বৈশাখী মেলা আমাদের বাঙালিয়ানার চিরচেনা ঐতিহ্য। বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল অংশে এমন সাংস্কৃতিক বিষয় নিয়ে দিনলিপি লিখন শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক এবং নম্বর তোলার দারুণ সুযোগ। বৈশাখী মেলা দিনলিপি লিখন লিখতে হলে প্রয়োজন বিষয়বস্তুর সঠিক উপস্থাপন, ভাষার সাবলীলতা এবং অনুভবের গভীরতা।
তাই শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে কোর্সটিকায় আমরা উপস্থাপন করেছি এই বিষয়ে সাজানো প্রশ্ন ও নমুনা উত্তর। নিয়মিত চর্চা এবং উপযুক্ত দিকনির্দেশনা অনুসরণ করলে দিনলিপি অংশে সহজেই ভালো ফল করা সম্ভব। প্রস্তুতি নাও আজ থেকেই—কোর্সটিকার পাশে থাকো।
বৈশাখী মেলা দিনলিপি লিখন
প্রশ্ন: ‘বৈশাখী মেলা’ শিরোনামে দিনলিপি
১০এপ্রিল, ২০২৫
ঘিওর, মানিকগঞ্জ।
বৈশাখ মেলা আমাকে খুব কাছে টানে। এর মধ্যে আমি যেন শেকড়ের সন্ধান পাই। আবহমান বাঙালি ঐতিহ্যের প্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। তাই আমি প্রতিবছরই ছুটে যাই আমার গ্রামে। আর মেলার জন্য মাটির ব্যাংকে টাকা জমাই। যা দিয়ে চাচাত ভাই বোনদের নিয়ে বেশ আনন্দে কাটানো যায়। এবার মেলার আগের দিন চলে এসেছি। আমাকে পেয়ে ওদের মনে খুশির বান এলো। কে কী করবে, কে কী কিনবে তাই নিয়ে হৈচৈ আর জল্পনা কল্পনা।
গল্পে গল্পে অনেক রাত হয়ে গেল। ঘুম থেকে উঠে সবাইকে ডেকে তুললাম। হুড়মুড় করে উঠে সবাই ঝটপট তৈরি হয়ে নিল। এক টেম্পোএ উঠে সবাই একসঙ্গে নামলাম মেলাস্থলে। শুরুতেই বাঁশিওয়ালার উদাস করা সুর। সৈকত বাজিয়ে দেখে একটা বাঁশি কিনল পছন্দ করে। তারপর নাগরদোলা, কেউ উঠল না। কারণ গত বছর কিসলু পড়ে গিয়েছিল। সামনেই মিষ্টির দোকান। গরম গরম জিলাপি আর রসগোল্লা খেল সবাই। ঐশী আর বাবলি চুড়ি কিনল হরেক রকম। মিন্টু আর রিন্টু কিনল মাটির ঘোড়া, হাতি, বউ আর মাটির ব্যাংক। তাপস পছন্দ করল মাটির চমৎকার একটা ফুলদানি।
ডানপাশে বাঁশ আর বেতের তৈরি নানা তৈজসপত্র সাজানো। বামপাশে লোহার তৈরি দা, কুড়াল, কোদাল, খুন্তি, কাঁচি ইত্যাদি ব্যবহারিক জিনিসপত্র বেচাকেনা হচ্ছে। আরও সামনে কাচের নানা রকম জিনিস সাজানো। পাশেই কাঠের তৈরি নানা সামগ্রী। এরপরে আছে শরবত আর ফলের দোকান। বেলুনের দোকানগুলো থেকে একগাদা নানা রঙের বেলুন কিনল মিন্টু রিন্টু। ক্ষুধা পেয়েছে। অথচ পরোটা মিষ্টি ছাড়া অন্য কিছু খাওয়ার উপায় নেই। তাই খেলাম সবাই। বেরিয়ে এসে লাঠিখেলা দেখলাম এক পর্ব। লটারি ধরলাম, কিন্তু পেলাম না। মন খারাপ হলো। দেখলাম বানরের নাচ। তারপর টেম্পোতে করে সোজা বাড়ি ফিরে এলাম।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনের প্রতীক। এই মেলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা দিনলিপি আকারে তুলে ধরলে লেখায় প্রাণ ও আবেগ যুক্ত হয়। শিক্ষার্থীরা “বৈশাখী মেলা দিনলিপি” লিখনের মাধ্যমে যেমন রচনাশৈলী রপ্ত করতে পারবে, তেমনি বাংলা সংস্কৃতির প্রতি তাদের অনুভব আরও গভীর হবে।
কোর্সটিকার এই উদ্যোগ শিক্ষার্থীদের পরীক্ষামুখী প্রস্তুতিতে যেমন সাহায্য করবে, তেমনি তাদের সৃজনশীল প্রকাশক্ষমতাও বাড়াবে। সাফল্যের পথে এগিয়ে যেতে আজ থেকেই দিনলিপি লিখনের অভ্যাস গড়ে তোলো—কোর্সটিকার সাথেই।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে বৈশাখী মেলা দিনলিপি লিখন লিখন আলোচনা করা হয়েছে। শতভাগ কমন পাওয়ার জন্য এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post