অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করবো। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই, পরীক্ষায় ভালো করতে চাইলে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন গুলো চর্চা করা হতে পারে উত্তর পন্থা।
কোর্সটিকায় আজকে বিশ্ব সভ্যতার ইতিহাস বিষয়ের উপর সাজেশন দেওয়া হয়েছে। বিশ্ব সভ্যতার ইতিহাস বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৬১৩। এখানে, ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়ই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে তোমরা পেয়ে যাচ্ছো কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বই হতে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Civilization’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Civilization’ এর বাংলা অর্থ সভ্যতা।
২. Civitas শব্দের অর্থ কী?
উত্তর: Civitas শব্দের অর্থ নাগরিক।
৩. সংস্কৃতি কী?
উত্তর: মানুষ দৈনন্দিন জীবনে তার অস্তিত্ব রক্ষার তাগিদে যা কিছু করে, তাই হচ্ছে সংস্কৃতি।
৪. নদীতীরবর্তী তিনটি সভ্যতার নাম লেখ।
অথবা, নদীভিত্তিক তিনটি সভ্যতার নাম লেখ।
উত্তর: নদীতীরবর্তী তিনটি সভ্যতার নাম হলো- ১. মিসরীয় সভ্যতা, ২. সিন্ধু সভ্যতা ও ৩. মেসোপটেমীয় সভ্যতা।
৫. প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা হলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক আরনল্ড যোশেফ টয়েনবি।
৬. ‘কিউনিফরম’ কী?
উত্তর: সুমেরীয় সভ্যতায় উদ্ভাবিত লিখনপদ্ধতি হলো ‘কিউনিফরম’।
৭. পিরামিড কী?
উত্তর: মিসরীয় সভ্যতায় ফারাওগণের মৃত্যুর পরে আত্মা ও দেহ সুরক্ষিত করার জন্য মমি অবস্থায় বিশাল সমাধিসৌধে সমাহিত করা হতো যা পিরামিড নামে পরিচিত।
৮. মমি কী?
উত্তর: মমি মূলত উন্নত ধরনের ঔষধের সাহায্যে মৃতদেহকে সংরক্ষণের ব্যবস্থা।
৯. মিসরীয় রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: মিসরীয় রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয় রাজা মেনেসকে।
১০. প্রাচীন মিসরীয় শাসকদের কী বলা হতো?
উত্তর: প্রাচীন মিসরীয় শাসকদের ফারাও বলা হতো।
১১. ক্লিওপেট্রা কোন দেশের সম্রাজ্ঞী ছিলেন?
উত্তর: ক্লিওপেট্রা মিসরের সম্রাজ্ঞী ছিলেন।
১২. হায়ারোগ্লিফিক কী?
উত্তর: হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিসরীয় চিত্রভিত্তিক লিখনপদ্ধতি।
১৩. প্রাচীন মিসরীয়দের বর্ণমালার নাম কী ছিল?
উত্তর: প্রাচীন মিসরীয়দের বর্ণমালার নাম ছিল হায়ারোগ্লিফিক লিপি।
১৪. স্ফিংস কী?
উত্তর: স্ফিংস হলো প্রাচীন মিসরীয় সভ্যতায় মানুষের মাথা ও সিংহের দেহের সমন্বয়ে তৈরি পাথরের ভাস্কর্য।
১৫. মেসোপটেমীয়া শব্দের অর্থ কী?
উত্তর: মেসোপটেমীয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি বা স্থান।
১৬. মেসোপটেমীয়ার বর্তমান নাম কী?
উত্তর: মেসোপটেমীয়ার বর্তমান নাম ইরাক।
১৭. কিউনিফর্ম কী?
উত্তর: সুমেরীয় সভ্যতায় উদ্ভাবিত লিখনপদ্ধতি হলো কিউনিফর্ম।
১৮. ভুঙ্গি কে ছিলেন?
উত্তর: ডুঙ্গি ছিলেন সুমেরীয় রাজা।
১৯. হাম্মুরাবি কে ছিলেন?
উত্তর: হাম্বুরাবি ছিলেন ব্যাবিলনের দুর্ধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলক।
২০. হাম্মুরাবি আইনের মোট ধারা কয়টি?
উত্তর: হাম্মুরাবি আইনের মোট ধারা ২৮২টি।
২১. এসেরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: এসেরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম আসুর উবলিতকে।
২২. ক্যালডীয়দের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন?
উত্তর: ক্যালডীয়দের সবচেয়ে প্রসিদ্ধ রাজা নেবুচাদনেজার ছিলেন।
২৩ . ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: ব্যাবিলনের শূন্য উদ্যান নেবুচাদনেজার নির্মাণ করেন।
২৪. পারস্যের বর্তমান নাম কী?
