আর্থিক লেনদেনের সুবিধার জন্য আমাদের সকলেরই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকা জরুরি। কিন্তু আমরা হয়তো অনেকেই বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানিনা। পূর্বে একটি একাউন্ট খোলার জন্য আমাদেরকে অনেক বেগ পেতে হতো। এজেন্টের কাছে গিয়ে সময় নষ্ট করতে হতো এবং তথ্য ফরম পূরণ করতে হতো। কিন্তু বর্তমানে একটি বিকাশ একাউন্ট খোলার জন্য এত ঝামেলা পোহাতে হয় না।
সর্বোচ্চ ব্যবহারকারী নিয়ে বিকাশ বর্তমানে বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্যাংকিং সেবা। এর মাধ্যমে আপনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই টাকার লেনদেন এবং অন্যান্য আর্থিক কাজগুলো করতে পারেন।
এখন আপনি ঘরে বসেই নিজেই আপনার অ্যাকাউন্টটি খুলতে পারেন। এর জন্য আপনার কোন কাগজপত্র, ছবি এবং তথ্য ফরম পূরণ করতে হবে না। আপনি কেবল আপনার জাতীয় পরিচয় পত্রে ধাকা নম্বরটি এবং তাৎক্ষণিক তুলে রাখা একটি ছবি দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারেন। তবে এর জন্য অবশ্যই আপনার একটি সচল মোবাইল নম্বর দরকার পড়বে।
আজকের এই আলোচনায় আমরা জানবো বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022। একটি বিকাশ একাউন্ট খুলতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ আপনি এই আলোচনায় জানতে পারবেন। পাশাপাশি নতুন একটি বিকাশ একাউন্ট খোলার পর আপনি কি ধরনের অফার পেতে পারেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সহজ! বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ নিজের ফোন থেকেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে bKash App ডাউনলোড করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- bKash App ইনস্টল করে ওপেন করুন এবং লগইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন করার জন্য আপনার সচল মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে যান।
- এরপর আপনার মোবাইল অপরেটর কোম্পানি যেমন: এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন অথবা রবি সিলেক্ট করুন।
- এই ধাপে আপনার দেওয়া নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। যা দিতে হবে।
- একাউন্ট খুলতে হলে আপনি বিকাশের শর্ত ও নীতিমালাগুলোতে সম্মতি দিতে হবে। তাই এই ধাপে এসে শর্তগুলো দেখে সম্মতি দিন।
- রেজিস্ট্রেশন শুরু করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। তাই “NID এর ছবি তুলুন” অপশনে ক্লিক করুন এবং কার্ডের সামনের অংশটি ফ্রেমের ভেতরে রেখে ছবি তুলুন। একইভাবে কার্ডের পেছনের অংশটির ছবি তুলুন। খেয়াল রাখুন, উভয় পাশের ছবি যে স্পষ্ট হয়।
- NID সাবমিট হয়ে গেল জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার তথ্যগুলো প্রদর্শিত হবে। তথ্যগুলো সঠিক আছে কিনা তা মিলিয়ে নিয়ে পরবর্তী ধাপে যান।
- পরবর্তী ধাপে আরো কিছু তথ্য চাওয়া হবে। যেমন: লিঙ্গ, আয়ের উৎস, বাৎসরিক উপার্জন এবং পেশা। এগুলো পূরণ করে পরবর্তী ধাপে যান।
- এই ধাপে আপনার তাৎক্ষণিক ছবি তুলতে হবে। মনে রাখবেন আপনাকে স্পষ্ট ছবি তুলতে হবে। তাই ছবি তোলার সময় পর্যাপ্ত আলোর মধ্যে দাড়িয়ে ছবি তুলুন। ছবি তোলা হয়ে গেল অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবিটি স্ক্যান করবে।
- সর্বশেষ ধাপে আপনার তথ্যগুলো ফাইনাল সাবমিট বা নিশ্চিত করুন।
উপরে বর্ণিত প্রক্রিয়াগুলো সম্পন্ন করলে কিছুক্ষণের মধ্যেই আপনার নম্বরে একটি Confirmation SMS আসবে। SMS টি আসার পর পুনরাং লগইন বাটনে ক্লিক করুন এবং নিচে উল্লেখিত ধাপগুলো সম্পন্ন করুন।
- আপনার মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে যান।
- মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
- আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। যা এখানে দিতে হবে।
- এরপর আপনাকে একটি ৫ ডিজিটের পিন কোর্ড দিতে বলা হবে। আপনি আপনার পছন্দমত যেকোন ৫ ডিজিটের পিন দিয়ে একাউন্ট খুলতে পারবেন। পিন কোডটি দুইবার সাবমিট করে পুনরায় লগিন করুন।
- আপনার বিকাশ একাউন্টের নাম কি হবে তা সেট করুন।
- প্রোফাইলে দেয়ার জন্য একটি ছবি যুক্ত করুন। চাইলে ক্যামেরা দিয়ে তাৎক্ষণিক কোন ছবি তুলে দিতে পারেন। অথবা মোবাইল গ্যালারিতে আগের সংরক্ষণ করা কোন ছবিও দিতে পারেন।
ব্যস! আপানার বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি একটি নতুন বিকাশ একাউন্ট তৈরি করলেন। এটি করার পর থেকেই আপনি আপনার প্রয়োজনীয় লেনদেন শুরু করতে পারবেন।
বিকাশ নতুন একাউন্ট অফার ২০২৩
বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার অ্যাপে লগ ইন করলে নতুন গ্রাহক হিসেবে আপনি ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন। সফলভাবে রেজিস্ট্রেশন ও প্রথমবার লগ ইনের পর ইনস্ট্যান্ট বোনাস দেওয়া হবে।
পাশাপাশী একাউন্ট খোলার পর প্রথমবার অ্যাপে লগ ইন করে যেকোনো মোবাইল নাম্বারে প্রথমবার রিচার্জ করলেই পাবেন আরও ২৫ টাকা বোনাস। এ বোনাস পেতে লগ-ইন করার পরবর্তী ৭ দিনের মধ্যে রিচার্জ করতে হবে।
এছাড়াও বিকাশের রয়েছে আরো সব আকর্ষণীয় অফার। লগ ইনের ১ম মাসে ৫০০ থেকে ১০০০ পর্যন্ত বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল পরিশোধ করলে ১০ টাকা ও ১০০১ এর উপরে বিল পরিশোধ করলে ১৫ টাকা, সর্বমোট ২৫ টাকা বোনাস পাবেন। এভাবে নতুন একটি বিকাশ একাউন্ট খোলার মাধ্যমে আপনি ১৫০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
Discussion about this post