নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় : রসুলপুর গ্রামের রাবিলা মলম প্রেণির শিক্ষার্থী। তার বাবা এলাকার একজন সুপরিচিত সবজি চাষি। তিনি নিজের জমিতে ঢেঁড়স, টমেটো, শিম, লাউ, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। জমিতে যখন সবজিগুলো বেশ বড় হয় তখন দেখতে সুন্দর লাগে।
সবজিগুলো যখন বিক্রির জন্য তোলেন, গ্রামের অনেকে সেখান থেকেই সবজি কিনে নেন। বাকি সবজিগুলো তিনি ভালো করে ঘুঝে-মুছে বড় ভালিতে সুন্দর করে সাজিয়ে বাজারে নিয়ে যান। সবজিগুলো যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখেন। রাবিলা সুযোগ পেলে বা ছুটির দিনে তার বাবাকে সবজি বাগান পরিচর্যায় সহয়তা করেন।
আশে পাশের গ্রামের লোকেরা তার সবজি পছন্দ করে কেনেন। তার বাবার সুনামের জন্য সে গর্ববোধ করে। উপরে বর্ণিত রাবিলার বাবার সবজি উৎপাদন, সবজি সংরক্ষণ, ক্রেতাদের নিকট সবজি বিক্রি পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। এ অধ্যায়ে বিপণনের বিভিন্ন দিক সম্পর্কে জানবো।
নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আব্দুল মালেক দিনাজপুরের কাচারি বাজারে একটি মনিহারি দোকান দিয়েছেন। তিনি শহর থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে এনে দোকানে বিক্রি করেন। এ কাজে সহায়তার জন্য তিনি একজন অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন। তিনি সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় করেন বলে মাত্র কয়েক বছরেই বেশ উন্নতি করেছেন।
ক. খুচরা ব্যবসায় কী?
খ. সততা ও বিশ্বস্ততা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. বণ্টন প্রণালিতে জনাব আব্দুল মালেকের অবস্থান দেখাও।
ঘ. একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে উদ্দীপকের জনাব আব্দুল মালেক যেসব কাজ করেন, সেগুলো মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব হাশেম শিকদার তাঁত শিল্পের সাথে জড়িত। তার শিল্পে মূলত লুঙ্গি, গামছা, শাড়ি তৈরি করা হয়। কিন্তু জনাব হাশেম শিকদারের শিল্পে উৎপাদিত পণ্য উন্নতমানের হলেও সঠিক বাজারজাতকরণের অভাবে তিনি আর্থিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন
ক. মোড়কিকরণ কী?
খ. বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব হাশেম শিকদারের ব্যবসায়ে বাজারজাতকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
ঘ. “বাজারজাতকরণ প্রসারই পারে জনাব হাশেম শিকদারকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করতে” -বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. জুয়েল একজন জুতা প্রস্তুতকারক ঢাকার নিউমার্কেটে তার একটি জুতোর দোকান আছে। তিনি তার কারখানায় উৎপাদিত জুতা দোকানে এনে ক্রেতাদের কাছে বিক্রি করেন। বর্তমানে তিনি বৃহৎ উৎপাদন পূর্বক দেশব্যাপী জুতা বিপণন করতে যাচ্ছেন। এ জন্য তিনি বিজ্ঞাপন মাধ্যম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. বিপণন কী?
খ. জেন্ডার সচেতনতা কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. জুয়েল বর্তমানে জুতো বিপণনে কোন বন্টন প্রণালি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. জুয়েলের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যম বেশি কার্যকর হবে বলে তুমি মনে করো? যুক্তিসহ উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. পুষ্পিতা রাজশাহীতে একটি বিশাল আকৃতির আমের বাগান গড়ে তোলেন উৎপাদন মৌসুমে তিনি তার বাগানের আম ঢাকাসহ বড় বড় শহরের পাইকারদের কাছে সরবরাহ করেন। কিন্তু এ বছর আমের দাম কমে যাওয়ায় তিনি ৫০০ কুইন্টাল আম সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে তার দুশ্চিন্তা অনেকটা কমে যায়।
ক. বিজ্ঞাপন কী?
খ. ‘মোড়কিকরণ পণ্যকে ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে’ —ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মি. পুষ্পিতার দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী বিপণন কাজটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণের ফলে ক্রেতা আজ ঘরে বসেই পণ্য কিনতে পারে। উৎপাদক থেকে পণ্যকে ক্রেতার কাছে দিতে ব্যবহৃত হয় পরিবহন ও বণ্টন প্রণালি বাজারজাতকরণ প্রক্রিয়াকে সচল রাখতে বণ্টনপ্রণালি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
ক. বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে কী হিসাবে কাজ করে?