উত্তর: পারস্যের বর্তমান নাম ইরান।
২৫. পারসিয়ানদের ধর্মের নাম কী?
উত্তর: পারসিয়ানদের ধর্মের নাম জরথুস্ত্রবাদ।
২৬. জরথুস্ত্রবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: জরথুস্ত্রবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ‘জেন্দাবেস্তা’।
২৭. স্পার্টা শব্দের অর্থ কী?
উত্তর: স্পার্টা শব্দের অর্থ কর্ষিত ভূমি।
২৮. হোমার কে ছিলেন?
উত্তর: হোমার ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত কবি।
২৯. হোমারিক যুগ কী?
উত্তর: গ্রিক ইতিহাসে মহাকবি হোমারের সময়ে সাহিত্যের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়, আর এসময়কালকে হোমারিক যুগ বলা হয়।
৩০. হোমারের দুটি বিখ্যাত মহাকাব্যের নাম লেখ।
উত্তর: হোমারের দুটি বিখ্যাত মহাকাব্যের নাম ইলিয়ড ও ওডিসি।
৩১. ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস।
৩২. হেরোডোটাস কে ছিলেন?
উত্তর: হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক।
৩৩. ত্রিকোণমিতির জনক বলা হয় কাকে?
উত্তর: হিপার্কার্সকে ত্রিকোণমিতির জনক বলা হয়।
৩৪. জ্যামিতির জনক কাকে বলা হয়?
উত্তর: জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে।
৩৫. রিপাবলিক গ্রন্থটি কার রচিত?
উত্তর: রিপাবলিক গ্রন্থটি প্লেটোর রচিত।
৩৬. সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে?
অথবা, কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়?
উত্তর: সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে।
৩৭. কোন নদীকে ‘চীনের দুঃখ’ বলা হয়?
উত্তর: হোয়াংহো নদীকে ‘চীনের দুঃখ’ বলা হয়।
৩৮. হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর: হিউয়েন সাং ছিলেন একজন চৈনিক পরিব্রাজক।
৩৯. জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর: জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট।
৪০. প্লেবিয়ান কারা?
উত্তর: প্লেবিয়ান হলো রোমান সভ্যতার ক্ষুদ্র কৃষক, কারিপর, বণিক প্রভৃতি শ্রেণি।
৪১. রোমান আইন সংকলন করেন কে?
উত্তর: রোমান আইন সংকলন করেন সম্রাট জাস্টিনিয়ান।
৪২. ‘History of Rome’ কে রচনা করেন?
উত্তর: ‘History of Rome’ ঐতিহাসিক লিভি রচনা করেন।
৪৩. বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন?
অথবা, প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
অথবা, প্রাচীন বাংলার সার্বভৌম রাজা কে?
উত্তর: বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক।
৪৪. কুবলাই খান কে ছিলেন?
উত্তর: কুবলাই খান ছিলেন টুলিখানের পুত্র ও মোঙ্গল শাসক।
৪৫. জাপানের অভিজাত পরিবারের নাম কী ছিল?
উত্তর: জাপানের অভিজাত পরিবারের নাম ছিল মিনামাতো।
৪৬. জাপানিদের প্রথম রাজধানীর নাম কী?
উত্তর: জাপানিদের প্রথম রাজধানীর নাম হলো নারা।
৪৭. বৌদ্ধধর্ম প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বৌদ্ধধর্ম প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ।
৪৮. আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
৪৯. খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি কী?
উত্তর: খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি পোপ।
৫০. জেরিকো শহর কোথায় অবস্থিত?
উত্তর: জেরিকো শহর জেরুজালেমে অবস্থিত
৫১. ক্রুসেড অর্থ কী?
উত্তর: ক্রুসেড অর্থ হলো ধর্মযুদ্ধ।
৫২. ক্রুসেড আহ্বান করেন কে?
উত্তর: ক্রুসেড আহ্বান করেন পোপ দ্বিতীয় আরবান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সভ্যতার উপাদানগুলো কী?
অথবা, সভ্যতার উপাদানগুলো লেখ।
২. প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে যা জান লেখ।
অথবা, পুরোপলীয় যুগ বলতে কী বুঝ?
৩. নবোপলীয় যুগ বলতে কী বুঝ?
অথবা, নবোপলীয় যুগ কাকে বলে?
৪. মিসরকে নীলনদের দান বলার কারণ কী? সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মিসরকে নীলনদের দান বলা হয় কেন?
