তোমরা যারা ২০২৪ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো যে, তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রজনন শিল্প বলতে কী বোঝ?
উত্তর: যে শিল্পে উদ্ভিদ ও প্রাণীর, বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা হয় তাকে প্রজনন শিল্প বলে।
২. ব্যবসায় কী?
উত্তর: মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
৩. বাংলাদেশের কোন বন্দরকে Porto Grando বলা হতো?
উত্তর: বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে Porto Grando বলা হতো।
৪. মোবাইল ব্যাংকিং প্রচলন হয় কোন যুগে?
উত্তর: মোবাইল ব্যাংকিং প্রচলন হয় আধুনিক যুগে।
৫. ব্যবসায়কে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ব্যবসায়কে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে।
৬. কীভাবে ব্যবসায়ের উদ্ভব হয়?
উত্তর: অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে ব্যবসায়ের উদ্ভব হয়।
৭. শিল্প কী?
উত্তর: যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে ও এর রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
৮. উৎপাদনের বাহন কোনটি?
উত্তর: উৎপাদনের বাহন হলো শিল্প।
৯. বাণিজ্য কী?
উত্তর: ব্যবসায়ের বণ্টনসংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
১০. কোনটির মাধ্যমে পণ্য একস্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয়?
উত্তর: পরিবহনের মাধ্যমে পণ্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানো হয়।
১১. পণ্য বিনিময় কী?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় কাজকে পণ্য বিনিময় বলে।
১২. প্রত্যক্ষ সেবা কী?
উত্তর: অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এসকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত।
১৩. আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা কী?
উত্তর: আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছ প্রত্যক্ষ সেবা।
১৪. ব্যবসায়িক পরিবেশ কী?
উত্তর: যে পারিপার্শ্বিকতায় ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
১৫. পরিবেশ কী?
উত্তর: কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমষ্টিকে পরিবেশ বলে।
১৬. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন৷
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post