জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিষয় কোড: ২৪১৯১৫।
বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. বিশ্বায়নকে Global Village বলেছেন কে?
উত্তর : বিশ্বায়নকে Global Village বলেছেন মার্শাল ম্যাকলুহান।
২. ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক হ্যান্স জে মর্গেন্ধু।
৩. বিশ্বায়নকে ‘The Global Village’ বলেছেন কে?
উত্তর : বিশ্বায়নকে Global Village বলেছেন মার্শাল ম্যাকমুহান।
৪. স্নায়ুযুদ্ধ কী?
উত্তর : দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠায় রাজনৈতিক মতাদর্শিক লড়াই যখন চরম উত্তেজনা সৃষ্টি করে, তাই স্নায়ুযুদ্ধ নামে পরিচিত।
৫. নব্য উপনিবেশবাদ কী?
উত্তর : বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে শক্তির দ্বারা স্বাধীনতা প্রাপ্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার নামই নব্য উপনিবেশবাদ।
৬. বাফার স্টেট কী?
উত্তর : দুটি বিবদমান বৃহৎ রাষ্ট্রের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ ক্ষুদ্ররাষ্ট্র যা সরাসরি সংঘর্ষের বাধাস্বরূপ তাই বাফার স্টেট।
৭. একটি বাফার স্টেটের নাম লেখ।
উত্তর : একটি বাফার স্টেটের নাম বেলজিয়াম।
৮. UNCTAD এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : UNCTAD এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে।
৯. ফোর ড্রাগন কারা?
উত্তর : হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে একত্রে ফোর ড্রাগন বলে।
১০. বিশ্বায়নের কারিগর বলা হয় কোন সংগঠনকে?
উত্তর : বিশ্বায়নের কারিগর বলা হয় WTO কে।
১১. বিশ্বায়ন বিকাশে কোন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বেশি?
উত্তর : বিশ্বায়ন বিকাশে বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা বেশি।
১২. বিশ্বব্যাংক এর কার্যনির্বাহী সদস্য কতজন?
উত্তর : বিশ্বব্যাংকের কার্যনির্বাহী সদস্য ২৪ জন।
১৩. OIC এর পূর্ণরূপ কী?
উত্তর : OIC এর পূর্ণরূপ— Organization of Islamic Cooperation.
১৪. ADB এর পূর্ণরূপ কী?
উত্তর : ADB এর পূর্ণরূপ হলো Asian Development Bank.
১৫. ADB এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ADB এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন।
১৬. গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত?
উত্তর : গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল ১৯৮৬ থেকে ১৯৯৩।
১৭. OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : OIC এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত।
১৮. BIMSTEC এর পূর্ণরূপ কী?
উত্তর : BIMSTEC এর পূর্ণরূপ — Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
১৯. বিমসটেকের সদর দপ্তর কোথায়?
উত্তর : বিমসটেকের সদর দপ্তর ঢাকায়।
২০. NAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর : NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement.
২১. LDC এর পূর্ণরূপ কী?
উত্তর : LDC এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
২২. GATT এর পূর্ণরূপ কী?
উত্তর : GATT এর পূর্ণরূপ — General Agreement on Tariffs and Trade.
২৩. IBRD এর পূর্ণরূপ কী?
উত্তর : IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
২৪. IMF এর পূর্ণরূপ কী?
উত্তর : IMF এর পূর্ণরূপ হলো International Monetary Fund.
২৫. ন্যাটো (NATO) এর পূর্ণরূপ কী?
উত্তর : ন্যাটো (NATO) এর পূর্ণরূপ — North Atlantic Treaty Organization.
২৬. TICFA কী?
উত্তর : TICFA (টিকফা) হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত একটি চুক্তি।
২৭. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
২৮. বাংলাদেশে অবস্থিত দুটি বহুজাতিক কোম্পানির নাম লেখ।
উত্তর : বাংলাদেশে অবস্থিত দুটি বহুজাতিক কোম্পানির নাম হলো গ্রামীণ ফোন ও বাটা।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. স্নায়ুযুদ্ধ বলতে কী বুঝায়?
২. নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য কী?
অথবা, সাম্রাজ্যবাদ ও নয়া ঔপনিবেশবাদের মধ্যে পার্থক্য কী ?
৩. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলতে কী বুঝ?
৪. পুঁজিবাদের চারটি বৈশিষ্ট্য লেখ।
৫. মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কী বুঝায়?
৬. নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কী?
৭. বিশ্বায়নের বৈশিষ্ট্য সম্পর্কে লেখ।
অথবা, বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য লেখ।
৮. পুঁজিবাদী বিশ্বায়ন কী?
৯. আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কী বুঝ?
১০. GATT প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা কর।
১১. WTO প্রতিষ্ঠার পটভূমি লেখ।
১২. বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি লেখ।
১৩. উত্তর-দক্ষিণ সংলাপ কী?
১৪. বিশ্বব্যাংকের গঠন আলোচনা কর।
১৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কী কী?
১৬. এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
১৭. এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জসমূহ কী?
১৮. বহুজাতিক সংস্থা কী?
১৯. বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যসমূহ কী?
অথবা, বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যসমূহ লেখ।
২০. সম্প্রতি জ্বালানি তেলের মূল্যহ্রাসের কারণ ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. নব্য উপনিবেশবাদ কী? তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রভাব বর্ণনা কর।
২. নয়া অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের মূল্যায়ন কর।
৩. বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর।
অথবা, বিশ্বায়নের সুফল ও কুফল প্রভাব বর্ণনা কর।
৪. বিশ্বায়ন কী? বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা কর।
৫. বিশ্বায়ন কী? তথ্যপ্রযুক্তির বিকাশ কীভাবে বিশ্বায়নকে ত্বরান্বিত করছে ব্যাখ্যা কর।
৬. বিশ্ব বাণিজ্য সংস্থা কী? বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি আলোচনা কর।
অথবা, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি আলোচনা কর।
৭. বিশ্বব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
৮. তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা আলোচনা কর।
অথবা, অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা আলোচনা কর।
৯. ‘বিশ্বব্যাংক সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করে’ -ব্যাখ্যা কর।
অথবা, ‘বিশ্বব্যাংক সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ রক্ষা করে।’ — ব্যাখ্যা কর।
১০. এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
১১. সার্কের সফলতা ও ব্যর্থতা আলোচনা কর।
১২. দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা কর।
১৩. বর্তমান বিশ্ব ব্যবস্থায় ন্যাটোর প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
১৪. বিমসটেকের কার্যাবলি মূল্যায়ন কর।
১৫. বর্তমান আঞ্চলিকতার প্রেক্ষাপটে BIMSTEC কে মূল্যায়ন কর।
১৬. বহুজাতিক সংস্থা কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৭. বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের করণীয় পদক্ষেপগুলো আলোচনা কর।
১৮. স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. MFA কী? উন্নত বিশ্ব মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট দ্বারা কীভাবে পোশাক শিল্প নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
২০. বিশ্ব পরিবেশ বিপর্যয়ের জন্য কোন দেশগুলো দায়ী এবং কীভাবে?
আরো দেখো : রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post