নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় mcq
নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় mcq
২২৯. দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত?
ক. ২ কোটি ৬৭ লক্ষ
খ. ৩ কোটি ৬৭ লক্ষ
গ. ৪ কোটি ৬৭ লক্ষ
ড়. ৫ কোটি ৬৭ লক্ষ
২৩০. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
ক. সরকারি চাকরি
খ. বেসরকারি চাকরি
ড়. আত্মকর্মসংস্থান
ঘ. আধা-সরকারি চাকরি
২৩১. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
ক. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
খ. অর্থনৈতিক পশ্চাৎপদতা
গ. অপরিকল্পিত উন্নয়ন
ড়. উপরের সবগুলো
২৩২. বাংলাদেশে গত দু’দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয় নি কেন?
ড়. অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
খ. চাকরির প্রতি অনীহা
গ. ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
ঘ. কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
২৩৫. হাফিজুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৯০ সালে
ড়. ২০০০ সালে
২৩৬. সপ্তাহে হাফিজুর রহমানের জমিতে কী পরিমাণ করলা জšে§?
ক. ৫ মণ
ড়. ৭ মণ
গ. ৯ মণ
ঘ. ১১ মণ
২৩৭. পতিত জমি চাষের মাধ্যমে কী বৃদ্ধি পায়?
ক. শিল্প
খ. পুঁজি
গ. আয়
ড়. উৎপাদন
২৩৯. হাফিজ কেন চাকরিতে ইস্তফা দিলেন?
ক. ভালো চাকরি পাওয়ায়
ড়. বেতন অনেক কম হওয়ায়
গ. কাজ অনেক কঠিন বিধায়
ঘ. অনেক কষ্টের কাজ বিধায়
২৪০. হাফিজ কোথায় চাকরি নেওয়ার অনেক চেষ্টা করে ব্যর্থ হন?
ক. প্রকাশনীতে
ড়. ওষুধ কোম্পানিতে
গ. বিমান বাহিনীতে
ঘ. সেনাবাহিনীতে
২৪১. হাফিজুর রহমান করলার পাশাপাশি কিসের চাষ করেন?
ক. নানান রকম চালের
খ. নানা রকম আলুর
ড়. নানান রকম সবজির
ঘ. নানান রকম ডালের
২৪২. হাফিজুর পেশায় কী?
ড়. কৃষক
খ. জেলে
গ. শিক্ষক
ঘ. শিল্প উদ্যোক্তা
২৪৪. হাফিজুর রহমানের বর্তমান অবস্থা কেমন?
ক. দরিদ্র
খ. বেকার
ড়. স্বাবলম্বী
ঘ. অসচ্ছল
২৪৫. নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলে?
ক. চাকরি
খ. ব্যবসায়
ড়. আত্মকর্মসংস্থান
ঘ. বাণিজ্য
২৪৮. ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক কীরূপ?
ক. নিবিড়
ড়. খুব নিবিড়
গ. কিছুটা অমিল
ঘ. বিপরীত
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
মিতু লেখাপড়া শেষ করে চাকুরির চেষ্টা না করে সামান্য প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করেন।
২৪৯. মিতুর কাজটি কোন ধরনের কর্মসংস্থান?
ক. চাকুরি
খ. প্রত্যক্ষ সেবা
গ. কৃষিকাজ
ড়. আত্মকর্মসংস্থান
২৬৪. বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব নিরসনকল্পে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ অধিকতর যুক্তিযুক্ত?
ড়. জনগণকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা
খ. সরকারি চাকরির সংখ্যা বৃদ্ধি করা
গ. কৃষকদের ভূর্তকি প্রদান
ঘ. বৈদেশিক ঋণ গ্রহণ
২৬৫. ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
ক. ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকবে
খ. পড়ালেখা করা ঠিক হয় নি মনে করবে
গ. সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে
ড়. আত্মকর্মসংস্থানমূলক কাজ করার চেষ্টা করবে
২৬৮. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
ড়. টেইলারিং
খ. পোশাক শিল্প
গ. বস্ত্র শিল্প
ঘ. জাহাজ তৈরি
২৬৯. কোনটি সেরি কালচার?
ক. সবজি চাষ
খ. রাবার চাষ
ড়. রেশম চাষ
ঘ. মৎস্য চাষ
২৭০. আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
ক. ব্যক্তি মর্যাদা
ড়. সামাজিক মর্যাদা
গ. ব্যক্তির দায়
ঘ. সামাজিক দায়
২৭২. আত্মকর্মসংস্থান নয় কোনটি?
ক. চুলকাটা
খ. নার্সারি
গ. টেইলারিং
ড়. শিক্ষাদান
২৭৩. আত্মকর্মসংস্থান নয় কোনটি?
