ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় mcq : ব্যবসায় উদ্যোক্তাদের কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদ থাকে যেমন : কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলো ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল এবং ব্যবসায়ের অতিমূল্যবান সম্পদ। এসব সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে। এগুলো সম্পর্কে ব্যবসায় উদ্যোক্তাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আইনকানুন সম্পর্কে ধারণা ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে।
লাইসেন্স : যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। একক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়।
ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় mcq
১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
ক উৎপাদন
খ বাজারজাতকরণ
গ মুনাফা অর্জন
● চুক্তি
২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
খ পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
গ ঝুঁকি এড়ানোর জন্য
ঘ প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার শনির আখড়ার বাসিন্দা জনাব হাবিব একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়।
৩. উদ্দীপকে কে বিমাগ্রহীতা হবেন?
ক উৎপাদনকারী
● সরবরাহকারী
গ আমদানিকারক
ঘ বন্দর কর্তৃপক্ষ
৪. উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে-
র. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে
রর. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে
ররর. ক্ষতিপূরণ পাবার নিশ্চয়তা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক প্রচুর মুনাফা
খ অধিক বিনিয়োগ
● মানসম্মত পণ্য বিক্রয়
ঘ কঠোর তদারকি
৬. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়?
ক ২৬ মে
● ২৮ এপ্রিল
গ ২৭ এপ্রিল
ঘ ২৬ এপ্রিল
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ফয়সাল বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চ ডুবিতে মারা গেল। একটি বিমা কোম্পানি তার পূর্বে গৃহীত বিমা পলিসি বাবদ ১০ লক্ষ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়।
৭. মি. ফয়সাল এর গৃহীত বিমা কোনটি?
ক দুর্ঘটনা বিমা
খ নৌ বিমা
● জীবন বিমা
ঘ বিশ্বস্বতা বিমা
৮. মি. ফয়সালের বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
র. এটি ক্ষতিপূরণের চুক্তি
রর. এটি সবচেয়ে জনপ্রিয়
ররর. মৃত্যু না হলেও অর্থ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৯. মানুষ ব্যবসায় করে কেন? (অনুধাবন)
ক সুনাম বৃদ্ধির জন্য
● জীবিকা অর্জনের জন্য
গ ক্ষমতা লাভের জন্য
ঘ ঝুঁকি গ্রহণের জন্য
১০. সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা কী হতে হয়? (জ্ঞান)
ক শুধু স্বীকৃত
খ শুধু বৈধ
● স্বীকৃত ও বৈধ
ঘ আইনের দরকার হয় না
১১. মুনাফা অর্জনের জন্য ব্যবসায় করার অধিকার আছে কার? (জ্ঞান)
ক যুবকদের
খ ব্যবসায়ীদের
গ বেকারদের
● সকলের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২. যেসব উদ্দেশ্য সাধনের জন্য সকলের বৈধ ব্যবসায় করার অধিকার রয়েছে (অনুধাবন)
র. মুনাফা অর্জন
রর. জীবিকা অর্জন
ররর. ব্যবসায় সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৩. জনাব সাইফুল ব্যবসায় করে জীবিকা অর্জন করতে চান। তার ব্যবসায়টি দেশের প্রচলিত আইন দ্বারা- (প্রয়োগ)
র. গঠিত হতে হবে
রর. স্বীকৃত হতে হবে
ররর. বৈধ হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
১৪. ব্যবসায়ের আইনগত দিক হলো- (অনুধাবন)
র. পুঁজি
রর. লাইসেন্স
ররর. ট্রেড মার্কস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
ব্যবসায়ে আইনগত দিক
