আবেদন: বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
প্রশ্ন ► মনে কর, তোমার নাম নুসরাত জাহান। আর্থিক অসচ্ছলতার কারণে তোমার পড়ালেখা চালিয়ে যেতে বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়ন করা প্রয়োজন। তাই তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিনা বেতনে অধ্যয়ন করার অনুমতি চেয়ে একটি আবেদন পত্র লিখ।
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
১২ ডিসেম্বর, ২০২০
বরাবর,
প্রধান শিক্ষক,
কলেজিয়েট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্রী। আমি ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত সন্তোষজনক ফলাফলের সাথে আপনার প্রতিষ্ঠানে অধ্যয়ন করে আসছি। ইতোপূর্বে আমার পূর্বের সকল শ্রেণির সকল পাওনা আমি পরিশোধ করেছি। কিন্তু হঠাৎ করে আমার বাবার কর্মস্থলে কর্মী ছাটাই হলে আমার বাবা কর্মহীন হয়ে পরেন। ফলে আমাদের ৬ সদস্যের পরিবারের ভরণ-পোষণ, বৃদ্ধা দাদা-দাদীর চিকিৎসা ও আমাদের দুই ভাই-বোনের পড়ালেখার খরচ বহন করার মত সক্ষমতা আমার বাবার নেই।
অতএব, জনাবের কাছে আকুল প্রার্থনা, আমার বিগত শ্রেণির ফলাফল, একাডেমিক দায়িত্ব-কর্তব্য ও বর্তমান পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়ে বাধিত করবেন।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
নুসরাত জাহান।
শ্রেণি: নবম, রোল: ৫, শাখা: বিজ্ঞান।
সকল শ্রেণির বাংলা ২য় পত্রের আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ ইত্যাদি পেতে ভিজিট করো কোর্সটিকার বাংলা রাইটিং সেকশন পেজ। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post