৫. মিসরীয়দের লিখনপদ্ধতির ধারণা দাও।
অথবা, হায়ারোগ্লিফিক কী?
৬. প্রাচীন মিসরীয়রা কেন পিরামিড নির্মাণ করতো?
অথবা, মিসরীয়রা কী কারণে পিরামিড নির্মাণ করেছিল?
৭. মেসোপটেমীয় সভ্যতা বলতে কী বুঝ?
অথবা, মেসোপটেমীয় সভ্যতার পরিচয় দাও।
৮. মেসোপটেমীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান আলোচনা কর।
অথবা, মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
৯. আক্কাদীয় সভ্যতা সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, আক্কাদীয়দের পরিচিতি তুলে ধর।
১০. প্রথম সারগনের পরিচয় দাও।
অথবা, প্রথম সারগন কে ছিলেন?
১১. হাম্বুরাবির আইনসংহিতা সম্পর্কে লেখ।
অথবা, হাস্যরাবির আইনসংহিতা সম্পর্কে আলোচনা কর।
১২. এসেরীয়দের সামরিকবাদ বলতে কী বুঝ?
অথবা, এসেরীয়দের সামরিকবাদ সম্পর্কে লেখ।
১৩. ক্যালডীয় সভ্যতার বর্ণনা দাও।
১৪. সেমেটিকদের পরিচয় দাও।
১৫. হিব্র জাতির উৎপত্তির ইতিহাস সংক্ষেপে আলোচনা কর।
অথবা, কীভাবে হিব্রুদের উৎপত্তি ঘটে?
১৬. জরথুস্ত্রবাদ কী?
অথবা, জরথুস্ত্রবাদ বলতে কী বুঝ?
১৭. কোন অঞ্চলকে মানব সভ্যতার সূতিকাগার বলা হয়?
১৮. গ্রিক নগররাষ্ট্রের পতনের কারণগুলো সংক্ষেপে উল্লেখ কর।
১৯. হেরোডোটাসের পরিচয় দাও।
অথবা, হেরোডোটাস কে ছিলেন?
২০. এরিস্টটলের পরিচয় দাও।
অথবা, এরিস্টটল কে ছিলেন?
২১. সফিস্ট কারা?
অথবা, সফিস্টদের পরিচয় দাও।
২২. সংক্ষেপে আলেকজান্ডারের প্রাচীন নিকটপ্রাচ্য বিজয়ের বিবরণ দাও।
২৩. কনফুসিয়াস কে ছিলেন?
অথবা, কনফুসিয়াসের পরিচয় দাও।
২৪. কনফুসিয়াস মতবাদ বা দর্শন ব্যাখ্যা কর।
অথবা, কনফুসিয়াসের মতবাদ সম্পর্কে ধারণা দাও।
২৫. সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলার কারণ কী?
অথবা, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন?
২৬. শশাঙ্কের পরিচয় দাও।
অথবা, শশাঙ্ক কে ছিলেন?
২৭. গৌড় রাজ্যের পরিচয় দাও।
অথবা, গৌড়ের পরিচয় দাও।
২৮. মোঙ্গলদের পরিচয় দাও।
অথবা, মোঙ্গল কারা?
২৯. মধ্যযুগ কাকে বলে?
অথবা, মধ্যযুগ বলতে কী বুঝ?
৩০. মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
অথবা, কোন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মধ্যযুগকে অন্য যুগ হতে বিভাজন করা যায়? সংক্ষেপে লেখ।
৩১. সামন্ততন্ত্র কী?
অথবা, সামন্তপ্রথা বলতে কী বুঝ?
