এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, খুব শীঘ্রই তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। তবে তোমরা যারা এখনো তেমন কোন প্রস্তুতি শুরু করোনি, আজ কোর্সটিকায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক থেকে তোমাদের প্রস্তুতির সূচনা করতে পারো। যদিও ইতোপূর্বে আমরা তোমাদের প্রস্তুতির জন্য বেশকিছু শর্ট সাজেশন শেয়ার করেছি।
তোমরা জানো, ভর্তি পরীক্ষাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। আজ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিষয়বলী থেকে গুরুত্বপূর্ণ ৭৫টি বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করবো। শুধু প্রশ্নই না, একই সাথে তোমরা উত্তরগুলো পাবে কোর্সটিকায়।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক pdf
১. ‘গম্ভীরা’ কোন্ অঞ্চলের সঙ্গীত?
ক. রংপুর
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম
২. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
ক. সাতক্ষীরা
খ. যশোহর
গ. ফেনী
ঘ. সিলেট
৩. ‘সিডর’ শব্দের অর্থ-
ক. চোখ
খ. বন্যা
গ. ঝড়
ঘ. মুখ
৪. ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী শতকরা কতজন বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করে-
ক. ৮০%
খ. ৭৬%
গ. ৭৫%
ঘ. ৭০%
৫. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে কত দূরে?
ক. ১৬.৫ কিমি
খ. ২০.৫ কিমি
গ. ১৮ কি.মি
ঘ. ১৯.৩ কিমি
৬. বাংলাদেশের সর্বশেষ কৃষি আদমশুমারি প্রকাশিত হয় কোন সালে? (বর্তমানে সঠিক উত্তর ২০০৯ সালে)
ক. ১৯৯৬
খ. ১৯৯৭
গ. ২০০১
ঘ. ২০০৫
৭. ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার?
ক. প্রায় ২০১৫ কিমি
খ. প্রায় ৩৭১৫ কিমি
গ. প্রায় ৫০০০ কিমি
ঘ. প্রায় ৭০১৫ কিমি
৮. বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ১,৫৫,৫৭০
খ. ১,৫৭,৫৬০
গ. ১,৪৭,৫৭০
ঘ. ১,৬৭,৫৭০
৯. বাংলাদেশের মান সময় গ্রীনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী?
ক. ৪ ঘন্টা
খ. ৫ ঘন্টা
গ. ৬ ঘন্টা
ঘ. ৭ ঘন্টা
১০. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. রাঙ্গামাটি
১১. বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে-
ক. টেকনাফ
খ. মহেশখালী
গ. মংলা
ঘ. ভোলা সদর
১২. বিয়ানিবাজার গ্যাসফিন্ড কোথায়?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. কুমিল্লা
১৩. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা-
ক. তেতুঁলিয়া
খ. দিনাজপুর
গ. পঞ্চগড়
ঘ. ঠাকুরগাঁও
১৪. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
ক. বিষুবরেখা
খ. কর্কটক্রান্তি রেখ
গ. মকরক্রান্তি রেখা
ঘ. সুমেরুবৃত্ত
১৫. সুন্দরবনের মোট আয়তন কত?
ক. ৫১২৫ বর্গ কি.মি
খ. ৪২২৮ বর্গ কি. মি.
গ. ৬৪৫০ বর্গ কি. মি.
ঘ. ৫৫৭৫ বর্গ কি. মি.
১৬. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
ক. খুলনা
খ. সাতক্ষীরা
গ. বাগেরহাট
ঘ.ঝালকাঠি
১৭. কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত?
ক. নীলফামারি
খ. কুড়িগ্রাম
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
১৮. বাংলাদেশের সর্ব পশ্চিমে অবস্থিত জেলা-
ক. ঠাকুরগাঁও
খ. পঞ্চগড়
গ. চাঁপাইনবাবগঞ্জ
ঘ. সাতক্ষীরা
১৯. বাংলাদেশের উপর কোন রেখা অতিক্রম করেছে?
ক. মকরক্রান্তি রেখা
খ. ৯০ পূর্ব দ্রাঘিমা রেখা
গ. বিষুব রেখা
ঘ. উপরের কোনটিই নয়
২০. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্ত অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর
২১. এখন পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২২. কেন সংস্থা সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
ক. ইউনিসেফ
খ. ইউএনডিপি
গ. বিশ্বব্যাংক
ঘ. ইউনেস্কো
২৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৪. টেকনাফ ও তেতুঁলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?
ক. বান্দরবান ও নীলফামারি
খ. কক্সবাজার ও দিনাজপুর
গ. চট্টগ্রাম ও কুড়িগ্রাম
ঘ. কক্সবাজার ও পঞ্চগড়
২৫. বাংলাদেশের স্থল সীমা কত?
