অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন
ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন
বিষয় কোড : ২৩২৫০৯
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ব্যবসায় আইন কী?
উত্তর : ব্যবসায়ের প্রয়োজনে এক পক্ষ অন্য পক্ষের সাথে চুক্তি ও সরকারি বেসরকারি এবং ব্যবসায় সংক্রান্ত যাবতীয় নিয়ম, নীতি, শর্তাদেশকে ব্যবসায় আইন বলে।
২. চুক্তি কী?
উত্তর : আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
৩. প্রতিশ্রুতি কী?
উত্তর : একটি প্রস্তাব উপস্থাপনের পর অন্য কোনো ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে যদি তা গৃহীত হয় তাকে প্রতিশ্রুতি বলে।
৪. কে স্বীকৃতি দিতে পারে?
উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব উত্থাপিত হয় শুধুমাত্র সে ব্যক্তিই স্বীকৃতি দিতে পারে।
৫. প্রতিদান কী?
উত্তর : প্রতিশ্রুতির বিনিময়ে যদি কিছু পাওয়া যায় তবে তাকেই প্রতিদান বলে।
৬. বৈধ চুক্তি কী?
উত্তর : একাধিক পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই বৈধ চুক্তি বলে।
৭. বাজি ধরার চুক্তি কি?
উত্তর : চুক্তির উভয় পক্ষ ভবিষ্যতে অনিশ্চিত ঘটনাকে অবিহিত নিশ্চিত মনে করে সম্মতিতে আবদ্ধ হলে তাকে বাজি ধরার চুক্তি বলে।
৮. প্রতারণা কাকে বলে?
উত্তর : কোনো একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
৯. জামিনের চুক্তি কী?
উত্তর : প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কোনো ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকেই জামিনের চুক্তি বলে ।
১০. গচ্ছিত প্রদান কী?
উত্তর : বৈধ উদ্দেশ্যে একপক্ষ অপর পক্ষের কাছে কোনো পণ্য জামানত রাখলে তাকে গচ্ছিত প্রদান বলে।
১১. প্রতিনিধি কে?
উত্তর : অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ সম্পাদন করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।
১২. উপপ্রতিনিধি বলতে কী বুঝ?
উত্তর : যে ব্যক্তি প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তার নিয়ন্ত্রাধীনে কাজ করে তাকে উপপ্রতিনিধি বলে।
১৩. ক্ষমতার্পণ কী?
উত্তর : অপর কোনো ব্যক্তিকে মুখ্য ব্যক্তি তার আইনগত ক্ষমত প্রয়োগের অধিকার প্রদান করলে তাকে ক্ষমতার্পণ বলে।
১৪. কিস্তিবন্ধি ক্রয় কী?
উত্তর : যদি এমন হয় যে কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানাস্বত্ব লাভ করবে এ মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে, তাকে কিস্তিববন্ধি ক্রয় বলে।
১৫. কমিশন কী?
উত্তর : কোনো নির্দিষ্ট কাজের বিনিময়ে নির্দিষ্ট হারে অর্থ প্রদানকে কমিশন বলে।
১৬. ক্রেতার তিনটি অধিকারের নাম লেখ।
উত্তর : ক্রেতার তিনটি অধিকার হলো— i. পণ্য প্রাপ্তি, ii. পণ দিশি রো পরীক্ষা করার অধিকার ও iii. চুক্তি বর্জনের অধিকার।
১৭. চেক কাকে বলে?
উত্তর : চেক হচ্ছে লিখিত, লেখক কর্তৃক স্বাক্ষরিত এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের ক্ষেত্রে এক শর্তহীন আদেশ যা চাহিবামাত্র ব্যাংক বাহককে পরিশোধে বাধ্য থাকে।
১৮. চেকের ক্ষেত্রে ধারক কে?
উত্তর : চেকের ক্ষেত্রে ধারক ব্যাংক।
১৯. চেকে দাগ কাটা হয় কেন?
উত্তর : চেকের নিরাপত্তা বিধানের জন্য চেকে দাগকাটা হয়।
২০. যথাকালে ধারক কে?
উত্তর : প্রতিদানের বিনিময়ে শুধুমাত্র অর্থ পরিশোধের সময় যার নিকট হস্তান্তরযোগ্য দলিল থাকে তাকে যথাকালে ধারক বলে।
২১. বৈদেশিক বিনিময় বিল কী?
উত্তর : প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি শর্তহীন আদেশ প্রদান করা হয় তাকে বিনিময় বিল বলে।
২২. ট্রেডমার্ক কী?
উত্তর : ট্রেডমার্ক একটি শনাক্তকরণ চিহ্ন, নকশা, বা শব্দ সমিষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে অন্য উৎসের পণ্য বা সেবা সমূহ থেকে আলাদা করে।
২৩. প্রতারণামূলক সাদৃশ্য মার্ক কী?
উত্তর: প্রতারণামূলক সাদৃশ্য মার্ক অর্থ হলো এমন কোনো মার্ক যা কর্তৃক প্রতারিত বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিবন্ধিত অন্য কোনো মার্কের সাথে মিল রয়েছে।
২৪. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বুঝ?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের বিধি-বিধানসমূহ যে দলিলে লিপিবন্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।
২৫. ট্রেড ইউনিয়ন কী?
