তোমরা যারা ২০২৪ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো যে, তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ব্যবসায় উদ্যোগ কী?
উত্তর: ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনে ও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করা।
২. উদ্যোক্তা কে?
উত্তর: উদ্যোক্তা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নে গতিশীলতা সঞ্চার করেন।
৩. শিল্পোদ্যোক্তা কে?
উত্তর: যে বা যিনি নতুন নতুন পণ্য, সেবা বা শিল্প সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং অনিশ্চয়তা মোকাবিলা করে সেগুলো পরিচালনা অব্যাহত রাখেন তাকে শিল্পোদ্যোক্তা বলে।
৪. সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য কী?
উত্তর: পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য।
৫. অন্যের ওপর প্রভাববিস্তার করার ক্ষমতা উদ্যোক্তার কোন ধরনের গুণ?
উত্তর: অন্যের ওপর প্রভাববিস্তারের ক্ষমতা উদ্যোক্তার বিশেষ গুণ।
৬. পূর্বানুমান কী?
উত্তর: পূর্বানুমান বলতে মূলত দূরদর্শিতা গুণ বলে আগাম কোনো ধারণা করাকে বোঝায়।
৭. জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান কত ভাগ?
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩০%।
৮. ঝুঁকি কী?
উত্তর: ঝুঁকি হলো লাভ বা লোকসানের অনিশ্চয়তা। কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাই ঝুঁকি।
৯. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
উত্তর: ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
১০. সফল উদ্যোক্তা কীভাবে সিদ্ধান্ত নেন?
উত্তর: সফল উদ্যোক্তা বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন।
১১. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
উত্তর: ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি পণ্য বা সেবা।
১২. কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলা হয়?
উত্তর: কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়।
১৩. লাভের আশায় ঝুঁকি নিয়ে কী বিনিয়োগ করতে হয়?
উত্তর: লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করতে হয়।
১৪. প্রকল্পের সফল বাস্তবায়ন কীসের ওপর নির্ভর করে?
উত্তর: সঠিক পণ্য নির্বাচনের ওপর নির্ভর করে প্রকল্পের সঠিক বাস্তবায়ন।
১৫. উদ্যোক্তা কোন কাজ করতে বিশেষ আনন্দ পায়?
উত্তর: উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post