বোশেখ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ। ঋতুপরিক্রমায় বার বার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনও কখনও লণ্ডভণ্ড হয়ে যায় এক-একটা জনপদ। অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোন প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না।
বোশেখ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বন্যার্ত মানুষের জন্য ত্রাণের আয়োজন করা হয়। ত্রাণকমিটি খুবই কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখে। হতদরিদ্র রাসুর পরিবারে লোকসংখ্যা বেশি থাকায় দুইবার ত্রাণ নিতে এলে অনিয়মের দায়ে তার কার্ড বাতিল করা হয়। বরাদ্দের চেয়ে কম চাল দেয়ার প্রতিবাদ করলে রহম আলীকে বেদম প্রহার করে রিলিফ ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। এমন সময় যতীন্দ্রনাথ চক্রবর্তী ও শমসের আলী চৌধুরী এলে তাদের প্রত্যেককে এক মণ চাল, আধা মণ ডালসহ অন্য ত্রাণসামগ্রী নৌকায় পৌছে দিয়ে আসেন ত্রাণকমিটির প্রধান কর্তাব্যক্তি।
ক. ‘তিষ্ঠ’ কথার অর্থ কী?
খ. পবনের কাছে কবি মিনতি করেছেন কেন?
গ. উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণির সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি ‘বোশেখ’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকটি ‘বোশেখ’ কবিতার একটা খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ নয়’—যুক্তিসহ বুঝিয়ে লিখ।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. ‘তিষ্ঠ’ কথার অর্থ থামো।
খ. কবি পবনের কাছে মিনতি করেছেন, কারণ তিনি চান যে বৈশাখের বিধ্বংসী শক্তি শুধুমাত্র গরিবের ক্ষতি না করে, বরং ধনীদের নির্মমতাকেও প্রতিহত করুক। কবি লক্ষ্য করেন যে প্রকৃতির এই শক্তি গরিবদের ঘর, ভিটে, এবং জীবিকা ধ্বংস করে, কিন্তু ধনীদের প্রাসাদে কোন ক্ষতি ঘটে না। তাই কবি চান পবন, যার হাতে এমন শক্তি, গরিব ও ধনী সকলের প্রতি সমানভাবে কাজ করুক এবং শোষণকারী ধনীদের অট্টালিকা ধ্বংস করুক, যেন প্রকৃতি সকলের ওপর ন্যায্যভাবে প্রতিশোধ নেয়।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি ‘বোশেখ’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ দিকটি হলো দরিদ্রদের প্রতি সামাজিক অবিচার এবং শোষণের চিত্র।
উদ্দীপকে, ত্রাণ কমিটির আচরণে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে, দরিদ্রদের প্রতি বৈষম্যমূলক মনোভাব গ্রহণ করা হয়, যেমন রাসুর পরিবার ও রহম আলীকে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত করা হয়, অথচ ধনীদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হয় না। ত্রাণের এই অপ্রতুলতা ও অস্বচ্ছতার মধ্যে দরিদ্ররা তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হয়।
‘বোশেখ’ কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী শক্তির মাধ্যমে সমাজে চলমান এই বৈষম্যের চিত্র তুলে ধরেছেন। কবি আক্ষেপ করে প্রশ্ন করেন, কেন প্রকৃতির তাণ্ডব কেবল গরিবের জীবনেই আছড়ে পড়ে, আর ধনী, ক্ষমতাশালী মানুষদের ওপর এর কোনো প্রভাব পড়ে না? কবি সেখানে গরিবের দুর্দশা তুলে ধরে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, এবং ধনী শ্রেণির প্রতি তার ক্ষোভও স্পষ্ট।
দুই ক্ষেত্রেই, সমাজের শোষিত, অসহায় মানুষের প্রতি অবিচারের প্রতিবাদ এবং ক্ষমতার অপব্যবহারকে প্রকাশ করা হয়েছে। কবি যেমন বৈশাখের শক্তি দিয়ে ধনী শোষকদের নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়েছেন, তেমনি উদ্দীপকে দরিদ্রদের প্রতি ত্রাণ কমিটির পক্ষ থেকে হওয়া অবিচারও সমাজের অঙ্গীকারহীনতা এবং অন্যায় পরিস্থিতির প্রতিবাদ।
ঘ. ‘উদ্দীপকটি ‘বোশেখ’ কবিতার একটা খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ নয়’—এই মন্তব্যটি যথার্থ কারণ উদ্দীপকটি শুধু কবিতার একটি দিক বা খণ্ডাংশকে তুলে ধরেছে, যেখানে দরিদ্রদের প্রতি অবিচার ও শোষণ দেখানো হয়েছে। উদ্দীপকে ত্রাণ কমিটির দরিদ্রদের প্রতি নির্দয় আচরণ ও বৈষম্য ফুটে উঠেছে, যেমন রাসুর পরিবারকে ত্রাণ না দেওয়া এবং রহম আলীকে প্রহার করা। কিন্তু ‘বোশেখ’ কবিতার পুরো চিত্রটি আরও বিস্তৃত, যেখানে কবি শুধু দরিদ্রদের প্রতি অবিচার নয়, বরং পুরো সমাজের অবিচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
কবিতায় বৈশাখের বিধ্বংসী শক্তির মাধ্যমে কবি সমাজের শোষণ ও অশান্তির চিত্র তুলে ধরেছেন, যেখানে গরিবদের জীবন ধ্বংস হয়ে যায়, অথচ ধনীদের কোনো ক্ষতি হয় না। কবি বৈশাখের কাছে আবেদন করেছেন, যদি ধ্বংসই করতে হয়, তবে তা যেন শোষকদের উপরেই হানা দেয়। উদ্দীপকটি এই পুরো বিষয়টি দেখানোর পরিবর্তে শুধুমাত্র দরিদ্রদের প্রতি শোষণের একটি দিক দেখাচ্ছে। উদ্দীপকটি ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বর্ণনা করেছে, কিন্তু ‘বোশেখ’ কবিতা পুরো সামাজিক অবস্থা, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, যা উদ্দীপকের তুলনায় অনেক বড় এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে।
আরও দেখো— নবম দশম শ্রেণির বাংলা সকল গল্প-কবিতার প্রশ্ন ও উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে বোশেখ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post