নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় : বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর হিসাব অনুযায়ী, ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার ১৫ জন। মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে।
বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ ২০১১’ -এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান ২০%, শিল্পখাতের ৩০% ও সেবাখাতের অবদান ৫০%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিम বেড়েই চলেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০-এর মতে, বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা ২৬ লক্ষ। দেশের মোট শ্রম শক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ, যাদের এক তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মঞ্জুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন আত্মকর্মসংস্থান। এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব হাসান কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজ গ্রামে একটি পোলট্রি খামার প্রতিষ্ঠা করেন। ফলে তিনি ব্যবসায়ের প্রথমদিকে লাভ করতে পারেন নি। পরবর্তীতে তিনি পোল্ট্রি খামারের ওপর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি কয়েকটি পোল্ট্রি খামারের মালিক।
ক. বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণের কৌশলকে কী বলে?
খ. জেন্ডার সচেতনতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব হাসানের ব্যবসায়ের প্রথম দিকে লোকসানের কারণ ব্যাখ্যা করো।
ঘ. ‘জনাব হাসানের ব্যবসায়ের সফলতা দেশের অর্থনীতিতে সহায়ক’ -বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সনোয়ারা বেগম রাজশাহীতে একটি ফুলের দোকান দেন। তিনি লক্ষ করলেন ঐ এলাকায় ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তিনি এবার স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে দুই একর জমিতে ফুল চাষ করেন। তিনি এ ব্যবসায় তিনজন শ্রমিক নিয়োগ দিলেন এবং তাদেরও প্রশিক্ষিত করে তুললেন। প্রথম মৌসুমেই আয় হলো ১ লক্ষ টাকা। দ্বিতীয় মৌসুমে অপচয় কমিয়ে আরও দক্ষতার সাথে ফুল উৎপাদন করলেন। এবার তার আয় হলো ৩লক্ষ টাকা।
ক. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান?
খ. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় কী? ব্যাখ্যা করো।
গ. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে ফুল চাষ নির্বাচনে সনোয়ারা বেগম কোন বিষয় বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. সনোয়ারা বেগমের সফলতায় প্রশিক্ষণের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জাহিদ ও জাদু দুই বন্ধু। জাহিদ চাকরি পেলেও জাদু চেষ্টা করেও ভালো কোনো চাকরি জোগাড় করতে পারেনি। কিন্তু সে হতাশ না হয়ে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা চিন্তা করে এ শিল্পের বিভিন্ন পণ্য তৈরির কারখানা স্থাপন করে। উক্ত পণ্যের চাহিদা, মানসম্মত পণ্য ও দাম সুলভ হওয়ায় স্বপ্ন সময়ের মধ্যেই বাজারে সুনাম সৃষ্টি করে। কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ জাদু বর্তমানে আরও দুইটি কারখানার মালিক।
ক. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
খ. নট্রামস কী? ব্যাখ্যা করো।
গ. জাহিদের কর্মসংস্থানের ধরন ব্যাখ্যা করো।
ঘ. “দেশের অর্থনীতির ভিত মজবুতকরণে জাহিদ নয়, জাদুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে” বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব আকরাম সামান্য পুঁজি নিয়ে নিজ গ্রামে একটি হাঁস মুরগির খামার গড়ে তোলেন। একটি সবজি বাগান করে সেখান থেকেও কিছু আয়ের ব্যবস্থা করেন। বর্তমানে চাকরি সংকটের কারণে চাকরির জন্য বসে না থেকে নিজেই কর্মসংস্থান গড়ে তুলে বেকারত্বের হাত থেকে মুক্তি পেয়েছেন।
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ?
খ. আত্মকর্মসংস্থানের কয়েকটি ক্ষেত্রের নাম উল্লেখ করো।
গ. জনাব আকরামের হাঁস-মুরগির খামার ও সবজি ধরনের কাজ? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আকরামের আত্মকর্মসংস্থানকে পেশা হিসাবে নেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? তোমার যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আত্মর্কসংস্থানের বেশকিছু উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারা যায়। এ উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। এ উপযুক্ত ক্ষেত্র | নির্বাচনের সময়ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া যায়।
ক. বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা কত?
