তোমরা যারা ২০২৪ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো যে, তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রমিতকরণ কী?
উত্তর: পণ্যের ক্রয়বিক্রয় সহজতর করার জন্য ওজন, গুণাগুণ ও আকার অনুযায়ী পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়।
২. বিজ্ঞাপন কী?
উত্তর: বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল।
৩. বিক্রয়িকতা কী?
উত্তর: বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার বিশেষ কৌশল বা দক্ষতাকে বোঝায়।
৪. বিপণনের অপর নাম কী?
উত্তর: বিপণনের অপর নাম বাজারজাতকরণ ।
৫. কার্যকর বিপণন কিসে সহায়তা করে?
উত্তর: কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
৬. বিপণনের কোন পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়?
উত্তর: বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়।
৭. পরিবহনের কাজ কী?
উত্তর: পরিবহন পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ‘রাখে।
৮. কোনটি বিক্রয় কার্যে গতিশীলতা বৃদ্ধি করে?
উত্তর: প্রমিতকরণ বিক্রয় কার্যে গতিশীলতা বৃদ্ধি করে।
৯. উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কে?
উত্তর: উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে মধ্যস্থ ব্যবসায়ীগণ।
১০. ভোক্তা বিশ্লেষণ কী?
উত্তর: ভোক্তা বা ব্যবহারকারীদের রুচি, পছন্দ, চাহিদা, বৈশিষ্ট্য এবং আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করাকে ভোক্তা বিশ্লেষণ বলে।
১১. কিসের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়?
উত্তর: গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।
১২. বণ্টন প্রণালিতে কারা অবস্থান করে?
উত্তর: বণ্টন প্রণালিতে ব্যবসায়ী হিসেবে পাইকার, প্রতিনিধি বা এজেন্ট এবং খুচরা ব্যবসায়ীরা অবস্থান করে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post