খ. বিজ্ঞাপন কিভাবে সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ: বিপণনে বন্টন প্রণালির প্রয়োজনীয়তা বর্ণনা করো।
ঘ. ‘বিপণন প্রক্রিয়াকে সচল রাখতে বণ্টন প্রণালি বা এর সদস্যরা বিশেষ ভূমিকা পালন করে’- কথাটি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : এ. জি. ফুডস তাদের উৎপাদিত পণ্য নিজস্ব পরিবহনের মাধ্যমে শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে সরবরাহ করে। পণ্যকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য তারা আকর্ষণীয় পলিপ্যাক ব্যবহার করে। পলিপ্যাকে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ বিভিন্ন তথ্য তারা উল্লেখ করে। বর্তমানে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ও সুনাম দিন দিন বেড়ে যাচ্ছে।
ক. ভোক্তা বিশ্লেষণ কী?
খ. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে এ.জি. ফুডস পণ্য সরবরাহে কোন ধরনের বন্টন প্রণালি ব্যবহার করছে? বর্ণনা করো।
ঘ. পণ্যের চাহিদা ও সুনাম বাড়াতে বিপণনের কোন কাজ ভূমিকা রেখেছে? এর যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : মি. রাকিব নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন। সারা বছর ভোগ করা যায় এমন পণ্যগুলো তড়িঘড়ি করে বিক্রি করতে গিয়ে কিছু পণ্য পচে নষ্ট হয়। ফলে মুনাফার পরিমাণ কমে যায়। পরবর্তীতে তিনি স্থানীয় প্রচারমাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরায় পণ্য বিক্রির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। বর্তমানে তিনি একজন সফল চাষী হিসেবে পুরস্কৃত হন।
ক. কোম্পানির মূল দলিলের নাম কী?
খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. রাকিবের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির কোনটির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের মি. রাকিবের সফল চাষী হিসেবে পুরস্কার প্রাপ্তিতে কোনটি সহায়ক ভূমিকা পালন করেছে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব ফরিদ একজন পাটের ব্যবসায়ী তিনি খুব ব্যবসায়ী হিসেবে পরিচিত পাট ওঠার সময় কম দাম হওয়ার কারণে তিনি অনেক পাট কিনে দাম বৃদ্ধির সময়ে বিক্রির জন্য জমা করে রাখেন। হঠাৎ অগ্নিকাণ্ডে সমস্ত পাট পুড়ে যায়। ফলে তার ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।
ক. কোনটির মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌছানো যায়?
খ. ধৈর্যশীলতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? ব্যাখ্যা করো।
গ. জনাব ফরিদের ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? বর্ণনা করো।
ঘ. কোন পদক্ষেপটি জনাব ফরিদের ব্যবসায়টি টিকে থাকতে সহায়তা করতে পারতো বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব নাবিলের জমিতে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হওয়ায় সে দোকানে দোকানে বিক্রি করার মনস্থির করল বিত্তি করার পূর্বে কলাগুলোকে ছোট-বড় বিভিন্ন শ্রেণিতে ভাগ করলেন। এতে বিক্রি সহজতর হয়।
ক. মধ্যদ্ধ ব্যবসায়ীগণ কাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
খ. ‘মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?’ ব্যাখ্যা করো।
গ. জনাব নাবিলের কলা দোকানে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনের কোন কাজটি অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ‘জনাব নাবিলের গৃহীত পদক্ষেপ কলা বিক্রির অন্যতম সহজ কৌশল’ -মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব মিজান “গাংচিল” ইজিবাইক শো-রুমের মালিক। তিনি বিভিন্ন যন্ত্রপাতি চীন থেকে আমদানি করে তার শো-রুমে ইজিবাইক তৈরি করে বিক্রি করেন। ইজিবাইক বিক্রির জন্য তিনি কয়েকজন বিক্রয়কর্মীকে নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার আগে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিক্রয়কর্মীর মধ্যে সততা, ভদ্রতা ও সহজে অন্যের সাথে মিশতে পারে এমন নারী-পুরুষ উভয়কে বিবেচনা করেন।
ক. সরাসরি বিপণন কাকে বলে?
খ: নতুন পণ্য বাজারে পরিচিতির মাধ্যমটি ব্যাখ্যা করো।
গ. জনাব মিজান ব্যবসায়ে চীন থেকে পণ্য আনার ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? বর্ণনা করো।
ঘ. জনাব মিজান ক্রেতাদের আকর্ষণ করার জন্য উপযুক্ত বিক্রয়কর্মীর নিয়োগ দিয়েছেন বলে কি তুমি মনে করো? এর স্বপক্ষে যুক্তি দাও।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post