১৫. কোন শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি ব্যবসায় শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত করা হয়? (জ্ঞান)
● ১৯৯৮
খ ২০০০
গ ২০০২
ঘ ২০০৪
১৬. কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে ব্যবসায় উদ্যোগ পাঠ্যপুস্তকটি রচিত হয়? (জ্ঞান)
● ঢাকা বিশ্ববিদ্যালয়
খ রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭. কোন কারণে বইয়ের বিক্রয় আকস্মিকভাবে কমে যেতে পারে? (অনুধাবন)
ক বইয়ের অপর্যাপ্ততা
খ প্রচারের অভাব
গ চাহিদার অভাব
● নকল বইয়ের উপস্থিতি
১৮. কপিরাইট কী? (জ্ঞান)
● বুদ্ধিবৃত্তিক সম্পদ
খ খনিজ সম্পদ
গ ভাসমান সম্পদ
ঘ গৃহসম্পদ
১৯. আইনগত বিধিবিধান সম্পর্কে কাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক? (জ্ঞান)
ক ব্যবসায়ীদের
খ ভোক্তাদের
গ ক্রেতাদের
● ব্যবসায় উদ্যোক্তাদের
২০. কী সম্পর্কে ধারণা ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে? (জ্ঞান)
ক ব্যবসায়ের ধরন
খ ব্যবসায়ের নিয়মাবলি
গ ব্যবসায়ের মূলধন
● দেশের আইনকানুন
২১. বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো- (অনুধাবন)
র. কপিরাইট
রর. পেটেন্ট
ররর. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২২. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়- (অনুধাবন)
র. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে
রর. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে
ররর.মালিকের সম্পত্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
আনিকা বহুদিন ধরে গবেষণা করে একটি সফটওয়্যার আবিষ্কার করে। কিন্তু এর নিবন্ধন না করেই সফটওয়্যারটি ব্যবসায়িক উদ্দেশ্যে বাজারজাত করে। পরবর্তীতে বাজারে ওই সফটওয়্যারের নকল বের হলে আনিকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
২৩. আনিকা কী করলে ক্ষতির সম্মুখীন হতো না? (প্রয়োগ)
● নিবন্ধন
খ মামলা
গ বাজারজাত
ঘ গবেষণা
২৪. আনিকার আবিষ্কারটি কী ধরনের সম্পদ হিসেবে বিবেচিত? (উচ্চতর দক্ষতা)
ক আর্থিক
খ জাতীয়
● বুদ্ধিবৃত্তিক
ঘ আইনগত
লাইসেন্স
২৫. যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কী নিতে হয়? (জ্ঞান)
ক ধারণা অনুমোদন গ শুরু করার সময় ঘ পণ্য জ্ঞান
২৬. অনুমোদন বা নিবন্ধন পদ্ধতি কেমন? (অনুধাবন)
● বিভিন্ন রকম
খ একই রকম
গ প্রায় এক রকম
ঘ নিবন্ধন নি®প্রয়োজন
২৭. পৌর এলাকায় একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান)
ক ইউনিয়ন পরিষদ
● পৌর কর্তৃপক্ষ
গ উপজেলা প্রশাসন
ঘ জেলা প্রশাসন
২৮. কামাল হাজিগঞ্জ পৌর এলাকায় একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় শুরু করলেন। তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
ক জেলা প্রশাসক
খ থানা নির্বাহী কর্মকর্তা
● পৌর কর্তৃপক্ষ
ঘ জেলা পরিষদ
২৯. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান)
ক বিসিক শিল্প নগরী
খ ইউনিয়ন পরিষদ
● জেলা প্রশাসন
ঘ পৌরসভা
৩০. মি. পিয়াল পৌর এলাকা থেকে প্রায় ১৮ কি.মি. দূরে একটি কনফেকশনারি দোকান স্থাপন করতে চায়। এজন্য তাকে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
ক পৌর কর্তৃপক্ষ
জেলা প্রশাসন
গ ইউনিয়ন কর্তৃপক্ষ
ঘ বাজার কমিটি
৩১. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি সংগ্রহ করতে হয়? (জ্ঞান)
ক অনুমতিপত্র
● ট্রেড লাইসেন্স
গ আমদানি লাইসেন্স
ঘ রপ্তানি লাইসেন্স
৩২. নিসার একজন অল্প শিক্ষিত বেকার যুবক। তিনি একটি একমালিকানা ব্যবসায় স্থাপন করলেন। এক্ষেত্রে তাকে কোনটি সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
ক অনুমতিপত্র
খ পেটেন্ট
● ট্রেড লাইসেন্স
ঘ নিবন্ধন
৩৩. বাংলাদেশে কোন ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়? (জ্ঞান)
ক রাষ্ট্রীয়
● অংশীদারি
গ কোম্পানি
ঘ সমবায়
৩৪. বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কেমন? (অনুধাবন)
