তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ব্যবসায় উদ্যোগ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ব্যবসায় উদ্যোগ বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইথস শব্দের অর্থ কী?
উত্তর: ইথস শব্দের অর্থ হলো মানব আচরণের মানদণ্ড।
২. নৈতিকতা কী?
উত্তর: নৈতিকতা হলো মানব আচরণের মানদণ্ড।
৩. মুনাফা কী?
উত্তর: মুনাফা হলো ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের ব্যবধান।
৪. পণ্যের মূল্য কাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে?
উত্তর: পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে।
৫. অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া কীরূপ?
উত্তর: অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া ভয়াবহ।
৬. ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য কোনটি পালন অপরিহার্য?
উত্তর: ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য।
৭. কাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে?
উত্তর: ক্রেতা ও ভোক্তাদের আস্থা, ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে।
৮. পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি কীসের পরিপন্থী?
উত্তর: পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি নৈতিকতার পরিপন্থী।
৯. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান।
১০. নিয়মিত কর প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা?
উত্তর: নিয়মিত কর প্রদান ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।
১১. মূল্যবোধ কীসের সমষ্টি?
উত্তর: মূল্যবোধ হলো আচরণ ও জ্ঞানবোধের সমষ্টি।
১২. অনুকরণীয় আচরণের নাম কী?
উত্তর: অনুকরণীয় আচরণের নাম মূল্যবোধ।
১৩. কাদের স্বার্থ অবহেলা করে ব্যবসায় পরিচালনা অসম্ভব?
উত্তর: শ্রমিক-কর্মচারীদের স্বার্থ অবহেলা করে ব্যবসায় পরিচালনা অসম্ভব।
১৪. ভোক্তাদের কোন ধরনের তথ্য সরবরাহ করতে হবে?
উত্তর: ভোক্তাদের পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে।
১৫. ব্যবসায়ী সমাজের কোন ধরনের নাগরিক?
উত্তর: ব্যবসায়ী সমাজের একজন সৃজনশীল ও সচেতন নাগরিক।
১৬. কোন ধরনের ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে?
উত্তর: অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post