নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় : জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। এ অধ্যায়ে ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক যেমন লাইলেপ, ট্রেড মার্কস, ফ্রানসাইল ইত্যাদি সম্পর্কে জানতে পারব।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জাপানে McDonald’s কোম্পানি তাদের “Golden Arches” ট্রডমার্ক নিজেদের নামে রেজিস্ট্রেশন করে। এরপর জাপানি সুপ্রিমকোর্টের সাথে একটি দীর্ঘমেয়াদি এবং ব্যয় আইনগত প্রক্রিয়ার পর কোম্পানি এই ট্রেডমার্কের ওপর তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করে।
ক. ট্রেড মার্ক কী?
খ. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা উল্লেখ করো।
গ. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. ট্রেডমার্ক ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জাপানের KFC একটি বিখ্যাত খাবারের দোকান বর্তমানে বাংলাদেশেও K.F.C-এর খাবার পাওয়া যায়। কেননা বাংলাদেশে KFC এর ফ্রানসাইজ আছে এবং ট্রান্সকম লি.-এর ব্যবস্থাপনা করছে।
ক. কত সালে উপমহাদেশে ট্রেডমার্কস আইন তৈরি করা হয়?
খ. বিমা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. K.F.C বাংলাদেশে স্থাপন করায় ট্রান্সকম লি. যে সুবিধার সম্মুখীন হচ্ছে তা বর্ণনা করো।
ঘ. ট্রান্সকম লি. ও K.P.C-এর মধ্যে সম্পাদিত চুক্তির অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস কবির পণ্য কেনার বিষয়ে খুবই সচেতন। তিনি কোনো পণ্য কিনতে গেলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না, তা দেখেন। ব্র্যান্ড পণ্য কেনার প্রতি তার আগ্রহ থাকায় তিনি মনে করেন বড় প্রতিষ্ঠানে অবশ্যই একটা মান মেনে চলা হয়।
ক. কপিরাইট কী?
খ. পরিবেশ দূষণ বলতে কী বোঝায়?
গ. মিসেস কবির কোন ধরনের কর্তৃপক্ষের অনুমোদন দেখেন? ব্যাখ্যা করো।
ঘ. মিসেস কবির যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব হিমেল একজন ব্যবসায়ী। তিনি অন্য দেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আমদানিকৃত পণ্য তিনি নৌপথে আনেন। ঝুঁকি এড়াতে তিনি বিমা কোম্পানির শরণাপন্ন হন।
ক. ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
খ. জীবন বিমা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব হিমেলের জন্য কোন বিমা প্রয়োজন? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের আলোকে হিমেলের ব্যবসায়ের সহায়ক হিসেবে বিমার গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আলিফ একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি নতুন সফটওয়্যার উন্নয়ন করে তা নিবন্ধন করার পর ৩০ লক্ষ টাকায় ‘গ্রিন টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। উত্ত প্রতিষ্ঠানের নামের ওপর চারটি পাখা সংবলিত সুন্দর একটি চিহ্ন আছে। দুই বছর পর তিনি লক্ষ করলেন, তার উদ্ভাবিত সফটওয়্যার অন্য একটি কোম্পানি ব্যবহার করছে। তাই তিনি ক্ষতিপূরণ চেয়ে আইনের আশ্রয় নেন।
ক. ফ্রানসাইজি কে?
খ. অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব আলিফের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধিত হয়েছিল? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত গ্রিন টেকনোলজি কোম্পানির চারটি পাখা সম্বলিত চিহ্নের উপযোগিতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সুমন বিজ্ঞান মেলা থেকে একটি ল্যাপটপ ক্রয় করলেন। ল্যাপটপ নিয়ে সুমন বিশ্ববিদ্যালয়ের ক্লাশে যাওয়ার পর তার বন্ধুরা দেখলো তার ল্যাপটপের ওপর একটি চিহ্ন এবং কোম্পানির নাম লেখা ছিল। এগুলো দেখে সুমন এবং তার বন্ধুরা বুঝতে পারলো চিহ্নটিই পণ্যটিকে অন্য পণ্য হতে স্বতন্ত্র করেছে। এরূপ ল্যাপটপের প্রচুর চাহিদা থাকায় ‘X’ কোং ঐ একই চিহ্ন ব্যবহার করলে প্রকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘X’ কোং-এর বিরুদ্ধে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করেন।
ক. সমবায়ের শাব্দিক অর্থ ?
