নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় mcq
নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় mcq
১. আইনের দৃষ্টিতে ব্যবসায় হলো-
ক. মুনাফা অর্জনের জন্য পরিচালিত ব্যবসায়
ড়. বৈধতার সাথে পরিচালিত ব্যবসায়
গ. সামাজিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়
ঘ. অর্থনৈতিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়
২. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
ড়. মুনাফার আশায়
খ. সম্পদ বৃদ্ধি করতে
গ. ব্যবসায় বাড়াতে
ঘ. কর্মসংস্থান তৈরি করতে
৩. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
ক. প্রয়োজনবোধ
ড়. অভাববোধ
গ. চাহিদাবোধ
ঘ. দায়বোধ
৪. মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় কেন?
ক. মুনাফা অর্জনের লক্ষ্যে
খ. ব্যবসায়ী হওয়ার লক্ষ্যে
ড়. অভাব পূরণের লক্ষ্যে
ঘ. চাহিদা পূরণের লক্ষ্যে
৫. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
ড়. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে
খ. অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে
গ. সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
ঘ. উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
৭. বিউটি পার্লার একটি-
ক. সামাজিক কাজ
খ. সেবামূলক কাজ
ড়. অর্থনৈতিক কাজ
ঘ. ঐতিহ্যগত কাজ
৮. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসি এবং বিউটি পার্লার পরিচালনা-
ক. উৎপাদনমূলক কর্মকাণ্ড
খ. প্রত্যক্ষ সেবা
ড়. অর্থনৈতিক কর্মকাণ্ড
ঘ. সবকয়টি
৯. মুনাফার আশায় কৃষক কর্তৃক ধান চাষ গণ্য হবে-
ক. সেবা হিসেবে
ড়. ব্যবসায় হিসেবে
গ .শিল্প হিসেবে
ঘ. বাণিজ্য হিসেবে
১০. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে কোন বিষয়টি বিবেচনায় রাখতে হয়?
ড়. সেবার মনোভাব
খ. মুদ্রাস্ফীতি
গ. নমনীয়তা
ঘ. সৃজনশীলতা
১৩. ব্যবসায়ের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ড়. মৎস্য শিকার
খ. শামুক ব্যবহার
গ. পাথর ব্যবহার
ঘ. ধাতব মুদ্রা ব্যবহার
১৪. কোনটি প্রাচীন যুগের কাজ?
ড়. কৃষি কাজ
খ. কাগজি মুদ্রার প্রচলন
গ. মোবাইল ব্যাংকিং
ঘ. বাজার সৃষ্টি
১৫. কখন বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয়?
ক. প্রাগৈতিহাসিক যুগে
খ. প্রাচীন যুগে
ড়. মধ্যযুগে
ঘ. আধুনিক যুগে
১৮. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন কোনটি?
ড়. শিল্প বিপ্লব
খ. ধাতব মুদ্রার ব্যবহার
গ. দ্রব্য বিনিময়
ঘ. ব্যাংক ও বিমা
১৯. কোনটি ব্যবসায়ের ধারার আওতাভুক্ত নয়?
ক. প্রাচীন যুগ
খ. মধ্যযুগ
গ. আধুনিক যুগ
ড়. অত্যাধুনিক যুগ
২০. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হয় কখন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
ড়. আধুনিক যুগে
ঘ. অত্যাধুনিক যুগে
২১. এটিএমকার্ড ও মোবাইল ব্যাংকিং-এর কোন যুগে প্রচলন ঘটে?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
ড়. আধুনিক যুগে
ঘ. অত্যাধুনিক যুগে
২৩. শিল্প বিপ্লব ও বিভিন্ন শিল্পকারখানার বিকাশ ঘটে কোন যুগে?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
ড়. আধুনিক যুগে
ঘ. অত্যাধুনিক যুগে
২৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উনড়বয়ন ঘটে কোন যুগে?
ক. প্রাগৈতিহাসিক যুগে
খ. প্রাচীন যুগে
গ. মধ্যযুগে
ড়. আধুনিক যুগে
২৫. কোনটি আধুনিক যুগের কাজ?
ক. কাগজি নোটের প্রচলন
খ. বাজার ও শহর সৃষ্টি
গ. ব্যবসায় সংগঠনের উদ্ভব
ড়. বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা
২৬. বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
ড়. আধুনিক যুগে
ঘ. অত্যাধুনিক যুগে
২৯. হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত?
ড়. প্রজনন
খ. নির্মাণ
গ. উৎপাদন
ঘ. নিষ্কাশন
৩০. ভূগর্ভ থেকে স্বর্ণ উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
ক. উৎপাদন
খ. সেবা
গ. প্রজনন
ড়. নিষ্কাশন
৩১. ‘কাপ্তাই জলবিদ্যুৎ’ কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রজনন
খ. নির্মাণ
গ. সেবা
ড়. নিষ্কাশন
৩২. কুড়িল ফ্লাইওভার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা
খ. উৎপাদন
গ. নিষ্কাশন
ড়. নির্মাণ
৩৩. সেতু, বাঁধ, ইমারত প্রভৃতি নির্মাণ কার্যাদি-
ড়. নির্মাণ শিল্প
খ. গঠনমূলক শিল্প
গ. নিষ্কাশন শিল্প
ঘ. সেবা পরিবেশক শিল্প
৩৫. আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ
ড়. তিন
গ. সাত
ঘ. চার
৩৬. কিসের জন্য ব্যবসায় অন্য পেশা থেকে আলাদা?
