নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় : সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে।
বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনসীকার্য। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক, আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তার গুণাবলি ও উদ্যোগ উন্নয়ন পথে বাধা দুরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব মিনারা কক্সবাজারে একটি মাছের খামার প্রতিষ্ঠা করেন। আগে থেকে জানা না থাকায় তিনি প্রথমদিকে কিছুটা লোকসান দিলেও মাছ চাষের ওপর পড়াশোনা করে নতুন উদ্যমে ব্যবসায়ে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি তিনটি খামারের মালিক। তিনি নিয়মিত ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মাছ রপ্তানি করছেন।
ক. উদ্যোক্তা কে?
খ. নারী উদ্যোক্তা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. ব্যবসায় সম্প্রসারণে জনাব মিনারার কোন গুণটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সাহসী উদ্যোগই মিনারাকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : লক্ষ্মীপুর গ্রামের স্বপন “স্বপন ফার্নিচার” নামে উন্নত মানের ফার্নিচার তৈরি করে যশোরে বাজারজাত করতে শুরু করলেন। এতে তার বিক্রি ও লাভ উভয়ই প্রচুর পরিমাণে বাড়তে থাকে। স্বপনের অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীলতাই তাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।
ক. জাপানি ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
খ. উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে স্বপনের যে গুণাবলি লক্ষ করা যায় তা বর্ণনা করো।
ঘ. তোমার মতে স্বপনকে কি একজন সফল উদ্যোক্তা বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : রহমান পরিবারের আর্থিক সংকটের কারণে বেশি দূর পড়ালেখা করতে পারেননি। তাই তিনি সামান্য পুঁজি নিয়ে গ্রামের বাজারে একটি ফার্নিচারের দোকান দেন। উন্নতমানের আসবাবপত্র তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত শুরু করেন। অল্প দিনের মধ্যেই তার প্রচুর বিক্রি ও মুনাফা হয়। তার অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
ক. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
খ. উদ্যোগ মানেই সৃষ্টি ধ্বংস নয়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রহমানের যে গুণাবলি লক্ষ করা যায় তা বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে রহমানকে কী একজন সফল উদ্যোক্তা বলা যায়? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : রাফি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ছবি আঁকে এবং ব্যানার লিখে প্রচুর প্রশংসা অর্জন করে। পরীক্ষার পর রাফি একটি কোম্পানির কিছু ছবি আঁকে এবং ব্যানার লিখে বেশ কিছু অর্থ উপার্জন করে। এতে তার উৎসাহ আরও বেড়ে যায়। কিছু কিছু সমস্যার কারণে সে তার কাজকে বড় পরিসরে করার সুযোগ পাচ্ছে না। তবে রাফি স্বপ্ন দেখে তার এ কাজটি ভবিষ্যতে দেশের বাইরেও ছড়িয়ে পড়বে।
ক. ট্রেড লাইসেন্স সরবরাহ করে কে?
খ. প্রকল্প ধারণার উৎসসমূহ লেখো।
গ. উদ্দীপকে রাফির মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা করো।
ঘ. রাফির মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আরেফিন লেখাপড়া শেষ করার পর চাকরি না খুঁজে বড় একটা পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন। এজন্য প্রথমে তিনি প্রশিক্ষণ নেন। কিন্তু সে প্রশিক্ষণ তার কাছে কার্যকর মনে হয়নি। আরেফিন দমে না গিয়ে একজন অভিজ্ঞ মাছ চাষির পরামর্শে মাছ চাষ শুরু করেন। আর্থিক সংকট দেখা দিলে ব্যাংকে ঋণের আবেদন করে পাননি। পরে নিজের মোটরসাইকেল বিক্রি করে মাছ চাষ চালিয়ে যান। একদিন হঠাৎ তার পুকুরের সব মাছ মরে যায়। তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে আবারো মাছ চাষ শুরু করেন। এবার মাছ উৎপাদনে আরেফিন সফল হন।
ক. হাঁস পালন করে সফল উদ্যোক্তা হয়েছেন কে?
