ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর হিসাব অনুযায়ী, ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার ১৫ জন। মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ ২০১১’ -এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান ২০%, শিল্পখাতের ৩০% ও সেবাখাতের অবদান ৫০%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিम বেড়েই চলেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০-এর মতে, বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা ২৬ লক্ষ। দেশের মোট শ্রম শক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ, যাদের এক তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মঞ্জুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন আত্মকর্মসংস্থান। এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব।
ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঐশী, সাদী ও সামী তিন বন্ধু সম্প্রতি বি কম পাস করেছে। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ঐশী ও সাদী এম কম-এ ভর্তির চিন্তা করছে। সামী এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। কারণ তার বাবার ইচ্ছা সে মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে যাক। কিন্তু মেধাবী সামী চায় দেশেই কিছু করতে। এজন্য সে হাঁস-মুরগি পালনের উপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল বেড়ে যায়। বিদেশ যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী।
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কতভাগ?
খ. বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
গ. সামীর হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. স্বাবলম্বী হবার পেছনে কোন গুণটি সামীকে বেশি প্রভাবিত করেছে বলে তুমি মনে কর। বিশ্লেষণ কর।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা ২০ ভাগ।
খ. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক অনগ্রসরতার কারণে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করে তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ চাহিদার তুলনায় কর্মসংস্থানের সুযোগ খুবই কম। আর এসব সমস্যার কারণেই বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে।
গ. সামীর হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ আত্মকর্মসংস্থান নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনের এক প্রকার ব্যবস্থা। উদ্দীপকে মেধাবী সামী নিজস্ব চিন্তার মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হয়ে হাঁস-মুরগি পালনের ওপর দু মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল বেড়ে যায়।
সে তার বিদেশ যাবার টাকা দিয়ে নিজ বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় সে আজ স্বাবলম্বী হয়েছে। যেহেতু হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠার মাধ্যমে সামী নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সেহেতু তার এ কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
ঘ. আমি মনে করি, সামীর প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতাই তাকে স্বাবলম্বী হতে বেশি প্রভাবিত করেছে।
যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। আর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করা একান্ত আবশ্যক। প্রশিক্ষণ কার্য সম্পাদনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কর্মদক্ষতা ও যোগ্যতাকে বহুগণে বাড়িয়ে দেয়। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা নিজেকে অভিজ্ঞ ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিক্ষা লাভ করে। অর্জিত প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সে নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যায় এবং সফল হয়।
উদ্দীপকের সীমার ইচ্ছা ছিল আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়া। এজন্য সে হাঁস-মুরগি পালনের উপর দু’মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। এতে তার মনোবল ও আত্মবিশ্বাস বেড়ে যায়, ফলে সে প্রশিক্ষণ জ্ঞান প্রয়োগ করে বিদেশ যাবার টাকা দিয়ে বাড়িতে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে এবং নিজ চেষ্টায় আজ সে স্বাবলম্বী হতে পেরেছে।
সুতরাং বলা যায়, সামী প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ স্বাবলম্বী হতে পেরেছে।
সৃজনশীল প্রশ্ন—২: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রাঙ্গামাটির স্কুল শিক্ষক মামাপ্রু মারমা স্থানীয় তাঁতী মেরিনা মারমাকে তাঁতে বোনা পণ্য-সামগ্রীর ব্যাপক চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন। ব্যাপক চাহিদার কথা চিন্তা করে মেরিনা পাহাড়ি মেয়েদের পোশাক ‘থামি’ তৈরি করে বিক্রি করা শুরু করে এবং দ্রুত উন্নতি লাভ করে। মেরিনার কারণে বেশ কয়েকটি মেয়ের কর্মসংস্থান হয়েছে। তার জেলায় বিগত তিন বছর যাবত তিনি সেরা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন।
ক. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
খ. আত্মকর্মসংস্থানের একটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ. মেরিনার দ্রুত উন্নতিতে কোন বিষয়টি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘মামাপ্রু মারমার পরামর্শ প্রতিপালনই মেরিনা চাকমার জীবনে এত স্বীকৃতি এনে দিয়েছে’—উক্তিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন—৩: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শিক্ষিত যুবক নিপ্পন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বার ঘণ্টা ডিউটি ও স্বল্প বেতন হওয়ায় চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। তিনি এখন বেকার। তাই তার বাবা তাকে বিদেশ পাঠাতে চাইলেও সে গ্রামেই একটা কিছু করতে চায়। তিনি স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষ ও হাঁস-মুরগির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপ্ত করে নিজের সঞ্চিত টাকা দিয়ে মৎস্য ও হাঁস-মুরগির খামার গড়ে তুললেন। নিজস্ব মেধা, কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে সাফল্য লাভ করেন এবং পরবর্তীতে জেলার সেরা উদ্যোক্তার সনদ পান।
ক. মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. নিপ্পন আত্মকর্মসংস্থান হিসেবে মৎস্য ও হাঁস-মুরগি খামারকে কেন পছন্দ করেছেন তা বর্ণনা কর।
ঘ. নিপ্পনের মতো আমাদের দেশের যুবসমাজের নিকট আত্মকর্মসংস্থানের গুরুত্ব কতটুকু তা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন—৪: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ইসলাম এস.এস.সি পাস করার পর একটি কোম্পানিতে চাকরি নেয়। কঠোর পরিশ্রম ও স্বল্প বেতন হওয়ায় সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা না থাকায় চাকরি পেতে ব্যর্থ হয়। গ্রামে ফিরে উপজেলা কৃষি অফিসারের পরামর্শে বাড়ির আশপাশে পতিত জমিতে সবজি চাষ শুরু করে। সবজি আবাদ করে সে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছে।
ক. মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থান কী?
খ. আমাদের দেশের যুব মহিলাদের উপযোগী আত্মকর্মসংস্থানের কয়েকটি ক্ষেত্র চিহ্নিত কর।
গ. ইসলাম নিজেকে কোন পেশায় নিয়োজিত করেছে? বর্ণনা কর।
ঘ. বেকারত্ব ঘোচানোর জন্য ইসলামের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন—৫: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চাঁদপুরের জেলা প্রশাসক কিছু সংখ্যক বেকার যুবকদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন। সেমিনারে তিনি আত্মকর্মসংস্থানমূলক কাজের ওপর আলোচনা করেন। তিনি চাকুরির বিকল্প পেশা হিসেবে আত্মকর্মসংস্থানের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এই পেশায় নিয়োজিত হতে সবাইকে উৎসাহ প্রদান করেন।
ক. কর্মসংস্থান কী?
খ. আত্মকর্মসংস্থানমূলক পেশা লাভজনক ও সম্মানজনক কেন?
গ. জেলা প্রশাসক কোন কারণে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহ দেন? বর্ণনা কর।
ঘ. জেলা প্রশাসকের পরামর্শটি বেকার যুবকদের গ্রহণ করা উচিত কি না? মতামত দাও।
আরও দেখো—আরও দেখো—SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়ভিত্তিক MCQ
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি, সংক্ষিপ্ত এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post