ড়. বৈশিষ্ট্যের জন্য
খ. কার্যাবলির জন্য
গ. আওতার জন্য
ঘ. অধিক পুঁজির জন্য
৩৭. মি আনিছ বাঁশ ও বেত দিয়ে দোলনা, চেয়ার ও সোফা তৈরি করেন। এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
ড়. শিল্প
খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা
ঘ. পরোক্ষ সেবা
৩৮. মৎস্য চাষ কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবামূলক
খ. নিষ্কাশন
গ. উৎপাদন
ড়. প্রজনন
৩৯. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
ক. প্রজনন শিল্প
খ. নিষ্কাশন শিল্প
গ. নির্মাণ শিল্প
ড়. উৎপাদন শিল্প
৪০. ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সকল বাধা দূর করে-
ক. ব্যবসা
খ. শিল্প
ড়. বাণিজ্য
ঘ. উৎপাদন
৪১. ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বণ্টনের কার্যাবলিকে কী বলে?
ক. ব্যবসায়
খ. শিল্প
ড়. বাণিজ্য
ঘ. প্রত্যক্ষ সেবা
৪৩. গুদামজাতকরণ বাণিজ্যে-
ড়. সময়গত বাধা দূর করে
খ. স্থানগত বাধা দূর করে
গ. ঝুঁকিসংক্রান্ত বাধা দূর করে
ঘ. অর্থসংক্রান্ত বাধা দূর করে
৪৪. কোনটি বাণিজ্যের আওতাভুক্ত?
ক. অডিট ফার্ম
খ. প্রজনন শিল্প
ড়. ব্যাংকিং
ঘ. নিষ্কাশন শিল্প
৪৫. বিমার মাধ্যমে-
ড়. লেনদেনের ঝুঁকিসংক্রন্ত প্রতিবন্ধকতা দূর হয়
খ. অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর হয়
গ. জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়
ঘ. কালগত প্রতিবন্ধকতা দূর হয়
৪৬. বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
ক. পরিবহন
খ. গুদামজাতকরণ
গ. ব্যাংকিং
ড়. বিমা
৪৭. মি. রবিন টেলিভিশনে বিজ্ঞাপন দেখে Walton -এর মোটর সাইকেল কিনতে আগ্রহী হলেন। এক্ষেত্রে বিজ্ঞাপন মি. রবিনের কী বৃদ্ধি করল?
ক. সম্পদ
খ. বুদ্ধি
গ. সৃজনশীলতা
ড়. জ্ঞান
৫২. বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব-
ড়. অপরিসীম
খ. অপরিহার্য
গ. অনস্বীকার্য
ঘ. দিন দিন বাড়ছে
৫৩. কিসের মাধ্যমে বেকার মানুষদের কর্মসংস্থান হয়?
ড়. ব্যবসায়
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. কুটির শিল্প
৫৫. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব?
ক. আইন প্রণয়ন
খ. সামাজিক কাঠামোর পরিবর্তন
ড়. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. বিনামূল্যে দেশভ্রমণ
৫৬. ব্যবসায় কোন ধরনের কর্মকা-?
ক. ব্যক্তিগত
ড়. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক
৫৭. কোনটি দেশে অর্থনৈতিক কর্মকা- ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে?
ক. ব্যবসায়
খ. বাণিজ্য
ড়. ব্যবসায়-বাণিজ্য
ঘ. শিল্প
৬৩. কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে কী বলে?
ক. ব্যবসায়
ড়. পরিবেশ
গ. সমাজ
ঘ. বাণিজ্য
৬৪. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায় কিসের দ্বারা প্রভাবিত হয়?
ক. সমাজ
ড়. পরিবেশ
গ. ব্যবসায়
ঘ. বাণিজ্য
৬৫. ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরনের উপাদান?
ক. আবশ্যিক
খ. অপরিহার্য
ড়. পারিপার্শিক
ঘ. প্রয়োজনীয়
৬৬. কোনটি পরিবেশের পারিপার্শিক উপাদান?
ক. সংস্কৃতি
খ. অর্থনীতি
ড়. জলবায়ু
ঘ. জীবনধারা
৬৮. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক. অর্থনৈতিক পরিবেশের ওপর
খ. সামাজিক পরিবেশের ওপর
ড়. ব্যবসায়িক পরিবেশের ওপর
ঘ. বাণিজ্যিক পরিবেশের ওপর
৬৯. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ৪
ড়. ৬
গ. ৫
ঘ. ৭
৭০. ব্যবসায়ের জন্য মারাÍক হুমকি কোনটি?
ড়. প্রতিকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
খ. বিক্রয় হ্রাস
গ. যাতায়াত সমস্যা
ঘ. বিমার অভাব
৭১. রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি?
ক. ৮টি
ড়. ৬টি
গ. ৪টি
ঘ. ২টি
৭৩. ভোক্তার আয় কোন পরিবেশের উপাদান?
ক. রাজনৈতিক
ড়. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. আইনগত
৭৪. অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
ড়. মূলধন
খ. মানব সম্পদ
গ. প্রযুক্তি
ঘ. সরকারি নীতিমালা
৭৫. সঞ্চয় ও বিনিয়োগ কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক পরিবেশ
ড়. অর্থনৈতিক পরিবেশ
গ. সামাজিক পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
৭৭. শিল্পনীতি কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক
খ. প্রাকৃতিক
ড়. রাজনৈতিক
ঘ. আইনগত
৭৮. সার্বভৌমত্ব কোন ধরনের ব্যবসায়িক পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক
খ. অর্থনৈতিক
ড়. রাজনৈতিক
ঘ. সামাজিক
৭৯. বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে সরকার যেসব আইনি পদক্ষেপ নিচ্ছে সেটি কোন পরিবেশের উপাদান বলে গণ্য হবে?
ক. সামাজিক
ড়. আইনগত
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post