ক. ৪,৪২৭ কি. মি.
খ. ৫,০০০ কি. মি.
গ. ৫,০২৭ কি. মি.
ঘ. ৪,২০০ কি. মি.
২৬. বর্তমান কুমিল্লা এক সময়ে ভারতের কোন জেলার অংশ ছিল?
ক. মেঘলায়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. নদীয়া
২৭. কোথায় বাংলাদেশে, ভারত ও মায়নমারের সীমান্ত পরস্পরকে ছূঁয়েছে?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. চট্টগ্রাম
২৮. দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তগত?
ক. লালমনিরহাট
খ. রংপুর
গ. কুষ্টিয়া
ঘ. কুড়িগ্রাম
২৯. চলন বিল কোথায় অবস্থিত?
ক. রাজশাহী জেলায়
খ. নওগাঁ জেলায়
গ. পাবনা ও নাটোর জেলায়
ঘ. নাটোর ও নওগাঁ জেলায়
৩০. সুন্দরবনের মোট আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ২০০৭ বর্গ কিমি
খ. ৫৭৪৭ বর্গ কিমি
গ. ৬৭৬৭ বর্গ কিমি
ঘ. ৪১২৭ বর্গ কিমি
৩১. সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত?
ক. মেঘালয়
খ. আসাম
গ. নাগাল্যান্ড
ঘ. মণিপুর
৩২. বাংলাদেশের পাহাড়ী এলাকার গড় উচ্চতা কত?
ক. ২০০০ ফুট
খ. ২০৫০ ফুট
গ. ৩০০০ ফুট
ঘ. ১৫০০ ফুট
৩৩. ক’টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
ক. ৪টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ১টি
৩৪. আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক. মেহেরপুর
খ. বগুড়া
গ. রাঙ্গামাটি
ঘ. নারায়ণগঞ্জ
৩৫. ভারতের ভিতর বাংলাদেশের কতগুলো ছিটমহল আছে?
ক. ৯৫টি
খ. ৯টি
গ. ৫১টি
ঘ. ৮০টি
৩৬. প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করছে-
ক. ওয়ার্ল্ড ব্যাংক
খ. সিডা
গ. এডিবি
ঘ. জাইকা
৩৭. বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত-
ক. বৃহত্তর ঢাকায়
খ. পটুয়াখালীতে
গ. বৃহত্তর ময়মনসিংহে
ঘ. দিনাজপুরে
৩৮. বাংলাদেশের সবচেয়ে কম লোক বাস করে-
ক. রাঙামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. ময়মনসিংহ
৩৯. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ২.৩%
খ. ১.৬%
গ. ১.৪৮%
ঘ. ২.০%
সঠিক উত্তর: অর্থনৈতিক সমীক্ষা ২০১১ অনুযায়ী
৪০. বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
ক. কুতুবদিয়া
খ. সেন্টমার্টিন
গ. সন্দ্বীপ
ঘ. মহেশখালী
৪১. বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটম্যান্ট প্লান্ট স্থাপন করা হয়?
ক. সাতক্ষীরা
খ. মেহেরপুর
গ. রাজশাহী
ঘ. টুঙ্গিপাড়া
৪২. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে?
ক. কক্সবাজার
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. রাঙ্গামাটি
৪৩. বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ-
ক. সিলেট বিভাগ
খ. বরিশাল বিভাগ
গ. রাজশাহী বিভাগ
ঘ. খুলনা বিভাগ
৪৪. ভারতের ছিটমহল নেই-
ক. লালমনিরহাটে
খ. রংপুরে
গ. কুড়িগ্রামে
ঘ. নীলফামারীতে
৪৫. ‘সিডর’ শব্দের অর্থ-
ক. চোখ
খ. বন্যা
গ. ঝড়
ঘ. মুখ
৪৬. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক. হাতিয়া
খ. কুতুবদিয়া
গ. সেন্টমার্টিন
ঘ. ভোলা
৪৭. বাংলাদেশের কোন জেলা সম্প্রতি রেল যোগাযোগের আওতায় এসেছে-
ক. গাজীপুর
খ. পাবনা
গ. টাংগাইল
ঘ. পিরোজপুর
৪৮. ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার?
ক. প্রায় ২০১৫ কিলোমিটার
খ. প্রায় ৩৭১৫ কিলোমিটার
গ. প্রায় ৫০০০ কিলোমিটার
ঘ. প্রায় ৭০১৫ কিলোমিটার
৪৯. বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ১,৫৫,৫৭০ বর্গ কি:মি:
খ. ১,৫৭,৫৬০ কি:মি:
গ. ১,৪৭,৫৭০ বর্গ কি:মি:
ঘ. ১,৬৭,৫৭০ বর্গ কি:মি:
৫০. বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রা
গ. পঞ্চগড়
ঘ. দিনাজপুর
৫১. বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি?
