তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো। ব্যবসায় উদ্যোগ বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সাধারণ অংশীদার বলতে কী বোঝ?
উত্তর: যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায় তাকে সাধারণ অংশীদার বলে।
২. একমালিকানা সংগঠন কাকে বলে?
উত্তর: একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা সংগঠন বলে।
৩. একমালিকানা ব্যবসায় কী?
উত্তর: যে প্রতিষ্ঠানের মালিক একজনমাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসায় বলে।
৪. স্বাধীনচেতা ব্যক্তির জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী?
উত্তর: স্বাধীনচেতা ব্যক্তির জন্য একমালিকানা ব্যবসায় বিশেষ উপযোগী।
৫. অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলে তা হলো, অংশীদারি ব্যবসায়।
৬. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কোন আইন দ্বারা পরিচালিত হয়?
উত্তর: বাংলাদেশে অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়।
৭. অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
উত্তর: ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্যসংখ্যা দুইজন।
৮. ব্যবসায় সংগঠন কত প্রকার?
উত্তর: ব্যবসায় সংগঠন পাঁচ প্রকার।
৯. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উত্তর: ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন।
১০. অংশীদারি ব্যবসায়ে কয় ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়?
উত্তর: অংশীদারি ব্যবসায়ে ৬ ধরনের অংশীদার দেখতে পাওয়া যায়।
১১. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ।
১২. বাংলাদেশ পর্যটন সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: বাংলাদেশ পর্যটন সংস্থা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post