ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় mcq : সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা আরও ব্যাপক। পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়।
বিপণনের কার্যাবলি : বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি হয়। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ সবই বিপণনের কাজ। বিপণনের কার্যাবলি ব্যবসার জন্য খুবই সহায়ক।
বণ্টন প্রণালির ধারণা : বাজারজাতকরণের ক্ষেত্রে সবসময় উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য পৌঁছতে পারে না। তখন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়, তারা মধ্যস্থ কারবারি হিসেবে পরিচিত। মধ্যস্থ কারবারি বা ব্যবসায়ীদের সাহায্যে পণ্য ক্রেতার নিকট পৌঁছনোর এ প্রক্রিয়াকেই বণ্টন প্রণালি বলা হয়। মধ্যস্থ ব্যবসায়ী হতে পারে কোনো খুচরা ব্যবসায়ী, পাইকার অথবা এজেন্ট।
ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় mcq
১. বিপণনের অন্যতম কাজ কী?
● ক্রয়
খ বিক্রয়
গ পরিবহন
ঘ গুদামজাতকরণ
২. পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়?
ক পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে
● পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে
গ পণ্যের বাজার সম্পর্কে জানার জন্য
ঘ উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রুবেল একজন তরমুজ উৎপাদনকারী। উৎপাদিত তরমুজ তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি পণ্য বিক্রির জন্য অন্য কৌশল অবলম্বন করার চিন্তা করছেন।
৩. রুবেলের ক্ষেত্রে পণ্য বণ্টন প্রণালিটি হলো-
● উৎপাদনকারী-ভোক্তা
খ উৎপাদনকারী-খুচরা কারবারি
গ উৎপাদনকারী-খুচরা ব্যবসায়ী-ভোক্তা
ঘ পাইকার-খুচরা ব্যবসায়ী
৪. রুবেলের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে-
র. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব হ্রাস পায়
রর. ক্রেতা কমমূল্যে পণ্য পেয়ে থাকে
ররর. বিপণন কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫. এক স্থানের উৎপাদিত পণ্য দ্রব্যাদি কিসের ফলে অন্য স্থানের লোকেরা ভোগ করতে পারে?
ক মজুদকরণের
● স্থানান্তরের
গ প্রচারের
ঘ তথ্য সংগ্রহের
৬. ‘ধৈর্যশীলতা’ একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক শারীরিক
● মানসিক
গ নৈতিক
ঘ ব্যক্তিবাচক
৭. পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কী সৃষ্টি হয়?
ক পণ্যের স্থিতিশীলতা
● দামের স্থিতিশীলতা
গ উৎপাদনে স্থিতিশীলতা
ঘ সেবার স্থিতিশীলতা
৮. বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়-
র. সময়গত রর. স্থানগত
ররর. স্বত্বগত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
মি. পলাশ শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে।
৯. মি. পলাশের ব্যবসায়টিকে কী বলা যায়?
ক পাইকারি
খ বিক্রয় প্রতিনিধি
● খুচরা
ঘ মজুদদারী
১০. বিপণন কার্যাবলিতে মি. পলাশের কাজটি হচ্ছে-
র. ক্রয়-বিক্রয়
রর. তথ্য সংগ্রহ
ররর. ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মোবাইল ফোন বিক্রেতা জনাব সৈকত বাণিজ্যমেলা, মীনাবাজার ও শিল্পমেলায় মোবাইল ফোন প্রদর্শন করেন।
১১. জনাব সৈকতের কাজটি কোনটির অন্তর্ভুক্ত?
