান
খ শ্যামল দেশ
গ স্বর্গভূমি
● পৃথিবীর স্বর্গ
১৯. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে উল্লিখিত নিচের কোনটি অফুরান?
ক চা
খ মাছ
গ গ্যাস
● কয়লা
২০. প্রকৃতির তিনটি গুণের মধ্যে কোনটির প্রভাবে মানবমনে অহংকার জন্ম নেয়?
ক সত্ত্ব
● রজঃ
গ তমঃ
ঘব্রহ্ম
২১. ‘সঞ্জীবনী শক্তি’র অর্থ কী?
ক সন্দীপ্ত করার শক্তি
খ জীবিত করার শক্তি
● সঞ্জীবিত করার শক্তি
ঘ প্রেরণা দেয়ার শক্তি
২২. শশীর দাদার মৃত্যুতে সীমা এসে সান্ত¡না দিল। বাক্যটির সাথে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মিল আছে।
র. ইতিহাস-ঐতিহ্য রর. সম্প্রীতি
ররর. সামাজিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
‘নাগের বাঘের পাহারাতে, হচ্ছে বদল দিনে রাতে
পাহাড় তারে আড়াল করে, সাগর যে তার ধোয়ায় পাটি।
২৩. উদ্দীপকে প্রকাশিত ভাবটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
● বাঙালির বাংলা
খ জাগো তবে অরণ্য কন্যারা
গ আবার আসিব ফিরে
ঘ মংড়–র পথে
২৪. সাদৃশ্যপূর্ণ বিষয়
র. বাঙালির সাহসিকতা রর. মুক্তির আহ্বান
ররর. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশিত হয়। বিশ্বজগতে সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে।
২৫. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ফুটে উঠেছে বাঙালি জাতির
র. প্রাচুর্য ও শুদ্ধতা রর. দিব্যশক্তির নিস্তেজতা
ররর. ক্ষাত্রশক্তির অকার্যকারিতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৬. উক্ত বৈশিষ্ট্যের কারণে বাঙালি
র. বিদেশিদের দাসত্ব করে
রর. রামা গামাদের সাহায্য করে
ররর. দীনহীন জীবনযাপন করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
● ঢাকায়
খ কলকাতায়
গ বর্ধমানে
ঘ বরিশালে
২৮. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৮৯০
খ ১৮৯৩
গ ১৮৯৫
● ১৮৯৯
২৯. কত খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়? (জ্ঞান)
ক ১৯১০ খ্রিষ্টাব্দে
খ ১৯৪১ খ্রিষ্টাব্দে
● ১৯১৯ খ্রিষ্টাব্দে
ঘ ১৯৪৫ খ্রিষ্টাব্দে
৩০. কাজী নজরুল ইসলাম কোনটির বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন? (জ্ঞান)
● অবিচার ও শোষণের বিরুদ্ধে
খ বিশৃঙ্খলা ও অশান্তির বিরুদ্ধে
গ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে
ঘ দুর্বলতা ও হারের বিরুদ্ধে
বাঙালির বাংলা mcq
৩১. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম কঠিন রোগে আক্রান্ত হন? (জ্ঞান)
ক তেইশ
খ তেত্রিশ
● তেতাল্লিশ
ঘ তিপ্পান্ন
৩২. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? (জ্ঞান)
ক ১৯৭০ খ্রিষ্টাব্দে
● ১৯৭২ খ্রিষ্টাব্দে
গ ১৯৭৫ খ্রিষ্টাব্দে
ঘ ১৯৭৬ খ্রিষ্টাব্দে
৩৩. কোন গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক দেবানন্দপুর
● চুরুলিয়া
গ মুরাতিপুর
ঘ দুমকা
৩৪. বাঙালি পল্টনে যোগ দেয়ার সময় নজরুল ইসলাম কোন শ্রেণির ছাত্র ছিলেন? (জ্ঞান)
ক সপ্তম
খ অষ্টম
গ নবম
● দশম
৩৫. নজরুলের রচনাবলি কোন চেতনায় সমৃদ্ধ? (অনুধাবন)
ক প্রকৃতি
খ জীবপ্রেম
● অসাম্প্রদায়িক
ঘ গ্রামীণ
৩৬. কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় ছেদ পড়ে কেন? (অনুধাবন)
ক দরিদ্রতার কারণে
● অসুস্থতার কারণে
গ যুদ্ধে যোগ দেয়ার কারণে
ঘ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে
৩৭. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? (জ্ঞান)
● অগ্নিবীণা
খ বিরহ বিলাপ
গ সঞ্চয়িতা
ঘ বলাকা
৩৮. কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশী’ কী ধরনের গ্রন্থ? (জ্ঞান)
ক উপন্যাস
খ প্রবন্ধ
● কাব্য
ঘ ছোটগল্প
মূলপাঠ
৩৯. পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাঙালির মাঝে কোন শক্তি অধিক বিদ্যমান?
ক মেধাশক্তি ও স্মৃতিশক্তি
● জ্ঞানশক্তি ও প্রেমশক্তি
গ স্মৃতিশক্তি ও শ্রদ্ধাশক্তি
ঘ শ্রদ্ধাশক্তি ও ভক্তিশক্তি
৪০. মুনি-ঋষিরা সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন কোনটিকে বলেছেন?
● হিমালয়কে
খ বঙ্গোপসাগরকে
গ পার্বত্য চট্টগ্রামের পাহাড়কে
ঘ মাধবকুণ্ডের ঝরনাকে
৪১. ‘বাঙালির বাংলা’ রচনাটিতে কাজী নজরুল ইসলাম কোন মহাদেশের নাম উল্লেখ করেছেন?