৩২. সামন্তপ্রথা পতনের কারণব্যাখ্যা কর।
অথবা, সামন্ততন্ত্রের পতনের কারণগুলো সংক্ষেপে লেখ।
৩৩. রেনেসাঁ সম্বন্দ্বে একটি টীকা লেখ।
অথবা, রেনেসাঁ কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সভ্যতা বলতে কী বুঝ? নদীতীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, সভ্যতার সংজ্ঞা দাও? নদীতীরবর্তী সভ্যতাগুলোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. মিসরীয় সভ্যতার উন্নয়নে ধর্মের প্রভাব নিরূপণ কর।
অথবা, মিসরীয় সভ্যতায় ধর্মের প্রভাব আলোচনা কর।
৩. পশ্চিম এশিয়ায় সভ্যতার অভ্যুদয়ের কারণগুলো বিশ্লেষণ কর।
৪. উর্বর ক্ষীণচন্দ্রের দেশ বলতে কী বুঝায়? একে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
অথবা, উর্বর অর্ধচন্দ্রের দেশ কোনটি? একে সভ্যতার লীলাভূমি বলার কারণ ব্যাখ্যা কর।
৫. সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অথবা, সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা কর।
৬. আক্কাদীয়দের উত্থান ও পতন আলোচনা কর।
অথবা, আক্কাদীয়দের উত্থান ও পতন সম্পর্কে বিস্তারিত লেখ।
৭. হাম্মুরাবির আইনের বিশেষ উল্লেখপূর্বক ব্যাবিলনীয় সভ্যতার বিবরণ দাও।
অথবা, হাম্মুরাবির আইনের উল্লেখপূর্বক ব্যাবিলনীয় সভ্যতা আলোচনা কর।
৮. মানব সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান পর্যালোচনা কর।
অথবা, সংক্ষেপে মানব সভ্যতায় প্রাচীন ব্যাবিলনীয়দের অবদান মূল্যায়ন কর।
৯. বিশ্ব সভ্যতায় ক্যালডীয় সভ্যতার অবদান আলোচনা কর।
অথবা, ক্যালডীয় সভ্যতার পরিচয় দাও।
১০. হিব্রু কারা? সভ্যতায় তাদের অবদান আলোচনা কর।
অথবা, হিব্রুদের পরিচয় দাও। সভ্যতায় তাদের অবদান মূল্যায়ন কর।
১১. হিব্র জাতির উৎপত্তি ও ধর্মের বিকাশ ব্যাখ্যা কর।
অথবা, হিব্র জাতির উৎপত্তি ও ধর্মের বিকাশ সম্পর্কে আলোচনা কর।
১২. দর্শন ও বিজ্ঞানে গ্রিকদের অবদান আলোচনা কর।
অথবা, দর্শন ও বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকরা কীভাবে ভূমিকা রেখেছিল?
১৩. বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকরা কীভাবে ভূমিকা রেখেছেন? আলোচনা কর।
অথবা, বিজ্ঞানের উন্নয়নে গ্রিকদের ভূমিকা মূল্যায়ন কর।
১৪. প্রাচীন গ্রিসে কীভাবে গণতন্ত্র বিকাশ লাভ করে? পর্যালোচনা কর।
অথবা, প্রাচীন গ্রিসে গণতন্ত্রের বিকাশ লাভ সম্পর্কে আলোচনা কর।
১৫. মাইসেনীয় সভ্যতার বিবরণ দাও।
অথবা, মাইসেনীয় সভ্যতার পরিচয় দাও।
১৬. সিন্ধু সভ্যতার সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত লেখ।
১৭. সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও।
অথবা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর।
১৮. রোমানদের আইনের বৈশিষ্ট্য এবং বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।
১৯. বিশ্ব সভ্যতায় রোমানদের অবদান আলোচনা কর।
অথবা, মানবসভ্যতায় রোমানদের অবদান মূল্যায়ন কর।
২০. রোমান সাম্রাজ্যের পতনের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা কর।
২১. গৌতম বুদ্ধের জীবনী ও শিক্ষা সম্পর্কে আলোচনা কর।
২২. মধ্যযুগ কাকে বলে? মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অথবা, মধ্যযুগ বলতে কী বুঝ? এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।
২৩. মঠ প্রথার উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
অথবা, মঠতন্ত্রের উৎপত্তি হয়েছিল কীভাবে? এর বিকাশ বর্ণনা কর।
২৪. ক্রুসেড বলতে কী বুঝায়? ক্রুসেডের কারণসমূহ আলোচনা কর।
অথবা, ক্রুসেডের কারণসমূহ উল্লেখ কর।
২৫. ক্রুসেড কী? সভ্যতার ইতিহাসে এর প্রভাব বিশ্লেষণ কর।
অথবা, ক্রুসেডের সংজ্ঞা দাও। সভ্যতায় ক্রুসেডের প্রভাব আলোচনা কর।
২৬. মধ্যযুগে ইউরোপে শহরের উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, মধ্যযুগে ইউরোপে নগর সভ্যতা গড়ে ওঠার কারণসমূহ বর্ণনা কর।
২৭. মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা কর।
২৮. পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, মধ্যযুগীয় ইউরোপে পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
২৯. মধ্যযুগে পোপতন্ত্র বিকাশের কারণসমূহ আলোচনা কর।
অথবা, পোপতন্ত্রের বিকাশের কারণগুলো বর্ণনা কর।
উপরে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনে কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রশ্ন-উত্তর উভয়ই দেওয়ার। বই হতে তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post