উত্তর : ট্রেড ইউনিয়ন অর্থ ত্রয়োদশ অধ্যায়ের অধীনে গঠিত ও রেজিস্ট্রিকৃত শ্রমিকগণের বা মালিকগণের ট্রেড ইউনিয়ন এবং যে কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশনও তার অন্তর্ভুক্ত হবে।
২৬. লে-অফ কী?
উত্তর : লে-অফ বলতে কয়লা শক্তি বা কাচামালের স্বল্পতা অথবা | মাল জমিয়া থাকা অথবা, যন্ত্রপাতি বা কলকব্জা-বিকল বা ভেঙে যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের অক্ষমতা বা ব্যর্থতাকে বুঝায়।
২৭. পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী বর্জ্যের সংজ্ঞা দাও।
উত্তর : “যেকোনো তরল, বায়বীয়, কঠিন তেজস্ক্রিয় পদার্থ, যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তূপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে।”
২৮. সালিশি, রোয়েদাদ কী?
উত্তর : সালিশি রোয়েদাদ হচ্ছে সালিশি বিষয়বস্তুর উপর সালিশ ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত।
২৯. সালিশি চুক্তি কী?
উত্তর : সালিশদার নিযুক্ত হোক বা না হোক বর্তমান বা ভবিষ্যত কোনো মতবিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে লিখিত সম্মতি আকারে সালিশে পেশ বা উপস্থাপন করলে তাকে সালিশ চুক্তি বলে।
৩০. ‘ওলিগোপলি’ কী?
উত্তর : কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোনো অবস্থাকে ওলিগোপলি বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. চুক্তির আবশ্যকীয় চারটি উপাদান লেখ।
২. বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৩. “অতীত প্রতিদান বৈধ প্রতিদান” ব্যাখ্যা কর।
৪. “বিনা প্রতিদানে চুক্তি হয় না” -ব্যাখ্যা কর।
৫. বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৬. বলপ্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।
৭. চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও।
৮. চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কী?
৯. কে প্রতিনিধি নিযুক্ত করতে পারে?
১০. বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।
১১. ক্রেতা সাবধান নীতি ব্যতিক্রমসমূহ আলোচনা কর।
১২. দাগকাটা চেকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. চেক অমর্যাদার কারণসমূহ কী?
১৪. কী কী অবস্থায় অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে?
১৫. শ্রমিকদের ছুটির পদ্ধতি লেখ।
১৬. কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী কী?
১৭. সালিশ চুক্তির ধরন বর্ণনা কর।
১৮. সালিশি ট্রাইবুনাল কী?
১৯. প্রতিযোগিতা বিরোধী চুক্তি বলতে কী বুঝ?
২০. প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. “সকল চুক্তি সম্পত্তি কিন্তু সম্মতি নয়।” —উক্তিটি ব্যাখ্যা কর।
২. বিনিময় বিল ও চেকের মধ্যে পার্থক্য দেখাও।
৩. চুক্তি আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৪. বিদেশি রাজা রানি বা রাষ্ট্রদূত কর্তৃক চুক্তি সম্পাদন আলোচনা কর।
৫. মিথ্যা বর্ণনার পরিণাম আলোচনা কর।
৬. গচ্ছিত প্রদানের অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
৭. প্রতিনিধি কর্তৃক ক্ষমতার সীমা লঙ্ঘনের পরিণাম বর্ণনা কর।
৮. পণ্যের মালিকানা হস্তান্তরের সময় নির্ধারণের আবশ্যকতা আলোচনা কর।
৯. পণ্য বিক্রয় আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও।
অথবা, অপরিশোধিত বিক্রেতা কে?
১০. অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর।
১১. চেকের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে ব্যাংকের গৃহীত কার্যক্রম বর্ণনা কর।
১২. ট্রেডমার্ক এর শর্তগুলো ব্যাখ্যা কর। বাংলাদেশের বর্তমানে ক্রেতা সংরক্ষণ আইনগুলো আলোচনা কর।
১৩. গঠনাধীন কোম্পানি কর্তৃক প্রস্তাবিত ট্রেডমার্ক ব্যবহার সম্পর্কে আইনের বিধান বর্ণনা কর।
১৪. ট্রেডমার্ক নিবন্ধন কী?
১৫. তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক বর্ণনা কর।
১৬. শ্রমিকের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কিত বিধানসমূহ আলোচনা কর।
১৭. বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্যরক্ষা সংক্রান্ত বিধান ব্যাখ্যা কর।
১৮. পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বিধি-নিষেধ উল্লেখ কর।
১৯. আদালত এবং হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা আলোচনা কর।
২০. সালিশি ট্রাইব্যুনালের সাধারণ দায়িত্ব আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা, এই লিংক থেকে অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নাও। এছাড়াও হিসাববিজ্ঞান ৩য় বর্ষের সকল সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post