প্রশ্ন ► ছাড়পত্রের জন্য আবেদন
৭. মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরী করেন। সম্প্রতি তোমার বাবা বদলী হয়েছেন। তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন কর।
অথবা, ছাড়পত্র/টিসি চেয়ে প্রধান শিক্ষকের নিকেট একটি দরখস্ত লিখ।
ছাড়পত্রের জন্য আবেদন
তারিখ,
বরাবর
প্রধান শিক্ষক
হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
যথবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি সুমন হোসেন আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার শ্রেণির রোল নং ১। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি আমার বাবা রাজশাহীতে বদলী হয়েছেন। আমাকেও তার সাথে রাজশাহীতে যেতে হবে। সঙ্গত কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি করবেন।
অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক।
বিনীত,
আপনার অনুগত ছাত্র
সুমন হোসেন
শ্রেণি: অষ্টম, রোল নং ১, শাখা: ক।
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন পত্র তৈরি করতে পারো।
সকল শ্রেণির বাংলা ২য় পত্রের আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ ইত্যাদি পেতে ভিজিট করো কোর্সটিকার বাংলা রাইটিং সেকশন পেজ। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post