নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় : নাফিসের বড় চাচা ছাতক সিমেন্ট কারখানার একজন ইঞ্জিনিয়ার। স্কুলের ছুটিতে নাফিস তার পিতা মাতা ও ভাইবোনের সাথে চাচার কাছে বেড়াতে গেল। চাচা তাকে এবং তার চাচাত ভাই-বোনদেরকে সিমেন্ট কীভাবে তৈরি হয় দেখাতে নিয়ে গেলেন। নাফিস দেখল সেখানে হাজার হাজার পাথরের সমাবেশ। তার চাচা জানাল প্রতিদিন ভারত সীমান্ত থেকে অগণিত পাথর এখানে আসছে।
এ সকল পাথরই হচ্ছে সিমেন্ট তৈরির কঁচামাল। বিভিন্ন প্রক্রিয়ায় এ পাথরকে সিমেল্ট রূপান্তরিত করা হয়। ছাতক সিমেন্ট খুব মানসম্পন্ন। নাফিসের দেখা ছাতক সিমেন্ট কারখানা বাংলাদেশের একটি পুরুত্বপুর্ণ শিল্প। এ অধ্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রকারের শিল্প, এর গুরুত্ব এবং এগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব ফরিদ লক্ষ করে দেখলেন, ঢাকার বিপণিগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে শপিংব্যাগের দরকার হয়। তাই তিনি ১ কোটি টাকা ব্যয় করে ঢাকার আরামবাগে শপিংব্যাগ মুদ্রণ ও তৈরির জন্য একটি কারখানা স্থাপন করলেন। আরামবাগ থেকে তিনি সহজেই কাঁচামাল | হিসেবে কাগজ কিনতে পারেন। আবার ঢাকার সর্বত্র বিপণিগুলোতে সহজে সরবরাহ করতে পারেন। তার কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছে।
ক. আমাদের দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোন শিল্প?
খ. সেবা শিল্প বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. জনাব ফরিদের শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ফরিদের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির গতিশীলতা সৃষ্টি হবে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীরা দুটি দলে ভিন্ন হয়ে শিক্ষা সফরে গেল। প্রথম দলটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে গেল। সেখানে তারা বেশকিছু শিল্প প্রতিষ্ঠান দেখল, যেখানে কাঁচামাল হিসেবে আখ ব্যবহার হচ্ছে এবং প্রায় প্রতিটি শিল্পতেই ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করছে। দ্বিতীয় দলটি গেল ঢাকা ও নারায়ণগঞ্জে সেখানে তারা যে শিল্প দেখল তাতে নারী শ্রমিকের আধিক্য লক্ষ্য করল।
ক. সিমেন্ট শিল্প কোন ধরনের শিল্প?
খ. সেবা শিল্প বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম দলটির দেখা শিল্পটি কোন ধরনের বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য দল দুটির দেখা শিল্পসমূহ কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব সাদেক তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস, ফুলদানি তৈরি এবং নিজের দোকানেই সেগুলো বিক্রি করেন। অন্যদিকে জনাব কবির ১১৫ জন শ্রমিক নিয়ে চামড়ার তৈরি জুতা ও ব্যাগ তৈরি করেন। তার তৈরিকৃত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হয়।
ক. ক্রয় ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
খ. বৃহৎ শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব সাদেকের স্থাপিত শিল্পের বর্ণনা দাও।
ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব কবিরের শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. এমদাদ কক্সবাজারে এমদাদ সল্ট ইন্ডাস্ট্রিজ নামে একটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। তাঁর বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ জমি ও কারখানা ভবন ছাড়া ৫ কোটি টাকা। তার কারখানায় ৪৫ জন শ্রমিক কর্মরত আছে।
ক. বাংলাদেশে সম্ভাবনাময় বৃহৎ শিল্প কোনটি?