ক বাজার জরিপ
খ পরিবহন
● বিজ্ঞাপন
ঘ তথ্য সংগ্রহ
১২. জনাব সৈকতের কাজটির মাধ্যমে-
র. পণ্যের বাজার সম্প্রসারিত হয়
রর. পন্যের সুনাম বৃদ্ধি পায়
ররর. জনগণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র, রর
খ র, ররর
গ রর, ররর
● র, রর ও ররর
১৩. পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কার্যাবলিকে কী বলে? (জ্ঞান)
ক বিক্রয়িকতা
খ বিজ্ঞাপন
গ বিক্রয়
● বিপণন
১৪. কীভাবে উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে পৌঁছনো হয়? (অনুধাবন)
● বিপণনের মাধ্যমে
খ খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে
গ পরিহনের মাধ্যমে
ঘ প্রতিনিধির মাধ্যমে
১৫. বিপণনের অপর নাম কী? (জ্ঞান)
ক বিজ্ঞাপন
খ উৎপাদন
● বাজারজাতকরণ
ঘ বিক্রয়
১৬. পণ্য উৎপাদনের সার্থকতা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন)
● বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর
খ গুদামজাতকরণের ওপর
গ মোড়কিকরণের ওপর
ঘ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
১৭. খোকন সরকার একজন উৎপাদক। তিনি পণ্য বা সেবা পৌঁছে দেন কার কাছে? (প্রয়োগ)
● ভোক্তা
খ বিপণন
গ নেতা
ঘ খেলোয়াড়
১৮. পণ্য উৎপাদন হয় কাদের জন্য? (জ্ঞান)
ক উৎপাদক
● ভোক্তা
গ শিল্পপতি
ঘ রাজনীতিবিদ
১৯. ক্রেতা ও ভোক্তাগণ মানসম্মত পণ্য কিসের মাধ্যমে পেয়ে থাকে? (জ্ঞান)
● বিপণন
খ গুদামজাতকরণ
গ উৎসরণ
ঘ বিক্রয়িকতা
২০. কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? (জ্ঞান)
● উৎপাদন
খ ক্রয়
গ বিক্রয়
ঘ সেবার মান
২১. বিপণনের দ্বারা বিক্রয় বৃদ্ধির সাথে সাথে আর কী হয়? (অনুধাবন)
● উৎপাদন বৃদ্ধি পায়
খ জনগণের আয় বৃদ্ধি পায়
গ উৎপাদন হ্রাস পায়
ঘ জাতীয় সম্পদ বৃদ্ধি পায়
২২. শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি নির্ভর করে কোনটি উন্নয়নের ওপর? (অনুধাবন)
● বিপণন
খ পরিবহন
গ প্রমিতকরণ
ঘ প্যাকিং
২৩. বিপণন যেসব কাজের সমষ্টি- (অনুধাবন)
র. ক্রয়-বিক্রয়
রর. পরিবহন
ররর. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৪. বিপণনের উন্নয়নের সাথে সাথে উন্নয়ন ঘটে- (অনুধাবন)
র. শিল্পের
রর. বাণিজ্যের
ররর. সেবার মানের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৫. বিপণনের প্রথম কাজ কোনটি? (জ্ঞান)
● ক্রয়
খ বিক্রয়
গ পরিবহন
ঘ বিজ্ঞাপন
২৬. পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)
● ক্রয়ের মাধ্যমে
খ বিক্রয়ের মাধ্যমে
গ উৎপাদনের মাধ্যমে
ঘ শিল্পের মাধ্যমে
২৭. ক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? (জ্ঞান)
ক স্থানগত
খ কালগত
গ জ্ঞানগত
● মালিকানাগত
২৮. ক্রয়ের ফলে ক্রেতা পণ্যের কী লাভ করে? (জ্ঞান)
● স্বত্ব
খ লাইসেন্স
গ ঝুঁকি
ঘ পেটেন্ট
২৯. কোনটি বিপণনের আওতায় পড়ে? (অনুধাবন)
ক উৎপাদন
● ক্রয়-বিক্রয়
গ ঋণ গ্রহণ
ঘ শেয়ার হস্তান্তর
৩০. কোনটি বিপণনের আবশ্যকীয় কাজ? (অনুধাবন)
ক পণ্যের স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি
● পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা
গ পণ্যের বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা
ঘ ভোক্তা বা ব্যবহারকারীর রুচি ও চাহিদা বিশ্লেষণ করা
৩১. পণ্যের মালিকানা স্থানান্তর হয় কীসের মাধ্যমে? (জ্ঞান)
ক পরিবহন
খ গুদামজাতকরণ
গ বিজ্ঞাপন
● বিক্রয়