খ. রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. ল্যাপটপে ব্যবহৃত চিহ্নটির বর্ণনা দাও।
ঘ. ‘X’ কোং উদ্দীপকে একই চিহ্ন ব্যবহার করায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো কেন? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সৃজনী মানসম্পন্ন পণ্য সরবরাহ করে দেশের সর্বত্র ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানিটি সরকারের সাথে এমন একটি চুরি করেছে যার ফলে কোম্পানিটি বছরের পর বছর একচেটিয়া ব্যবসায় করে যাচ্ছে। কোম্পানিটির পণ্য সহজেই চেনার উপায় হিসেবে প্রতিটি পণ্যের মোড়কের গায়ে ইংরেজি অক্ষর ‘S’ ব্যবহার করা হয়।
ক. পণ্যের মান নির্ধারণে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান?
খ. ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি? ব্যাখ্যা করো।
গ. কোন ধরনের চুক্তির ফলে সৃজনী একচেটিয়া ব্যবসায় করছে? বর্ণনা করো।
ঘ. সৃজনী-এর তৈরি পণ্যের গায়ে ‘S’ অক্ষর দ্বারা ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা হয় যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম সমাজকর্মের ওপর একটি গবেষণামূলক বই প্রকাশ করেন। বইটি বিভিন্ন মহলে সমাদৃত হলেও পরবর্তী পর্যায়ে বাজারে বিক্রি আশানুরূপ না হওয়ায় তিনি খোঁজ নিয়ে জেনেছেন, বইটির নকল কপি প্রকৃত দামের থেকে অনেক কম দামে বাজারে বিক্রি হচ্ছে।
ক. কোনো পণ্যকে অন্য পণ্য থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যাখ্যা করো।
গ. অধ্যাপক সিরাজুল ইসলামের সৃষ্ট কাজটি কিসের অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. নকল প্রতিরোধে অধ্যাপক সিরাজুল ইসলামের কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে মনে করো?
সৃজনশীল প্রশ্ন ৯ : সালেহা খাতুনের স্বামী ভবিষ্যতের কথা ভেবে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। হঠাৎ করে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি চুক্তি মোতাবেক মনোনীত ব্যক্তি সালেহা খাতুনকে অর্থ পরিশোধ করেন।
ক. বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালের?
খ. কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. সালেহা খাতুনের স্বামী কোন ধরনের চুক্তি করেছিলেন তা বর্ণনা করো।
ঘ. সালেহা খাতুনের মতো অসহায় নারীদের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব অর্ণব দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন গমের বীজ উদ্ভাবন করেন। এই বীজ থেকে অতি অল্প সেচে এবং অল্প সময়ে গম উৎপন্ন হয়। তিনি বিশেষ চিহ্ন বিশিষ্ট প্যাকেটে উদ্ভাবিত গমের বীজ বাজারে বিক্রি করে থাকেন। কিন্তু একটি অসাধু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বীজের অনুরূপ গমের বীজ নকল করে বাজারজাত করছে। যথাযথ প্রমাণের অভাবে জনাব অর্ণব উত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।
ক. পেটেন্ট কী?
খ. কপিরাইট বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব অর্ণবের বীজের প্যাকেটে ব্যবহৃত বিশেষ চিহ্নটিকে আইনের দৃষ্টিতে কী বলে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত উদ্ভূত পরিস্থিতিতে জনাব অর্ণব কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post