খ. সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ধারণা কী? ব্যাখ্যা করো।
গ. আত্মকর্মসংস্থানের ৫টি ক্ষেত্র নির্বাচন করো এবং নির্বাচন করার কারণ উল্লেখ করো।
ঘ. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের সময় বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : সালমানশাহ স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নেয়। সে পারিবারিক পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেয়। তার বন্ধুরা বলে এতে ঝুঁকি আছে। এতে সে মোটেও থেমে যায়নি।
ক. আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে? খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে ২টি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকের সালমানশাহর মধ্যে উদ্যোক্তার কোন গুণটি লক্ষ্য করা যায়? বর্ণনা করো।
ঘ. ‘সালমানশাহর মতো সম্ভাবনাময় উদ্যোজাদের অনুপ্রাণিত করার মাধমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব’ -মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : প্রমিলা তার গ্রামের বাসার সামনে একটি টেইলারিং শপ দিতে চাচ্ছেন। এটা স্থাপন করার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। তাহাড়া অন্য কোনো ব্যবসায় করা যায় কি না তাও ভাবছেন।
ক. কর্মসংস্থান কত প্রকার?
খ. বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো।
গ. প্রমিলা প্রশিক্ষণ নিয়ে যে চিন্তা করেন তার গুরুত্ব সম্পর্কে লিখ।
ঘ. প্রমিলার ব্যবসায় ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে তুমি মনে করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : শিক্ষিত যুবক আরিফ পর্যটন থেকে রান্নার ওপর প্রশিক্ষণ নিয়ে নিজম্ব চিন্তা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ঢাকার খিলগাঁওয়ে একটি ফাস্ট ফুডের দোকান দেন। প্রতিষ্ঠানটি উন্নতি লাভ করায় তিনি আরো দুটি শাখা খোলার ও কর্মচারী নিয়োগের চিন্তাভাবনা করছেন।
ক. ব্যবসায়ে সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত কী?
খ. আত্মকর্মসংস্থানকে বেছে নেওয়ার আগে কী কী লক্ষ্য নির্ধারণ করতে হবে?
গ. আরিফ নিজেকে কোন পেশায় নিয়োজিত করলেন? ব্যাখ্যা করো।
ঘ. বর্তমান প্রেক্ষাপটে আরিফের পেশাটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : কক্সবাজারের জনাব জুবায়ের এসএসসি পাশের পর দারিদ্র্যের কারণে স্থানীয়ভাবে শামুক ও ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রশিক্ষণ নেন। সাগরপাড় থেকে নানা আকারের ঝিনুক ও শামুক সংগ্রহ করে তা দিয়ে তিনি ঝাড়বাতি, গহনা, শো-পিচ ও খেলনা তৈরি করেন। তিনি তৈরিকৃত সামগ্রী পর্যটকদের কাছে বিক্রি করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মেলা ও প্রদর্শনীতে পণ্য সরবরাহ করে মুনাফা অর্জন করেন।
ক. নট্রামস-এর প্রধান কাজ কী?
খ. শুধু মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে সরকারি সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো।
গ. জনাব জুবায়েরের কর্মসংস্থানটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের ব্যবসায়টির আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব জাহিদ তার এক বন্ধুর কাছ থেকে কিছু পুঁজি নিয়ে জীবিকা অর্জনের উদ্দেশ্যে একটি পুকুরে মাছ চাষ করেন। জেলা সদরের পাকা রাস্তা তার পুকুরের পাশ দিয়ে যাওয়াতে তার পুকুরের মাছ তাজা তাজাই শহরের বাজারে পৌঁছানো যায় এবং সে বেশ ভালো দামও পাচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে সে স্বাবলম্বী হয়ে ওঠে।
ক. ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?
খ. কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব জাহিদের জীবিকা অর্জনের উপায়টি কী? বর্ণনা করো।
ঘ. জনাব জাহিদের মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার প্রধান কারণটি বিশ্লেষণ করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post