ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : আমরা ইতোমধ্যে জেনেছি ব্যবসায় হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকান্ডের সমষ্টি।
ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয়। আমরা এ অধ্যায়ে মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসার সংগঠন এবং এগুলোর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
অলিপুর গ্রামে জুয়েল মিয়ার বাড়ি। স্থানীয় বাজার অনেক দূরে হওয়ায় জুয়েল মিয়া নিজেই স্বল্পপুঁজি নিয়ে বাড়ির পাশে একটি সবজির দোকান স্থাপন করলেন। একমাত্র দোকান হওয়ায় জুয়েল মিয়ার ব্যবসায়টিতে গ্রাহক বাড়তে থাকে। ব্যবসায়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় জুয়েল মিয়া একজন কর্মচারী নিয়োগ করলেন।
ক. অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
খ. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি? ব্যাখ্যা কর।
গ. মালিকানার ভিত্তিতে জুয়েল মিয়ার ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জুয়েল মিয়ার ব্যবসায়টি সবচেয়ে জনপ্রিয়? মতামত দাও।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ২০ জন।
খ. দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। এ চুক্তি লিখিত, মৌখিক বা নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক, অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয়।
গ. মালিকানার ভিত্তিতে জুয়েল মিয়ার ব্যবসায়ের ধরনটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
একক ব্যক্তির মালিকানায় যখন কোনো ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে এ ব্যবসায়ে একজন ব্যক্তিই নিজ উদ্যোগে পুঁজির সংস্থান করেন এবং ব্যবসায় পরিচালনা ও ঝুঁকি বহন করেন। উদ্দীপকে জুয়েল মিয়া স্বল্প পুঁজি নিয়ে তার বাড়ির পাশে একটি সবজির দোকান স্থাপন করেছেন। দোকানের প্রয়োজনীয় মূলধন তিনি নিজেই সরবরাহ করেছেন। মুনাফা বাবদ অর্জিত অর্থ তিনি একাই ভোগ করেন। অপরদিকে দোকানটিতে কোনো লোকসান হলে তার ক্ষতি তিনি এককভাবে বহন করবেন। তাছাড়া দোকানটির স্থায়িত্বও তার ইচ্ছার ওপর নির্ভরশীল। তাই সাংগঠনিক ধরন বিবেচনায় জুয়েল মিয়ার ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়।
ঘ. জুয়েল মিয়ার একমালিকানা ব্যবসায়টি সবচেয়ে জনপ্রিয় বলে আমি মনে করি।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি সুপ্রাচীন ক্ষুদ্রায়তনের একমালিকানা ব্যবসায় সর্বাধিক জনপ্রিয়। উন্নত-অনুন্নত নির্বিশেষে সকল দেশেই এ ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক। এটি হতেই একমালিকানা সংগঠনের সার্বজনীন গুরুত্ব ও গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়। উদ্দীপকে জুয়েল মিয়ার ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায় সংগঠন। জুয়েল মিয়ার ব্যবসায়টিতে এমন কিছু সুবিধা আছে যেগুলো অন্য কোনো ব্যবসায়ে পাওয়া যায় না। জুয়েল মিয়ার মতো যে কেউ ইচ্ছা করলে ব্যক্তিগত উদ্যোগ, স্বাধীনচেতা মনোভাব, স্বল্প পুঁজি ও স্বল্পশ্রম বিনিয়োগ করে এ ব্যবসায় যেকোনো সময় যেকোনো স্থানে স্থাপন করতে পারে।
এ ব্যবসায়ে আইনি জটিলতামুক্ত এবং এতে ঝুঁকিও কম। অন্যদিকে একমালিকানা ব্যবসায় ভোক্তাদের অত্যন্ত নিকটে থাকায় তাদের পছন্দ ও রুচি অনুযায়ী পণ্য বা সেবা প্রদান করতে পারে। ফলে প্রাচীন ব্যবসায় হওয়া সত্ত্বেও একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্র যেমন ব্যাপক, তেমনি সকলের নিকট গ্রহণযোগ্য।
সুতরাং বলা যায়, এক মালিকানার ভিত্তিতে স্বাধীন পেশা হিসেবে জুয়েল মিয়ার ব্যবসায়টিই সবচেয়ে জনপ্রিয়।
সৃজনশীল প্রশ্ন—২: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব সাত্তার একক মালিকানায় একটি খাবার হোটেল স্থাপন করেন। খাবারের মান ভালো হওয়ায় দিন দিন ভোক্তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই তার ব্যবসায় সম্প্রসারণের দরকার হয়। প্রয়োজনীয় মূলধনের অভাব থাকায় তার বন্ধু মতিউরকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করলেন। কিছু দিন ব্যবসায় করার পর হিসাবে গরমিল বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় জনাব সাত্তার মতিউরকে পাওনা টাকা না দিয়েই ব্যবসায়ের চুক্তি বাতিল করে দেন। তাদের ব্যবসায়টি নিবন্ধিত ছিল না।
ক. অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি কোন যুগে?
