নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় : আমরা ইতোমধ্যে জেনেছি ব্যবসায় হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকান্ডের সমষ্টি।
ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয়। আমরা এ অধ্যায়ে মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসার সংগঠন এবং এগুলোর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : খুলনার মি. জাফর একজন বেকার যুবক। তিনি লেখাপড়া শেষ করে চাকরির সন্ধান না করে একটি মুদি দোকান শুরু করেন। জনগণের ব্যাপক চাহিদার কথা ভেবে তিনি ব্যবসায়টিকে বড় করতে চাইলেন। এজন্য তিনি তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে নিয়োগ করলেন।
ক. একমালিকানা ব্যবসায় কী?
খ. সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কী? ব্যাখ্যা করো।
গ. জনাব জাফরের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জাফরের ব্যবসায় বাড়ানোর জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্র তার নিজের হাতে রেখে থাকে। জনসাধারণের কল্যাণের কথা ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করে রাষ্ট্র এমনটি করে। সম্পদের সুষম বণ্টন ও শিল্পায়নকে উৎসাহ দেওয়ার জন্য রাষ্ট্র এ সময় ব্যবসায় প্রতিষ্ঠান করে থাকে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে?
খ. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. “রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা নয় জনকল্যাণকে প্রাধান্য দেয়” – উত্তিটি ব্যাখ্যা করো।
ঘ. অন্যান্য ব্যবসায়ের চেয়ে রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে’— উক্তিটি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মনিপুর গার্মেন্টসের শ্রমিকরা নিজেদের স্বার্থে একটি বিপণি বিতান গড়ে তুলেছে। এর ব্যবস্থাপনার দায়িত্বে তারা নিজেরাই প্রতিষ্ঠানটি পরিচালনা করে। নিজেদের মধ্যে পণ্য ক্রয়-বিক্রয় করে। এতে তারা সমানভাবে উপকৃত হচ্ছে।
ক. জীবনবিমা কর্পোরেশন নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কী?
খ. সমবায়ের প্রধান নীতিটি ব্যাখ্যা করো।
গ. সমবায় সমিতির কোন নীতির কারণে শ্রমিকরা নির্বাচনে সমানভাবে অংশ নেয়? ব্যাখ্যা করো।
ঘ. সমবায় সমিতি গঠন করে শ্রমিকরা কীভাবে উপকৃত হয় বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ৪ : কয়েকজন ব্যক্তি নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে ১০ বছর সময়কালের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। কিন্তু নির্দিষ্ট সময়কাল অতিবাহিত হওয়ার আগেই ঘটনাক্রমে তিনজন অংশীদার আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। ফলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
ক. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
খ. অংশীদারদের দায় ‘অসীম’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানটির বিলোপসাধনের যৌক্তিকতা তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ৫ : বি.কম পাসের পর সুজন এবং আদিল দুই বন্ধু মিলে এস.এ. ট্রেডার্স নামে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। ব্যবসায় গঠনে তারা বেশকিছু সুবিধা ভোগ করেন। কিন্তু তাদের চুক্তি আইনের চোখে মূল্যহীন হওয়ায় ব্যবসায় পরিচালনায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।
ক. চুক্তি কী?
খ. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা উত্তম কেন? ব্যাখ্যা করো।
গ. সুজন এবং আদিল অংশীদারি ব্যবসায় গঠনে কীরূপ সুবিধা ভোগ করতে পারেন? বর্ণনা করো।
ঘ. সুজন এবং আদিল অংশীদারি ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার মূল কারণটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব আবিদ তার পাঁচ বন্ধুকে নিয়ে নিবন্ধনপত্র সংগ্রহ করে আইনসৃষ্ট বিডি ফ্যাশন নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি ও তার এক বন্ধু প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে কাজ করেন। তাদের প্রাথমিক মূলধন ৫ কোটি টাকা। সকলের প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়।
ক. স্মারকলিপি কী ?
খ. যৌথমূলধনী কোম্পানিকে স্বেচ্ছামূলক সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত বিডি ফ্যাশন নামক ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : মি. কানন, জনি ও রনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করছেন। মি. কানন ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও ব্যবসায় পরিচালনায় অংশ নেন। মি. জনি মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশ নেন না। মি. রনি মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ মি. কানন মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।
ক. বিশ্বের প্রথম সমবায় সমিতির নাম কী?
খ. প্রাথমিক ও কেন্দ্রীয় সমবায় সমিতির মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত মি. রনি কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : যশোরের জনাব জসীম একজন বেকার যুবক। চাকরির সন্ধান না করেই লেখাপড়া শেষে স্বল্প পুঁজি নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। জনগণের ব্যাপক চাহিদার কথা ভেবে তিনি ব্যবসায়টিকে বড় করতে চাইলেন। এজন্য তিনি তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন।
ক. কোনটিকে আধুনিক যুগের ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয়?
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা করো।
গ. জনাব জসীমের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কো ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জসীমের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : সান, মুন ও স্টার তিন বন্ধু পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় পরিচালনা করছে। তাদের ব্যবসায়টিতে মুনাফাও হচ্ছিল বেশ। কিন্তু সাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় তাদের ব্যবসায়টির | বিলোপ ঘটে। কিন্তু মুন ও স্টার পরবর্তীতে ভাবলো তারা এমন কিছু করবে যাতে প্রতিষ্ঠানের পৃথক আইনগত সস্তা থাকে। যাতে করে কারো মৃত্যুতে ব্যবসায়ের বিলোপ না ঘটে।
ক. সমবায়ের শাব্দিক অর্থ কী?
খ. সরকার কর্তৃক গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়টি কী? ব্যাখ্যা করো।
গ. সান, মুন ও স্টার কর্তৃক পরিচালিত ব্যবসায় সংগঠনটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. মুন ও স্টারের পরবর্তী সিদ্ধান্তের যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রাজু, সাজু ও রিজু তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ‘ফ্রেন্ডস্ এন্ড ব্রাদাস নামের একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। তারা ব্যবসায়ের প্রত্যাশিত লাভ-লোকসান আলোচনা সাপেক্ষে সুষ্ঠুভাবে বণ্টন করেন। বেশ কয়েক বছর ব্যবসারটি সফলতার সাথে চলছে। সম্প্রতি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিজু মস্তিষ্কে আঘাত লেগে পাগল হয়ে যায়। এ কারণে ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স সংগঠনটির বিলোপ হয়।
ক. একমালিকানা ব্যবসায় কী?
খ. সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কী? ব্যাখ্যা করো।
গ. মালিকানার ভিত্তিতে ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স ব্যবসায় সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ‘ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স’ ব্যবসায় সংগঠনটির বিলোপসাধনের কারণ বিশ্লেষণ করো?
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post