খ. ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. জনাব আরেফিনের মধ্যে উদ্যোজার কোন গুণাব উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের অভাবে জনাব আরেফিনকে কীরূপ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : রহিম লেখাপড়া শেষ করে চাকরি না খুঁজে একটি প্রসাধন সামগ্রীর ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিল। প্রথম দিকে সে নানা ধরনের বাধার সম্মুখীন হয়। প্রচুর আছবিশ্বাস ও মনোবলের কারণে সে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। তার প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
ক. Entrepreneurship অর্থ কি?
খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যকার পার্থক্য আলোচনা
প. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগের বাধাসমূহ আলোচনা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব রহিমের ব্যবসায়টির গুরুত্ব আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব দিদার পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে পশুপালনে অনেক সমস্যার কথা জেনেও নিজের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। কিছুদিন পরেই ফার্মের দু’টি গাভীর আকস্মিক মৃত্যুতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তিনি তার ফার্মটি বন্ধ না করে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং একজন পশু চিকিৎসক নিয়োগ দেন। ভেজালমুক্ত দুধের অত্যধিক চাহিদার কারণে তিনি বর্তমানে সফলতা লাভ করেন।
ক. ঝুকি কি?
খ. উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন? ব্যাখ্যা করে।
গ. একজন সফল উদ্যোক্তার কোন গুণটি জনাব দিদারের মধ্যে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘জনাব দিদারের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।’ উক্তিটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : স্বল্পশিক্ষিত মিটুল জেলা শহরে একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে বেতনে পাঁচ বছর মনোযোগসহকারে কাজ দেখে ও শিখে। পরবর্তীতে সে গ্রামে এসে একটি দোকান দেয়। প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতদের মোবাইল ফোন কম মজুরিতে মেরামত করে। সুনাম ছড়িয়ে পড়লে তার কাজের পরিধি ও মুনাফা বেড়ে যায়। দু’জন কর্মচারী নিয়ে বাতিল হওয়া মোবাইল ব্যাটারি দ্বারা সে চার্জ লাইট তৈরি করে বিক্রি করতে শুরু করে। এখন সে ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ের পাশাপাশি গ্রামের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের চার্জার লাইট বিনামূল্যে বিতরণ শুরু করেছে।
ক. বরিশালের লিবার্টি জেন্টস টেইলার্স-এর স্বত্বাধিকারী কে?
খ. প্রাক্কলিত নগদানপ্রবাহ বিবরণী কী? ব্যাখ্যা করো।
গ. পাঁচ বছর স্বল্প বেতনে কর্মচারী হিসেবে কাজ করায় মিটুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি ফুটে উঠেছে তা বর্ণনা করো।
ঘ. মিটুলের মধ্যে উদ্যোত্তার যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব রমজান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে গ্রামে এসে একটি প্লাস্টিক সামগ্রীর ফ্যাক্টরি দেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো কিছু বিক্রি ও মুনাফার পরিমাণ আশানুরূপ নয়। এছাড়া গ্রামে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না এবং কর্মীদের দক্ষ করে গড়ে তোলার সুযোগও কম। ফলে ফ্যাক্টরি সম্প্রসারণ করার ইচ্ছা থাকলেও সফল হচ্ছে না।
ক. ইলেকট্রনিক পণ্য প্রভুতকারী ম্যাটসুসিটা কোন দেশের প্রতিষ্ঠিত?
খ. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যাটি ব্যাখ্যা করো।
গ. প্লাস্টিক ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা রমজানকে কী বলে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রমজানের ফ্যাক্টরিটি সম্প্রসারণ না করতে পারার ফলাফল মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : উচ্চ শিক্ষিত মি. মুনসুর চিত্রা নদীর তীরে স্বল্পমূল্যে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। পরবর্তীতে জনপ্রতি ৩০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করেন। প্রথম কয়েক বছর স্পটে লোক সমাগম ছিল কম। তিনি আশাবাদী ছিলেন এবং হতাশ না হয়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে প্রচুর দর্শনাথী সমাগম হতে লাগলো এবং স্পট থেকে আয়ের পরিমাণ বাড়তে থাকে।
ক. উন্নত অবকাঠামোগত উপাদান কী?
খ. ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি হয় কোন কারণে? ব্যাখ্যা করো।
গ. মি. মুনসুরের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজটিকে কি বলে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে চিত্রা নদীর তীরে স্পট তৈরিতে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে তার যথার্থতা মূল্যায়ন করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post