করোনাভাইরাস ফুসফুসকে দুর্বল করে শারীরিক শক্তিকে বাধাগ্রস্থ করে। আর তাই শ্বাসকষ্টের কারণে করোনাক্রান্ত রোগীর হাতের কাছে অক্সিজেন সরবরাহ থাকা অতীব জরুরী। কিভাবে বাড়িতে অক্সিজেন তৈরি করা যায় এটি যদি জানা থাকে, তবে বাড়ি থেকে হাসপাতাল ছুটতে ছুটতেই রোগীর জীবন থেমে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
তাই জরুরী সময়ে রোগীর জীবন বাঁচাতে আগে থেকেই জেনে নিন বাড়িতে অক্সিজেন তৈরি করার নিয়ম। বাড়িতে অক্সিজেনের দ্রুত সরবরাহের প্রয়োজনে কাজে আসবে অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator)। এই যন্ত্রের কাজ হল বাতাস থেকে অক্সিজেন পরিশ্রুত করে ক্যানোলার মাধ্যমে রোগীকে তা নিতে সাহায্য করে।
করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে অনেকেই Oxygen Concentrator ব্যবহার করে এবং বিশেষজ্ঞরাও ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। কারণ, অক্সিজেন লেভেলে মাত্রা বজায় রেখে আক্রান্ত রোগীকে দুর্বল হওয়া থেকে আটকায় এই মেশিন।
IMA এর প্রাক্তন সভাপতি আরতি নিমকৌর জানান, শ্বাসকষ্টের জন্য একজন রোগীর যখন সামান্য পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় তখন Oxygen Concentrator খুবই উপযোগী ভূমিকা পালন করে থাকে।
স্বাভাবিক এবং সুস্থ্য একজন মানুষের শরীরে সাধারণত ৯৫% এর উপর অক্সিজেন লেভেল থাকে। কিন্তু করোনা সংক্রমণের ফলে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে বাধা ও আরো নানান রকম শ্বাস-প্রশ্বাসজনিত রোগের প্রাদুর্ভাব ঘটে। আর অবস্থায় দ্রুত অক্সিজেন থেরাপির প্রয়োজন হয়।
একটি Oxygen Concentrator ৮০% থেকে ৮৫% পর্যন্ত অক্সিজেন লেভেল বাড়াতে সক্ষম। প্রতি মিনিটে পাঁচ থেকে দশ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন। তবে মেশনটি কিনতে গুণতে হবে ২৫ থেকে ৬০ হাজার টাকার মত। তবে সবথেকে ভালো খবর হচ্ছে আপনি ইচ্ছে করলে ৪০০ থেকে ৫০০ টাকায় ভাড়া নিতে পারবেন এই মেশিনগুলো। ইতোমধ্যেই অনেকেই এই মেশিন ব্যবহার করে হাসপাতালে যাওয়ার আগেই ভালো ফলাফল পাচ্ছেন।
Oxygen Concentrator কিভাবে কাজ করে?
Oxygen Concentrator বিদ্যুতে চলে। সুতরাং বিদ্যুৎহীন অবস্থায় এ যন্ত্র কাজ করবে না। কাজেই বিদ্যুতের যোগানের দিকটিও খেয়াল রাখতে হবে। যন্ত্রের গায়ে থাকা নির্দিষ্ট বাট প্রেস করলেই অক্সিজেন ছাড়তে শুরু করে মেশিনটি।
তবে রোগীর অক্সিজেন মাত্রা ৯৫% এর নিচে নেমে গেলেই কেবল এ মেশিনটি ব্যবহার করা উচিত। অক্সিজেন নেওয়ার আগে মাস্ক পড়তে হবে। এক্ষেত্রে Concentrator এ থাকা প্লাস্টিকের নল নাকে প্রবেশ করিয়ে দিতে হয়। অক্সিজেন যেন না আটকে যায়, তার জন্য মেশিনের ভিতরে ফিল্টারগুলো পরিষ্কার রাখতে হবে।
তবে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরী। মেশিনটির ওজন প্রায় ৫০ পাউন্ড এর কাছাকাছি। স্ট্যান্ডার্ড অক্সিজেন Concentrator দেখতে অনেকটা সুটকেসের মত। মেশিনটি চালাতে বিদ্যুৎ অপরিহার্য হলেও এখন বাজারে বহনযোগ্য অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া যায় যা ব্যাটারিতে চলে এবং সহজেই বহন করা যায়।
►► আরো দেখুন: মাসিক দেরিতে হচ্ছে? কারণ কি জানুন
►► আরো দেখুন: মাসিকের সময় শরীরচর্চা করতেই হবে
►► আরো দেখুন: রূপচর্চার বই Free Download করুন
স্বাস্থ্য সম্পর্কিত আরো টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে রাখুন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post