ক. টেকনাফ
খ. মহেশখালী
গ. মংলা
ঘ. ভোলা সদর
৫২. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়জেলা কোনটি?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. রাঙ্গামাটি
৫৩. বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. বরিশাল
৫৪. কোন জেলায় রৌমারী ও বড়াইবাড়ী সীমান্ত অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
৫৫. ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের পাশে অবস্থিত নয়?
ক. মিজোরাম
খ. ত্রিপুর
গ. আসাম
ঘ. মনিপুর
৫৬. বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য কতটি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি
৫৭. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা রাত্রি সমান থাকে?
ক. ২২ ডিসেম্বর
খ. ২২ জুন
গ. ২১ মার্চ
ঘ. কোনটিই নয়
৫৮. বাংলাদেশের মান সময় গ্রীনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী?
ক. ৪ ঘন্টা
খ. ৫ ঘন্টা
গ. ৬ ঘন্টা
ঘ. ৭ ঘন্টা
৫৯. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
ক. বিষুবরেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. সুমেরুরেখা
৬০. SPARSO- প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. বন ও পরিবেশ
খ. বিজ্ঞান ও প্রযুক্তি
গ. প্রতিরক্ষা
ঘ. শিক্ষা
৬১. যে-নদীর পূর্ব নাম দোলাই-
ক. যমুনা
খ. পদ্মা
গ. বুড়িগঙ্গা
ঘ. সুরমা
৬২. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে-
ক. বারাক, তুইভাই
খ. সুরমা, কুশিয়ারা
গ. খোয়াই, কুশিয়ারা
ঘ. সুরমা, বারাক
৬৩. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনু পোনা সংগ্রহ করা হয়?
ক. হালদা
খ. তিস্তা
গ. তিতাস
ঘ. করতোয়া
৬৪. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল-
ক. তিব্বতের মানস সরোবর হ্রদ
খ. লামার মইভার পর্বত
গ. আসামের লুসাইপাহাড়ের সংলহ
ঘ. সিকিমের পার্বত্য অঞ্চল
৬৫. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে-
ক. মাতামুহুরী
খ. নাফ
গ. কর্ণফুলী
ঘ. সাঙ্গু
৬৬. বাংলাদেশের দীর্ঘতম নদী-
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. ব্রহ্মপুত্র
৬৭. কোন দেশ দ্বারা গৃহীত নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ করেছে?
ক. নেপাল
খ. ভূটান
গ. ভারত
ঘ. মায়ানমার
৬৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ক. ভৈরব
খ. চাঁদপুর
গ. দেওয়ানগঞ্জ
ঘ. আজমিরিগঞ্জ
৬৯. বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি?
ক. কর্ণফুলি
খ. সুরমা
গ. সাঙ্গু
ঘ. নাফ
৭০. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
ক. মেঘনা
খ. পদ্মা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
৭১. মাওয়া ফেরীঘাট কোন নদীর তীরে অবস্থিত?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. পদ্মা
৭২. চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
ক. পদ্মা
খ. আত্রাই
গ. পুনর্ভবা
ঘ. মহানন্দা
৭৩. পদ্মা নদী কোন স্থানে মেঘনার সাথে মিলিত হয়?
ক. গোয়ালন্দ
খ. ভৈরব
গ. চাঁদপুর
ঘ. দেওয়ানগঞ্জ
৭৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. পুনর্ভবা
খ. আত্রাই
গ. করতোয়া
ঘ. কোনটাই নয়
৭৫. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
ক. গড়াই
খ. কপোতাক্ষ নদ
গ. রূপসা
ঘ. মধুমতি
►► আরো দেখো: নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২, যা জানতেই হবে
►► আরো দেখো: কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় (খরচসহ)
প্রিয় পরীক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি আরো জোরদার করো। অল্প সময়ে তোমরা যাতে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো সেই লক্ষ্যে আমরা কোর্সটিকায় বেশকিছু সাজেশন শেয়ার করেছি। যা তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। আজকের এই প্রশ্নের উত্তরগুলো এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নাও।
আমরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমাদের ওয়েবসাইট Courstika তে প্রকাশ করে থাকি। আর সেখান থেকে তোমার প্রয়োজনীয় সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান্স উত্তরসহ PDF ফাইল ডাউনলোড করে নিতে পারো। আর তাও সম্পূর্ণ বিনামূল্যে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post