ক আইন নিয়ন্ত্রিত
খ প্রয়োজন নেই
গ বাধ্যতামূলক
● বাধ্যতামূলক নয়
৩৫. মারুফ ও তারিক দুই বন্ধু। তারা একটি অংশীদারি ব্যবসায় গঠন করতে চায়। তাদের জন্য নিচের কোন কাজটি করা বাধ্যতামূলক নয়? (প্রয়োগ)
ক চুক্তি
● নিবন্ধন
গ পুজি সংগ্রহ
ঘ মূলধন
৩৬. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে কার কাছে আবেদন করতে হবে? (জ্ঞান)
ক পৌর কর্তৃপক্ষের
খ জেলা প্রশাসনের
স্থানীয় নিবন্ধকের
ঘ বিসিক প্রধানের
৩৭. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য আবেদনের সাথে নির্দিষ্ট হারে কী দিতে হয়? (জ্ঞান)
ক মূলধন
● ফি
গ মুনাফা
ঘ ঋণ
৩৮. ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে- (অনুধাবন)
র. অনুমোদন নিতে হয়
রর. নিবন্ধন করতে হয়
ররর. ধারণা দিতে হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৯. একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় (অনুধাবন)
র. পৌর এলাকার ভিতর হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে
রর. পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসনের কাছ থেকে
ররর. পৌর এলাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
করিম ও রহিম দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশে এ ব্যবসায়টি নিবন্ধন বাধ্যতামূলক নয়। তথাপি তারা এটি নিবন্ধনের ইচ্ছা পোষণ করলেন।
৪০. করিম ও রহিমের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
● অংশীদারি ব্যবসায়
খ প্রাইভেট লি. কোম্পানি
গ পাবলিক লি. কোম্পানি
ঘ সমবায় ব্যবসায়
৪১. উদ্দীপকের ব্যবসায়টি নিবন্ধিত হলে (উচ্চতর দক্ষতা)
র. চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের করতে পারবে
রর. অসাধুতা ও প্রতারণার প্রবণতা হ্রাস করা যাবে
ররর. পাওনা আদায়ে আদালতে মামলা দায়ের করতে পারবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন
৪২. কোন আইন অনুসারে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান)
ক একমালিকানা আইন
খ অংশীদারি আইন
● কোম্পানি আইন
ঘ প্রচলিত আইন
৪৩. কে নিবন্ধনপত্র ইস্যু করেন? (জ্ঞান)
ক কোম্পানির সচিব
● নিবন্ধক
গ পৌর কর্তৃপক্ষ
ঘ থানা কর্তৃপক্ষ
৪৪. কারা কোম্পানি নিবন্ধনের জন্য কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় ফি ও দলিলাদি প্রদান করে আবেদন করেন? (জ্ঞান)
● প্রবর্তকগণ
খ পরিচালকগণ
গ শেয়ার হোল্ডারগণ
ঘ কর্মকর্তাগণ
৪৫. দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে কে সন্তুষ্ট হলে নিবন্ধনপত্র ইস্যু করে? (জ্ঞান)
ক পৌর কর্তৃপক্ষ
● নিবন্ধক
গ জেলা প্রশাসক
ঘ থানা কর্তৃপক্ষ
৪৬. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন? (জ্ঞান)
● দুই জন
খ তিন জন
গ চার জন
ঘ সাত জন
৪৭. পাবলিক লি. কোম্পানির জন্য ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন? (জ্ঞান)
ক দুই জন
খ পাঁচ জন
● সাত জন
ঘ দশ জন
৪৮. প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? (জ্ঞান)
ক নিবন্ধনের জন্যে আবেদনের সাথে সাথে
খ প্রয়োজনীয় ফি প্রদানের সাথে সাথে
● নিবন্ধনপত্র প্রাপ্তির সাথে সাথে
ঘ কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর
৪৯. পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় শুরু করার জন্য কী সংগ্রহ করতে হয়? (জ্ঞান)
ক নিবন্ধনপত্র
খ ট্রেড লাইসেন্স
● কার্যারম্ভের অনুমতিপত্র
ঘ স্মারকলিপি
৫০. যৌথ মূলধনী ব্যবসায়ের (অনুধাবন)
র. নিবন্ধন বাধ্যতামূলক
রর. নিবন্ধনে কোনো খরচ নেই
ররর. নিবন্ধনে কোম্পানি আইন অনুসরণ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫১. প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজন (অনুধাবন)
র. নিবন্ধনপত্র সংগ্রহ
রর. ন্যূনতম দুইজন প্রবর্তক
ররর. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post