● এশিয়া
খ ইউরোপ
গ আফ্রিকা
ঘ অস্ট্রেলিয়া
৪২. ‘বাঙালির বাংলা’ কোন ধরনের রচনা?
ক ছোটগল্প
● প্রবন্ধ
গ কথিকা
ঘ রসরচনা
৪৩. বাঙালির কোন শক্তিটি তমসাচ্ছন্ন হয়ে আছে? (জ্ঞান)
ক প্রেমশক্তি
● দিব্যশক্তি
গ স্মৃতিশক্তি
ঘ মেধাশক্তি
৪৪. বাঙালিরা তামসিকতায় আচ্ছন্ন হয়ে তাদের কোন শক্তি হারিয়ে ফেলেছে? (জ্ঞান)
ক প্রেরণাশক্তি
খ বোধশক্তি
গ মেধাশক্তি
● চেতনাশক্তি
৪৫. তম বা অন্ধকারকে শাসন করতে পারে কে? (জ্ঞান)
ক ব্রহ্মশক্তি
● ক্ষাত্রশক্তি
গ জ্ঞানশক্তি
ঘ ঐশীশক্তি
৪৬. কোন শক্তির অনুপস্থিতিতে মানুষের দিব্যশক্তি অকেজো হয়ে যায়? (জ্ঞান)
ক ঐশীশক্তির
● ক্ষাত্রশক্তির
গ সৎশক্তির
ঘ জ্ঞানশক্তির
৪৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রত্যেক মানুষের মাঝে কয়টি গুণ বিদ্যমান থাকার কথা বলা হয়েছে? (জ্ঞান)
ক দুই
● তিন
গ পাঁচ
ঘ সাত
৪৮. সব ধরনের অসৎ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায় কোন শক্তি? (জ্ঞান)
● ঐশীশক্তি
খ ব্রহ্মশক্তি
গ জ্ঞানশক্তি
ঘ দিব্যশক্তি
৪৯. বাঙালির দেহ ও মন কেমন? (জ্ঞান)
● পাষাণময়
খ ব্রহ্মময়
গ প্রেমময়
ঘ কর্মময়
৫০. বাংলার শিয়রে প্রহরীর মতো কোনটি জেগে আছে? (জ্ঞান)
● হিমালয়
খ তাজিংডন
গ কিলিমানজারো
ঘ শিলং
৫১. বাংলার কোনটি নিত্য স্নিগ্ধ? (জ্ঞান)
ক রোদ
খ বাতাস
● চাঁদ
ঘ ফুল
৫২. বাংলার বায়ুতে কোনটি বিদ্যমান? (জ্ঞান)
ক চির গ্রীষ্ম ও গরমের দাহ
● চির বসন্ত ও শরতের মাধুর্য
গ চির শীত ও শীতের শুষ্কতা
ঘ চির বর্ষা ও শরতের মাধুর্য
৫৩. বাংলার জল কোনটি দ্বারা পূর্ণ? (জ্ঞান)
● প্রাচুর্য ও শুদ্ধতায়
খ মধুময় ও স্নিগ্ধতায়
গ শীতল ও শুদ্ধতায়
ঘ মধুময় ও প্রাচুর্যে
৫৪. বাংলার মাটি কেমন? (জ্ঞান)
ক কর্দমাক্ত
খ শুষ্ক
গ শিক্ত
● উর্বর
৫৫. কোন দেশটি নিত্য সবৈশ্বর্যময়ী? (জ্ঞান)
● বাংলাদেশ
খ পাকিস্তান
গ ভারত
ঘ শ্রীলঙ্কা
৫৬. বাঙালি কোন শক্তিকে অবহেলা করল বলে তার দুর্গতি ও অভিশপ্তের জীবন হলো? (জ্ঞান)
ক ব্রহ্মশক্তিকে
খ ক্ষাত্রশক্তিকে
● দিব্যশক্তিকে
ঘ ঐশীশক্তিকে
৫৭. বাঙালির দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন? (অনুধাবন)
ক ক্ষাত্রশক্তির অভাবে
● কর্মশক্তির অভাবে
গ ব্রহ্মশক্তির অভাবে
ঘ দৈবশক্তির অভাবে
৫৮. বাঙালিরা চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে কেন? (অনুধাবন)
ক অতি ভালোবাসায় আচ্ছন্ন হওয়ার কারণে
খ অতি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার কারণে
গ অতি বিলাসিতায় আচ্ছন্ন হওয়ার কারণে
● তামসিকতায় আচ্ছন্ন হওয়ার কারণে
৫৯. হিমালয়কে মুনি-ঋষিরা সর্ব দৈবশক্তির লীলানিকেতন বলেছেন কেন? (অনুধাবন)
● এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মুনি-ঋষিরা সাধনা করেছেন বলে
খ এখানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ লুকায়িত আছে বলে
গ এখানে পৃথিবীর সর্বশক্তি নিহিত আছে বলে
ঘ এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীরদের কবরস্থান বলে
৬০. বাঙালিরা কর্মবিমুখ জাতিতে পরিণত হয়েছে কেন? (অনুধাবন)
ক অতি ভয়ের কারণে
খ অতি সতর্কতার কারণে
গ অতি দরিদ্রতার কারণে
● অতি প্রাচুর্যের কারণে
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির আমাদের বাঙালির বাংলা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post