৩২. জুবায়ের তার দোকানের ক্রেতাদের পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ করেন। তার এ কাজটি বিপণনের কোন কাজের সাথে জড়িত? (প্রয়োগ)
ক ক্রয়
● বিক্রয়
গ বিজ্ঞাপন
ঘ পরিবহন
৩৩. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক ভোক্তা বিশ্লেষণ
খ তথ্য সংগ্রহ
● বিক্রয়
ঘ পরিবহন
৩৪. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান)
● পরিবহন
খ গুদামজাতকরণ
গ মজুদকরণ
ঘ প্রমিতকরণ
৩৫. বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করে? (অনুধাবন)
● স্থানগত উপযোগ সৃষ্টি করে
খ রূপগত উপযোগ সৃষ্টি করে
গ স্বত্বগত উপযোগ সৃষ্টি করে
ঘ কালগত উপযোগ সৃষ্টি করে
৩৬. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান)
ক স্বত্বগত
● সময়গত
গ মালিকানাগত
ঘ স্থানগত
৩৭. শীতকালে উৎপাদিত গোলআলু বছরব্যাপী সরবরাহের জন্য বিপণনকে নিচের কোন কাজটি করতে হবে? (প্রয়োগ)
ক প্রমিতকরণ
খ প্রক্রিয়াজাতকরণ
● গুদামজাতকরণ
ঘ বিক্রয়িকতা
৩৮. জনাব রায়হান একজন বাজারজাতকারী। পণ্য বিপণনের সুবিধার্থে তিনি পণ্যের মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। এর ফলে তিনি কী সুবিধা পান? (প্রয়োগ)
ক ভোক্তার সন্তুষ্টি বিধান
● বিক্রয়ে গতিশীলতা বৃদ্ধি
গ গুদামজাতকরণের সুবিধা
ঘ পরিবহনের সুবিধা
৩৯. মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে? (জ্ঞান)
ক প্রমিতকরণ
● পর্যায়িতকরণ
গ মোড়কিকরণ
ঘ প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
৪০. পণ্যকে পর্যায়িতকরণ করা হয় কেন? (অনুধাবন)
ক উৎপাদনের সুবিধার জন্য
খ বিপণনের সুবিধার জন্য
গ বিজ্ঞাপনের সুবিধার জন্য
● বিক্রয়ের সুবিধার জন্য
৪১. কৃষিজাত পণ্যের মোড়কিকরণ করা হয় কেন? (অনুধাবন)
ক ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য
● পণ্যের গুণগতমান অক্ষুণ রাখার জন্য
গ পণ্যের ওজন ঠিক রাখার জন্য
ঘ পণ্যের সুবিধার জন্য
৪২. ক্রেতাদের কাছে পণ্যের গ্রহণযোগ্যতা কীসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক প্রমিতকরণ
খ পর্যায়িতকরণ
● মোড়কিকরণ
ঘ গুদামজাতকরণ
৪৩. তথ্য সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
ক বিক্রয় বাড়াতে
● ক্রেতার রুচি জানতে
গ আইন জানতে
ঘ কর প্রদান করা
৪৪. আশরাফুল ক্রেতাদের পছন্দ সম্পর্কে জানতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
● তথ্য সংগ্রহ
খ ক্রয়
গ বিজ্ঞাপন
ঘ তথ্য সংরক্ষণ
৪৫. ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদার পরিবর্তন ইত্যাদি সম্পর্কে উৎপাদক কীভাবে তথ্য সংগ্রহ করতে পারে? (অনুধাবন)
● বাজার গবেষণার সাহায্যে
খ পাইকারের সাহায্যে
গ বিভিন্ন প্রতিবেদনের তথ্যের মাধ্যমে
ঘ জার্নাল, রিভিউর মাধ্যমে
৪৬. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে? (জ্ঞান)
ক ক্রেতা
● ভোক্তা
গ বিক্রেতা
ঘ দেনাদার
৪৭. পণ্যদ্রব্য ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি কার্য সম্পাদন করার উদ্দেশ্য কী? (অনুধাবন)
ক উৎপাদনকারীর কাছে পণ্য পৌঁছে দেয়া
খ পাইকারের কাছে পণ্য পৌঁছে দেয়া
গ খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য পৌঁছে দেয়া
● ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়া
৪৮. বিপণন উন্নয়নের সাথে উন্নতি সাধিত হয়- (অনুধাবন)
র. শিল্পের
রর. বাণিজ্যের
ররর. সেবার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৯. বিক্রয়ের সাথে জড়িত- (অনুধাবন)
র. পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ
রর. ক্রেতা অনুসন্ধান
ররর. মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫০. বিপণনের কাজ হলো- (অনুধাবন)
র. পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করা
রর. পণ্যের ক্রয়, বিক্রয় ও মোড়কিকরণ করা
ররর. পণ্যের গুণগত মান রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র ও রর ও ররর
৫১. পণ্যকে পর্যায়িতকরণ করা হয়- (অনুধাবন)
র. ওজন অনুযায়ী
রর. আকার অনুযায়ী
ররর. নাম অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫২. চানাচুর উৎপাদক শাহাদাৎ তার উৎপাদিত চানাচুর মোড়কিকরণ করে বিক্রি করেন। মোড়কিকরণের ফলে তার পণ্য (প্রয়োগ)
র. নষ্ট হওয়া থেকে রক্ষা পায়
রর. চাহিদা ও সরবরাহের মধ্যে সমতা রক্ষা করে
ররর. আকর্ষণীয় ও চমৎকার হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৩. তথ্য সংগ্রহ প্রয়োজন- (অনুধাবন)
র. চাহিদা ও সরবরাহ সম্পর্কে জানতে
রর. ক্রেতা বা ভোক্তাদের পছন্দ ও রুচি সম্পর্কে জানতে
ররর. প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মুনাফা সম্পর্কে জানতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৪. সঠিকভাবে ভোক্তা বিশ্লেষণ হলে- (অনুধাবন)
র. পণ্যের চাহিদা বাড়ে
রর. ব্যবসায়িক ঝুঁকি কমে
ররর. ব্যবসায় প্রসার লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫৫. হাবিব সাহেব বাজার থেকে পণ্য ক্রয় করেন। পণ্য বা সেবা ক্রয় করা হয়- (প্রয়োগ)
র. ভোগের জন্য
রর. পুনরায় বিক্রয়ের জন্য
ররর. সংরক্ষণের জন্য
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
স্বপ্ন বুটিকের স্বত্বাধিকারী মিসেস স্বপ্না বিভিন্ন সরবরাহকারীর নিকট পোশাক সংগ্রহ করে তা গুণাগুণ, রং ও আকার অনুযায়ী ভাগ করেন। গ্রাহকদের চাহিদা মোতাবেক নিজ প্রতিষ্ঠানের ঠিকানা সংবলিত প্যাকেটে পোশাক সরবরাহ করেন। তিনি ক্রেতাদের পছন্দ, চাহিদা ও আগ্রহকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
৫৬. মিসেস স্বপ্নার সম্পাদিত কাজটিকে কী বলে? (প্রয়োগ)
● প্রমিতকরণ
খ পর্যায়িতকরণ
গ বিভাগকরণ
ঘ গুদামজাতকরণ
৫৭. মিসেস স্বপ্নার বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
র. পণ্য ক্রয় ও বিক্রয়
রর. পণ্য পর্যায়িতকরণ ও প্যাকিং
ররর. তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আবিদ ও জনাব মিলন দুজনই সমজাতীয় পণ্যের মুদি ব্যবসায়ী। জনাব আবিদ বিএসটিআই স্বীকৃত এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত প্যাকেটজাত সাবান, চিনি, ডাল, তেল ইত্যাদি বিক্রয় করেন। পক্ষান্তরে জনাব মিলন খোলা প্যাকেটবিহীন দ্রব্য বিক্রয় করেন। বছর শেষে দেখা যায় জনাব মিলনের বিক্রয় অপেক্ষা জনাব আবিদের বিক্রয়ের পরিমাণ দুই গুণ বেশি।
৫৮. বিপণনের কোন কাজটি বাদ পড়ায় জনাব মিলনের বিক্রয়ের পরিমাণ কম? (প্রয়োগ)
ক ক্রয়
খ বিক্রয়
গ পরিবহন
● মোড়কিকরণ
৫৯. জনাব আবিদের বিক্রয় তুলনামূলক বেশি। কারণ- (উচ্চতর দক্ষতা)
র. তিনি ভোক্তাদের রুচি, পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন
রর. তিনি পণ্যের ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী ভাগ করেছেন
ররর. তিনি অধিক মূলধন বিনিয়োগ করেছেন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post