ড়. বিমা ব্যবসায়
খ. লন্ড্রি
গ. চুলকাটা
ঘ. বৈদ্যুতিক মেরামত
২৭৪. আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ড়. ১০টি
২৭৫. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
ড়. সঠিক লক্ষ্য
খ. ঝুঁকি
গ. মূলধন
ঘ. পণ্য
২৭৭. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
ক. চা শিল্প
ড়. মাখন তৈরি
গ. বিমান তৈরি
ঘ. বাস তৈরি
২৭৮. মনির স্বাধীনচেতা মনোভাব সম্পনড়ব হওয়ায় আত্মকর্মসংস্থানে আগ্রহী। তার জন্য উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ড়. গবাদি পশুর খামার
খ. বাস তৈরি
গ. বস্ত্র শিল্প
ঘ. জাহাজ তৈরি
২৭৯. লন্ড্রি, মেরামত ও খাবারের দোকান কী ধরনের পেশার নির্দেশক?
ক. বেসরকারি চাকরি
ড়. আত্মকর্মসংস্থান
গ. সরকারি চাকরি
ঘ. কোনোটিই নয়
২৮০. কোনটি বাঁশ বা কাঠ থেকে প্রস্তুত করা যায়?
ড়. টু পিক
খ. মাদুর
গ. নিটিং দ্রব্য
ঘ. প্রিন্টিং দ্রব্য
২৮১. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বহির্ভূত?
ক. লবণ উৎপাদন
খ. নৌকা তৈরি
গ. বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
ড়. সিটিসেল
২৮৪. আত্মকর্মসংস্থান ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে কিসের ওপর নির্ভর করে?
ড়. উপযুক্ত ক্ষেত্র
খ. উপযুক্ত শিক্ষা
গ. পর্যাপ্ত পুঁজি
ঘ. পর্যাপ্ত শ্রমিক
২৮৫. কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প-কারখানায় উৎপাদন পূর্ণমাত্রায় হচ্ছে না?
ক. স্থায়ী পুঁজি
ড়. চলতি পুঁজি
গ. নিজস্ব তহবিল
ঘ. বৈদেশিক ঋণ
২৮৬. আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনটি করা উচিত নয়?
ড়. কর্মী নিয়োগ
খ. কর্মী প্রশিক্ষণ
গ. বিক্রয় প্রমোশন
ঘ. ধারে ক্রয়
২৮৭. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতি হতে থেকে ব্যবসায়কে রক্ষা করা সম্ভব?
ক. অধিক উৎপাদন করে
খ. শ্রমিকদের তত্ত্ববধান করে
গ. বাজেট প্রণয়ন করে
ড়. ঝুঁকি নিরূপনপূর্বক মোকাবিলার কৌশল প্রয়োগ করে
২৯২. সোহেল চাকরি লাভে ব্যর্থ হওয়ায়। বিকল্প কর্মসংস্থান হিসেবে তিনি কোনটি করতে পারেন?
ড়. আত্মকর্মসংস্থান
খ. বিদেশ গমন
গ. বিমা ব্যবসায়
ঘ. চা শিল্প
২৯৩. যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে কোন প্রতিষ্ঠান?
ক. কৃষি ব্যাংক
ড়. যুব উন্নয়ন ব্যাংক
গ. বিডিবিএল
ঘ. ডাচ-বাংলা ব্যাংক
৩০৫. কোন ধরনের কর্মিগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে?
ক. স্বাস্থ্যবান
খ. শিক্ষিত
ড়. প্রশিক্ষিত
ঘ. প্রেষিত
৩০৬. প্রশিক্ষণ কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়াতে সাহায্য করে?
ক. সম্পর্কহীনতা
ড়. দুর্ঘটনা
গ. শ্রমিক অসন্তোষ
ঘ. ষড়যন্ত্র
৩০০. নিয়োগকৃত কর্মীকে কোনটি প্রদান করতে হবে?
ড়. প্রশিক্ষণ
খ. স্থায়ীকরণ
গ. পুঁজি
ঘ. কাঁচামাল
৩০১. নিচের কোনটি কর্মীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আনয়নে সহায়তা করে?
ক. প্রদক্ষিণ
খ. প্রমোশন
ড়. প্রশিক্ষণ
ঘ. প্রণোদনা
৩০২. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোনটির সাথে পরিচয় করিয়ে দেয়?
ড়. কর্ম পরিবেশ
খ. অর্থনৈতিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ
ঘ. প্রাকৃতিক পরিবেশ
৩০৭. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর কাজ কী?
ড়. ক্ষুদ্র শিল্প স্থাপন
খ. ব্যাংক ব্যবস্থাপনা
গ. বিদেশে প্রেরণ
ঘ. গার্মেন্টস চালু করা
৩০৯. যে দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি সে দেশ ভাবে তত উন্নত।
ক. সামাজিক
খ. রাজনৈতিক
ড়. অর্থনৈতিক
ঘ. ধর্মীয়
৩১১. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ড় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
খ প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
ঘ শিল্প মন্ত্রণালয়
৩১৪. কম্পিউটার প্রোগ্রামিং ও চালনা শিক্ষা দেয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
ক. বিসিক
খ. বি.আর.ডি.বি
ড়. নম্রামস
ঘ. কম্পিউটার কাউন্সিল
৩১৫. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ড়. শিক্ষা মন্ত্রণালয়
খ. সংস্কৃতি মন্ত্রণালয়
গ. প্রযুক্তি মন্ত্রণালয়
ঘ. ধর্ম মন্ত্রণালয়
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post