খ. অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন কেন ঘটে?
গ. জনাব সাত্তার ও মতিউরের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর মতিউর তার পাওনা টাকা ফেরত পাবে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন—৩: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রিন্স একক মালিকানায় একটি কমার্সিয়াল ইনস্টিটিউট স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে তিনি টাইপরাইটার মেশিনের সাহায্যে দরখাস্ত, চিঠিপত্র ইত্যাদি টাইপ করতেন। আধুনিক যুগে আবিষ্কৃত কম্পিউটারের সাহায্যে অতিসহজে ও দ্রুততার সাথে টাইপ করা যায়। তাই প্রিন্স টাইপরাইটার মেশিনের পরিবর্তে তার প্রতিষ্ঠানে কম্পিউটার স্থাপন করেন।
ক. ট্রেড লাইসেন্স কী?
খ. একমালিকানা ব্যবসায়কে প্রাচীনতম সংগঠন বলার কারণ কী?
গ. টাইপরাইটার মেশিনের পরিবর্তে কম্পিউটার স্থাপনের মাধ্যমে প্রিন্সের একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রিন্সের একক মালিকানায় ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের যৌক্তিকতা তুলে ধর।
সৃজনশীল প্রশ্ন—৪: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নজরুল একক মালিকানায় ব্যবসায় চালিয়ে ছোট ব্যবসায়ী থেকে এখন অনেক বড় ব্যবসায়ী হয়েছেন। কর্মচারী রাখলেও তাদের ওপর নির্ভর করতে পারছেন না। তার শরীরটাও ভালো নেই। এতে ব্যবসায়ের ক্ষতি হচ্ছে। তাই তিনি সমঝোতার ভিত্তিতে একজন দক্ষ ব্যক্তিকে ব্যবসায়ের অন্তর্ভুক্ত করেছেন। দুজন মিলে চালানোতেই ব্যবসায়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ক. একমালিকানা ব্যবসায় কী?
খ. অসীম দায় বলতে কী বোঝায়?
গ. নজরুল তার ব্যবসায়টি চালাতে কোন ধরনের সমস্যা অনুভব করেছেন? ব্যাখ্যা কর
ঘ. পরবর্তীতে নেয়া নজরুলের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্যে কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর? তোমার উত্তর বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন—৫: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
আজিম সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন পরিচালনা করেন। মাঝে মধ্যেই তাকে আর্থিক সংকটে পড়তে হয়। পরবর্তীতে আজিম তার সুনাম ব্যবহার করে দুই বন্ধুর সাথে অন্য একটি ব্যবসায় চুক্তির ভিত্তিতে যুক্ত হলেন। তিনি দেখলেন এ ব্যবসায় ঝুঁকি কম, দায়িত্ব বণ্টন ইত্যাদি সুবিধা রয়েছে।
ক. অংশীদার কয় ধরনের?
খ. প্রাইভেট লি. কোম্পানি বলতে কী বোঝায়?
গ. আজিম কোন ধরনের অংশীদার? বর্ণনা কর।
ঘ. আজিমের বর্তমান ও পূর্বের ব্যবসায়িক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
আরও দেখো—আরও দেখো—SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়ভিত্তিক MCQ
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি, সংক্ষিপ্ত এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post