খ. উৎপাদন শিল্প বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. এমদাদের ব্যবসায়টি বাংলাদেশের কোন শিল্পের অন্তর্গত? তা বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে শিল্পটি স্থাপনে মি. এমদাদ কক্সবাজারকে নির্বাচন করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মি. রমিজ তার বেকারত্ব দূর করার জন্য তার বন্ধু রহিমের পরামর্শে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বুটিকের কাজ শুরু করেন। এ কাজে তার পরিবারের সদস্যরা তাকে সহায়তা করেন। ফলে তিনি সফলতা লাভ করেন।
ক. বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
খ. কোন শিল্প বাংলাদেশের জাতীয় ঐহিত্যের প্রতীক? বর্ণনা করো।
গ. মি. রমিজের কাজটি কোন শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. মি. রমিজের ব্যবসায়টি কীভাবে বেকারত্ব দূর করতে সক্ষম তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. আশিক গাজীপুর জেলার সালনায় একটি হোসিয়ারী শিল্প স্থাপন করেন, যেখানে জমি ও কারখানা ভবন ছাড়া খরচ হয় ২৫ কোটি টাকা। সেখানে ৩ টি শিফট চালু রয়েছে। প্রতিটি শিফটে ৫০ জন শ্রমিক কাজ করে। এখানে শ্রমিকরা কাজ করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছে। অন্যদিকে মি. আশিক আরও একটি শিল্প স্থাপনের পরিকল্পনা নিয়েছেন।
ক. খন্ডকালীন উৎপাদন ইউনিট কোনটি?
খ. কুটির শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. আশিকের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. মি. আশিকের শিল্পটি কর্মসংস্থান সৃষ্টি করে কীভাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : কুয়াকাটার সাকিব বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্রতীরে একটি বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। এ শিল্পে বিনিয়োগ ৩কোটি টাকার বেশি।
ক. মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা কত?
খ. কুটির শিল্প বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ. সাকিবের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. সাকিবের শিল্পটি দেশের অর্থনীতিতে কতটুকু ভূমিকা পাল করবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব রাসেল ১০ বছর জাপান থাকার পর দেশে ফিরে ২৫ কোটি টাকা বিনিয়োগ করে ১৫০ জন শ্রমিক নিয়োগে একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি জুস তৈরির জন্য কারখানাটি রাজশাহীতে স্থাপন করলেন। এখন তিনি একজন সফল ব্যবসায়ী।
ক. ব্যবস্থাপনা কাকে বলে?
খ. প্রাইভেট ও পাবলিক লি. কোম্পানির মধ্যে পার্থক্য লেখো।
গ. জনাব রাসেল কোন ধরনের শিল্প স্থাপন করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাসেলের রাজশাহীতে শিল্প কারখানা স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব সজল তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস, ফুলদানি তৈরি করেন এবং নিজের দোকানেই সেগুলো বিক্রি করেন। অন্যদিকে জনাব আবির ১১৫ জন শ্রমিক নিয়ে চামড়ার তৈরি জুতা, ব্যাগ তৈরি করেন। তার তৈরিকৃত পণ্য দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা হয়।
ক. ক্রয় ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
খ. বৃহৎ শিল্প কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব সজলের স্থাপিত শিল্পের বর্ণনা দাও।
ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের শিল্পের অবদান মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : কাঁচামালের সহজলভ্যতার কথা চিন্তা করে বান্দরবানের শান্তি চাকমা গৃহালী উপকরণ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে বেতের ঝুড়ি ও বাঁশের চাটাই তৈরি করে তা স্থানীয় বাজারে বিক্রি করে উপার্জন শুরু করেন। এ কাজে তার পরিবারের সদস্যরা তাকে সাহায্য করে। অধিক মুনাফা লাভের আশায় এখন তিনি শৌখিন জিনিস উৎপাদন করছেন।
ক. প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়টি?
খ. উৎপাদনমুখী শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে শান্তি চাকমার শিল্পটি কোন ধরনের বর্ণনা করো।
ঘ. বান্দরবানের মতো অনুন্নত জেলার উন্নয়নে শান্তি চাকমার শিল্পের অবদান মূল্যায়ন করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post